আন্তর্জাতিকভাবে খ্যাত LHCb সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত Large Hadron Collider এ সম্পূর্ণ নতুন তিনটি exotic particles আবিষ্কার করেছে। particle তিনটি হলো : নতুন ধরনের pentaquark এবং tetraquark ( এক জোড়া)। এই আবিষ্কারের মধ্যে দিয়ে LHC এ আবিষ্কৃত হ্যাড্রনের ( হ্যাড্রন হচ্ছে কোয়ার্ক, অ্যান্টি-কোয়ার্ক এবং গ্লুওন দিয়ে গঠিত অতি পারমাণবিক কণা) তালিকা আরও দীর্ঘ হলো।
বলা হচ্ছে এই আবিষ্কার পদার্থবিদদের কোয়ার্কের ধর্ম আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে।
কোয়ার্ক হলো এমন কিছু মৌলিক কণিকা যা দ্বারা নিউট্রন বা প্রোটনের মতো ক্ষুদ্র কণিকাগুলো গঠিত হয় (অর্থাৎ ক্ষুদ্র থেকেও ক্ষুদ্রতম)। এরা ছয় ধরনের হয়, যথা : up, down, charm, strange, top এবং bottom.
ইউজুয়ালি দুইটি বা তিনটি কোয়ার্ক মিলে হ্যাড্রন কণা গঠিত হয়। তবে খুব রেয়ারলি এরা চারটি বা পাঁচটি মিলেও কণা গঠন করে। চারটি মিলে tetraquark এবং পাঁচটি মিলে pentaquark কণা গঠিত হয়।
তাত্ত্বিক পদার্থবিদরা এরকম কণার কথা ছয় দশক আগে অনুমান করলেও মাত্র দুই দশক আগে থেকে এই ধরনের কণার আবিষ্কার শুরু হয়।
গত দুই দশকে আবিষ্কৃত tetraquark বা pentaquark সমূহ মূলত charm quark এবং anti charm quark দিয়ে গঠিত। এর সাথে up, down এবং strange quark বা তাদের এন্টি-কোয়ার্কও আছে।
তবে গত দুই বছরে LHCb এমন কিছু tetraquark এবং pentaquark আবিষ্কার করেছে যাদের গঠন পূর্বে পাওয়া কণাসমূহের গঠন থেকে বেশ ভিন্ন।
যেমন : দুইটি charm quark এবং দুইটি charm antiquark নিয়ে গঠিত exotic tetraquark. এবং একটি charm antiquark, একটি up quark, একটি down quark এবং একটি strange quark নিয়ে গঠিত open-charm tetraquark।
Here, Open charm means that the particle contains a charm quark without an equivalent antiquark.
এদিকে গত বছর দুইটি charm quark, একটি up এবং একটি down antiquark নিয়ে গঠিত double open charm tetraquark আবিষ্কৃত হয়েছে। এটা ছিল তখন পর্যন্ত আবিষ্কৃত খুব ব্যাতিক্রম ধর্মী কণা।
সম্প্রতি নেগেটিভ চার্জ বিশিষ্ট B meson এর ক্ষয় বিশ্লেষণ কালে সম্পূর্ণ নতুন ধরনের pentaquark এবং tetraquark পাওয়া গেছে।
Pentaquark টি (প্রথম ছবি) একটি charm quark এবং একটি charm antiquark, একটি up quark, একটি down quark এবং একটি strange quark মোট পাঁচটি quark মিলে গঠিত।
এটিই প্রথম pentaquark যেটায় strange quark পাওয়া গিয়েছে।
tetraquark (দ্বিতীয় ছবি) জোড়াটি গঠিত হয়েছে একটি charm quark, একটি strange antiquark, একটি up quark এবং একটি down antiquark এর সমন্বয়ে। জোড়ার একটি tetraquark অপরটির বিপরীত চার্জ বিশিষ্ট।
এই আবিষ্কারের ব্যাপারে LHCb এর ফিজিক্স কো-অর্ডিনেটর Niels Tuning বলেন, " আমরা যতই এনালাইসিস করছি, ততই একজটিক হ্যাড্রন কণা খুঁজে পাচ্ছি।
সংশ্লিষ্টরা মনে করেন, নতুন ধরনের tetraquark and pentaquark আবিষ্কার ও তাদের ধর্মাবলী জানার মাধ্যমে থিওরীস্টরা একজটিক হ্যাড্রন কণার ইউনিফায়েড মডেল ডেভেলপ করতে পারবে যার বেশিরভাগ এখনও অজানা।
বি.দ্র. এটি phys.org এর নিম্নোক্ত আর্টিকেলের ভাবানুবাদ।
আর্টিকেল লিংক।
https://phys.org/news/2022-07-lhcb-exotic-particles-pentaquark-first-ever.amp
ইমামুল হাসান