প্রতিবছর বেশ কয়েকবার Aemers থেকে Undergraduate Scholarship Bootcamp-এর আয়োজন করা হয়ে থাকে। আগামী বুটক্যাম্পটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯ ও ১০ জুলাই! হাইস্কুল অর্থাৎ এইচএসসি/এ-লেভেল শেষ করে ব্যাচেলরে কীভাবে দেশের বাইরে ভালো স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়া যায়, সেরকম রিসোর্সের বড়ই অভাব আমাদের দেশে, বিশেষ করে বাংলা ভাষায়। তাই অনেকেই না জানার ফলে নিজের মূল্যবান সময় নষ্ট করেন, সঠিক দিকনির্দেশনা পান না। অথচ আন্ডারগ্র্যাডে অ্যাপ্লাই করলে খুলে যায় অনেক সম্ভাবনার দুয়ার। বিভিন্ন নামীদামী টপ র্যাংকড বিশ্ববিদ্যালয় থেকে ফুল টিউশন, এমনকি ফুল রাইড (যেখানে শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি লিভিং এক্সপেন্সও বহন করা হয়) স্কলারশিপ পাওয়া যায়। তাই সঠিক সময়ে সঠিক গাইডলাইন নিয়ে আন্ডারগ্র্যাজুয়েটে অ্যাপ্লাই করা হতে পারে জীবন-পরিবর্তনকারী একটি সিদ্ধান্ত।
Aemers-এর বুটক্যাম্পটি স্বশরীরে অনুষ্ঠিত হয়, যাতে শিক্ষার্থীরা হাতে-কলমে অ্যাপ্লিকেশনের A-to-Z নিয়ে ধারণা পেতে পারেন। এটি একটি ২ দিনব্যাপী কোহর্ট, যেখানে মোট ৬টি গুরুত্বপূর্ণ সেশন নেওয়া হয়, ১ম দিনে ৪টি এবং ২য় দিনে ২টি সেশন। এই সেশনগুলোতে আন্ডারগ্র্যাজুয়েটে বিদেশে অ্যাপ্লিকেশনের সবগুলো দিক কভার করা হয়। যদিও এখানে USA-কে ফোকাস করে সেশন নেওয়া হয়, তবে বাকি দেশগুলো সম্পর্কেও আপনি ভালো আইডিয়া পাবেন। কারণ, USA-তে অ্যাপ্লিকেশন সিস্টেমটি "Holistic", অর্থাৎ এখানে যেমন অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও SAT লাগে, তেমনি লাগে Extra-Curricular Activities (ECA), Honors & Achievements, Essay/Personal Statement, Letter of Recommendation ইত্যাদি। অন্যান্য দেশেও এসবের কমবেশি প্রাসঙ্গিকতা আছে, তবে আমেরিকার কলেজ অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সবচেয়ে বহুমুখী।
বুটক্যাম্পের দিনে সকাল থেকেই সেশন শুরু হয়ে যায়, প্রত্যেকটির সময়সীমা প্রায় ৯০ মিনিট বা দেড় ঘণ্টা।
১ম সেশন: University types & their differences, Standardized Tests (SAT), English Proficiency Tests (IELTS, DET ইত্যাদি), Financial Aid Mechanisms (Need-based, Need-aware, Need-blind) অর্থাৎ, একাডেমিক ও ফিনান্সিয়াল দিকগুলো বিশ্লেষণ করা হয়।
২য় সেশন: Beyond Academics, যেখানে Extra-Curricular Activities (ECA), Honors, অ্যাপ্লিকেশন সাইকেল (EA, ED, REA, RD, RA), এবং Common App, Coalition App, MyMIT, ApplyTexas-এর মতো প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা হয়।
এই দুটি সেশনের পর লাঞ্চ ব্রেক দেওয়া হয় এবং লাঞ্চ বুটক্যাম্প ফি-এর মধ্যেই অন্তর্ভুক্ত।
এরপর শুরু হয়:
৩য় সেশন: Recommendation Letter, যেটি Counselor, Teachers, Peer, Coach, Parents বা Private Tutors-এর কাছ থেকে নেওয়া যায়; Portfolio তৈরি; Common/Coalition App-এর Additional Section-এর সর্বোত্তম ব্যবহার; এবং Practical College List তৈরির কৌশল।
৪র্থ সেশন: Essay Writing, Common/Coalition App Main Essay এবং Supplemental Essay নিয়ে বিশদ আলোচনা হয়। এছাড়াও, ফাইনান্সিয়াল ডকুমেন্টস (CSS, Passport, IDOC ইত্যাদি) সম্পর্কেও ধারণা দেওয়া হয়।
২য় দিনের শুরু হয়:
৫ম সেশন দিয়ে, যেখানে CSS/ISFAA/FAFSA, College Interview, Demonstrated Interest-এর গুরুত্ব এবং কিছু কার্যকরী টিপস-ট্রিকস দেওয়া হয়।
৬ষ্ঠ ও শেষ সেশনে বলা হয় Deferred & Waitlisted টার্মগুলোর ব্যাখ্যা, অ্যাক্সেপ্টেন্স পাওয়ার পর I-20, DS-160 ফর্ম পূরণ, SEVIS ফি পরিশোধ, ভিসা ইন্টারভিউ ফেইস করার মতো গুরুত্বপূর্ণ ধাপগুলো।
কোহর্টে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে Aemers-এর প্রতিষ্ঠাতা Dr. Mamoon Rashid শিক্ষার্থীদের পরামর্শ এবং প্রশ্নের উত্তর দেন। উনি নিজে আমেরিকার দুইটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, তাই ওনার দিকনির্দেশনা শিক্ষার্থীদের অ্যাপ্লিকেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এইভাবেই শেষ হয় আমাদের ২ দিনব্যাপী মহামূল্যবান এই কোহর্ট, যেখানে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার প্রতিটি ধাপে পারদর্শী হয়ে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে এক ধাপ এগিয়ে যেতে পারে!
এই বুটক্যাম্পে অংশগ্রহণ করে আপনি কী পাবেন?
প্রথমেই Appreciation Certificate, Aemers-এর ব্র্যান্ডেড টিশার্ট এবং “আমেরিকায় আন্ডারগ্র্যাডে স্কলারশিপ” নামক বাংলা ভাষায় লেখা সমৃদ্ধতম বই ও হ্যান্ডবুক প্রদান করা হয়। এছাড়াও গেইম-কুইজ, পিয়ার অ্যাক্টিভিটি এবং ট্রেইনারদের মাধ্যমে ইন্টার্যাকটিভ শেখার অভিজ্ঞতা থাকে, যা শেখাটিকে করে দীর্ঘমেয়াদি ও প্র্যাক্টিকাল। ক্লাস ৯-১২, এবং গ্যাপ ইয়ারের শিক্ষার্থীদের জন্য এই কোহর্ট সবচেয়ে বেশি উপকারী।
কীভাবে অংশ নিতে পারবেন Aemers Undergraduate Scholarship Bootcamp-এ?
কমেন্টে দেওয়া লিংক থেকে কিংবা sat.aemers.com/bootcamp ওয়েবসাইটে গিয়ে গুগল ফর্ম পূরণ করে ও পেমেন্ট করে আপনার আসনটি নিশ্চিত করুন। চাইলে গ্রেক বা Aemers অফিসে স্বশরীরেও রেজিস্ট্রেশন করতে পারেন। ওয়েবসাইটে বুটক্যাম্প সম্পর্কিত বিস্তারিত তথ্যও পাবেন। তাহলে আর দেরি কীসের? এখনই রেজিস্ট্রেশন করুন Aemers Undergraduate Scholarship Bootcamp-এ এবং বিদেশে পড়ার স্বপ্নকে আরও একধাপ এগিয়ে নিয়ে যান!
