ডার্ক ওয়েব মুলত প্রাইভেসি বজায় রেখে অনলাইনে কিছু করার একটি প্লাটফর্ম। এখানে টর ব্রাউজার ব্যবহার করে যে কোন কেউ ঢুকতে পারে। এটি ইলিগ্যাল না এবং বন্ধ করাও সম্ভব না। ভিপিএন এর মতই এটি ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার জন্য তৈরী। কিন্তু ডার্ক ওয়েবে ইলিগ্যাল কিছু করা ইলিগ্যাল। যদিও ধরা প্রায় অসম্ভব। শুধুমাত্র বড় ধরনের ক্রাইমের ক্ষেত্রে ইন্টারপোল ট্রেস করে অপরাধীদের ধরে তাও সেটা সময় সাপেক্ষ ব্যাপার, অনেক রিসোর্স লাগে।
অনিয়ন মাল্টি লেয়ারP2P নেটওয়ার্ক ব্যবহার করে কানেক্ট করে টরেন্টের মতই। সুতরাং ট্রেস করতে গেলে যতগুলো পিয়ার ব্যাবহার করে আপনি কানেক্ট করেছেন সবগুলোর থেকে কানেকশান লগ নিয়ে আপনাকে ট্রেস করতে হবে যেটা অসম্ভব কারণ বেশিরভাগ পিয়ার লগ রাখে না এক্ষেত্রে।
অনিয়ন মাল্টি লেয়ারP2P নেটওয়ার্ক ব্যবহার করে কানেক্ট করে টরেন্টের মতই। সুতরাং ট্রেস করতে গেলে যতগুলো পিয়ার ব্যাবহার করে আপনি কানেক্ট করেছেন সবগুলোর থেকে কানেকশান লগ নিয়ে আপনাকে ট্রেস করতে হবে যেটা অসম্ভব কারণ বেশিরভাগ পিয়ার লগ রাখে না এক্ষেত্রে।
ডার্ক ওয়েবের বেশিরভাগ ইলিগ্যাল সাইটের এড্রেস প্রাইভেট সুতরাং আপনি চাইলেই গুগল সার্চ করে বের করে ফেলতে পারবেন না। কোন প্রাইভেট ফোরাম বা কোথাও কেউ লিঙ্ক শেয়ার করলে সেখন থেকে আপনি সাইটের আক্সেস পেতে পারেন। এছাড়া ডার্ক ওয়েবের জনপ্রিয় সার্চ ইঞ্জিন duckduckgo অথবা এরকম কিছু ব্যবহার করে পাব্লিকলি আক্সেসেবল ফোরাম যেখানে লেখক্ ব্যক্তিগত গোপনিয়তা বজায় রেখে বিতর্কিত বিষয় নিয়ে লেখালেখি বা আলাপ আলোচনা করে অথবা ইলিগাল কন্টেন্ট ডাউনলোডের লিঙ্ক পেতে পারেন যা ওয়েব অথবা টরেন্টে এভেলেবল না। অথবা ফোরামে কারো সাথে ইলিগাল কাজের জন্য যোগাযোগ করতে পারেন যেমন আর্মস/ ড্রাগ ট্রাফিকিং, টেরোরিস্ট এক্টিভিটি, মার্ডার ইত্যাদি। এছাড়া ইলিগাল জুয়ার সাইট ও পাবেন অনেক। কিন্তু ডার্ক ওয়েবে কেউ কারো ব্যক্তিগত পরিচয় দেয় না। এছাড়াও এখানে হোস্ট করাহয় ডার্ক রুম যেখানে ইলিগাল ভিডিও যেমন টর্চার, মার্ডার, চাইল্ড পর্নোগ্রাফি, রেপ ইত্যাদি লাইভ ব্রডকাস্ট করা হয় সাবস্ক্রিপশান ফি এর বিনিময়ে। এভাবে অনেকে এখানে অর্থ উপার্জন করে।
ডার্ক ওয়েবে টাকা লেনদেনের জন্য শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন ব্যাবহার করা হয়, কারণ এটি ট্রেস করা সম্ভব না। আগে এক্ষেত্রে ডিস্পোসেবল কার্ড অথবা ব্যাঙ্ক একাউন্ট ব্যবহার করা হত যা ট্রেস করা প্রায় অসম্ভব।
ডার্ক ওয়েবের ইন্টারফেস আসলে কি রকম? ডার্ক ওয়েবে যেহেতু P2P ব্যবহার করে কানেক্ট করা হয় তাই এটি অনেক স্লো কাজ করে, তাছাড়া সাইট গুলো কারো ব্যক্তিগত সার্ভার থেকে হোস্ট করা হয় তার কারণেও এটি অন্যান্য ওয়েবসাইটের থেকে স্লো, কারণ এখানে ক্যাশিং কিংবা মাল্টিপল লোকেশান থেকে সাইট হোস্ট করা হয় না। এই কারণে সাইটগুলো অনেক লাইট ওয়েট, তাছাড়া এখানে যেহেতু ব্যক্তিগত গোপনিয়তা বজায় রাখার কারণে স্ক্রিপ্টিং অথবা ওয়েব অ্যাপ্লিকেশান ব্যবহার করা হয়না। তাই সাইটগুলো ব্যবহার করলে মনে হবে ৮০/৯০ দশকের সাধারন HTML পেজের মত।
ডার্ক ওয়েব নিয়ে অনেক গুজব আছে যেমন এটি ইল্লিগ্যাল অথবা সেখানে সবাই খারাপ কাজে জড়িত, ডিপেস্ট ডার্ক ওয়েব বা মারিয়া ওয়েব ইত্যাদি। এগুলো সবই গুজব।
TOR নেটোয়ার্কঃ The Onion Routing বা সংক্ষেপে TOR একটি অনলাইন প্রাইভেসি প্রটোকল যেখানে পেয়াজের খোলসের মত একাধিক হোস্ট ব্যবহার করে ডার্ক ওয়েব ব্রাউজ করা হয়। এটি মূলত টরেন্টের মত একাধিক P2P হোস্ট ব্যবহার করে কোন সাইটে কানেক্ট করে।
লিঙ্কঃ https://en.wikipedia.org/wiki/Tor_(anonymity_network)
ডার্ক ওয়েবের উল্লেখযোগ্য অপরাধঃ
সিল্ক রোডঃ এটি ডার্ক ওয়েবের একটি জনপ্রিয় ওয়েবসাইট ছিল যা ড্রাগ কেনা বেচার সাথে ২০১১ থেকে জড়িত ছিল। এটিকে বলা হত ডার্ক ওয়েবের এমাজন। এখানে যে কোন সাধারণ ব্যাক্তি অনলাইনে ড্রাগস অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারত। ২০১৫ তে এটি ট্রেস করে বন্ধ করে দেওয়া হয়। লিঙ্কঃ
https://en.wikipedia.org/wiki/Silk_Road_(marke
tplace)
অনলাইন ক্রাইমঃ পিটার স্কালি নামে অস্ট্রেলিয়ান এক ব্যক্তি NLF (No Limits Fun) নামে একটি ডার্ক রুমে লাইভ ভিডিও স্ট্রিমিং করত যেখানে কিছু ফিলিপিনো বাচ্চাদের রেপ ও মার্ডার করা হয় লাইভে। ২০১৫ সালে ২/৩ বছর চেস্টার পর তাকে ট্রেস করে ফিলিপাইন্স থেকে গ্রেফতার করা হয়। লিঙ্কঃ https://en.wikipedia.org/wiki/
Peter_Scully
কিভাবে ব্যবহার করা যায় ডার্ক ওয়েব?
এই লিঙ্ক থেকে টর ব্রাউজার PC বা মোবাইলে ডাউনলোড করেই আপনি ডার্ক ওয়েবে ঘুরে আসতে পারেন। এটি মূলত ফায়ারফক্স ব্রাউজারের সাথে টর ইঞ্জিন যুক্ত করাঃ https://www.torproject.org/download/
এই পেজে কিছু জনপ্রিয় ডার্ক ওয়েবসাইট ও সার্চ ইঞ্জিনের লিঙ্ক দেওয়া আছে , টর ব্রাউজারে কানেক্ট করে চাইলেই ঘুরে আসা যায়ঃ https://vpnoverview.com/privacy/
anonymous-browsing/dark-web-websites-worth-visiting/
সবাইকে ডার্ক ওয়েবে স্বাগতম
Writer: Mahtab Uddin