মাঝে মাঝে কালবৈশাখী ঝড় হানা দিচ্ছে এখন। বিদ্যুচ্চমক বজ্রপাত প্রায় হচ্ছে চারপাশে। আমরা সবাই জানি, আলোর বেগ শব্দের বেগের থেকে অনেক বেশি বলে বিদ্যুৎ চমকালে আলো আগে দেখা যায় এবং শব্দ পরে শোনা যায়।
আমরা কিন্তু চাইলেই আলো দেখার কতক্ষন পরে শব্দ শোনা যাচ্ছে এটা স্টপওয়াচ দিয়ে বের করে ফেলতে পারি। বিদ্যুৎ চমকানোর সাথে সাথে স্টপওয়াচটা অন করব। তারপর শব্দ শোনা মাত্র অফ করব। এতে আলো আসা ও শব্দ আসার সময়ের পার্থক্য বের করে ফেলা যাবে।
আপনি জানেন কি, খুব ছোট একটু হিসাবের মাধ্যমে এই সময়ের পার্থক্য থেকে মেঘের দূরত্ব বের করে ফেলা যায়?
ধরি, মেঘের দূরত্ব d কিলোমিটার
তাহলে শব্দ আসতে সময় নিচ্ছে d/v সেকেন্ড এবং আলো আসতে সময় নিচ্ছে d/c সেকেন্ড [যেখানে v, c যথাক্রমে শব্দ ও আলোর বেগ]
তাহলে সময়ের পার্থক্য t'= (d/v)-(d/c)
v=0.332 km/s এবং c=300000 km/s ধরে পাই
d=t'/3.012 বা প্রায় t'/3
> মানে আপনি সময়ের পার্থক্যকে 3 দিয়ে ভাগ করলেই মেঘ কত কিলোমিটার দূরে আছে সেটা বের করে ফেলতে পারবেন।
ধরেন, কোন একদিন বিদ্যুৎ চমকানোর 6 সেকেন্ড পর শব্দ শোনা গেল। তার মানে মেঘখন্ডটি প্রায় 6/3=2 km দূরে আছে!
*(দ্রষ্টব্য : শব্দের বেগ বায়ুর তাপমাত্রার সাথে পরিবর্তিত হয় এবং উপরের পুরো ক্যালকুলেশনটা নিঁখুত মান দেয় না বরং কাছাকাছি একটা মান পাওয়া যায়)*
*লিখায় - রাজহাঁস*