ফিজিক্স অলিম্পিয়াড প্রস্তুতি


তোমরা যারা বাংলােদশ পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে যাচ্ছ তাদের অনেকেই জিজ্ঞেস করেছিে প্রিপারেশনর ব্যাপারে । আমরা একটি ধারনা দিতে পারি কিন্তু তার মানে এই না যে আমরা ১০০% ঠিক । প্রিপারেশন অনেকটাই নির্ভর করে নিজের উপরে । কি কি বই পড়বে তাও নিজের উপর ডিপেন্ড করছে । তাই আগে নিজে কোথায় আছ সেটা যাচাই কর এবং সেখান থেকে প্রিপারেশন শুরু কর । এর জন্য আগের বছরের ন্যাশনালের প্রবলেমগুলো দেখতে পারো যা তুমি কোন পর্যায়ে আছো এবং কতটুকু উন্নতি করতে হবে সে বিষয়ে তোমাকে ধারণা দিবে ।
প্রথমেই বলে নেই, ডিভিশনাল এর সব প্রশ্ন পাবে এইখানেঃ- https://goo.gl/Ae7SBy
এবং ২০১১-২০১৭ সালের ন্যাশনালের সব প্রশ্ন পাবে এইখানেঃ- https://goo.gl/tyP2JC

A Group
A Group এর প্রিপারেশনের কোথায় আসি । এই গ্রুপের যারা আছে ওদের সাধারণত পদার্থ বিজ্ঞানের সাথে পরিচিত হওয়ার কথা না । কারণ তারা ক্লাস ৭ ও ৮ এর ছাত্র ছাত্রী ও আমাদের সাধারণত নবম শ্রেণিতে পদার্থবিজ্ঞানের সাথে পরিচয় হয় । কিন্তু আমরা পূর্ব অভিজ্ঞতা থেকে জানি বেশিরভাগ অলিম্পিয়াড এর অংশগ্রহণকারী ছোট বয়স থেকেই আগ্রহী হয় । সেক্ষেত্রে , তোমাদের প্রস্তুতির প্রথম ধাপ হচ্ছে আগের প্রব্লেমগুলো দেখা এবং নিজে সলভ করার চেষ্টা করা । তোমরা খুব সৌভাগ্যবান যে মুহাম্মদ জাফর ইকবাল স্যারের সকলের জন্য পদার্থবিদ্যা নামের একটি বই আছে ।
স্যারের বইটি শেষ করতে পার । এই বইটি শেষ করলে তোমাদের অনেক দুরের পড়া শেষ । নবম দশন শ্রেণীর পড়ালেখা ও শেষ হয়ে গেল! তোমাদের কেউ যদি আরও এক ধাপ আগাতে চাও তবে B ও C গ্রুপের জন্য দেওয়া পরামর্শগুলো অনুসরণ করতে পার ।

B Group
B Group, তোমাদের গ্রুপটি থেকেই ভবিষ্যতের IPhO team এর জন্য ট্যালেন্ট হান্ট শুরু হয়ে যায় । কাজেই তোমাদেরকে এখন থেকেই সিরিয়াসলি চেষ্টা শুরু করতে হবে । আশা করি তোমাদের পাঠ্য বইটি ও HSC এর বা A levels এর বইগুলো দেখছ । সত্যি বলতে অলিম্পিয়াড পর্যায়ের পদার্থবিজ্ঞান বুঝা এবং সমস্যা সমাধানের জন্য বইগুলা খুব একটা উপযোগী নয়। মুহাম্মদ জাফর ইকবাল স্যারের সকলের জন্য পদার্থবিদ্যা বইটি তোমাদের পাঠ্য বইয়ের বিকল্প হতে পারে । যদি একবার তোমাদের পাঠ্য বইয়ের সব কিছু জেনে ফেলো তাতে সমস্যা নেই বরং তোমরা অনেক দূর এগিয়ে গেছ । এখন তোমাদের উচিত অলিম্পিয়াডের পুরনো প্রশ্ন ঘেটে দেখা । হয়ত কোনটি সলভ করতে পারবে কোনটি পারবে না ।
এখন তোমাদের উচিত Physics By Resnick,
Halliday, Krane (HRK) (দুই খণ্ড ) এর সাথে পরিচিত হওয়া । যারা পরিচিত নও তারা দেখতে পার। সিরিয়াস পদার্থবিজ্ঞানের সাথে পরিচিত হওয়ার জন্য এটা খুব ভাল একটা বই । প্রত্যেক চ্যাপ্টারের পেছনে সুন্দর অনেক প্রবলেম দেওয়া আছে । সেগুলো করলে অনেক উপকার পাওয়া যাবে । আবার অনেকে এই বইটির বিকল্প হিসেবে
Fundamentals of Physics by Halliday, Walker, Resnick কিংবা University Physics by Mark Zemansky and Francis Sears বই দুটি সাজেস্ট করে থাকে ।
কিন্তু সমস্যা হচ্ছে এই বই গুলো পড়তে ক্যালকুলাসের জ্ঞান লাগবে । আসলে বিজ্ঞানের কোনকিছু সিরিয়াসলি শিখতে গেলে ক্যাল্কুলাস দরকার হয়ই । তোমার যদি হাতে সময় থাকে (ক্লাস ৯ /১০ পড়ছো থাকা উচিত ) , তাহলে Calculus by Howard Anton
বইটি দেখতে পার, এটা যে শেষ করতে হবে এমন কোন কথা নেয় । কিন্তু এই বইতে একেবারে বেসিক থেকে শুরু করে অনেক High Thought ম্যাটেরিয়াল রয়েছে । কিন্তু তুমি পড়তে না চাও তাহলে Calculus for Dummies by Mark Ryan বইটি পড়ে ফেলতে পার ।
কিন্তু বই পড়লে হবে না,অনেক প্রবলেম সলভ করতে হবে । পুরোনো প্রশ্ন গুলো দেখ । উপরের বইগুলো পড়া থাকলে বলতে হবে তোমার অনেকটুকু পড়া আছে । ন্যাশনাল এর প্রশ্ন সলভ করার সাথে সাথে তোমরা সি গ্রুপের জন্য নিচে সাজেস্ট করা প্রবলেম/বই/ রিসোর্স গুলা দেখতে পার।

C Group
তোমাদের জন্য আসল চালেঞ্জ। তোমরা তোমাদের পাঠ্যবই পড়েছো আশা করি। তোমাদের কিন্তু বি গ্রুপের জন্য দেওয়া বইগুলো পড়া থাকা আবশ্যক । অর্থাৎ, HRK পড়া থাকতে হবে । আর ক্যালকুলাস তো তোমাদের ক্যারিকুলামেই আছে । সমস্যা হচ্ছে তোমরা শুধু মেকানিক্সে বস হলে কিংবা শুধু থার্মোডাইনামিক্সে বস হলে হবে না । এমন প্রস্তুতি নিয়ে হয়ত রিজিওনাল এ সাফল্য আসবে, কিন্তু ন্যাশনালে ভাল করা যাবে না । কারন ন্যাশনালে কোন এক টপিক থেকে প্রব্লেম আসবে না । সব সময় দুই একটা টপিক একসাথে একটা প্রবলেম দিয়ে দিবে। মনে কর একটা প্রবলেম সলভ করতে একসাথে ইলেক্ট্রোডাইনামিক্স আর মেকানিক্স দুটোর দক্ষতা লাগবে । তার মানে তুমি যদি শুধু Problems in General Physics by Igor Irodov আর
Aptitude Test : Problems in Physics by Krotov থেকে প্রবলেম সলভ করো তাহলে পুরো ব্যাপারটা কাভার হবে না । (এই বই দুটোতে অনেক টপিক বেইজড প্রবলেম আছে, এগুলো অবশ্যই সমাধান করার চেষ্টা করবে) ফিজিক্সের সব টপিকের অভারভিউ তোমার থাকতে হবে । তাই HRK পুরোটার উপর দক্ষতা থাকা ভাল ।

Be A Specialist:
এতটুকু ছিল জেনারেল কথাবার্তা । এরপরে তুমি নিজেকে স্পেশালাইজড করতে পার, মেকানিক্স এ বস হওয়ার জন্য
Introduction to Mechanics by Kleppner and Kolenkow আর Introduction to Classical Mechanics by Devid Morin দেখতে পার । তবে আমরা বলব প্রথমে ক্লেপনারের বইটি পড়তে । Thermdynamics এর জন্য Thermal concepts in physicsby Bundle & Bundle ও Optics এর জন্য Optics by Ajoy Ghatak পড়ে দেখতে পার । Electrodynamics এর জন্য
Introduction to Electrodynamics by Griffiths কিংবা Electricity and Magnetism by Edward M Purcell পড়তে পার । আমরা বলব Griffiths এর বইটা পড়তে। যদি কেউ আরও আগ্রহি হও তবে Feynman Lectures on Physics পড়তে পার । ( এর অনলাইন ভার্সনের লিঙ্কঃ
http://www.feynmanlectures.caltech.edu) । অনেকের মতেই প্রকৃত পদার্থবিজ্ঞান শেখার জন্য এটি সবচেয়ে সুন্দর বই । এই বইটির বিশেষত্ব হচ্ছে পদার্থবিজ্ঞানের জটিল বিষয়গুলোকে খুব সুন্দর করে গুছিয়ে বলা আছে । এই বইটির তিন টি খন্ডের প্রতিটিই অসাধারন, তবে কোয়ান্টাম মেকানিক্স এর জন্য এর তৃতীয় খণ্ডটি অতুলনীয় !
অবশ্য Walter lewin’s Lecture এর course গুলোও অসাধারন !
তবে ক্লাসিক্যাল মেকানিক্স কোর্সের লিংকঃ-
https://goo.gl/TtWbZW
ইলেক্ট্রিসিটি ও ম্যাগ্নেটিজম কোর্সের লিংকঃ- (ফেসবুকের কিছু সমস্যার জন্য এই লিঙ্কটি সেয়ার করা যাচ্ছে না, তোমরা YouTube এ গিয়ে বাকি কোর্স এর চ্যানেলেই খুজে পাবে )
ভাইব্রেশন ও ওয়েভ কোর্সের লিংকঃ-
https://goo.gl/JJqShu

Problem and Problems:
ব্যাপারটা কতগুলো বই পড়ছ তার উপর না, কত বেশি প্রবলেম সলভ করছ তার উপর । কনসেপ্ট ক্লিয়ার রেখে প্রবলেম সলভ করতে থাকো বেশি বেশি । আগের বছরের ন্যাশনাল এর প্রশ্ন সলভ করতে থাক । তাছাড়া প্রবলেম সলভ করার জন্য 200 Puzzling Physics Poblems আর
Physics Olympiad -Basic to Advanced Exercises - The Committee of Japan Physics Olympiad বই দুটো দেখতে পার । Japan Physics Olympiad ও
200 Puzzling Physics Poblems বইটি সমস্যার জন্য খুব ভাল । আর হ্যা,
200 Puzzling Physics Poblems সিরিজের আরেকটা বই আছে 200 more Puzzling Physics Poblems । এগুলো বাসে আরও কঠিন সমস্যা সমাধান করার আনন্দ পাওয়ার জন্য Jann Kalda এর ওয়েবসাইটের সমস্যাগুলো অসাধারন ! (লিংকঃ
https://www.ioc.ee/~kalda/ipho/) । Jaan Kalda এর ওয়েবসাইট এ Estonian Physics Olympiad প্রবলেম গুলো পাবে যেগুল বেশ কঠিন ও মজার । এছাড়া রাশিয়ান স্বাদের সমস্যার জন্য Kvant পত্রিকাটি ক্লাসিক !!

২০১৩ ও ২০১৩ সালের বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড দলের হয়ে অংশ নেওয়া শোভন বিশ্বাস ভাইয়া অনেক প্রবলেম এক যায়গায় একত্র করেছেন , অনেক অনেক বিচিত্র প্রবলেমের সোর্স আছে এইখানেঃ-
https://goo.gl/HUHMNt
আর ইচ্ছে আরও বড় হলে তো IPhO (International Physics Olympiad), AphO (Asian PhysicsOlympiad), Eupho (European Physics Olympiad) বা Physics Cup এর প্রবলেম গুলো দেখতে পার ।
http://ipho.org/problems-and-solutions.html উপরে উল্লেখ করা বইগুলো নীলক্ষেতে খুব সুলভ মুল্লেই পাওয়া যায় । কোন একটা লাইব্রেরিতে ফোন করলেই তোমাদের ঠিকানায় পাঠিয়ে দিবে । আর একটু খুজলে কিন্তু এই বইগুলোর সফট কপিও পাওয়া যায়। আরও কিছু জানার থাকলে
www.bdpho.org  ওয়েবসাইটটিতে খুজে নিও বা
Bangladesh Physics Olympiad এর facebook group-এ জিজ্ঞেস করতে পার ।

শেষ কথাঃ
আমাদের মতে, আমাদের দেশে অনেকে আছে যারা পদার্থবিজ্ঞানের প্রতি নির্মমভাবে আগ্রহী । এই নির্মমতার একটি সুন্দর দিক আছে, কেউ যদি খাঁটিভাবে পদার্থবিজ্ঞান পড়ে, পদার্থবিজ্ঞান নিয়ে ঘাটাঘাটি করে নিজের কৌতূহল থেকে, তাহলে পদার্থবিজ্ঞানের প্রতি একটি বিশুদ্ধ ভালবাসা তৈরি হয় । স্কুল কলেজ এর বদ্ধ পরিবেশ থেকে এক নতুন পরিবেশের এর অভিজ্ঞতার তাগিদে- একই ধরনের কিছু মানুষের সাথে পরিচয় হবার তাগিদে- কিছু আউট অফ দা বক্স চিন্তা করতে পারে এমন মানুষের সাথে পরিচয় হবার তাগিদে- একটা সমস্যা সমাধান করার সময় যে এড্রেনালিন রাশ টের পাওয়া যায়, সমাধানের পড় যে নিরমল আনন্দ পাওয়া যায় তার তাগিদেই অলিম্পিয়াড , এর বেশি কিছু নয়।

এস এম মাসরুখ উদ্দিন 
(BDPhO Academic Team Member & Founder of Paradox Physics School)
তাওসিফ আহসান
(IPhO 2016 and IPhO 2017 Team Member)
From Science Olympiad Blog

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম