আজকে ইতালির স্টুডেন্ট ভিসা নিয়ে আলোচনা করবও 🇮🇹
প্রতিদিন অনেক স্টুডেন্ট ভাই ও বোন ইতালি স্টুডেন্ট ভিসা নিয়ে জানতে চান আজকে সব বিষয় নিয়ে লিখব যারা ২০২৬ সালে ইতালিতে স্টুডেন্ট ভিসায় চেষ্টা করবেন তাদের জন্য এি পোস্ট গুরুত্বপূর্ণ।
আসুন প্রথমে আমরা ইতালির বেসিক কিছু তথ্য জেনে নেই
ইতালি পরিচিতি : ইতালি দক্ষিণ পূর্ব ইউরোপ এর একটি দেশ। ইতালি সেনজেন দেশ। ইতালি জনসংখ্যা প্রায় ৬ কোটি । ইতালির জাতীয় দিবস ৬ জুন।
১/ ইতালিতে Bachelor's করতে হলে SSC & HSC স্কোর কত লাগে ?
Bachelor's জন্য ৩.৫০+ ৩.৫০ - ৭ থাকলে আপনি চেষ্টা করতে পারবেন। তবে কিছু কিছু ইউনিভার্সিটি ৩+৩ গ্রহণ করে তবে তা খুব কম সংখ্যক ইউনিভার্সিটি। তাই ৩.৫০ SSC And HSC থাকা বেস্ট।
২/ ইতালিতে Master’s করতে BACHELOR CGPA কত স্কোর লাগে ?
ইতালিতে আপনি Master’s করতে হলে আপনার Bachelor CGPA ৩ থাকতে হবে। ৩ এর নিচে থাকলে চান্স পাওয়া অনেক কটিন। আমি বলব যাদের CGPA ৩ বা তার বেশি আছে তারা চেষ্টা করা ভাল
৩/ ইতালিতে কয়টা ইনটেক থাকে ?
ইনটেক ২ টা। February & September।তবে International student দের জন্য বেস্ট হল September intake. এই সময় সব ইউনিভার্সিটি International Student দের জন্য সব ধরণের সূযোগ দিয়ে থাকে। বিশেষ করে আপনি যদি স্কলারশিপ এর আশা করেন তাইলে বেস্ট অপশন September intake.
অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ফেব্রুয়ারিতে আবেদন করা যাবে না ,
আবেদন করতে পারবেন চান্স পাওয়ার পসিবিলিটি কম টাইমলি আপনি কিছু করতে পারবেন না। আর মোট কথা ইতালি FEBRUARY Intake Bachelor Programme নাই বলাই যায়। কিছু ইউনিভার্সিটি Master’s Programme অফার করে।আমাকে প্রতিদিন অনেকে ইতালিতে ফেব্রুয়ারি ইনটেক আবেদন করা যাবে কিনা সেটা প্রশ্ন করেন আমি বলব আবেদন করে লাভ নাই আপনার মূল্যবান সময় নষ্ট হবে।যদি একান্ত ইতালিতে স্টুডেন্ট ভিসায় আসতে চান তাহলে September জন্য ওয়েট করেন।
৪/ Without IELTS আবেদন করা যায় কি না ?
না করতে পারবেন না। অনেকে বলতে পারেন যে অনেক এজেন্সি বলতেছে করা যায় এজেন্সি বলতেছে তাদের লাভের জন্য Without IELTS আপনি চান্স পাবে না। ইতালির এমবেসিতে English profecincy certificate চায়।
৫/ ইতালিতে MOI দিয়ে কি Master’s এর জন্য আবেদন করতে পারব ?
জি করতে পারবেন
৬/ ইতালির University Application ফি আছে কি না?
ইতালির অনেক ইউনিভার্সিটির Application fee নাই কিছু ইউনিভার্সিটির Application fee আছে।
৭/ ইতালিতে ইউনিভার্সিটির টিউশন ফি আছে কি না ?
Public University গুলোতে নাই। তবে কিছু ইউনিভার্সিটিতে আছে তা অনেক কম।
৮/ ইতালিতে English profecincy স্কোর কোনটায় কত লাগে?
For Bachelor :
Ielts : 5.5 ,6-6.5
TOEFL: 72-90
Duolingo :95-110
PTE :50-59
Cambridge English : B2 level
For Master’s :5.5- 7
TOEFL :72-90+
Duolingo :95-110
Pte : 50-59+
Cambridge English : B2 level,C1 level
৯/ইতালিতে আবেদন করার পর ইউনিভার্সিটি Interview নিবে কি না?
জি অনেক ইউনিভার্সিটি এডমিশন Interview নিয়ে থাকে
১১/ ইতালিতে স্পাউস নিয়ে যাওয়া যায় কি না ?
ইতালিতে স্পাউস Allow না
১২/ ইতালিত স্টুডেন্ট ভিসায় ব্যাংক Statement লাগে কি না?
জি লাগে। মিনিমাম ৬ মাসের ব্যাংক Statement দেখাতে হবে। ১৪ থেকে ১৫ লাখ দেখালেই চলবে যেহেতু টিউশন ফি কম।
১৩/ ইতালিতে স্টুডেন্ট ভিসার জন্য কার নামে ব্যাংক Statement দেখাব?
নিজের নামে দেখাতে পারেন ,চাইলে আপনার বাব অথবা মায়ের ব্যাংক একাউন্ট দেখাইতে পারবেন।
১৪/ ইতালিতে কত বছর গ্যাপ ALLOW করে?
For Bachelor almost 3 years
For Master’s 5- 7 years ,But আপনার গ্যাপ এর কারণ এর প্রপার এভিডেন্স থাকতে হবে।
১৫/ইতালিতে ইনকমা করে স্টুডেন্ট হিসাবে নিজের খরচ চালানো Possible কি না?
নিজের খরচ চালিয়ে ফেমেলিকেও একটু সাপোর্ট আপনি দিতে পারবেন ,এই কারণেই ইতালি সেরা For International students. এখানে অনেক কাজের সূযোগ আছে।
১৬/ স্টুডেন্ট ভিসায় আসার পর PR পাওয়া যাবে কি না ?
জি পাওয়া যাবে তবে কিছু নিয়ম রয়েছে সেগুলো মানতে হবে মানলে আপনি ১০০% PR পাবেন
১৭/ ইতালিতে একজন স্টুডেন্ট কত ঘন্টা কাজ করতে পারে সপ্তাহে?
২০ ঘন্টা / তবে এর চেয়ে বেশি ও অনেকে করে সেটা হল ফুড ডেলিভারি।
১৮/ ইতালি স্টুডেন্ট ভিসায় এমবেসি ইন্টারভিউ নেয় কি না?
জি বেশিরভাগ সময় নেয়।
১৯/ ইতালির এমবেসি কোথায়?
ঢাকা আর এটা একটা প্লাস পয়েন্ট বাংলাদেশীদের জন্য অন্য দেশে আপনাকে যাওয়া লাগে না।
২০/ একজন বাংলাদেশী স্টুডেন্ট ইতালিতে সপ্তাহে কত ইনকাম করতে পারবে?
২০০ ইউরো। কম বেশ হতে পারে কেউ ডেলিভারি কাজ করলে বেশি করতে পারবে সেটা ২৫০ ইউরো মতন।
২১/ ইতালি স্টুডেন্ট ভিসায় আসতে আপনার কত খরচ লাগবে?
যেহেতু ইতালিতে ফুল ফান্ড স্কলারশিপ পাওয়া যায় তাই ২ থেকে ৩ লাখে আপনি চলে আসতে পারবেন।
নিচে ইতালির কিছু পাবলিক ইউনিভার্সিটি নাম দিলাম আপনি চাইলে এগুলোতে ২০২৬ September intake সালে চেষ্টা করতে পারেন 🇮🇹🇮🇹
University of Bologona ,,University of Rome ,University of Padua ,,University of Milan ,Politecnico di milano ,,University of Florence ,University of Turin ,,University of pisa.