কোন কবিতা কোন ছন্দে রচিত



কোন কবিতা কোন ছন্দে রচিত তা জানা অনেক গুরুত্বপূর্ণ। প্রায় ই প্রশ্ন এসে থাকে। অনেকেরই জানা থাকতে পারে। আবার অনেকের মনে থাকে না। তাই এই টেকনিকটি অনুসরণ করতে পারো।

"বাংলা কবিতার ছন্দ মনে রাখার
কৌশল"

***মাত্রাবৃত্তঃ মাত্র আঠারোতে সৌম্যের রক্ত ঝরে।

মাত্র= মাত্রাবৃত্ত
১/ আঠারো= আঠার বছর বয়স।
২/ সৌম্যের= সাম্যবাদী
৩/ রক্ত ঝরে = রক্তে আমার অনাদি
অস্থি।

***গদ্যছন্দঃ ফেনুআর গদ্য।

৪/ ফে= বেব্রুয়ারি ১৯৬৯
৫/ নু= নূরুলদিনের কথা মনে পড়ে যায়।
৬/ আ=আমি কিংবদন্তীর কথা বলছি।
গদ্য= গদ্যছন্দ

***অক্ষরবৃত্তঃ সেই বিভীষণের এই পৃথিবীতে ঐ লোকটিকে অক্ষরে অক্ষরে মনে পড়ে।

৭/ সেই= সেই অস্ত্র
৮/ বিভীষণ= বিভীষণের প্রতি
মেঘনাদ
৯/ এই পৃথিবীতে= এই পৃথিবীতে এক
স্থান আছে।
১০/ ঐ= ঐকতান
১১/ লোকটিকে= লোক লোকান্তর
১২/ মনে পড়ে= তাহারেই পড়ে মনে।
অক্ষরে অক্ষরে=অক্ষরবৃত্ত।

Md Mahiuddin

Department of Law, DU

Post a Comment

Previous Post Next Post

Contact Form