The 823 years myth



কয়েকদিন আগে রাতে ঘুম থেকে ওঠার পর, দুইজন বলতেছে যে, এই ডিসেম্বরে ৫ টা শুক্রবার। এটা নাকি প্রতি ৮২৩ বছর পরপর আসে!

আমি বললাম, আমি বিশ্বাস করি না। চেক করা লাগবে। ওদের একজন বলল, আমাকে নাকি কোনো কথা বলে শান্তি নাই!

তো এই ব্যাপারটা চেক করার জন্য আমি ফোনের ক্যালেন্ডারে গেলাম। এক এক করে বছর চেক করা শুরু করলাম।

বেশি না, এক বছর পরে ২০২২ সালের ডিসেম্বরেই ৫ টা শুক্রবার। আরও এক বছর পরে গেলাম, ২০২৩ সালের ডিসেম্বরেও ৫ টা শুক্রবার। এই ব্যাপারটা ওদেরকে বললাম, ওরা তখন বলতেছে যে, তাহলে আগের দিকে চেক করতে। ওদের বিশ্বাস, "ফেসবুকে যখন পেয়েছি, সত্য তো হবেই", নিশ্চই সর্বশেষ এমনটা ২০২১ এর ৮২৩ বছর আগেই ছিলো!

তো, আগেরদিকে চেক করার পর ২০১৭ এর ডিসেম্বরে পেলাম ৫ টা শুক্রবার! 

এবার আর ওদের কোনো কথা নেই!

এখানে ঘটনা হলো যে, প্রতি বছরই সব ৩১শে মাসের যেকোনো পরপর ৩ টা বার ৫ দিন করে থাকে, ৩০শে মাসগুলোর যেকোনো পরপর ২ টা বার ৫ দিন করে থাকে। আর ফেব্রুয়ারির সব বারই ৪ দিন করে থাকে, শুধু লিপ ইয়ারে যেকোনো ১ টা বার ৫ দিন থাকে!

উদাহরণ:

▪️ডিসেম্বর, ২০১৭: শুক্র, শনি, রবি।(৫ টা)

▪️ডিসেম্বর, ২০১৮: শনি, রবি, সোম।(৫ টা)

▪️ডিসেম্বর, ২০১৯: রবি, সোম, মঙ্গল।(৫ টা)

▪️ডিসেম্বর, ২০২০: মঙ্গল, বুধ, বৃহস্পতি।(৫ টা)[লিপ ইয়ার]

▪️ডিসেম্বর, ২০২১: বুধ, বৃহস্পতি, শুক্র।(৫ টা)

▪️ডিসেম্বর, ২০২২: বৃহস্পতি, শুক্র, শনি।(৫ টা)

▪️ডিসেম্বর, ২০২৩: শুক্র, শনি, রবি।(৫ টা)

এরপরও, আবার এভাবেই চলতে থাকবে। এইটা ৬ বছরের একটা সাইকেল। ব্যাপারটায় বারগুলো আগের সালের দ্বিতীয়->পরের সালের প্রথম। এমনভাবেই চলে। শুধু লিপ ইয়ারে এই জিনিসটা ব্রেক করে। ঐদিকে ফেব্রুয়ারিতে ১ দিন যোগ হওয়ায়, এইদিকে ১ দিন পিছিয়ে যায়।

যেমন: ২০২৩ অনুযায়ী, ২০২৪ এ 'শনি, রবি, সোম' হওয়ার কথা, কিন্তু ২০২৪ লিপ ইয়ার হওয়ায় এখানে একদিন পিছিয়ে 'রবি, সোম, মঙ্গল' হবে!

এখন ৮২৩ এর কি হবে? 

এটা সম্পূর্ণ ভুল! কারণ এখন থেকে ৮২৩ বছর পর ২৮৪৪ সালের ডিসেম্বরে ৫ টা শুক্রবার থাকলেও, ৮২৩ বছর আগে ১১৯৮ সালের ডিসেম্বরে শুক্রবার ৪  টা!

এই সার্কুলার বারের ব্যাপারটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপবিজ্ঞান প্রচারকারীরা আরও বেশি করে অপবিজ্ঞান ছড়াচ্ছে। আর এটা শুধু আমাদের দেশেই না, বাহিরেও দেশেও ছড়ানো ব্যাপার!

তাই, কোনো কিছু বিশ্বাস করার আগে সবারই অবশ্যই চেক করে নেওয়া উচিৎ!

Seemanta Sinha

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম