- শুরুতেই বলে দেই এই পোস্ট আমার এবং একজন ভাইয়ের অভিজ্ঞতার ফসল। কিন্তু ভাইটার নাম আমি এই মুহুর্তে মনে করতে পারছি না বলে দুঃখিত । এই পোস্টের অনেক কিছুই ঐ ভাইয়ের পোস্ট থেকে নিয়ে নিজের মত করে মডিফাই বা সরাসরি কপি করে উপস্থাপন করা। তবে অভিজ্ঞতা ও টিপস্ এসব একান্তই ব্যক্তিগত। এটা কোন অনুবাদ নয় তাই তথ্যের ঘাটতি থাকতেই পারে। সেটা শুরুতে বলে দেয়া ভালো। বিস্তারিত জানতে অবশ্যই ওদের ওয়েব সাইট ভিজিট করবেন। অনেক বড় পোস্ট হয়ে যায় বলে তিনটি পর্বে বিভক্ত করলাম। ধারাবাহিক ভাবে শেয়ার করা হবে , আশাকরি উপকৃত হবেন।
IELTS কি?
The International English Language Testing System or IELTS হল ইংরেজি ভাষার দক্ষতা(Communicative) যাচাই করার একটা পরীক্ষা। এই পরীক্ষা পদ্ধতি মূলত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটা ভাষা সেন্টারের তৈরি। বিশ্বব্যাপী এই পরীক্ষাটি Brithish Council আর IDP নিতে পারে। কিন্তু প্রশ্ন সেট করে ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ। এই পরীক্ষা পদ্ধতি মূলত দুই রকমের – “একাডেমিক” এবং “জেনারেল”। আপনি যদি উচ্চশিক্ষার উদ্দ্যেশে বিদেশযাত্রা করতে চান, তাহলে আপনাকে একাডেমিক IELTS দিতে হবে। তাছাড়া অন্য কোন উদ্দ্যেশে (যেমন- চাকুরী/ব্যবসা/ইমিগ্রেশন ইত্যাদি) বিদেশযাত্রা করতে চাইলে আপনাকে জেনারেল IELTS দিতে হবে। এই দুইটি পদ্ধতির মধ্যে পার্থক্য যৎসামান্যই। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি একাডেমিক-এর তুলনায় জেনারেল পরীক্ষার ব্যাপ্তি একটু বেশি। আর ঢাকায় সাধারণত প্রতি মাসেই ৫-৬ টার মত পরীক্ষার তারিখ থাকে। কিন্তু সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, খুলনাতে মাসে ১/২ টা পরীক্ষার তারিখ থাকে। পরীক্ষা দিতে ১৭০০০ টাকা আর পাসপোর্ট লাগে। রেজাল্ট পেতে সময় লাগে ১৩ দিন।
IELTS কেন?
বিদেশে ইংরেজী মাধ্যমে উচ্চিশক্ষা যেমন B.Sc ,M.Sc অথবা Phd করতে চাইলে আপনি যে ইংরেজিতে পড়াশোনা/কথোপকথন করতে পারবেন তার একটা দলিলপত্র থাকতে হয়। সেই দক্ষতা প্রমাণকরতেই IELTS স্কোর লাগে। আর আমেরিকার কিছু বিশ্ববিদ্যালয় বাদে সারা বিশ্বে IELTS সমাদৃত। এমনকি কিছু প্রগ্রামে IELTS না চাইলেও ভিসা অফিস এর রিকয়ারমেন্টে IELTS থাকে এখন [যেমন জার্মান এম্বাসী]।
কখন IELTS এর প্যারা নিব এবং কেন?
যদি আমার মত বাইরে B.Sc করার ইচ্ছা থাকে তবে SSC র পর থেকেই প্যারা নিতে বলব আর M.Sc বা পরবর্তী study করার ইচ্ছে থাকলে ভার্সিটির ১ম বা ২য় বর্ষ থেকে প্রস্তুতি শুরু করা ভালো কারণ হঠাৎ করে একটা ভাষার দক্ষতা অর্জন করা যায় না। চেষ্টা করলে হতাশ হবার সম্ভবনা বেশি। এইটা একটা Continuous Process। যদিও বেশির ভাগ বিষয়গুলো আমরা ইংরেজিতে পড়ি, কিন্তু বাংলিশ-এর চক্কর থেকে বেড়িয়ে স্ট্যান্ডার্ড ইংলিশে অভ্যস্থ হতে চাইলে আগে থেকেই শুরু করা উচিত।
নিজের বর্তমান অবস্থা যাচাই করবেন কি করে?
নিজের বর্তমান ইংরেজির অবস্থা জানতে এইখানে একটা অনলনাইন পরীক্ষা দেওয়া যায়। এই ওয়েবসাইটটা হচ্ছে যারা IELTS এর প্রশ্ন করে মানে ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশের। https://cambridgeenglish.org/test-your-english/for-schools/ (আমার ২০ আসছিল, ২৫ টার ভিতরে)
IELTS এর মাধ্যমে আপনি BASIC ENGLISH শিখতে পারবেন না BUT আপনার ইংরেজীর LEVEL টা নিশ্চয় জানতে পারবেন।” তাই আপনার ইংরেজীতে দক্ষতার জন্য অবশ্যই IELTS এর আগে বেসিক ইংরেজী শিখতে হবে খুব ভালো করে। তা না হলে IELTS এর প্রস্তুতি নেবার পর হতাশ হবার সম্ভাবনা ৯৯.৯৯%।
IELTS exam দুই ধরণের হয়ে থাকে । ১. একাডেমিক ২. সাধারণ ।
একাডেমিক আর সাধারণের মধ্যে খুব বেশি তফাৎ নেই । মুল পার্থক্য হল writing task 1 এ। সাধারণ IELTS exam এ formal লেটার লিখতে হয় আর একাডেমিতে বার চার্ট, ম্যাপ, পাই চার্ট ,টেবিল এসবের বর্ননা দিতে হয়। আর বাকীটা প্রায় একই । তবে একাডেমিক সাধারণের তুলনায় বেশ কঠিন। এটার প্রশ্নের ধরণ প্রায় একই হলেও সাধারণের তুলনায় কঠিন হয়। আর কোন exam ই কোনটার পরিপূরক নয় অর্থাৎ সাধারণ IELTS exam দিয়ে একাডেমির কাজ চালাতে পারবেন না।
IELTS পরীক্ষার সম্পর্কে সংক্ষিপ্ত ধারনা
দুই দিনে IELTS পরীক্ষা হয়। যে তারিখের জন্য রেজিস্ট্রেশন করা হয় সেই দিনে লিসেনিং, রিডিং আর রাইটিং হয় যথাক্রমে। আর এই দিনের দুই/তিন দিন আগে বা পরে স্পিকিং টেস্ট হয়। প্রতিটা মডিউল এর সর্বোচ্চ স্কোর ৯ । আপনার দক্ষতা অনুযায়ী প্রতিটা মডিউলে আপনাকে আলাদা আলাদা স্কোর প্রদান করা হবে। নিচে প্রতিটা মডিউল সম্পর্কে ধারনা দিবার চেষ্টা করব।
Listening: এই মডিউলে প্রায় ৩০ মিনিটের একটা অডিও থাকে যার ৪ টা সেকশন থাকে। প্রতি সেকশনে ১০ টা করে প্রশ্ন থাকে। মোট ৪০ টা প্রশ্ন থাকে যার প্রতিটার মার্ক ১ করে। এই ৪০ টার কতটা ঠিক হবে তার উপরে আসলে ব্যান্ড স্কোর দেওয়া হয়। এইখানে আসলে ৪ সেকশনে ৪ টা অডিও থাকে। অডিও শুনতে শুনতে প্রশ্নের উত্তর করতে হয়। ভয় পাবার কিছু নেই, ৪-৫ টা প্রশ্ন পড়ে পরের ৪-৫টা পড়ার জন্য সময় দেওয়া হয় আর উত্তর প্রশ্নের ক্রমানুসারে থাকে। সাধারণত ৬ ধরনের প্রশ্ন থাকে লিসেনিং এ।
Reading: এই মডিউলে ৩ টা সেকশন থাকে। প্রতি সেকশনে ১৩ থেকে ১৪ টা করে প্রশ্ন থাকে। সাধারণত শেষেরটায় ১৪ টা থাকে। মোট ৪০ টা প্রশ্ন থাকে যার প্রতিটার মার্ক ১ করে। এই ৪০ টার কতটা ঠিক হবে তার উপরে আসলে ব্যান্ড স্কোর দেওয়া হয়। এই মডিউলে ৩ টা প্যাসেজ থাকবে। প্যাসেজ পরে উত্তর করতে হবে। আমাদের ৯ম -১০ম শ্রেণির ইংরেজি ১ম পত্রের মত করে আরকি। এইখানে সময় আর প্যারাফ্রেজ(একই কথা ঘুরিয়ে বলা যেটাকে বলে) বেশি গুরুত্বপূর্ণ। রিডিং এ সাধারণত ১১ ধরনের প্রশ্ন থাকে।
Writing: এই মডিউলে আসলে ২ টা প্যাসেজ লিখতে হয়। ১ম প্যাসেজটায় একটা ভিজুয়ালের বর্ণনা করতে হয় আর ২য় প্যাসেজে একটা বিষয়ে মতামত ও তার পক্ষে যুক্তি দিতে হয়। টাস্ক ১ ও ২ এর জন্য ieltsliz ওয়েবসাইট খুবই অসাধারণ। খুব যত্ন করে এইখানের উত্তর আর পরামর্শ গুলা ফলো করে প্রস্তুতি নিলে রাইটিং এ ভাল করা যায়। তবে সাধারন exam এ task 1 এ formal letter থাতে যা স্কুল কলেজের letter লেখার মতই।
Speaking: এই মডিউলে আসলে একজন পরীক্ষকের সাথে ১১-১২ মিনিট কথা বলতে হবে। প্রথম ৪-৫ মিনিট কিছু সাধারণ প্রশ্নের উত্তর করতে হয়। তারপর একটা টপিকের উপরে ১-২ মিনিট কথা বলতে হবে। প্রস্তুতির জন্য ১ মিনিট সময় দেওয়া হয়। এরপর ৫-৬ মিনিট আবার প্রশ্ন-উত্তর করতে হবে। কিন্তু এইবারে প্রশ্নগুলা একটুু বিশ্লেষণধর্মী। ৩-৫ লাইনে উত্তর করতে হয়। আসলে উত্তরটার কারণ ব্যাখ্যা করতে হবে মূলত। Youtube এ IELTS Speaking Sample লিখে সার্চ করলে অনেক Video পেয়ে যাবেন।
এসব মডিউল সমন্ধে গুগল মামাকে ask করলে আরো বিস্তারিত পাবেন। তাছাড়া রাইটিং এর জন্য ieltsliz, ieltsorg, ieltsup ইত্যাদি website দেখতে পারেন।
এবার আসি আসল প্রশ্নে, কোচিং এ ভর্তি হব নাকি নিজেই প্রস্তুতি নিব?
আমি প্রথমে কোচিং এ ভর্তি হয়েছিলাম ১০০০০ টাকা খরচ করে ৩৬ টা IELTS এর উপর ক্লাস করে। ৩ টা ক্লাস করার পর মনে হল টাকাটা জলে দিছি। আর এখন সময় নষ্ট করছি তাই কিছুদিন পর যাওয়া বন্ধ করে দেই এবং নিজের মত করে শুরু করি একদম বেসিক থেকে। যদিও High School থেকে English এর প্রতি সিরিয়াস ছিলাম। তারপর বেশ সময় নিয়ে প্রস্তুতি শুরু করি। তাই আমার মতে, এইটা আসলে ডিপেন্ড করে। অলসদের জন্য কোচিং করা ভাল। কোচিং এ ভর্তি হবার আগে জেনে নিবেন কারা বেশি মক টেস্ট নিবে । যারা বেশি মক নিবে তাদের কোচিং এ ভর্তি হবেন কারন IELTS এ যত প্রক্টিস করবেন ততো দক্ষ হবেন। আর যারা সিরিয়াস তারা অনলাইন রিসোর্স আর বই দিয়েই ভাল করতে পারবে। মুল কথা হল প্র্যাক্টিস করতে হবে আর যে জায়গায় সমস্যা বের করে তার সমাধান করতে হবে। রাইটিং মূল্যায়নের জন্য ফেসবুকের কিছু গ্রুপ আছে, যেখানে পোষ্ট করলে অভিজ্ঞরা দেখে দেয়। ভাল করার জন্য পরামর্শ দেয়। তবে মুল পরীক্ষার আগে মিনিমাম ৫ টা মক বা সিমিলার IELTS Exam দেয়া উচিৎ বলে আমি মনে করি।
কিভাবে ইংরেজি এর দক্ষতা বাড়াবেন ভালো স্কোরের জন্য?
ইংরেজি এর ব্যবহার দুইরকম। একটা হল Passive, অপরটা হল Active। Passive বলতে আসলে লিসেনিং আর রিডিংকে বুঝায়। আর Active বলতে রাইটিং আর স্পিকিংকে বুঝায়। Passive দিয়ে আমরা বুঝি আর Active দিয়ে বুঝাই। যারা ইংলিশ মুভি, টিভি সিরিজ, টেড ইত্যাদি দেখে তাদের স্বাভাবিক ভাবেই লিসেনিংটা হয়। আর যারা ইংরেজি গল্পের বই, ইংরেজি আর্টিকেল পড়ে তাদের রিডিংও ভাল হয়। ভাল করে লিখতে হলে, ভাল করে পড়তে হবে। আর ভাল করে শুনলে, ভাল করে বলতে পারা যাবে। কারণ তখন একটা ধারনা আমাদের ব্রেনে তৈরি হয়ে যায়। তারমানে এই না যে শুধু পড়লেই, লেখা ভাল হবে। পড়ার পাশাপাশি, লেখার অভ্যাস করতে হবে। একইভাবে লিসেনিং স্পিকিং এর জন্য কাঁচামাল সরবরাহ করবে, স্পিকিং এর মাধ্যমেই স্পিকিং এর উন্নতি হবে।
Passive English(Listening, Reading) কেন বেশি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়?
আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি IELTS এর লিসেনিং ও রিডিং এ একটু টেকনিক্যালি অনুশীলন করলে ৮/৮.৫ পাওয়া সম্ভব। এই দুইটা দিয়ে খুবই সহজে ওভারঅল স্কোর আপ করা যায়। তার জন্য passive ইংলিশ এর ব্যবহার বাড়াতে হবে। আমার পরিচিত বন্ধু, সিনিয়র ভাই, শিক্ষককে চিনি যারা ৭.৫-৮ স্কোর পাইছে খুবই সহজে তাদের passive ইংলিশ এর কারণে। জাস্ট পরীক্ষার আগে ১-১.৫ মাস ভাল করে প্র্যাক্টিস করে।
Active English(Writing, Speaking) কেন রেগুলার পরীক্ষার আগে অবশ্যই বেশি বেশি প্র্যাক্টিস করতে হবে?
Active ইংলিশ এর জন্য আসলে টেস্ট দিয়ে ভাল করে ইভালুয়েট করতে হবে। কারণ আমাদের চিন্তা করার সাথে বলা, লিখার synchronization হইতে সমস্যা হয়। ফলে নিজের লিখা, বলা নিজের চেক করলেও বুঝা যায় যে যেমন চিন্তা করছিলাম তাড়াতাড়ি বলতে বা লিখতে যেয়ে তেমন বের হচ্ছে না কারণ আমরা নেটিভ ইউজার না। এইটা অভ্যাস সাপেক্ষ। এই জন্যই প্র্যাকটিস টা মুখ্য। তাছাড়া linker এর সঠিক ব্যবহার করাও জরুরি। আমরা যে complex sentence এর ভয় পেতাম তাও writing এ ব্যবহার করা জরুরি।
Grammer সম্পর্কে কতটা গভীর জ্ঞান রাখা দরকার?
আমাদের অনেকের ধারনা থাকে যে, IELTS এর জন্য মনে হয় বিশাল গ্রামারের ধারনা লাগবে। আসলে কিছু বেসিক টপিক আছে যেগুলাই যথেষ্ট। যেমন : Tense, Article, Preposition, Sentence Structure, linkers। মূলত রাইটিং, স্পিকিং এ গ্রামার টা দেখা হয়।
আমার কথাঃ
আমার study background খাঁটি বাংলা মিডিয়াম। HSC র পর ভার্সিটি পর IELTS ৩ মাস পর দিব ভেবে কোচিং এ ভর্তি হলাম। কোচিং এ কি পেয়েছি সেটা বিগত পর্বে বলেছিলাম । কিন্তু মজার ব্যপার হল ৩ মাস আর শেষ হচ্ছিল না। এভাবে ৩ মাস ৩ মাস করে প্রায় ১ বছর চলে গেল IELTS EXAM আর দেয়া হয় না । অবশেষে গত 4/19 তারিখে Exam দিলাম । শুরুর দিকে আমার passive ইংলিশ এর অবস্থা খুবই খারাপ ছিল তবে গ্রামার চলনসই ছিল [ বই টই পড়তাম তো তাই আরকি]। গত ৬ মাস পুরা English কার্টুন, মুভি, টিভি সিরিজের উপর গেছে। আমার টার্ম ফাইনাল পরীক্ষার ভিতরে Game of Thrones এর সাতটা সিজিন শেষ করছি । তবে এসব সিরিজ আমার লিসেনিং আর স্পিকিং এ হেল্প করেছে। স্পিকিং এ প্যাটার্ন + Sentence এর ভেরিয়েশন আনতে সাহায্য করেছে। আর রিডিং এর কথা বলতে গেলে , High School থেকেই ইংরেজি বই [যেমন: ডেল কার্ণেগী, চেতন ভগাত, হেল এলডর্ট, এ. পি.জে আব্দুল কালাম, Paulo Coelho, Maxim Gorky প্রমুখ] পড়েছি । এখনো পড়ি সত্যি বলতে এসব বই পড়তে ভালো লাগে। তবে এসব রিডিং এ খুব বেশি কাজে দেয় না। তবে fast পড়ার অভ্যাস থাকলে বা করতে পারলে দারুন কাজে দিবে। কিন্তু আমি বুঝে বুঝে পড়তাম ।
আমার study background খাঁটি বাংলা মিডিয়াম। HSC র পর ভার্সিটি পর IELTS ৩ মাস পর দিব ভেবে কোচিং এ ভর্তি হলাম। কোচিং এ কি পেয়েছি সেটা বিগত পর্বে বলেছিলাম । কিন্তু মজার ব্যপার হল ৩ মাস আর শেষ হচ্ছিল না। এভাবে ৩ মাস ৩ মাস করে প্রায় ১ বছর চলে গেল IELTS EXAM আর দেয়া হয় না । অবশেষে গত 4/19 তারিখে Exam দিলাম । শুরুর দিকে আমার passive ইংলিশ এর অবস্থা খুবই খারাপ ছিল তবে গ্রামার চলনসই ছিল [ বই টই পড়তাম তো তাই আরকি]। গত ৬ মাস পুরা English কার্টুন, মুভি, টিভি সিরিজের উপর গেছে। আমার টার্ম ফাইনাল পরীক্ষার ভিতরে Game of Thrones এর সাতটা সিজিন শেষ করছি । তবে এসব সিরিজ আমার লিসেনিং আর স্পিকিং এ হেল্প করেছে। স্পিকিং এ প্যাটার্ন + Sentence এর ভেরিয়েশন আনতে সাহায্য করেছে। আর রিডিং এর কথা বলতে গেলে , High School থেকেই ইংরেজি বই [যেমন: ডেল কার্ণেগী, চেতন ভগাত, হেল এলডর্ট, এ. পি.জে আব্দুল কালাম, Paulo Coelho, Maxim Gorky প্রমুখ] পড়েছি । এখনো পড়ি সত্যি বলতে এসব বই পড়তে ভালো লাগে। তবে এসব রিডিং এ খুব বেশি কাজে দেয় না। তবে fast পড়ার অভ্যাস থাকলে বা করতে পারলে দারুন কাজে দিবে। কিন্তু আমি বুঝে বুঝে পড়তাম ।
Materials To Learn
IELTS এর সহজ পাঠ shikkhok.com এ কোর্সটা আছে কিন্তু শেষের কিছু ভিডিও নাই। Cambridge Guide to IELTS The Key To IELTS Success ieltsliz.com ieltsadvantage.comielts-simon.com. সময় থাকলে youtube এ কোর্স খুজে খুজে করুন।
Sites for Practice
https://ieltsonlinetests.com (এইখানে যখন তখন রিডিং আর লিসেনিং টেস্ট দেওয়া যায় আর সাথে সাথে স্কোরও পাওয়া যায়) Cambridge test 9-14 প্রক্টিস অবশ্যই করবেন [ সময় থাকলে ব্রিটিশ কাউন্সিলের বইগুলোর প্রাক্টিস করতে পারেন]
আমার ব্যক্তিগত কিছু টিপস্ আপনাদের জন্য..
১. Youtube আসাদ ইয়াকুব নামে এক পাকিস্থানী ভদ্রলোক কিছু test live solve করছে সে সব দেখলে কোন প্রশ্ন কি ভাবে solve করতে হয় তার ধারনা চলে আসবে। সর্বদা নিজের কৌশল সৃষ্টির ট্রাই করুন। ২. Listening এ ভালো করার জন্য বেশি বেশি ইংরেজী শুনুন। যেমন ঘুমানোর আগে youtube চালিয়ে কোন লেকচার শুনলেন বা audio বই শুনলেন। আর লিসেনিং skill যদি একদম খারাপ হয় তবে ইংরেজী ফেরি টেল্সগুলো শুনতে পারেন এগুলো বাচ্চাদের জন্য তৈরী করা তো তাই সহজ ইংরেজী ব্যবহার করা । মনে রাখবেন শেখার ক্ষেত্রে বয়স বা লজ্জা বলে কিছু নাই।
৩. Reading এর ক্ষেত্রে বেশি বেশি প্রক্টিস করুন। সময় বাঁচানোর ট্রাই করুন। Vocabulary বাড়ান। Word scan করার দক্ষতা বাড়ান। রোজ UK ভিত্তিক জার্নাল থেকে রোজ কিছু না কিছু পড়ুন।
৪. Writing এর জন্য Complex sentence গঠন করা শিখুন। সঠিক ভাবে ব্যবহার করা শিখুন। রোজ কিছু না কিছু লেখার অভ্যাস করুন। জার্নাল গুলোর sentence এর গঠন নিয়ে ভাবুন।
৫. Speaking এর প্রাক্টিস ছাড়া কোন টিপস্ নাই। যদি ইংরেজি বলতে ভয় পান তবে বাথরুমের দড়জা লাগিয়ে শুরু করেন। তার পর রিক্সাওয়ালা, সবজির দোকানদার সবার সাথে শুরু করেন। মাঝে মাঝে toll free customer care এ call করে English ঝাড়েন। অনেক apps আছে এসব use করেন। যদি এসব ঠিকমত করেন তবে আপনার ইংরেজীর সাবলীলতা চলে এসেছে এবার গ্রামারটা ঠিক করেন। আর সুন্দর সুন্দর word use করে English বলে জনগনের সামনে কর্পোরেট কর্পোরেট পার্ট লন। সময় পাইলে আমাকেউ ২-৪ টা word শিখায়েন। ৫. প্রতিদিন সব কয়টি মডিউলের কমপক্ষে ১ টা করে প্রাক্টিস করুন। নিমমিত লেগে থাকা ভাল করার মুলমন্ত্র। সব মডিউলের তো টিপস্ পাইলেন তবে সব থেকে বড় টিপস্ হল, প্রাক্টিস, প্রাক্টিস and প্রাক্টিস। এটার কোন বিকল্প নাই।
মনে রাখবেন, Praying doesn't give anything but hard work does. Again Praying with hard work you can rewrite your luck. All the best.
ভালো SCORE পেয়ে মিষ্টি খাওয়ায়ে যাইয়েন তবে। IELTS এ খুব ভালো করেন, দোয়া ও শুভ কামনা থাকবে সবার জন্য।
আমার আনাড়ি হাতের লেখা দেখে নিশ্চয় বুঝতে পারছেন, সাজিয়ে উপস্থাপন করায় কতটা দক্ষ আমি! তাই ভুল ত্রুটি নিজগুনে ক্ষমা করবেন।
মোঃ নাজমুল হাসান সজীব
বি. এস. সি ইন কমনিকেশন এন্ড ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং।
রাইনুভাল ইউনিভার্সিটি অফ অ্যাপ্লায়েড সায়েন্স
বি. এস. সি ইন কমনিকেশন এন্ড ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং।
রাইনুভাল ইউনিভার্সিটি অফ অ্যাপ্লায়েড সায়েন্স