আই.এল.টি.এস পরীক্ষার দিন কি ঘটে? | Test Day Advice

ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি অনুমোদিত টেস্ট সেন্টার থেকে রেজিস্ট্রেশন করার পর আপনার ইমেইল এড্রেসে পরীক্ষার সময়, কখন উপস্থিত থাকতে হবে, এক্সাম সেন্টারের ঠিকানা ইত্যাদি ইমেইল করে দেয়া হবে । পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত ঘুমিয়ে নিন এবং ঢাকা শহরে যারা আছেন তারা ট্রাফিক-জেম হিসেব করে আরও কিছুক্ষন আগে যাবেন । যাওয়ার সময় অবস্যই আপনার পাসপোর্ট এবং কনফার্মেশন ইমেইল এর কপি নিতে ভুলবেন না । এক্সাম সেন্টারে যাওয়ার পর আপনার সাথে থাকা মোবাইল ফোন, ওয়ালেট ও বেগপেক এক্সাম সেন্টারের কাউন্টারে জমা দিন এবং টোকেন বুঝে নিন । তারপর আপনার ছবি তোলা হবে এবং আঙুলের ছাপ নেয়া হবে । সম্পূর্ণ সাদা শার্ট না পরে যাওয়াই ভালো, তবে আপনি যেই কোনো মার্জিত পোশাক পরে যেতে পারেন । ছবি তোলা হয়ে গেলে আপনাকে আপনার জন্য নিদ্রিষ্ট আসনে বসতে হবে, আসন খুঁজে না পেলে রিপ্রেজেনটেটিভের সহায়তা নিন ।
যেই চেয়ার-টেবিলে বসলেন এইবার দেখে নিন ঠিক আছে কিনা, ঠিক না থাকলে রিপ্রেজেনটেটিভের সহায়তা নিয়ে বদলে নিতে পারেন । আর আপনাকে দেয়া হেডফোনটিকে ঠিকমতো চেক করে নিন কাজ করছে কিনা, ভলিউম বাড়িয়ে এবং কমিয়ে দেখুন হামিং বা নয়েস করে কিনা । হেডফোনে সমস্যা থাকলে তৎক্ষণাৎ রিপ্রেজেনটেটিভের সহায়তা নিয়ে বদলে নিন ।
লিসেনিং এ উত্তর আনসার শিটে লেখার জন্য ১০ মিনিট সময় দেয়া হয়, ১০ মিনিটের মধ্যেই আপনাকে ৪০ টি প্রশ্নের উত্তর আনসার শিটে লিখতে হবে তাই দ্রুত লেখার চেষ্টা করুন । মনে রাখতে হবে রিডিং পরীক্ষায় উত্তর ট্রান্সফার করার জন্য আলাদা সময় দেয়া হয়না ।
কলম নাকি পেন্সিল দিয়ে লিখতে হবে?
এইটা অনেক কমন একটা প্রশ্ন, ছাত্ররা দ্বিধায় ভুগেন আসলে কলম দিয়ে লিখবে নাকি পেন্সিল দিয়ে লিখবে । লিসেনিং এবং রিডিং পরীক্ষায় আপনাকে অবস্যই পেন্সিল দিয়েই লিখতে হবে । শুধুমাত্র রাইটিং পরীক্ষায় আপনি কলম ব্যবহার করতে পারবেন, তবে চাইলে আপনি পেন্সিল দিয়েও লিখতে পারেন । মানে সব কিছু পেন্সিল দিয়ে লেখা যাবে এবং আমার মতে লেখা উচিত ।
বড়হাত নাকি ছোট-হাতের বর্ণ দিয়ে আনসার লিখবো? Should i use upper case/capital letter or Lowercase/small letter?
You can write all your answers in upper or lower case or a combination of both (using capitals at the beginning of proper nouns). মানে এইটা কোনো বেপারনা, তবে অনেকেই শুধু বড়হাত বা upper case/capital letter ব্যবহার করেন, আমি নিজেও করেছি এবং আমি মনে করি স্পষ্ট ভাবে লেখার জন্য সব capital letter ব্যবহার করা উচিত (লিসেনিং ও রিডিং এর ক্ষেত্রে) । উল্লেখ্য যে, রাইটিং এর ক্ষেত্রে বড়হাত-ছোটহাত মিলিয়ে স্বাভাবিক ভাবেই লিখবেন ।
কোন পেন্সিল ব্যবহার করলে ভালো?
এক্সাম সেন্টার থেকে পেন্সিল ইরেজার এগুলা সাধারণত দেয়া হয়, IDP থেকে দেয়া হয় আমি জানি তবে ব্রিটিশ কাউন্সিল থেকে দেয়া হয় কিনা জানিনা । দেয়া হোক বা না হোক, আপনার পেন্সিল আপনি নিয়ে যাবেন । ওদের দেয়া নিম্ন মানের পেন্সিল দিয়ে এক্সাম দিলে সময় নষ্ট হবে । কমপক্ষে ২ টা পেন্সিল, ১ টা ইরেজার আর একটা কলম নিয়ে যাবেন । বাজারে ১০ টাকা করে "Matador Neon" Pencil Dark Plus পাবেন এইগুলা লেখার জন্য খুব ভালো । আর ঐটা না পেলে যেই কোনো 2B পেন্সিল কিনে নিবেন । সাধারণ পেন্সিল গুলা দিয়ে লিখলে লেখা স্পষ্ট হয়না, তাই স্পষ্ট লেখার জন্য ঐ পেন্সিলটা বেবহার করতে পাবেন । আর, ইরেজার একটু দামিটা কিনবেন - কারণ সস্তা গুলা দীর্ঘ সময় ঘষা লাগে, আপনার সময় নষ্ট হবে ।
রেজাল্ট কবে পাবো?
পরীক্ষার ঠিক ১৩ দিন পরেই রেজাল্ট পাবেন । আপনার ইমেইলে মেইল চলে আসবে কোন বেন্ডে কত পেলেন একদম ডিটেলস । আর যেই এক্সাম সেন্টার থেকে এক্সাম দিয়েছেন ওদের কাছ থেকে সার্টিফিকেট বুঝে নিবেন ।
ঢাকার বাইরে যেয়ে পরীক্ষা দিলে স্কোর বেশি পাওয়া যায় শুনলাম!
আসলে বেপার হচ্ছে পরীক্ষা শহরে আর গ্রামে সবজায়গায় একই । আপনি ভালো প্রস্তুতি নিলে সবখানেই পরীক্ষা ভালো হবে ।
Milon Tipra (Member, Canada Bangladesh Immigration essentials)

Post a Comment

Previous Post Next Post

Contact Form