মিসাইল কিভাবে কাজ করে??অনেকের মনে প্রশ্ন থাকে মিসাইল কিভাবে আঁকাবাঁকা পথে গমন করে লক্ষ্যবস্তুকে আঘাত করে।সে সম্পর্কে কিছু আলোচনা করা যাক।
অনেক রকম মিসাইল রয়েছে।
তার মধ্যে অন্যতমঃ
1.Heat Seeking Missile: হিট সিকিং সিস্টেমে লক্ষ্যবস্তু থেকে নির্গত হিটকে টার্গেট করে। ধরুণ আপনি কোনো ফাইটার জেটকে টার্গেট করে একটি মিসাইল ছুড়লেন। তখন ফাইটার জেট থেকে নির্গত হিটকে মিসাইল টার্গেট করবে এবং এর পিছু পিছু ছুটবে।এটি অনেক পুরাতন পদ্ধতি।এই পদ্ধতি এখনও ব্যবহার করা হয়।যদিও চাপ, তাপ, আলোর সাহায্যে এটিকে বোকা বানানো যায়।
2.Laser Guided Missile: লেসার নাম শুনেই আন্দাজ করতে পারছেন এর কাজ করার পদ্ধতিটা কেমন।লেসার গাইডেড মিসাইল ২ ভাবে কাজ করে।প্রথমটি হচ্ছে: লেসার গাইডেড মিসাইল ছুড়ার সময় এর টার্গেট পর্যন্ত একটি অদৃশ্য বিম তৈরি করা হয়। মিসাইলটি সোজা ঐ বিম বরাবর পথ অতিক্রম করে টার্গেটকে আঘাত করে।দ্বিতীয়টি হচ্ছে টার্গেটের উপর একটি লেসার রশ্মি নিক্ষেপ করা হয়।টার্গেটে নিক্ষেপিত সেই লেসার রশ্মির প্রতিফলনকে খুঁজে মিসাইল তার লক করা টার্গেটের দিকে ছুটে যায়।তবে স্থির লক্ষ্যবস্তুর ক্ষেত্রে এটি বেশি ব্যবহার করা হয়।
3.Tv Guided Missile : এই মিসাইলগুলোর সম্মুখে একটি ক্যামেরা লাগানো থাকে। যার ফলে মিসাইল তার সম্মুখের দৃশ্য ধারণ করতে পারে এবং এর কন্ট্রোল ডিসপ্লেতে ভিডিও আকারে প্রদর্শন করে। সেই ভিডিও দেখে অপারেটর লক্ষ্যবস্তুকে আঘাত করে। এজন্য অনেকে এটিকে রিমোট কন্ট্রোল মিসাইলও বলে থাকেন।এতে ইনফ্রারেড সিস্টেম থাকায় রাতেও অনেক স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়।
4.Active Radar Homing: এই মিসাইলগুলোর সম্মুখে একটিভ রাডার থাকে।সাধারণত এই সিস্টেম ব্যবহার করা হয় Air to Air এবং এন্টিসেপ মিসাইলের ক্ষেত্রে।এই পদ্ধতিতে টার্গেটকে লক করে মিসাইল ফায়ার করার পর মিসাইলে থাকা রাডারটি অনবরত একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ওয়েব টার্গেটে নিক্ষেপ করে।আর টার্গেট থেকে প্রতিফলিত ওয়েভ রিসিভ করে মিসাইলটি বুঝতে পারে এর টার্গেট কোথায় এবং কত দূরে আছে।এর একটি সুবিধা হল ফায়ার এন্ড ফরগেট ক্যাবাবিলিটি।এতে নয়েস জ্যামিং থাকায় এ ধরনের মিসাইলকে বোকা বানানো কষ্টকর।
5.Gps Guided Missile: এই ধরনের মিসাইল ব্যবহার করা হয় Surface to Surface টার্গেটের জন্য।বিশেষ করে long range এর মিসাইলগুলোতে এই ধরনের টেকনলজি ব্যবহার করা হয়।এই ধরনের মিসাইলগুলোতে জিপিএস ডিভাইস এবং জিপিএস রিসিভার থাকে।এসব মিসাইল ফায়ার করার সময় জিপিএস এর মাধ্যমে টার্গেটকে লক করে দেওয়া হয় এবং মিসাইল ফায়ারের পর মিসাইলের জিপিএস ডিভাইস স্যাটেলাইটের সাথে সংযুক্ত হয়ে যায়।launching platform থেকে মিসাইলের স্পিড এবং অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে স্যাটেলাইট মিসাইলের জিপিএস রিসিভারে ডাটা আকারে প্রেরণ করে।মিসাইলের জিপিএস রিসিভার ডাটাটি প্রসেস করে নির্দিষ্ট পথ অতিক্রম করে টার্গেটে পৌঁছায়।মূলত এই ধরনের মিসাইল স্যাটেলাইট দ্বারা নিয়ন্ত্রণ করা হয়।
আজ এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। কোন ধরনের মিসাইল আপনার পছন্দ হয়েছে তা অবশ্যই জানাবেন।
তথ্যসূত্রঃইনফরমেটিভ বাংলা,উইকিপিডিয়া।
Writer: Takia Tasnim Tabassum