মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায়



🔴 লেখক পরিচিতিঃ

নাম: মানিক বন্দ্যোপাধ্যায়
জন্ম:১৯০৮ সালের ১৯ মে
জন্মস্থল : বিহারের সাওতাল পরগনার দুমকায়
পৈতৃক নিবাস: ঢাকার বিক্রমপুরে
পিতা : হরিহর বন্দ্যোপাধ্যায়
মাতা: নীরদাসুন্দরী দেবী
পিতৃপ্রদত্ত নাম: প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
ডাকনাম : মানিক
চাকরিজীবন -৩ বছর
প্রথম প্রকাশিত গল্প : অতসীমামী(১৯৩৫)
প্রথম প্রকাশিত উপন্যাস:জননী(১৯৩৫)
উপন্যাস: জননী,দিবারাত্রির কাব্য, পদ্মানদীর মাঝি, পুতুলনাচের ইতিকথা,চিহ্ন
ছোটগল্প: প্রাগৈতিহাসিক,সরীসৃপ,সমুদ্রের স্বাদ, টিকটিকি,হলুদ পোড়া, আজ কাল পরশুর গল্প, হারানের নাতজামাই
মোট ৪০ টি উপন্যাস ও ৩০০ ছোটগল্প সৃষ্টি করেছেন
মৃত্যু : ১৯৫৬ সালের ৩ রা ডিসেম্বর
মৃত্যুস্হল : কলকাতা

🔴গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নঃ

*শেষবেলায় খালে এখন পুরো ভাটা
*কৈলাশ বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত
*কৈলাশের ডাকে সামনের দিকে লগি পুতে মাসি পিসি সালতির গতি ঠেকায়
*আহ্লাদী সিঁথির সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয়
*জগুর সাথে কৈলাশের চায়ের দোকানে দেকা হয়েছিল
*জগু বৌকে নেবার জন্য মামলা করবে
"তার মেয়েটা শ্বশুরঘরে মরেছে কিছুদিন আগে"-রহমানের মেয়ে
ছোট অবুঝ মেয়ে,বয়সে ছোট,চেহারা ছিল অনেক বেশি রোগা- রহমানের মেয়ে সম্পর্কে
*শকুনেরা উড়ে এসেছে পাতাশূন্য শুকনো গাছটায়
*শহরের বাজারে তরিতরকারি ফলমূলের দাম চড়া
*আহ্লাদীর বাবা কলেরায় মারা গেছে
*বেঁচে থাকার তাগিদে কোমর বেধে মাসি পিসি হয়ে গেল একমন, একপ্রাণ
*আহ্লাদীর স্বামীর নাম জগু
*আহ্লাদীর সম্পত্তির উপর জগুর প্রচুর লোভ
*মাসির শাউড়ি,ননদ ছিল বাঘের মতো
*সরকারবাবুর সঙ্গে বাজারের তেলা নিয়ে ঝগড়া করে মাসি পিসির অর্ধেক জীবন শেষ
*রসুই চালায় ঝাঁপ এঁটে মাসি পিসি বাইরে যায়
*শুক্লপক্ষের একাদশীর উপোস করেছে দুইজন গতকাল
*পথের ধারে ডোবার পাশে কয়েকজন ঘাপটি মেরে বসে আছে
*আজ দ্বাদশী, জোৎস্না বেশ উজ্জ্বল
*আহ্লাদীর এক ভাই ছিল
*কানাই মাসি পিসিকে কাছারিবাড়ি যেতে বলে
*মাসি পিসির উপর আহ্লাদীর দেখাশোনার ভার পড়েছে
*দুর্ভিক্ষ কোনোরকমে ঠেকিয়েছিল আহ্লাদীর বাবা
*মাসি পিসি ছাগল বেচে ভাল মন্দ দশটা খাইয়েছিল জগুকে
*সালতি দিয়ে তিনজনের মাথায় চড়ে খড় জমা হচ্ছে গাদায়
*সালতি থেকে খড় তোলার সময় সালতিতে ২ জন লোক ছিল
*কলেরায় আহ্লাদীর পরিবারের ৩ জন মারা গেছে
*আহ্লাদী ৪ মাসের গর্ভবতী
*কানাইয়ের সাথে গোকুলের ৩ জন পেয়াদা এসেছে
*ডোবার ধারে কাঠাল গাছের নিচে ৩/৪ জন ঘুপটি মেরে বসে আছে
*মাসি ঘর থেকে ১ টি বটি ও পিসি ১টি রামদার মতো কাটারি নিয়ে বের হয়
*মাসি পিসি গলা ছেড়ে ৬ জন প্রতিবেশীর নাম ধরে ডাকে
*আজ দ্বাদশী
*শুল্কপক্ষের একাদশীর উপোস রাখে মাসি পিসি

🔴 গুরুত্বপূর্ণ অনুধাবন মূলক লাইনঃ

📖"গলা কেটে রক্ত দিয়ে সে ধার শোধ করা যদি- বা সম্ভব, অন্ন দেবার ক্ষমতা কোথায় পাবে।"– জগুর অত্যাচারে আধমরা হয়ে আহ্লাদি যখন বাপের বাড়ি আসে, তখন মাসি- পিসির যত্নেই সে সুস্থ হয়ে ওঠে। মাসি- পিসির এর ঋণ শোধ করার জন্য নিজের জীবন দিতে পারলেও দুর্ভিক্ষের কারণে তাদেত অন্ন দেয়ার ক্ষনতাটুকু ছিল না আহ্লাদির বাবার। সেটিই বোঝানো হয়েছে।
📖" মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনীশক্তি"– দুর্ভিক্ষের দরুণ যখন চারদিকে মানুষ না খেয়ে মারা যাচ্ছিল তখন নিজেদের বাঁচিয়ে রাখাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিজেদের বাঁচিয়ে রাখার এই প্রচেষ্টাতেই মাসি- পিসির জীবন পার হয়ে গেছে বলে লেখকের মতামত।
📖"ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়"– ছেলে সন্তানকে গ্রামীন সমাজে খুব বেশি কদর করা হতো। মাসি- পিসির ধারণা, আহ্লাদি ছেলে সন্তান জন্ম দিলে জগু আর আহ্লাদির উপর অত্যাচার করবে না।
📖" নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে।"– পুরুষশাসিত সমাজে সকলের কু- দৃষ্টি এবং আহ্লাদিকে পণ্যের মতো কিনে নেয়ার চেষ্টায় যে কত জন আছে তা ভেবে আহ্লাদির নিজেকে নিয়ে ঘৃণা হয়।
📖"যুদ্ধের আয়োজন করে তৈরী হয়ে থাকে মাসি- পিসি।"– একবারের মতো কানাই ও তার দলবলকে তাড়িয়ে দিতে পারলেও তারা যে আবার এসে অতর্কিত হামলা করতে পারে সেই ভয়ে মাসি- পিসি সকল প্রস্তুতি নিয়ে তৈরী হয়ে আছে।

🔴সংকলনঃ

প্রথম প্রকাশিত হয় কলকাতার 'পূর্বাশা' পত্রিকার ১৩৫২ বঙ্গাব্দের চৈত্র সংখ্যায়( ১৯৪৬ মার্চ -এপ্রিল)। দ্বিতীয় সংকলন 'পরিস্হিতি' গল্পগ্রন্থ (১৯৪৬ অক্টোবর। বর্তমান পাঠ গ্রহন 'ঐতিহ্য' প্রকাশিত মানিক - রচনাবলী পঞ্চম খন্ড থেকে।

🔴শব্দার্থঃ

সালতি- শালকাঠ নির্মিত বা তালকাঠের সরু ডোঙা বা নৌকা।
লগি- হাত ছয়েক লম্বা সরু বাঁশ। নৌকা চালানোর জন্য ব্যবহৃত বাঁশের দণ্ড।
খপর- 'খবর' শব্দের আঞ্চলিক উচ্চারণ।
মেয়া- 'মেয়ে' শব্দের আঞ্চলিক উচ্চারণ।
সোমত্ত- সমর্থ (সংসারধর্ম পালনে), যৌবনপ্রাপ্ত।
খুনসুটি- হাসি- তামাশাযুক্ত বিবাদ- বিসম্বাদ বা ঝগড়া।
বেমক্কা- অসংগত।
পাঁশুটে- ছাইবর্ণবিশিষ্ট, ফ্যাকাশে।
ব্যঞ্জণ- রান্না- করা তরকারি।
বাজারের তোলা- বাজারে বিক্রেতাদের কাছ থেকে আদায় করা খাজনা।
রসুই চালা- যে চালার নিচে রান্না করা হয়।
কাটারি কাটবার যন্ত্র।
এর্কি- 'ইয়ার্কি' শব্দের আঞ্চলিক উচ্চারণ। হাস্য- পরিহাস বা রসিকতা।

🔴মুলভাবঃ

স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর করুণ জীবনকাহিনী নিয়ে রচিত হয়েছে 'মাসি- পিসি'। পুরুষশাসিত সমাজে দুই বিধবা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখে সমাজে উচ্চ ক্ষমতার অধিকারীদের হাত থেকে আহ্লাদিকে রক্ষার বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম গল্পটিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি, জীবিকা নির্বাহের কঠিন সংগ্রাম, নারী হয়ে নৌকাচালনা ও সবজির ব্যবসায় পরিচালনা প্রভৃতি এ গল্পের বৈচিত্র্যময় দিক।
সবার জন্য শুভকামনা। 


মোহাম্মদ আতিকুর রহমান

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম