ভালো মানুষ



বৃষ্টিস্নাত বিকেল বেলায় বাস স্টপেজের কাছে যাত্রীছাউনিতে অবস্থান নিয়েছেন আপনি।

একটা ফাঁকা ঘর।
বৈদ্যুতিক বাতি অবিরাম জ্বলে চলেছে। দেয়ালের কোণায় একটা সিসি ক্যামেরা তাকিয়ে আছে আপনার দিকে।
জনমানবশূন্য ঘর। জনমানবশূন্য শহর। 'কোথাও কেউ নেই।'
.
হঠাৎ কাক ভেজা হয়ে বোরখাপরিহিতা এক যুবতীর আগমনে আপনার নিঃসঙ্গতার ছেদ ঘটলো। এখন দুইজনে ঘর পূর্ণ।
যুবতীর শরীরে লেপ্টে থাকা ভেজা কাপড়ে আপনি আকর্ষিত হচ্ছেন ঠিকই। কিন্তু সিসি ক্যামেরা আপনাকে প্রত্যক্ষ করায় আপনি যুবতীর নিকটবর্তী হওয়া থেকে বিরত আছেন।
যুবতীর চোখে আপনি একজন সত্যিকারের ভাল মানুষ।
(ভাল মানুষ -০১)
.
বৃষ্টির বেগ বৃদ্ধি পাওয়ায় এবং কিছুক্ষণ পর পর আকাশে বজ্রপাত হতে থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সারা শহরে। আপনার ছাউনির ঘরও হয়ে পড়ে বিদ্যুৎ বিহীন। তাই বৈদ্যুতিক বাতি স্বেচ্ছায় বিরতি নেয়। সাথে সিসি ক্যামেরাও জিরিয়ে নেয় একটু। এখন আপনার ইচ্ছার রাস্তায় কোনো বাধা নেই, কিন্তু তৎক্ষণাৎ একটা পুলিশের জিপ এসে থামলো ছাউনির কিছুটা কাছেই।
আপনি নিজের ভাগ্যের উপর বিরক্তবোধ করে অসহায়ের মতো আড় চোখে যুবতীর শরীর থেকে পড়তে থাকা বৃষ্টির পানির প্রতিটি ফোঁটা গুনছেন।
কিন্তু তার কাছেও গেলেন না। আপনি এখনও একজন ভাল মানুষ।
(ভাল মানুষ -০২)
.
বিকেল গড়িয়ে যাচ্ছে, থামছে না বৃষ্টি। কিছুক্ষণ বাদে পুলিশের গাড়ি এগিয়ে গেলো বৃষ্টিকে উপেক্ষা করেই। আশেপাশে কোথাও কোনো জনমানবের চিহ্ন নেই। বিদ্যুৎ সংযোগের অভাবে সিসি ক্যামেরা কার্যকারীতা হারিয়ে বোকা বোকা চোখে তাকিয়ে আছে আপনার দিকে। আর আপনার সামনে সদ্য যৌবন প্রাপ্ত একজন যুবতী, যার প্রতিটি নিঃশ্বাসের সাথে লজ্জার আভা প্রকটিত হয়ে আবছা অন্ধকার ঘরের ত্রিদেয়াল রক্তিম আলোয় আলোকিত করে জীবন্ত চঞ্চল করে রেখেছে। যার প্রতিফলনে আপনি আপনার ভিতর বাহির সব খানে বেশ অস্থিতিশীলতার স্থিতিশীলতা অনুভব করছিলেন।
কিন্তু আপনি মনে মনে চিন্তা করলেন, 'সিসি ক্যামেরা না দেখুক, আমার প্রতিপালক আল্লাহ তো আমাকে সব সময় দেখছেন।'
আপনি এই বোধ থেকে যুবতীর দিকে আর তাকাচ্ছেন-ই না।
আপনি মানুষ হিসেবে এখনও ভাল।
(ভাল মানুষ -০৩)
.
.
ভিন্ন রূপের একজনের মাধ্যমেই আমি দেখাতে চেষ্টা করেছি যেটা, সেটা হলো- আমাদের চোখে যারা ভাল মানুষ, তাদের অন্তর কিন্তু আমরা দেখতে পারি না। যা শুধুমাত্র আল্লাহ দেখেন। কুরআনে অনেক জায়গায় তা সরাসরি আল্লাহ বলেছেন।
কিন্তু, আমরা মানুষের ভাল মানুষী যা দেখি, সবটাই বাহ্যিক। তাই, আমাদের দেখা অনেক ভাল মানুষকেই বিচারের দিনে লজ্জিত হতে হবে। তা বহু হাদিসের মধ্যে আমরা দেখেছি।
ব্যক্তিগতভাবে আমি ভাল মানুষকে ৩ ভাগে ভাগ করেছি।
১) সুযোগের অভাবে অন্যায় করতে না পারা ভাল মানুষ।
২) রাষ্ট্রীয় আইন/ পুলিশের ভয়ে অন্যায় না করা ভাল মানুষ।
৩) আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে অন্যায় না করা ভাল মানুষ।
.
প্রকৃত ভাল মানুষ মূলত এই ৩ নাম্বারে থাকা মানুষটি। যা আল্লাহই একমাত্র দেখতে পারেন। মূল্যায়ন করতে পারেন। আর এদের জন্যেই পুরস্কার ঘোষনা দিয়েছেন আল্লাহ কুরআনে। সূরা আর রহমান, ৪৬ নাম্বার আয়াতে।
আল্লাহ বলেন, 'আর যে তার রবের সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় রাখে, তার জন্য থাকবে জান্নাতের দুইটি বাগান।'
আলহামদুলিল্লাহ।
.
আমরা সবাই জান্নাতের আশা করি। আল্লাহ আমাদের আশা গুলোকে কবুল করুক। আর এ জন্য, আমাদেরকে ভাল মানুষ হতে হবে। মানসিকতায় ভাল মানুষ। অভ্যন্তরীণ ভাল মানুষ।
হতে হবে আল্লাহর কাছে ভাল মানুষ।
আল্লাহ আমাদের সবাইকে তাঁর দৃষ্টিতে ভাল মানুষ হওয়ার তৌফিক দান করুক, ভাল মানুষ হয়েই কবরের যাত্রী হিসেবে কবুল করুক। আমিন।

Writer: Muhammad Magfirat

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম