জার্মানির বিকল্প হিসেবে বেলজিয়াম: A to Z



জার্মানিতে পড়াশোনা করতে আগ্রহী অনেক শিক্ষার্থী এখন দীর্ঘ ভিসা অপেক্ষা ও নানা জটিলতার কারণে হতাশ। কিন্তু ইউরোপেই রয়েছে আরেকটি শক্তিশালী বিকল্প—বেলজিয়াম।

চলুন জেনে নিই A থেকে Z পর্যন্ত—কেন এবং কিভাবে বেলজিয়াম হতে পারে আপনার স্বপ্ন পূরণের ঠিকানা।


🔤 A to Z of Studying in Belgium

✅ A – Affordable Tuition Fees

ইউরোপের তুলনায় অনেক কম খরচে মাস্টার্স ও ব্যাচেলর ডিগ্রি পাওয়া যায়। পাবলিক ইউনিভার্সিটিতে বার্ষিক ফি: €850–€4,000

✅ B – Block Account System (Like Germany)

ইউনিভার্সিটির কাছে ১ বছরের খরচ জমা দিয়ে ভিসার জন্য প্রমাণ দেখানো যায়। এতে ভিসা পাওয়ার চাঞ্জ জার্মানির মতো।

✅ C – Courses in English

বেশিরভাগ মাস্টার্স প্রোগ্রাম ১০০% ইংরেজি মাধ্যমে পড়ানো হয়।

✅ D – Diversity in Subjects

Engineering, Data Science, Business, Public Health, AI, Development Studies – যা খুশি পড়ুন!

✅ E – Erasmus Opportunities

ইউরোপজুড়ে এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

✅ F – Friendly for International Students

ইউনিভার্সিটি ও শহরগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যথেষ্ট সহায়ক।

✅ G – Ghent University

বিশ্বখ্যাত ইউনিভার্সিটি – রিসার্চ, স্কলারশিপ ও কোর্সে সমৃদ্ধ।

✅ H – High Visa Success Rate (with Block Account)

সঠিকভাবে কাগজ জমা দিলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

✅ I – Internship & Industry Links

বিভিন্ন কোর্সের সাথে ইন্ডাস্ট্রি প্রজেক্ট ও ইন্টার্নশিপ সংযুক্ত থাকে।

✅ J – Job Opportunities After Study

পোস্ট-স্টাডি ওয়ার্ক পারমিট (১২ মাস) এবং EU জব মার্কেটে প্রবেশের সুযোগ।


✅ K – KU Leuven

ইউরোপের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের একটি — STEM, Business, Philosophy সবই আছে।

✅ L – Low Living Cost (Comparatively)

মাসিক খরচ: আবাসন + খাবার + ট্রান্সপোর্ট = €700–€900

✅ M – MOI Accepted by Some Universities

কিছু ইউনিভার্সিটি IELTS ছাড়াও Medium of Instruction গ্রহণ করে।

✅ N – No Language Barrier

ফরাসি বা ডাচ জানা লাগবে না — ইংরেজিতেই সব সম্ভব।

✅ O – Options for Scholarships

VLIR-UOS, Erasmus Mundus, University-funded স্কলারশিপ রয়েছে।

✅ P – Public Transportation is Excellent

ট্রাম, বাস, ট্রেন – সবই সাশ্রয়ী ও সময়নিষ্ঠ।

✅ Q – Quick Visa Processing

জার্মানির তুলনায় ভিসা দ্রুত মেলে (৪–৮ সপ্তাহ সাধারণত)।

✅ R – Research Friendly

বিশ্বমানের ল্যাব ও রিসার্চ ফ্যাসিলিটি; রিসার্চ-ভিত্তিক মাস্টার্স পাওয়া যায়।

✅ S – Safety & Quality of Life

বেলজিয়াম ইউরোপের অন্যতম নিরাপদ দেশ, জীবনযাত্রার মানও উচ্চ।

✅ T – Tuition Fee Waivers Available

কিছু ইউনিভার্সিটি পারফর্মেন্স বা আর্থিক অবস্থার ভিত্তিতে ফি মওকুফ করে।

✅ U – University Options

🔹 KU Leuven

🔹 Ghent University

🔹 ULB (Université Libre de Bruxelles)

🔹 VUB (Vrije Universiteit Brussel)

🔹 University of Antwerp

✅ V – VLIR-UOS Scholarships

বিশেষ করে উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে চাওয়াপাওয়া স্কলারশিপ।

✅ W – Work While Studying

সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করার অনুমতি – খরচের কিছুটা কভার করা যায়।

✅ X – eXperience Europe Easily

ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি – বর্ডার পেরিয়ে ট্রেনে ঘুরে আসুন!

✅ Y – Yearly Intakes

সাধারণত সেপ্টেম্বর (Fall Intake), কিছু ক্ষেত্রে ফেব্রুয়ারি (Spring Intake)

✅ Z – Zero Delay if You Act Early

জার্মানির মতো অপেক্ষা নয় – সময়মতো আবেদন করলে ঝামেলাবিহীন প্রসেস।

জার্মানিতে দেরি বা অনিশ্চয়তা থাকলে সময় নষ্ট না করে এখনই বেলজিয়ামকে বিকল্প হিসেবে বিবেচনা করুন। ইউরোপিয়ান ডিগ্রি, পোস্ট-স্টাডি সুযোগ, স্কলারশিপ – সবই পাবেন বেলজিয়ামে। এখনই শুরু করুন রিসার্চ, ফলো করুন ডেডলাইন। সবার জন্য শুভকামনা রইলো।।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম