ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি অনুমোদিত টেস্ট সেন্টার থেকে রেজিস্ট্রেশন করার পর আপনার ইমেইল এড্রেসে পরীক্ষার সময়, কখন উপস্থিত থাকতে হবে, এক্সাম সেন্টারের ঠিকানা ইত্যাদি ইমেইল করে দেয়া হবে । পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত ঘুমিয়ে নিন এবং ঢাকা শহরে যারা আছেন তারা ট্রাফিক-জেম হিসেব করে আরও কিছুক্ষন আগে যাবেন । যাওয়ার সময় অবস্যই আপনার পাসপোর্ট এবং কনফার্মেশন ইমেইল এর কপি নিতে ভুলবেন না । এক্সাম সেন্টারে যাওয়ার পর আপনার সাথে থাকা মোবাইল ফোন, ওয়ালেট ও বেগপেক এক্সাম সেন্টারের কাউন্টারে জমা দিন এবং টোকেন বুঝে নিন । তারপর আপনার ছবি তোলা হবে এবং আঙুলের ছাপ নেয়া হবে । সম্পূর্ণ সাদা শার্ট না পরে যাওয়াই ভালো, তবে আপনি যেই কোনো মার্জিত পোশাক পরে যেতে পারেন । ছবি তোলা হয়ে গেলে আপনাকে আপনার জন্য নিদ্রিষ্ট আসনে বসতে হবে, আসন খুঁজে না পেলে রিপ্রেজেনটেটিভের সহায়তা নিন ।
যেই চেয়ার-টেবিলে বসলেন এইবার দেখে নিন ঠিক আছে কিনা, ঠিক না থাকলে রিপ্রেজেনটেটিভের সহায়তা নিয়ে বদলে নিতে পারেন । আর আপনাকে দেয়া হেডফোনটিকে ঠিকমতো চেক করে নিন কাজ করছে কিনা, ভলিউম বাড়িয়ে এবং কমিয়ে দেখুন হামিং বা নয়েস করে কিনা । হেডফোনে সমস্যা থাকলে তৎক্ষণাৎ রিপ্রেজেনটেটিভের সহায়তা নিয়ে বদলে নিন ।
লিসেনিং এ উত্তর আনসার শিটে লেখার জন্য ১০ মিনিট সময় দেয়া হয়, ১০ মিনিটের মধ্যেই আপনাকে ৪০ টি প্রশ্নের উত্তর আনসার শিটে লিখতে হবে তাই দ্রুত লেখার চেষ্টা করুন । মনে রাখতে হবে রিডিং পরীক্ষায় উত্তর ট্রান্সফার করার জন্য আলাদা সময় দেয়া হয়না ।
কলম নাকি পেন্সিল দিয়ে লিখতে হবে?
এইটা অনেক কমন একটা প্রশ্ন, ছাত্ররা দ্বিধায় ভুগেন আসলে কলম দিয়ে লিখবে নাকি পেন্সিল দিয়ে লিখবে । লিসেনিং এবং রিডিং পরীক্ষায় আপনাকে অবস্যই পেন্সিল দিয়েই লিখতে হবে । শুধুমাত্র রাইটিং পরীক্ষায় আপনি কলম ব্যবহার করতে পারবেন, তবে চাইলে আপনি পেন্সিল দিয়েও লিখতে পারেন । মানে সব কিছু পেন্সিল দিয়ে লেখা যাবে এবং আমার মতে লেখা উচিত ।
বড়হাত নাকি ছোট-হাতের বর্ণ দিয়ে আনসার লিখবো? Should i use upper case/capital letter or Lowercase/small letter?
You can write all your answers in upper or lower case or a combination of both (using capitals at the beginning of proper nouns). মানে এইটা কোনো বেপারনা, তবে অনেকেই শুধু বড়হাত বা upper case/capital letter ব্যবহার করেন, আমি নিজেও করেছি এবং আমি মনে করি স্পষ্ট ভাবে লেখার জন্য সব capital letter ব্যবহার করা উচিত (লিসেনিং ও রিডিং এর ক্ষেত্রে) । উল্লেখ্য যে, রাইটিং এর ক্ষেত্রে বড়হাত-ছোটহাত মিলিয়ে স্বাভাবিক ভাবেই লিখবেন ।
কোন পেন্সিল ব্যবহার করলে ভালো?
এক্সাম সেন্টার থেকে পেন্সিল ইরেজার এগুলা সাধারণত দেয়া হয়, IDP থেকে দেয়া হয় আমি জানি তবে ব্রিটিশ কাউন্সিল থেকে দেয়া হয় কিনা জানিনা । দেয়া হোক বা না হোক, আপনার পেন্সিল আপনি নিয়ে যাবেন । ওদের দেয়া নিম্ন মানের পেন্সিল দিয়ে এক্সাম দিলে সময় নষ্ট হবে । কমপক্ষে ২ টা পেন্সিল, ১ টা ইরেজার আর একটা কলম নিয়ে যাবেন । বাজারে ১০ টাকা করে "Matador Neon" Pencil Dark Plus পাবেন এইগুলা লেখার জন্য খুব ভালো । আর ঐটা না পেলে যেই কোনো 2B পেন্সিল কিনে নিবেন । সাধারণ পেন্সিল গুলা দিয়ে লিখলে লেখা স্পষ্ট হয়না, তাই স্পষ্ট লেখার জন্য ঐ পেন্সিলটা বেবহার করতে পাবেন । আর, ইরেজার একটু দামিটা কিনবেন - কারণ সস্তা গুলা দীর্ঘ সময় ঘষা লাগে, আপনার সময় নষ্ট হবে ।
রেজাল্ট কবে পাবো?
পরীক্ষার ঠিক ১৩ দিন পরেই রেজাল্ট পাবেন । আপনার ইমেইলে মেইল চলে আসবে কোন বেন্ডে কত পেলেন একদম ডিটেলস । আর যেই এক্সাম সেন্টার থেকে এক্সাম দিয়েছেন ওদের কাছ থেকে সার্টিফিকেট বুঝে নিবেন ।
ঢাকার বাইরে যেয়ে পরীক্ষা দিলে স্কোর বেশি পাওয়া যায় শুনলাম!
আসলে বেপার হচ্ছে পরীক্ষা শহরে আর গ্রামে সবজায়গায় একই । আপনি ভালো প্রস্তুতি নিলে সবখানেই পরীক্ষা ভালো হবে ।
Milon Tipra (Member, Canada Bangladesh Immigration essentials)