ঘরে বসে ৩ মাসে নিজে নিজে IELTS প্রস্তুতি কিভাবে নিবেন?



প্রথমেই ৩ মাসকে ভাগ করে ফেলুন।

· ১ম মাস -Basic Grammar + Vocabulary+Reading/Listening Skill improvement

· ২য় মাস- ক্যামব্রিজ ৬-১৬ প্র্যাকটিস।

· ৩য় মাস-মক টেস্ট প্লাস সল্ভ প্লাস ভোক্যাব /গ্রামার রিভিশন।

১ম মাস-Basic Grammar + Vocabulary+Reading/Listening Skill improvement

======================================

IELTS এ ভাল স্কোর পেতে চাইলে গ্রামার ভাল জানা থাকা চাই।বেইসিক গ্রামার ইংরেজি বুঝতে বেশ সাহায্য করবে।গ্রামার জানা থাকলে রিডিং লিসেনিং এর কন্টেক্স বুঝতে সুবিধা হয়।রাইটিং এ গ্রামারের উপর টাস্ক ১/২ তে ৫০% নম্বর থাকে।তাই গ্রামার পড়ূন।

গ্রামার পড়ার জন্য এই লিংকটা বেশ কাজে দিবে।

https://www.grammar-monster.com/grammar_terms_and_definitions.htm

এবার আসি ভোক্যাবের কথায়।ভোক্যাব যারা ভাল জানে না তারা ইংরেজি ভাল বুঝতে পারে না। রিডিং প্যাসেজের কম্প্রিহেনশন করতেই পারে না।কম্প্রিহেনশন এববিলিটি না বাড়লে প্যাসেজ সল্ভ করে শান্তি পাওয়া যায় না।আবার অনেকেই ভোক্যাব পড়ে বাংলায়।এটা আরো বাজে ব্যাপার।IELTS এক্সাম পুরোটাই ইংরেজিতে।বাংলায় যারা ভোক্যাব পড়ে তারা প্যাসেজের ভোক্যাব ম্যাচ করতে পারে না।ফলে স্টুডেন্ট পিছিয়ে যায়। আর এই জন্য আমরা বলি ভোক্যাব গুগল করে পড়ুন। গুগল করে ভোক্যাব কিভাবে পড়তে হয় তা এই ভিডিও দেখে শিখুন।

https://www.youtube.com/watch?v=4bTd5LPVqCs&t=7s

Reading/Listening Skill improvement এর জন্য বেশ গোছানো কিছু কাজ করতে হবে।যেমন রিডিং এর জন্য নিয়মিত আরটিকেল পড়া উচিত।সিনোনিম লিস্ট নোট করা উচিত।লং সেন্টেন্স কিভাবে তৈরি করে হয় সেগুলো শেখা উচিত। এগুলো শেখার জন্য এই লিংকে চলে যান-

https://www.youtube.com/watch?v=Y7aKByO-ov8&list=PLUspqsjN6pPSpYDWMChV8n8-62uUfFBtk

আরটিকেল পড়ার জন্য এই লিংকে চলে আসুন-

https://www.sciencedaily.com/

https://aeon.co/

https://www.aldaily.com/

লিসেনিং স্কিল বাড়াতে নিয়মিত টেস্ট দিন।টেস্ট গুলো ক্যামব্রিজ ৬-১৬ বই ধরে দিন। এগুলো শেষ হয়ে গেলে ১৮৮টা টেস্টের একটা লিংক দিয়ে দিলাম সেখান থেকে এক্সামের আগ পর্যন্ত টেস্ট দিতে থাকুন। টেস্ট দিলেই হবে না । অডিও স্ক্রিপ্ট ধরে কি কি ভুল হচ্ছে সেগুলো ফাইন্ড আউট করুন।আবার সল্ভ করুন। স্পেলিং চেক প্লিজ। বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট স্পেলিং। যে সকল ওয়ার্ড স্পেলিং ভুল করছেন সেগুলো নোট করুন। রিভিশন দিন।

https://practicepteonline.com/ielts-listening-tests/

২য় মাস- ক্যামব্রিজ ৬-১৬ প্র্যাকটিস।

ঘরে বসে প্রতিদিন টেস্ট দিন। দিনে ২/৩টা করে টেস্ট দিন।রিডিং প্যাসেজের কি কি ভুল হচ্ছে সেগুলো অ্যানালাইসিস করুন। রিডিং এর সল্ভ ক্লাসগুলো দেখে দিন এই লিংক থেকে

https://www.youtube.com/channel/UCDOAlja3Wj-rYtmWpC8NqJg

রাইটিং কিভাবে লিখতে হয় আর ক্যামব্রিজ এর সল্ভ ক্লাসগুলো দেখে দিন এই লিংক থেকে

https://www.youtube.com/watch?v=oa8QirBl4hs&list=PLUspqsjN6pPSfVpWjHCVSGvkVSv2nzg3O

স্পিকিং এর জন্য নিয়মিত কিথের ক্লাস করুন কিংবা Ross ielts academy,E2 IELTS এর ক্লাস দেখুন। গুগল করে রিসেন্ট প্রশ্নগুলো দেখে নিন,কারন স্পিকিং এ রিসেন্ট প্রশ্ন কমন থাকে।সেক্ষেত্রে বই না পড়ে গুগল করে পড়া ভাল। আমি দরকারি কিছু লিংক শেয়ার করছি।

https://www.youtube.com/c/EnglishSpeakingSuccess

https://www.youtube.com/c/E2IELTS

https://www.youtube.com/c/RossIELTSAcademy

Pronunciation এর উপর স্পিকিং এ ২৫% নম্বর থাকে।তাই Pronunciation ঠিক করতে এই লিংকে চলে আসুন।

https://www.youtube.com/watch?v=PgIuwXIj5RY

https://www.youtube.com/watch?v=xsYkkwzcJ5w

https://www.youtube.com/watch?v=n4NVPg2kHv4

আরেকটা কথা।স্পিকিং ও রাইটিং এর জন্য মাস্ট বি টপিক অনুসারে ভোক্যাব পড়া লাগবে। কেউ যদি টপিক অনুসারে ভোক্যাব পড়তে পারে তাহলে সে Lexical Resource এ ভাল স্কোর করবে। টপিক অনুসারে ভোক্যাব পড়তে এই গ্রুপ থেকে পিডীএফ নামিয়ে পড়ুন।

https://www.facebook.com/groups/211067912721453/files

৩য় মাস-মক টেস্ট প্লাস সল্ভ প্লাস ভোক্যাব /গ্রামার রিভিশন।

আপনি চাইলেই ঘরে বসে মক দিতে পারেন।তবে রাইটিং আর স্পিকিং অবশ্যই এক্সপার্ট কাউকে দিয়ে চেক করে নিবেন।না হলে ভুল রয়ে যাবে।ঘরে বসে মক দিতে পারেন এই ৩টি বই থেকে।

· The Official Cambridge Guide To Ielts Student's Book

· IELTS Trainer 1 Academic: Six Practice Tests

· IELTS Trainer 2 Academic: Six Practice Tests

এই বই গুলোতে মোট ২০সেট টেস্ট আছে।এগুলো ধরে মক দিন।ভুল বের করুন।মক দিয়েই থেমে থাকা যাবে না।অ্যানালাইসিস করতে হবে।একটানা মক দিলেও হবে না।গ্যাপ নিয়ে এক্সাম দিন।অল্প অল্প করে ইম্প্রুভ করুন।

শেষে একটা কথাই বলবো-কঠিন লাগবে।পড়তে বিরক্ত লাগবে তবে কোন ভাবেই পড়া ফেলে রাখা যাবে না।আপনার দিকে পুরো একটা ফ্যামিলি চেয়ে আছে সে চিন্তা করে পড়ুন। ইন শা আল্লাহ্‌ ।সফলতা আসবেই।

শুভ কামনা রইলো।

MD Taukir Hossain

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম