IBA MBA Admission: Viva Phase

Sharing this again as the written exam is over now and you may start thinking about the viva phase...
আপনি যদি রিটেন এ কোনমতে টিকে থাকেন৷ তাহলে আপনার ভাইভার পারফরমেন্স খুব একটা ইম্প্যাক্ট ফেলবেনা। উদাহরণ দেইঃ রিটেন এ ১৮০ জন যদি টিকে এবং শেষ পর্যন্ত যদি ১২০ জন নেয়া হয় (নরমালি রেশিও টা এরকমি থাকে সবসময়) তার মানে হলো ভাইভায় ৬০ জন যাবে। এখন রিটেনে টেকা ১৮০ জনের মধ্যে আপনি যদি ১৮০ তম হয়ে থাকেন তাহলে আপনার জন্য আল্টিমেটলি ১২০ এ উঠে আসা অল্মোস্ট ইম্পসিবল, যদিনা ভাইভায় আপনি এক্সট্রাওরডিনারি কিছু করেন। এখন ভাইভায় এক্সট্রাওরডিনারি কিছু করবেন কীভাবে? খুব জেনারেল টাইপ একটা ভাইভায় আপনি যত ভালভাবেই সব আন্সার করেন না কেনো, সেটা এক্সট্রাওরডিনারি হওয়া খুব টাফ। সিমিলারলি যে ছেলেটা ১৮০ জনের মধ্যে ১ম পজিশনে, সে এক্ট্রাওরডিনারিলি খারাপ কিছু না জরলে ভাইভায় ওর বাদ যাওয়ার কোন সম্ভাবনা নাই। সো যেটা বলতে চাচ্ছিঃ রিটেন হচ্ছে আপনার আসল হাতিয়ার, রিটেনে ভাল করলে এন্ড ভাইভা মোটামুটি পার করে দিতে পারলে আপনি ইন শা আল্লাহ টিকে যাচ্ছেন।

IBA viva


______________________
Tips for Viva: Be confident. Trust me, your accent doesn’t need to be very good, your fluency doesn’t need to be top notch. They will just see if you can express yourself confidently and consistently. নিজেকে কনফিডেন্টলি এক্সপ্রেস করা তোহ বুঝলেন, কন্সিস্টেন্টলি এক্সপ্রেস করাটা কিন্তু বেশি ইম্পরট্যান্ট! আপনার উত্তর গুলি যাতে একটা আরেকটাকে কন্ট্রাডিক্ট না করে। থিম যাতে সেম থাকে। This is the most important bit..
______________________ My Viva Experience: বিবিএ এর ভাইভা ছিল ৭-৮ বছর আগে, খুব একটা মনে নেই। তাই আজকে শুধু এমবিএ এর টাই শেয়ার করছি কারণ এটা এখানে বেশি রিলেভেন্ট এবং কম্প্যারাটিভলি মোর রিসেন্ট। আমার এমবিএ ভাইভা বেশ শর্ট ছিল, আমি যেহেতু এডমিশন টেস্ট এ ফার্স্ট হয়েছিলাম সো অনুমান করা যায় যে রিটেনে প্লেস অবশ্যই বেশ ভাল ছিল। সো উপরে যেটা বললাম, আমার জন্য ভাইভা টা একটা ফর্মালিটি ছিল বলা যায়। So you guys should do the same thing: Do so well in the written that your viva becomes just a formality!
So here goes my Viva experience:
________________________________________________________________
Me: May I come in?
E1: Yes come in. Please have a sit.
Me: Thank you.
E1: So you are Ahnaf Tahmid. I recognize that you are a BBA graduate of IBA. So what are you doing now?
Me: Yes Sir, I am a IBA BBA graduate. I'm from BBA 21st batch. Right after my graduation I joined Beximco Communications Limited and have been working there since Aug 2017. I hold the role of project management analyst there.
E2: What is the product of Beximco communications?
Me: well, beximco communications hasn’t launched its product yet. This is Beximco group's newest venture aimed at launching the first ever direct to home (DTH) pay TV service of Bangladesh. DTH is a new technology and it's just like Tata sky or dish tv in India.
E3: I see.. So what is your job role there?
Me: As I mentioned, I'm the project management analyst there. The product will be launched nationwide and thus the whole project has been divided in hundreds of smaller tasks and sub tasks. I am responsible for coordinating all the departments and keep track of the project progress and report to management accordingly. Also I am the custodian of business intelligence here.
E2: What's the brand name of the product and how much will be the price?
Me: I apologies Sir. I cannot disclose such as these are still confidential info and haven’t been disclosed publicly. But i can give you an indication on the pricing: the initial set up cost may vary from 4k to 6k and monthly subscription cost may be Between 300-400.
E2: Okay I see. So why do you want to do an MBA now?
Me: Right now I'm doing very well professionally, but I want to so even better. And for my future career progressions I also need this MBA.
Chairman of board: So you were in bba so you must have attended my courses.
Me: Yes Sir. I had the privilege of attending two of your courses: X & Y.
Chairman: I don't remember you.
Me: Sir, i might not have done anything remarkable in your courses. That's why perhaps. Though I was very attentive in your classes and learned a lot.
Chairman: what was your cgpa in bba?
Me: sir 3.15.
Chairman: Hmm, i don't think you will improve on this that much in MBA
Me: Sir I will try my best this time!
Chairman: ok you can go now.
Me: Thank you sir, Assalamualaikum..
(Maintained proper eye contact a smiling and confident face. I advise you to do the same. Don't be overconfident or arrogant though.....
AHNAF TAHMID
BBA & MBA (IBA DU)
Secured 1st position in 59E intake admission test (2018)

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম