এইচএসসি আইসিটি HSC ICT (Part ১)

গ্লোবাল ভিলেজ  
------------------------------
★কন্সেপ্ট: মনে কর,একটা গ্রাম যেখানে সবাই একজন আরেকজনের বিপদে খুব সহজেই এগিয়ে আসতে পারে।এমনকি যেকোনো সমস্যায় একে অপরকে গুরুত্বপুর্ণ পরামর্শ দিতে পারে।
-মার্শাল ম্যাকলুহান এমনটাই চিন্তা করেছন।পুরো পৃখিবীটা হবে একটা গ্রামের মত,যাতে করে গ্রামের মত পৃথিবীর যেকোনো প্রান্তে থেকে অপর প্রান্তের মানুষকে বিপদে সাহায্য করতে &পরামর্শ দিতে পারে।
অর্থাৎ,
বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ হলো এমন একটি পরিবেশ যেখানে পুরো পৃথিবিটা একটা গ্রামের মত এবং একে অপরকে তথ্য প্রযুক্তির মাধধ্যমে সাহায্যো সাহায্য করবে,যোগাযোগ রাখবে।গ্লোবাল ভিলেজের প্রবক্তা "মার্শাল ম্যাককলুহান"
'
বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজনীয় উপাদান সমুহ:-
১.হার্ডওয়ার: (কম্পিউটার,মোবা
ইল,স্যাটেলাইট এগুলো হলো হার্ডওয়্যার।এগুলো ছাড়া বিশ্বগ্রাম প্রতিষ্ঠা সম্ববনা।কারণ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করতে এগুলো দরকার)
২.সফটওয়্যার:(বিভিন্ন সফটওয়্যার দরকার)
৩.কানেকটিভিটি:(ইন্টার কানেকশন ছাড়া সম্বব না,তাই একে বলা হয় মেরুদন্ড)
৪.ডেটা
৫.মানুষের সক্ষমতা (নেট চালানো জানতে হবে,সবকিছু সমন্ধে আইডিয়া থাকতে হবে)
'
'
'
টেলি এন্ড ভিডিও কনফারেন্সিং  
--------------------------------------
★কন্সেপ্টঃ তোমরা যারা ফেসবুক চালাও তারা হয়তো দেখেছো বিভিন্ন চেটগ্রুপ খোলা হয় যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বন্ধুরা একসাথে একই গ্রুপে গ্রুপচ্যাট করে।বিভিন্ন বিষয়ে সভা,আলোচনা,করে কনফারেন্স করে।হ্যা এরকম টেলিফোন মাধ্যমে কনফারেন্স করার প্রযুক্তিটাই হলো টেলিকানফেরেন্সিং।
অর্থাৎ,
'
টেলিকনফারেন্সিং হলো এমন একটা প্রযুক্তি যার মাধ্যমে ভিন্ন দুরুত্বে থাকা মানুষগুলো তথ্য প্রযুক্তির মাধ্যমে সভা, সেমিনার করে।
'
'
এ কাজটাই যদি তুমরা ভিডিও মাধ্যমে কর ভিডিও কলের মাধ্যমমে দেখে দেখে সভা করা যায় তাহলে সে প্রযুক্তিটাকে বলে ভিডিও কনফারেন্সিং।
অর্থাৎ,
'
-ভিডিও কনফারেন্সিং হলো এমন এক প্রযুক্তি যার মাধ্যমে ভিন্ন দুরান্তে থাকা মানুষ তথ্য প্রযুক্তির মাধ্যমে একে অপরের সাথে চেহারা দেখে সভা,আড্ডা দিতে পারে।

ই-মেইল
----------------------
★কন্সেপ্টঃ আগেকার দিনে যখন মানুষ একজন আরেকজনের কাছে খবর পাঠাতো তখন তারা চিঠি লিখতো যেটা প্রাপকের কাছে যেতে অনেক সময়য় লাগতো। কিন্তু এখন ১ সেকেন্ডে মেইন বা SMS করা যায়।
অর্থাৎ,
'
-ইলেকট্রনিক ডিভাইস মাধ্যমে ডিজিটাল মেসেজ বিনিময় করার প্রযুক্তিতে বলে E-mail বা ই-মেইল।
(>>কনসেপ্ট থেকে সুবিধা অসুবিধাগুলো বুঝার চেষ্টা করো।)
'
ই মেইল সার্ভিস জন্য প্রয়োজন:-
১.মোবাইল বা কম্পিউটার।
২.সফটওয়্যার।
৩.প্রেরক & প্রাপকের ঠিকানা।
'
'
'
'
স্মার্টহোম 
-------------------------
★কন্সেপ্টঃ কেমন হতো যদি তুমি একজায়গায় বসে কিংবা বিছানায় শুয়ে থেকে যদি ঘরের সকল কার্যক্রম করতে পারতে??হুম এ প্রযুক্তিটার নাম ই স্মার্টহোম।
'
অর্থাৎ,
স্মার্টহোম হলো এমন একটা প্রযুক্তি যেখানে রিমোট এর সাহায্যে ঘরের প্রত্যেকটা কার্যক্রম যেমন ফ্যান, লাইট, এসি ইত্যাদি বন্ধ চালু করা নিয়ন্ত্রণ করা হয়।


লিখাঃ রাকিব ভুইয়া

Post a Comment

Previous Post Next Post

Contact Form