১ম ও ২য় পত্র দুটি ভাগই গল্পের মত। এই সাবজেক্ট পড়ার সময় আমাদের ভুলটা যেখানে হয় তা হল সব তথ্যকে আমরা পাঠ্য করে রাখতে চাই। বইয়ের ভাষায়ই সব পড়তে চাই। এভাবে একদিক দিয়া পড়ে শেষ করে অন্য টপিক পড়ার সময় আগেরটার সাথে মিশাইয়া ঝট পাকিয়ে ফেলি। ফলে মাথা হ্যাং হয়ে যায়। কিছুই মনে থাকে না।
কিন্ত এই সাবজেক্ট টি পড়ার সময় যদিন নিজের ভাষায় আমরা গল্প বানিয়ে পড়ি তাইলে অনেক সহজেই আয়ত্তে আসে এবং ভুলে যাবার প্রবণতা কম থাকে। এখন আসি কিভাবে নিজের ভাষায় গল্প বানাব:
যদি ধরি আমরা প্রথম পত্রের উমাইয়া খিলাফত পড়ব। তাহলে যে কাজটা প্রথম করব তা হল প্রথম এই বংশের শাসকদের লিস্ট দেখো কোন শাসক কত বছর থেকে কত বছর শাসন করছে সেই চিত্রটা নিজের ভাষায় গল্পের শিরোনাম হিসেবে রাখব। যেমন উমাইয়া খিলাফত ৬৬১খ্রী. থেকে ৭৫০খ্রী. পর্যন্ত মোট ১৪ জন শাসক শাসন করছে। এই শিরোনামের পর পর যেই ধারণা নিতে হবে যে কার পরে কে শাসন করছে। গুরুত্বপূর্ণ শাসকদের সিরিয়াল দেখে চরিত্র ঠিক করা। এর পরে কোন শাসকের আমলে কি কি কর্মকান্ড হয়ছে তা চরিত্র অনুযায়ী একবার বই পড়ে তারপর নিজের ভাষায় গল্প বানাললেই দেখবে খুব সহজেই সব তথ্য মনে থাকে।
এর পর আসি বিভিন্ন সাল আর তারিখের ঝামেলা। এই সাবজেক্ট এর সব সাল আর তারিখ মনে রাখতে হবে না। কিছু কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনার সাল মনে রাখলেই চলবে। পরীক্ষায় একদম কমন কমন সালই আসে। বাইরে থেকে কিছু আসে না। সব সাল একসাথে মনে রাখতে গেলে একটার সাথে আরেকটা মিলিয়ে ভুল হয়ে যায়। তাই গুরুত্বপূর্ণ আলোচনার সালগুলাই যথেষ্ঠ। খুবই কেয়ারভাবে এই সালগুলা আয়ত্ত রাখতে হবে।
আর সর্বশেষ যেটা বলতে চাই তা হল, এইই সাবজেক্ট নিয়া উদ্বিগ্ন থাকার কিছু নেই।এত তথ্য দেখে ভয়ও পাবার কিছু নেই। গুরুত্বপূর্ণ কিছু টপিক ঘুরিয়ে ফিরিয়ে আসে।
ইসলামের ইতিহাস ১ম পত্র
"১ম অধ্যায়"
*আরব উপদ্বীপ /জ্বাজিরাতুল_আরব
*মিশরীয় সভ্যতা
*সুমেরীয় সভ্যতা
*অন্ধকারাচ্ছন্ন যুগ
"২য় অধ্যায়"
*হযরত মুহম্মদ (স.)
*হিজরত
*মদিনা সনদ
*বদর ,উহুদ ও খন্দকের যুদ্ধ
*বিদায় হজ্জ
"৩য় অধ্যায়"
★খোলাফায়ে রাশেদিন
★হযরত আবু বকর (রা:):
=মজলিস উস সূরা
=ইসলামের ত্রাণকর্তা
=রিদ্ধার যুদ্ধ
=ইয়ামামার যুদ্ধ(Garden of Death)
★হযরত ওমর (রা:)
=ইসলান গ্রহন
=পারস্য ও রোমান সাম্রাজ্য বিজয়
=শাসন ব্যবস্থা(রাজ্য বিভাজন ১৪টি, রাজস্ব, বায়তুলমাল)
=অর্ধ জাহানের খলিফা/শাসক হিসেবে তার চরিত্র।
★হযরত উসমান (রা:)
=উসমান রা: এর হত্যা(অভিযোগ/হত্যার কারণ, হত্যার ফলাফল)
=আল কুরয়ানের সংকলনকারী
★হযরত আলী (রা:)
=উষ্ট্রের যুদ্ধ
=সিফফিনের যুদ্ধ
=দুমাতুল জন্দল মিমাংসা
=খারেজি
"৪র্থ অধ্যায়"
★উমাইয়া খিলাফত (৬৬১-৭৫০)
★খলিফা মুয়াবিয়া
=উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা
=নৌবাহিনীর প্রতিষ্ঠাতা।
★ইয়াজিদ
=কারবালার যুদ্ধ
★খলিফা আব্দুল মালিক(রাজেন্দ্র/ Father of kongs)
=উমাইয়া খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা।
= বিদ্রোহ দমন
= আরবি মুদ্রার প্রচলন
=আরবি বর্ণমালার উৎকর্ষ
=ডোম অব দা রক এবং মসজিদ উল আকসা নির্মাণ
★আল ওয়ালিদ বিন আব্দুল মালিক
=সিন্ধু বিজয়
=স্পেন বিজয়
=আফ্রিকা বিজয়
★খলিফা সুলাইমান
=আশীর্বাদের চাবি ও আশীর্বাদের কুঞ্জি বা মিফতাহুল খায়ের বলার কারণ।
★ওমর বিন আব্দুল আজিজ
=পঞ্চম খলিফা
=শাসন ব্যবস্থা
★খলিফা হিশাম
=জাবের যুদ্ধ
"৫ম অধ্যায়"
★আব্বাসীয় খিলাফত
আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠা।
=আবু মুসলিমের অবদান
★আবুল আব্বাস
=আস সাফফাহ বা রক্ত পিপাসু
★আবু জাফর আল মনসুর
=বিদ্রোহ দমন
=বাগদাদ নগরী প্রতিষ্ঠা
=আব্বাসীয় খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা
★খলিফা হারুন অর রশিদ
= শাসক হিসেবে হারুন অর রসিদের কৃতিত্ব
=নহর ই যুবাইদা
=প্রজা দরদি
=বার্মাকি ধ্বংস
=আরব্য উপন্যাস
★আল মামুন
=আল আমীন এর সাথে গৃহযুদ্ধ
=বায়তুল হিকমা
★মালিক শাহ সেলজুক
=নিযামিয়া মাদ্রাসা
=পর্বতের বৃদ্ধলোক হাসান বিন সাবা
=গুপ্ত ঘাতক প্রতিষ্ঠা
★ক্রুসেড
★বাগদাদ ধ্বংস(হালাকু খান)
"৬ষ্ঠ অধ্যায়"
★স্পেনে উমাইয়া শাসন
=মুসলমানদের স্পেন বিজয়(কারণ ও ফলাফল)
★আব্দুর রহমান আদ দাখিল
=মাসারাহ যুদ্ধ
=আরবদের বাজপাখি
=কর্ডোভা মসজিদ
★দ্বিতীয় আব্দুর রহমান
=ধর্মান্ধ আন্দোলন
=প্রভাবশালি চারজন ব্যক্তি(ইয়াহিয়া, জিরিয়াব, খোজা নাসের, সুলতানা তারুব)
=আল আসওয়াত
★তৃতীয় আব্দুর রহমান
=শাশক হিসেবে কৃতিত্ব
=আল-জাহরা প্রাসাদ
"৭ম অধ্যায়"
★উত্তর আফ্রিকায় ফাতেমীয় খিলাফত: এই অধ্যায়ে পড়ার মত তেমন গুরুত্বপূর্ণ কিছুই নেই। না পড়লেও চলবে। এক দুইটা নৈবক্তিক আসলে আসতে পারে। সৃজনশীল উত্তর করার দরকারও নাই। এর পরেও কয়েকজন শাসক পড়লেই হয়ে যাবে।
*আল মাহদী
*আল মুইজ
*আজিজ
*আল হাকিম
=দারুল হিকমা
সৃজনশীল প্রশ্ন এই টপিক্সের বাইরে আসার কোন সম্ভাবনা নাই ইনশাল্লাহ। শুধু এই টপিকগুলো পড়লে সুন্দরভাবে সৃজনশীল উত্তর হয়ে যাবে।
ইসলামের ইতিহাস ২য় পত্র
ফাইনাল সাজেশন
"১ম অধ্যায়"
(ভারতে মুসলিম শাসন)
★সিন্ধু বিজয়
=কারণ
=ফলাফল
=মুহম্মদ বিম কাশিমের কৃতিত্ব।
★সুলতান মাহমুদ
=পরিচয়
=ভারত অভিযান (১৭ বার)
=অভিযানের উদ্দেশ্য(মুখ্য কারণ অর্থনৈতিক উদ্দেশ্য)
=সুমনাথ মন্দির বিজয়(১৬তম অভিযান)
=কৃতিত্ব
=আল বেরুণী ও ফেরদৌসী
=শাহনামা
★সুলতাম মুইজউদ্দীন মুহম্মদ ঘুরী
=তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ
"২য় অধ্যায়"
(দিল্লী সালতানাত যুগ)
★কুতুবউদ্দিন আইবেক
=পরিচয়
=দাস বংশের নামকরণ এর যৌক্তিকতা।
=দাস বংসের প্রতিষ্ঠা।
=লাখ বক্স উপাধি
=কুতুব মিনার
★ইলতুৎমিশ
=পরিচয়
=দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা
=কৃতিত্ব
★সুলতানা রাজিয়া
=পরিচয়
=শাসক হিসেবে সমস্যাবলি/দুর্বলতা।
=বিদ্রোহ দমন
★গিয়াসউদ্দিন বলবন
=পরিচয়
=বন্দেগান ই চেহেলগান বা চল্লিশ ক্রিতদাস চক্র
=শাসক হিসেবে গৃহিত পদক্ষেপ
=মোঙ্গল আক্রমণ নীতি
★খলজি বংশ
★আলাউদ্দিন খলজি
=পরিচয়
=সিংহাসন লাভ
=সাম্রাজ্য বিস্তার(দাক্ষিণাত্য বিজয়)
= মালিক কাফুরির কৃতিত্ব
= দ্রব্যের মূল্যনিয়ন্ত্রণ ব্যবস্থা(কারণ ও ফলাফল)
=দ্বিতীয় আলেকজান্ডার উপাধি
★মুহম্মদ বিন তুঘলক
=উচ্চ বিলাসী ৫টি পরিকল্পনা।
= ব্যর্থতার কারণ ও ফলাফল
"৩য় অধ্যায়"
(মুঘল শাসন)
★বাবর
=পরিচয়
=পানিপথের প্রথম যুদ্ধ
=খানুয়ার যুদ্ধ
= গোগরার যুদ্ধ
=যুদ্ধগুলোর কারণ ও ফলাফল
= মুঘল বংশ প্রতিষ্ঠায় কৃতিত্ব
= বাবরনামা বা তুযুক ই বাবরী
★সম্রাট হুমায়ুন
=পরিচয়
= প্রথমিক সমস্যাবলী
=চৌসার যুদ্ধ
=কনৌজ বা বিল্গ্রামের যুদ্ধ ও শেরশাহের ক্ষমতা লাভ।
=শের শাহের সাফল্যের কারণ
=হুমায়ুনের পুনরায় ক্ষমতা লাভ
★শেরশাহ
=পরিচয়
= শাসন ব্যবস্থা।
= গৃহিত পদক্ষেপসমূহ
=কবুলিয়ত ও পাট্টা
= ঘোড়ার ডাক প্রচলন
= সড়ক ই আযম বা গ্রান্ড ট্রাংক রোড।
=ভারতীয় উপমহাদেশে শাসক হিসেবে কৃতিত্ব
★সম্রাট আকবর
= পরিচয় ও ক্ষমতা লাভ
= পানি পথের দ্বিতীয় যুদ্ধ
= বাংলা বিজয়
= শাসক হিসেবে গৃহিত পদক্ষেপ
=রাজপুতনীতি
= ধর্মনীতি বা দীন ই ইলাহি।
= মনসবদারি প্রথা
= আবুল ফজল ও আইন ই আকবরি
★সম্রাট জাহাঙ্গীর
= পরিচয় ও ক্ষমতা লাভ
= দুস্তুরুল আমল ও Chain of justice
= নূরজাহানের প্রভাব
= খসরু ও খুররমের বিদ্রোহ
★সম্রাট শাহজাহান
= পরিচয় ও সিংহাসন লাভ
= দুর্ভিক্ষ
= স্থাপত্য
= তাজমহল ও ময়ূর সিংহাসন
=পুত্রদের গৃহযুদ্ধ ও আওরঙ্গজেব এর বিজয়
= মমতাজ এর প্রভাব
= বন্দী জীবন ও মৃত্যু
★আওরঙ্গজেব
=পরিচয় ও সিংহাসন লাভ
= মির জুমলার কৃতিত্ব
= সায়েস্তা খানের অবদান
= শাসক হিসেবে কৃতিত্ব
=মুঘল বংশের পতন
বি:দ্র: আগেই বলছিলাম প্রথম তিন অধ্যায় ই সাজেশন অনুসরণ করা যায়। বাকি অধ্যায় গুলো শুধু এখন না পরবর্তীতে সাধারণ জ্ঞানের জন্যও অনেক গুরুত্বপূর্ণ। তাই তন্ন তন্ন করে সব পড়তে হবে। আর এই তিন অধ্যায় থেকে এর বাইরে সৃজনশীল আসবেনা। আসলেও দরকার নেই। এগুলো পড়লেই যথেষ্ট।
Md. Mahiuddin
Department of Law, DU
কিন্ত এই সাবজেক্ট টি পড়ার সময় যদিন নিজের ভাষায় আমরা গল্প বানিয়ে পড়ি তাইলে অনেক সহজেই আয়ত্তে আসে এবং ভুলে যাবার প্রবণতা কম থাকে। এখন আসি কিভাবে নিজের ভাষায় গল্প বানাব:
যদি ধরি আমরা প্রথম পত্রের উমাইয়া খিলাফত পড়ব। তাহলে যে কাজটা প্রথম করব তা হল প্রথম এই বংশের শাসকদের লিস্ট দেখো কোন শাসক কত বছর থেকে কত বছর শাসন করছে সেই চিত্রটা নিজের ভাষায় গল্পের শিরোনাম হিসেবে রাখব। যেমন উমাইয়া খিলাফত ৬৬১খ্রী. থেকে ৭৫০খ্রী. পর্যন্ত মোট ১৪ জন শাসক শাসন করছে। এই শিরোনামের পর পর যেই ধারণা নিতে হবে যে কার পরে কে শাসন করছে। গুরুত্বপূর্ণ শাসকদের সিরিয়াল দেখে চরিত্র ঠিক করা। এর পরে কোন শাসকের আমলে কি কি কর্মকান্ড হয়ছে তা চরিত্র অনুযায়ী একবার বই পড়ে তারপর নিজের ভাষায় গল্প বানাললেই দেখবে খুব সহজেই সব তথ্য মনে থাকে।
এর পর আসি বিভিন্ন সাল আর তারিখের ঝামেলা। এই সাবজেক্ট এর সব সাল আর তারিখ মনে রাখতে হবে না। কিছু কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনার সাল মনে রাখলেই চলবে। পরীক্ষায় একদম কমন কমন সালই আসে। বাইরে থেকে কিছু আসে না। সব সাল একসাথে মনে রাখতে গেলে একটার সাথে আরেকটা মিলিয়ে ভুল হয়ে যায়। তাই গুরুত্বপূর্ণ আলোচনার সালগুলাই যথেষ্ঠ। খুবই কেয়ারভাবে এই সালগুলা আয়ত্ত রাখতে হবে।
আর সর্বশেষ যেটা বলতে চাই তা হল, এইই সাবজেক্ট নিয়া উদ্বিগ্ন থাকার কিছু নেই।এত তথ্য দেখে ভয়ও পাবার কিছু নেই। গুরুত্বপূর্ণ কিছু টপিক ঘুরিয়ে ফিরিয়ে আসে।
ইসলামের ইতিহাস ১ম পত্র
"১ম অধ্যায়"
*আরব উপদ্বীপ /জ্বাজিরাতুল_আরব
*মিশরীয় সভ্যতা
*সুমেরীয় সভ্যতা
*অন্ধকারাচ্ছন্ন যুগ
"২য় অধ্যায়"
*হযরত মুহম্মদ (স.)
*হিজরত
*মদিনা সনদ
*বদর ,উহুদ ও খন্দকের যুদ্ধ
*বিদায় হজ্জ
"৩য় অধ্যায়"
★খোলাফায়ে রাশেদিন
★হযরত আবু বকর (রা:):
=মজলিস উস সূরা
=ইসলামের ত্রাণকর্তা
=রিদ্ধার যুদ্ধ
=ইয়ামামার যুদ্ধ(Garden of Death)
★হযরত ওমর (রা:)
=ইসলান গ্রহন
=পারস্য ও রোমান সাম্রাজ্য বিজয়
=শাসন ব্যবস্থা(রাজ্য বিভাজন ১৪টি, রাজস্ব, বায়তুলমাল)
=অর্ধ জাহানের খলিফা/শাসক হিসেবে তার চরিত্র।
★হযরত উসমান (রা:)
=উসমান রা: এর হত্যা(অভিযোগ/হত্যার কারণ, হত্যার ফলাফল)
=আল কুরয়ানের সংকলনকারী
★হযরত আলী (রা:)
=উষ্ট্রের যুদ্ধ
=সিফফিনের যুদ্ধ
=দুমাতুল জন্দল মিমাংসা
=খারেজি
"৪র্থ অধ্যায়"
★উমাইয়া খিলাফত (৬৬১-৭৫০)
★খলিফা মুয়াবিয়া
=উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা
=নৌবাহিনীর প্রতিষ্ঠাতা।
★ইয়াজিদ
=কারবালার যুদ্ধ
★খলিফা আব্দুল মালিক(রাজেন্দ্র/ Father of kongs)
=উমাইয়া খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা।
= বিদ্রোহ দমন
= আরবি মুদ্রার প্রচলন
=আরবি বর্ণমালার উৎকর্ষ
=ডোম অব দা রক এবং মসজিদ উল আকসা নির্মাণ
★আল ওয়ালিদ বিন আব্দুল মালিক
=সিন্ধু বিজয়
=স্পেন বিজয়
=আফ্রিকা বিজয়
★খলিফা সুলাইমান
=আশীর্বাদের চাবি ও আশীর্বাদের কুঞ্জি বা মিফতাহুল খায়ের বলার কারণ।
★ওমর বিন আব্দুল আজিজ
=পঞ্চম খলিফা
=শাসন ব্যবস্থা
★খলিফা হিশাম
=জাবের যুদ্ধ
"৫ম অধ্যায়"
★আব্বাসীয় খিলাফত
আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠা।
=আবু মুসলিমের অবদান
★আবুল আব্বাস
=আস সাফফাহ বা রক্ত পিপাসু
★আবু জাফর আল মনসুর
=বিদ্রোহ দমন
=বাগদাদ নগরী প্রতিষ্ঠা
=আব্বাসীয় খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা
★খলিফা হারুন অর রশিদ
= শাসক হিসেবে হারুন অর রসিদের কৃতিত্ব
=নহর ই যুবাইদা
=প্রজা দরদি
=বার্মাকি ধ্বংস
=আরব্য উপন্যাস
★আল মামুন
=আল আমীন এর সাথে গৃহযুদ্ধ
=বায়তুল হিকমা
★মালিক শাহ সেলজুক
=নিযামিয়া মাদ্রাসা
=পর্বতের বৃদ্ধলোক হাসান বিন সাবা
=গুপ্ত ঘাতক প্রতিষ্ঠা
★ক্রুসেড
★বাগদাদ ধ্বংস(হালাকু খান)
"৬ষ্ঠ অধ্যায়"
★স্পেনে উমাইয়া শাসন
=মুসলমানদের স্পেন বিজয়(কারণ ও ফলাফল)
★আব্দুর রহমান আদ দাখিল
=মাসারাহ যুদ্ধ
=আরবদের বাজপাখি
=কর্ডোভা মসজিদ
★দ্বিতীয় আব্দুর রহমান
=ধর্মান্ধ আন্দোলন
=প্রভাবশালি চারজন ব্যক্তি(ইয়াহিয়া, জিরিয়াব, খোজা নাসের, সুলতানা তারুব)
=আল আসওয়াত
★তৃতীয় আব্দুর রহমান
=শাশক হিসেবে কৃতিত্ব
=আল-জাহরা প্রাসাদ
"৭ম অধ্যায়"
★উত্তর আফ্রিকায় ফাতেমীয় খিলাফত: এই অধ্যায়ে পড়ার মত তেমন গুরুত্বপূর্ণ কিছুই নেই। না পড়লেও চলবে। এক দুইটা নৈবক্তিক আসলে আসতে পারে। সৃজনশীল উত্তর করার দরকারও নাই। এর পরেও কয়েকজন শাসক পড়লেই হয়ে যাবে।
*আল মাহদী
*আল মুইজ
*আজিজ
*আল হাকিম
=দারুল হিকমা
সৃজনশীল প্রশ্ন এই টপিক্সের বাইরে আসার কোন সম্ভাবনা নাই ইনশাল্লাহ। শুধু এই টপিকগুলো পড়লে সুন্দরভাবে সৃজনশীল উত্তর হয়ে যাবে।
ইসলামের ইতিহাস ২য় পত্র
ফাইনাল সাজেশন
"১ম অধ্যায়"
(ভারতে মুসলিম শাসন)
★সিন্ধু বিজয়
=কারণ
=ফলাফল
=মুহম্মদ বিম কাশিমের কৃতিত্ব।
★সুলতান মাহমুদ
=পরিচয়
=ভারত অভিযান (১৭ বার)
=অভিযানের উদ্দেশ্য(মুখ্য কারণ অর্থনৈতিক উদ্দেশ্য)
=সুমনাথ মন্দির বিজয়(১৬তম অভিযান)
=কৃতিত্ব
=আল বেরুণী ও ফেরদৌসী
=শাহনামা
★সুলতাম মুইজউদ্দীন মুহম্মদ ঘুরী
=তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ
"২য় অধ্যায়"
(দিল্লী সালতানাত যুগ)
★কুতুবউদ্দিন আইবেক
=পরিচয়
=দাস বংশের নামকরণ এর যৌক্তিকতা।
=দাস বংসের প্রতিষ্ঠা।
=লাখ বক্স উপাধি
=কুতুব মিনার
★ইলতুৎমিশ
=পরিচয়
=দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা
=কৃতিত্ব
★সুলতানা রাজিয়া
=পরিচয়
=শাসক হিসেবে সমস্যাবলি/দুর্বলতা।
=বিদ্রোহ দমন
★গিয়াসউদ্দিন বলবন
=পরিচয়
=বন্দেগান ই চেহেলগান বা চল্লিশ ক্রিতদাস চক্র
=শাসক হিসেবে গৃহিত পদক্ষেপ
=মোঙ্গল আক্রমণ নীতি
★খলজি বংশ
★আলাউদ্দিন খলজি
=পরিচয়
=সিংহাসন লাভ
=সাম্রাজ্য বিস্তার(দাক্ষিণাত্য বিজয়)
= মালিক কাফুরির কৃতিত্ব
= দ্রব্যের মূল্যনিয়ন্ত্রণ ব্যবস্থা(কারণ ও ফলাফল)
=দ্বিতীয় আলেকজান্ডার উপাধি
★মুহম্মদ বিন তুঘলক
=উচ্চ বিলাসী ৫টি পরিকল্পনা।
= ব্যর্থতার কারণ ও ফলাফল
"৩য় অধ্যায়"
(মুঘল শাসন)
★বাবর
=পরিচয়
=পানিপথের প্রথম যুদ্ধ
=খানুয়ার যুদ্ধ
= গোগরার যুদ্ধ
=যুদ্ধগুলোর কারণ ও ফলাফল
= মুঘল বংশ প্রতিষ্ঠায় কৃতিত্ব
= বাবরনামা বা তুযুক ই বাবরী
★সম্রাট হুমায়ুন
=পরিচয়
= প্রথমিক সমস্যাবলী
=চৌসার যুদ্ধ
=কনৌজ বা বিল্গ্রামের যুদ্ধ ও শেরশাহের ক্ষমতা লাভ।
=শের শাহের সাফল্যের কারণ
=হুমায়ুনের পুনরায় ক্ষমতা লাভ
★শেরশাহ
=পরিচয়
= শাসন ব্যবস্থা।
= গৃহিত পদক্ষেপসমূহ
=কবুলিয়ত ও পাট্টা
= ঘোড়ার ডাক প্রচলন
= সড়ক ই আযম বা গ্রান্ড ট্রাংক রোড।
=ভারতীয় উপমহাদেশে শাসক হিসেবে কৃতিত্ব
★সম্রাট আকবর
= পরিচয় ও ক্ষমতা লাভ
= পানি পথের দ্বিতীয় যুদ্ধ
= বাংলা বিজয়
= শাসক হিসেবে গৃহিত পদক্ষেপ
=রাজপুতনীতি
= ধর্মনীতি বা দীন ই ইলাহি।
= মনসবদারি প্রথা
= আবুল ফজল ও আইন ই আকবরি
★সম্রাট জাহাঙ্গীর
= পরিচয় ও ক্ষমতা লাভ
= দুস্তুরুল আমল ও Chain of justice
= নূরজাহানের প্রভাব
= খসরু ও খুররমের বিদ্রোহ
★সম্রাট শাহজাহান
= পরিচয় ও সিংহাসন লাভ
= দুর্ভিক্ষ
= স্থাপত্য
= তাজমহল ও ময়ূর সিংহাসন
=পুত্রদের গৃহযুদ্ধ ও আওরঙ্গজেব এর বিজয়
= মমতাজ এর প্রভাব
= বন্দী জীবন ও মৃত্যু
★আওরঙ্গজেব
=পরিচয় ও সিংহাসন লাভ
= মির জুমলার কৃতিত্ব
= সায়েস্তা খানের অবদান
= শাসক হিসেবে কৃতিত্ব
=মুঘল বংশের পতন
বি:দ্র: আগেই বলছিলাম প্রথম তিন অধ্যায় ই সাজেশন অনুসরণ করা যায়। বাকি অধ্যায় গুলো শুধু এখন না পরবর্তীতে সাধারণ জ্ঞানের জন্যও অনেক গুরুত্বপূর্ণ। তাই তন্ন তন্ন করে সব পড়তে হবে। আর এই তিন অধ্যায় থেকে এর বাইরে সৃজনশীল আসবেনা। আসলেও দরকার নেই। এগুলো পড়লেই যথেষ্ট।
Md. Mahiuddin
Department of Law, DU