জার্মানিতে আসলে এতই স্কলারশিপের সুযোগ আছে যে, আমরা বাংলাদেশীরা আসলে এখানকার সকল স্কলাশিপের নামই জানি না। তাই আমি আপনাদের সবার সুবিধার জন্য জার্মানিতে যতো স্কলারশিপ আছে, সবগুলো নিয়ে আমি একটা তালিকা করেছি। যারা জার্মানিতে স্কলারশিপ নিয়েই পড়তে চান, তারা যদি অনবরত লেগে থাকেন তাহলে তালিকা থেকে কোন না কোন স্কলারশিপের ব্যবস্থা হয়ে যাবে। আপনারা এই পূর্ণ তালিকা ধরে আবেদন করলেই হবে। একেকটা স্কলারশিপের আবেদনের প্রক্রিয়া বা ডেডলাইন একেক রকম। তাই আপনারা আবেদন করার আগে ভালভাবে লিঙ্কে দেয়া সাইটগুলো ভালভাবে ব্রাউজ করবেন।
১। DAAD স্কলারশিপ। এটি জার্মান সরকারি স্কলারশিপ। মুলত মাস্টার্স, পিএসডি, ডক্টরেট স্টুডেন্ট বা ক্ষেত্র বিশেষে শর্টকোর্স করবার জন্য এই স্কলারশিপ দেয়া হয়। এটা জার্মানির বৃহত্তম স্কলারশিপ। লিঙ্ক https://tinyurl.com/ruoxfac
২। Erasmus Mundus স্কলারশিপ। এটি ইউরোপিয়ান ইউনিওনের অধীনে সর্ববৃহৎ স্কলারশিপ। এটি এককভাবে ইউরোপের কোন দেশ নিয়ন্ত্রণ করে না। এই স্কলারশিপ প্রাপ্তদেরকে সাধারণত একই কোর্স ইউরোপের ২ থেকে ৪ টা ভিন্ন দেশের ভিন্ন বিশ্ববিদ্যালয়ে মিলিয়ে করতে হয়। এই স্কলারশিপে আবেদন করতে হলে নুন্যতম অনার্স পাশ থাকতে হবে। জার্মানিতে প্রতি বছর প্রচুর স্টুডেন্ট আসে এই স্কলারশিপ নিয়ে। লিঙ্ক https://tinyurl.com/mhuvqj9
৩। Deutschlandstipendium স্কলারশিপ। বাংলাদেশ থেকে যারা ভালো গ্রেড থাকা অবস্থাতেও কোন স্কলারশিপ না পেয়ে জার্মানিতে এসেছেন তারা দেশ থেকে অথবা এখানে আসার পরে এই deutschlandstipendium পেতে আবেদন করতে পারেন। এটা যে কোন সেমিস্টারে আবেদন করা যায়। মাসে ৩০০ ইউরো পাবেন, ১ বা ২ সেমিস্টারের জন্য। এই স্কলারশিপ ইউনিটে ভর্তি হবার পরে ঐ ইউনি থেকে আবেদন করতে হয়। অফিশিয়াল লিঙ্ক https://tinyurl.com/wk93qry
৪। AIESEC: Global Talent Programme এটি মুলত বিজনেস রিলেটেড কোর্সে যারা পড়াশুনা করছেন, তাদের জন্য। এতে মুলত AIESEC স্কলারশিপ স্বরূপ ৪৯০ ইউরো দেয়। জার্মানিতে আসার পরে আপনি তাদের সাথে যোগাযোগ করে আবেদন করতে হয়। অনলাইনে বিস্তারিত জানতে চাইলে লিঙ্ক (জার্মান ভাষায়) https://tinyurl.com/tdace9v
৫। Alexander von Humboldt-Foundation স্কলারশিপ। এই স্কলারশিপ জারমানির সবচাইতে রয়েল স্কলারশিপ। এটি শুধু মাত্র বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য। কোন কম্পিউটার রিলেটেড, ইঞ্জিনিয়ারিং, ব্যবসা, বা মানবিক শাখার জন্য না। এই স্কলারশিপে আবেদন করতে হলে কমপক্ষে পিউর বিজ্ঞান বিভাগ হতে মাস্টার্স পাশ করতে হবে। (যেমন গনিত, বা পদার্থ বিজ্ঞান)। তবে যারা পিএইচডি বা পোস্টডক বা রিসার্চার হিসেবে কাজ করছেন, তারাই মুলত এই স্কলারশিপ পেয়ে থাকে। তাদের ওয়েবসাইট লিঙ্ক https://tinyurl.com/u9fs7wt
৬। The Baden-Wüttenberg-Stipendium for University Students। এই স্কলারশিপে জার্মানির Baden-Württemberg স্টেটে যারা পড়তে আসে, এমন যে কেউ আবেদন করতে পারবে। এটাই জার্মানির এক মাত্র স্টেট যেখানে প্রতি সেমিস্টারে প্রায় ১৫০০ ইউরো করে টিউশন ফিস আছে। এই স্কলারশিপের জন্য ব্যাচেলর থেকে পোস্টডক পর্যন্ত যে কেউ আবেদন করতে পারে। এই স্কলারশিপে আবেদন করার লিঙ্ক https://tinyurl.com/s9ufz2g
৭। Bayer Science & Education Foundation স্কলারশিপ। এটি বিশ্ববিখ্যাত কোম্পানি Bayer এর পক্ষ্য থেকে শুধু মাত্র যারা ডাক্তার, পাবলিক হেলথ, Life Sciences, Agro Science বা Biology and Chemistry রিলেটেড কোর্সে জার্মানিতে পড়ছেন এবং যারা healthcare সেক্টরে জার্মানিতে ইন্টার্নশিপ করছেন তাদের জন্য। বাংলাদেশীদের মধ্যে প্রায় কেউ এই স্কলারশিপ সম্বন্ধে না জানার কারনে প্রচুর ভারতীয় এই স্কলারশিপের জন্য আবেদন করে থাকে। তাই এবার আমাদেরও বসে না থেকে পাই না পাই আবেদন করা উচিৎ। এই স্কলারশিপে আবেদন করার লিঙ্কসহ বিস্তারিত পাবেন এখানে https://tinyurl.com/regf527
৮। Konrad-Adenauer-Stiftung (KAS): International Scholarships। আমরা না জনার কারনে কতটুকু পিছিয়ে যাচ্ছি, তার বড় প্রমান এই স্কলারশিপ। এতে ব্যাচেলর থেকে Doctorate পর্যন্ত যে কেউ আবেদন করতে পারে। মুলত এই স্কলারশিপ পেতে কোন IELTS লাগে না। লাগে বাংলাদেশ থেকে যদি আপনি ভালো গ্রেড পান তার ট্রান্সক্রিপ্ট। তবে মিনিমাম জার্মান ভাষার নলেজ আছে তা দেখাতে হয়। (যেমন এ১ লেভেল)। আর বাকি রিকয়ারমেন্ট আসলে তেমন কিছুই নেই। কিন্তু আমরা না জানার কারনে গত কয়েক বছরে আমরা কেউ আবেদনই করিনি। এবার কেউ গণহারে আবেদন করতে ভুলবেন না। বিস্তারিত পাবেন এই লিঙ্কে https://tinyurl.com/v68pe2x
৯। Stiftung der Deutschen Wirtschaft স্কলারশিপ। এই ফান্ড The Foundation of German Business (SDW) এর অধীনে। এই স্কলারশিপ মুলত বিজনেসের স্টুডেন্টদের জন্য। ব্যাচেলর থেকে PhD পর্যন্ত যে কোন বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বিস্তারিত জানার লিঙ্ক (জার্মান ভাষায়) https://www.sdw.org/
১০। Rosa Luxemburg Foundation: Scholarships for Foreign Students এই স্কলারশিপ জার্মানির কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আন্তর্জাতিক স্টুডেন্টদেরকে দিয়ে থাকে। ব্যাচেলর থেকে Doctorate পর্যন্ত যে কোন ডিসিপ্লিন থেকে যে কেউ আবেদন করতে পারে। কিন্তু একটাই শর্ত তার জার্মান ভাষার লেভেল B2 থাকতে হবে। বিস্তারিত পাবেন এই লিঙ্কে https://tinyurl.com/w94cytv
১১। State of Bavaria: Max Weber স্কলারশিপ। এই স্কলারশিপ জার্মানির Bavaria রাজ্যের পক্ষ থেকে রাজ্যের যেকোনো ইউনিতে পড়া আন্তর্জাতিক স্টুডেন্টদেরকে দিয়ে থাকে। ব্যাচেলর থেকে Doctorate পর্যন্ত যে কোন ডিসিপ্লিন থেকে যে কেউ আবেদন করতে পারবে। বছরে ৪০০টা স্কলারশিপ দিয়ে থাকে। বিস্তারিত পাবেন এই লিঙ্কে https://tinyurl.com/unjkrq5
৯। Stiftung der Deutschen Wirtschaft স্কলারশিপ। এই ফান্ড The Foundation of German Business (SDW) এর অধীনে। এই স্কলারশিপ মুলত বিজনেসের স্টুডেন্টদের জন্য। ব্যাচেলর থেকে PhD পর্যন্ত যে কোন বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বিস্তারিত জানার লিঙ্ক (জার্মান ভাষায়) https://www.sdw.org/
১০। Rosa Luxemburg Foundation: Scholarships for Foreign Students এই স্কলারশিপ জার্মানির কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আন্তর্জাতিক স্টুডেন্টদেরকে দিয়ে থাকে। ব্যাচেলর থেকে Doctorate পর্যন্ত যে কোন ডিসিপ্লিন থেকে যে কেউ আবেদন করতে পারে। কিন্তু একটাই শর্ত তার জার্মান ভাষার লেভেল B2 থাকতে হবে। বিস্তারিত পাবেন এই লিঙ্কে https://tinyurl.com/w94cytv
১১। State of Bavaria: Max Weber স্কলারশিপ। এই স্কলারশিপ জার্মানির Bavaria রাজ্যের পক্ষ থেকে রাজ্যের যেকোনো ইউনিতে পড়া আন্তর্জাতিক স্টুডেন্টদেরকে দিয়ে থাকে। ব্যাচেলর থেকে Doctorate পর্যন্ত যে কোন ডিসিপ্লিন থেকে যে কেউ আবেদন করতে পারবে। বছরে ৪০০টা স্কলারশিপ দিয়ে থাকে। বিস্তারিত পাবেন এই লিঙ্কে https://tinyurl.com/unjkrq5
১২। Heinrich Böll Foundation: Student Scholarship। এই গ্রেন্ট জার্মানির রাজনৈতিক দল গ্রিন পার্টি থেকে দেয়া হয়। জার্মানিতে পড়ালেখা করা অবস্থায় যে কেউ ভালো রেজাল্ট করলেই এই স্কলারশিপে আবেদন করা যাবে। যারা বাংলাদেশ থেকে স্কলারশিপ না নিয়ে আসার কারনে মন খারাপ তারা আবেদন করে দিতে পারেন। ব্যাচেলর থেকে Doctorate পর্যন্ত যে কোন ডিসিপ্লিন থেকে যে কেউ আবেদন করতে পারবে। এটা একটা দারুন সুযোগ। আবেদনের লিঙ্কসহ বিস্তারিত https://tinyurl.com/skxgpzb
১৩। Evonik Foundation Scholarship। এই স্কলারশিপ জার্মানিতে আসার পরে আবেদন করতে হয়। এটি মুলত বাংলাদেশ থেকে যারা কোন স্কলারশিপের ব্যবস্থা করতে পারেনি, তাদের জন্য। তবে এই সুযোগ যেকোনো বিজ্ঞান বা ন্যাচেরাল সাইন্স রিলেটেড সাবজেক্টে যারা পড়ে তাদের জন্য। যদি কেউ জার্মানিতে আসার পরে ভালো রেজাল্ট করতে পারে তাহলে এই স্কলারশিপে আবেদন করতে পারে। এই গ্রেন্ট মাস্টার্স থিসিস থেকে পোস্ট ডকে পর্যন্ত যেকোনো ক্ষেত্রেই আবেদন করা যায়। এরা মাস্টার্স থিসিস লেখার জন্য মাসে ২৫০ থেকে ৬০০ ইউরো দেয়। আর পিএসডি এর স্টুডেন্টদের মাসে ১৪০০ ইউরো, আর Post-doc করলে মাসে প্রায় ২৫০০ ইউরো করে দিয়ে থাকে। আবেদনের লিঙ্ক https://tinyurl.com/wnokuky
১৪। Gerda Henkel Foundation: Doctoral Scholarships শুধু মাত্র যে কোন ডিসিপ্লিন থেকে যারা PhD বা Doctorate করতে চান, এই স্কলারশিপ তাদের জন্য। তাছাড়া এরা যেকোনো রিসার্চ প্রজেক্টে ফান্ডিং করে থাকে। মজার ব্যাপার হলো, বাংলাদেশ থেকে যেকোনো ইউনিভার্সিটির প্রফেসরেরা তার ইউনিয়ের বিভিন্ন গবেষণার প্রজেক্টের জন্যেও এদের কাছে ফান্ডের আবেদন করতে পারবে। বিস্তারিত জানার লিঙ্ক https://tinyurl.com/rsjvkvq
১৫। Boehringer Ingelheim Fonds: Travel Grants। এই গ্রেন্ট মুলত ডাক্তার বা যারা পাবলিক হেলথের সাথে বা বায়ো মেডিসিনের সাথে জড়িত তাদের জন্য। FCPS বা সমমানের পরীক্ষা পাস করা যেকোনো মেডিক্যালের ব্যাক্তি বা পাবলিক হেলথ বা বায়ো মেডিসিন রিলেটেড বিষয়ের উপরে যারা রিসার্চ অথবা PhD বা Postdoc করছেন, তারাই এই গ্রেন্টের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য বিস্তারিত পাবেন এই ওয়েবসাইটেলিঙ্ক https://tinyurl.com/vgs9rkj
১৬। Friedrich Ebert Foundation: Scholarship এটি মুলত যারা জার্মানিতে পিএসডি বা পোস্ট ডক করবেন তাদের জন্য। এটি যেকোনো ডিসিপ্লিনের ব্যাক্তিরা আবেদন করতে পারবেন। মাসে কমপক্ষে ১২০০ ইউরো করে পাওয়া যায়। আবেদনসহ বিস্তারিত জানার লিঙ্ক (জার্মান ভাষায়) https://tinyurl.com/qqhpn4t
১৭। Friedrich Naumann Foundation: Scholarship মাস্টার্স বা পিএসডি করতে চাইলে যেকোনো ডিসিপ্লিন থেকে যে কেউ এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বেশিরভাগ মানুষ এই স্কলারশিপের ব্যপারে না জানার কারনে এতে তেমন কম্পিটিশন হয় না। এই স্কলারশিপ পেলে প্রতি মাসে কমপক্ষে মাসে ৮৫০ ইউরো করে পাওয়া যাবে। বিস্তারিত জানার লিঙ্ক (জার্মান ভাষায়) https://www.freiheit.org/stipendien
১৩। Evonik Foundation Scholarship। এই স্কলারশিপ জার্মানিতে আসার পরে আবেদন করতে হয়। এটি মুলত বাংলাদেশ থেকে যারা কোন স্কলারশিপের ব্যবস্থা করতে পারেনি, তাদের জন্য। তবে এই সুযোগ যেকোনো বিজ্ঞান বা ন্যাচেরাল সাইন্স রিলেটেড সাবজেক্টে যারা পড়ে তাদের জন্য। যদি কেউ জার্মানিতে আসার পরে ভালো রেজাল্ট করতে পারে তাহলে এই স্কলারশিপে আবেদন করতে পারে। এই গ্রেন্ট মাস্টার্স থিসিস থেকে পোস্ট ডকে পর্যন্ত যেকোনো ক্ষেত্রেই আবেদন করা যায়। এরা মাস্টার্স থিসিস লেখার জন্য মাসে ২৫০ থেকে ৬০০ ইউরো দেয়। আর পিএসডি এর স্টুডেন্টদের মাসে ১৪০০ ইউরো, আর Post-doc করলে মাসে প্রায় ২৫০০ ইউরো করে দিয়ে থাকে। আবেদনের লিঙ্ক https://tinyurl.com/wnokuky
১৪। Gerda Henkel Foundation: Doctoral Scholarships শুধু মাত্র যে কোন ডিসিপ্লিন থেকে যারা PhD বা Doctorate করতে চান, এই স্কলারশিপ তাদের জন্য। তাছাড়া এরা যেকোনো রিসার্চ প্রজেক্টে ফান্ডিং করে থাকে। মজার ব্যাপার হলো, বাংলাদেশ থেকে যেকোনো ইউনিভার্সিটির প্রফেসরেরা তার ইউনিয়ের বিভিন্ন গবেষণার প্রজেক্টের জন্যেও এদের কাছে ফান্ডের আবেদন করতে পারবে। বিস্তারিত জানার লিঙ্ক https://tinyurl.com/rsjvkvq
১৫। Boehringer Ingelheim Fonds: Travel Grants। এই গ্রেন্ট মুলত ডাক্তার বা যারা পাবলিক হেলথের সাথে বা বায়ো মেডিসিনের সাথে জড়িত তাদের জন্য। FCPS বা সমমানের পরীক্ষা পাস করা যেকোনো মেডিক্যালের ব্যাক্তি বা পাবলিক হেলথ বা বায়ো মেডিসিন রিলেটেড বিষয়ের উপরে যারা রিসার্চ অথবা PhD বা Postdoc করছেন, তারাই এই গ্রেন্টের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য বিস্তারিত পাবেন এই ওয়েবসাইটেলিঙ্ক https://tinyurl.com/vgs9rkj
১৬। Friedrich Ebert Foundation: Scholarship এটি মুলত যারা জার্মানিতে পিএসডি বা পোস্ট ডক করবেন তাদের জন্য। এটি যেকোনো ডিসিপ্লিনের ব্যাক্তিরা আবেদন করতে পারবেন। মাসে কমপক্ষে ১২০০ ইউরো করে পাওয়া যায়। আবেদনসহ বিস্তারিত জানার লিঙ্ক (জার্মান ভাষায়) https://tinyurl.com/qqhpn4t
১৭। Friedrich Naumann Foundation: Scholarship মাস্টার্স বা পিএসডি করতে চাইলে যেকোনো ডিসিপ্লিন থেকে যে কেউ এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বেশিরভাগ মানুষ এই স্কলারশিপের ব্যপারে না জানার কারনে এতে তেমন কম্পিটিশন হয় না। এই স্কলারশিপ পেলে প্রতি মাসে কমপক্ষে মাসে ৮৫০ ইউরো করে পাওয়া যাবে। বিস্তারিত জানার লিঙ্ক (জার্মান ভাষায়) https://www.freiheit.org/stipendien
লেখকঃ Nur Mohammad
Member, Bangladeshi Expat & Student Society in Germany
Member, Bangladeshi Expat & Student Society in Germany
Tags:
Education