লিথাল ডোজ ( Lethal Dose )


এই পৃথিবীতে সবচেয়ে  বিষাক্ত পদার্থ হচ্ছে বটুলিনাম টক্সিন টাইপ এইচ( Botulinum Toxin Type H)। এই পদার্থ এতোই বিষাক্ত যে এর মাত্র ২ ন্যানোগ্রাম (2×10^-9 গ্রাম) মানুষের দেহে গেলে তার মৃত্যু ঘটবে। সে হিসেবে আমাদের দেশের জনসংখ্যা যদি বর্তমানে ১৮ কোটি হয় তাহলে সবগুলো মানুষকে শেষ করতে ০.৩৬ গ্রাম এর মতো বটুলিলাম টক্সিন টাইপ এইচ প্রয়োজন। 

যাইহোক আমাদের মূল আলোচনা ছিলো লিথাল ডোজ নিয়ে।   

মেডিকেল সাইন্সে লিথাল ডোজ নামে একটা টার্ম রয়েছে । যার মানে হচ্ছে কোন একটা পদার্থের সর্বনিম্ন যে পরিমাণ কোন প্রাণীর মৃত্যু ঘটাতে পারে।

যেমন বিশুদ্ধ পানির লিথাল ডোজ হলো ৬ লিটার।

এর মানে হচ্ছে আমরা যদি একসাথে ৬ লিটার পানি পান করি তাহলে আমাদের  মৃত্যু হবে। চিনির লিথাল ডোজ ২.৫ কেজি। অর্থাৎ একসাথে ২.৫ কেজি চিনি খেলে আমরা মারা যাবো। ( কারো ক্ষেত্রে কিছুটা বেশি কম হতে পারে)

চকোলেট এর লিথাল ডোজ ২২ কেজি।

লবণের লিথাল ডোজ ২৫০ গ্রাম 

এছাড়াও শুরুতে বলা বটুলিনাম টক্সিন টাইপ এইচ এর লিথাল ডোজ ২ ন্যানোগ্রাম।

এই পৃথিবীর জনসংখ্যা এখন ৮০০+ কোটি  । অর্থাৎ এই পৃথিবী জনশূন্য করতে মাত্র ১৬ গ্রাম (প্রায়) বটুলিনাম টক্সিন টাইপ এইচ যথেষ্ট!

ভাবা যায়!!

এই টক্সিনটি তৈরি করে Closstridium botulinum নামে এক ধরণের ব্যাকটেরিয়া।

যে ব্যাকটেরিয়া খালি চোখে দেখাই যায়না তা কতটা ভয়ানক হতে পারে!!

মদ্দা কথা হলো অতিরিক্ত আহার কখনোই ভালো না, যে জিনিস যত কম সেবনে আমাদের মৃত্যুর চান্স রয়েছে সে জিনিসের লিথাল ডোজ সবচেয়ে বেশি। 

এই লিথাল ডোজের অনেক ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় যেমন কৃষি কাজের ক্ষেত্রে মাঠে কতটুকু কীটনাশক দিলে পোকা মরবে বা কতটা বেশি কম প্রয়োগ করলে ফসলের ক্ষতি হবে এইগুলো লিথাল ডোজ এর মাধ্যমে নির্ণয় করা হয়।।।

Post a Comment

Previous Post Next Post

Contact Form