IBA Admission (Critical reasoning)

IBA এর ভর্তি পরীক্ষায় একটা টপিক হচ্ছে ক্রিটিকাল রিজনিং (Critical reasoning) যেটা আপনার Analytical Ability কতটা স্ট্রং সেটা যাচাই করে। যাদের মোটামুটি আইবিএ, জিম্যাট বা বিভিন্ন চাকরির এক্সাম নিয়ে আইডিয়া আছে তারা জানেন ক্রিটিকাল রিজনিং এর প্রশ্ন কেমন হয়। অনেকেই বলে যেই প্রশ্ন গুলি খুব কঠিন এবং অনেকেই objectively, without any emotion & flaws ভাবতে পারেনা তাই তাদের উত্তর ভুল হয়। ছাত্রদের ক্রিটিকাল রিজনিং পড়াতে পড়াতে প্রায়ই আগে মনে হত যে আসলে এটা বাংলাদেশের মানুষের একটা জেনারেল সমস্যা যে তারা ক্রিটিকালি থিংক করতে পারেনা!

আইবিএ এডমিশন


..............................
There are some critical reasoning fallacies/flaws/errors that people make very commonly. বাংলাদেশে যেকোন ইস্যুতে মতামতের সংখ্যা এবং মতামতপ্রদানকারী মানুষের সংখ্যা অসীমের কাছাকাছি। এবং এইসব মতামতের বেশির ভাগই দেখা যায় এসব ফ্যালাসিতে পূর্ণ!
আমার মনে হয় আমাদের দেশে একেবারে প্রাইমারি লেভেল থেকে এই ক্রিটিকাল রিজুনিং থাকা উচিত সিলেবাসে যাতে আমরা ছোটবেলা থেকেই একটা যুক্তিবাদী জাতি হিসেবে বড় হতে পারি এবং জাজমেন্টাল, ফ্যালাসিতে পূর্ন অন্তসারশূন্য না হই।
.......................
আসেন তাহলে আমরা একেবারে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখি আমরা কতটা fallacious in terms of our reasoning:
......................
১। Strawman Fallacy: When you misrepresent someone’s statement to make it easier to attack him:
“ রাস্তার কুকুর নিধন করা উচিত নয়। এটা আন এথিকাল, ইমমোরাল এবং অমানবিক”।
এরকম স্টেটমেন্ট বা অপিনিয়ন কেউ এক্সপ্রেস করলে অনেককেই দেখবেন বলছেঃ
“ তারমানে কি মানুষ এত মরতেসে সেদিকে দেখবোনা? কুকুর মানুষের চেয়ে বড় হয়ে গেল?! অথবা মানুষ এরই ঠিক নাই বাচা মরার সে আসছে কুকুর নিয়ে!”
Seems common? এরকম নিশ্চয়ই দেখেছেন আপনার আশেপাশেই যারা এভাবে এটাক করেছে, রাইট? Well, they made a grave mistake in their reasoning. Just wait and read the next ones!
২। False Cause Fallacy: When you see there is an apparent relationship/trend in same direction between two things and you jump to conclusion that one of those causes the other!
এটার সবচেয়ে বড় এক্সামপল যেটা আমার মনে হয় আমি দেখেছিঃ
“ Women empowerment & education গত ১০ বছরে অনেক বেড়েছে। গত ১০ বছরে ডিভোর্সের হারও অনেক বেড়েছে। তাই বলা যায় নারীশিক্ষাই ডিভোর্স বাড়ার কারণ। “
কমন লাগছে? মনে হচ্ছেনা এরকম অনেক শুনেছি বা দেখেছি মানুষকে বলতে? একেবারে রিয়েল লাইফ বাংলাদেশি সব এক্সাম্পলস, রাইট?
৩। Slippery Slope Fallacy: Asserting & assuming if we allow “A” to happen, “B” will happen too. So “A” should be banned/cancelled/stopped.
এটাও বেশ কমন এরর আমাদের। অসংখ্য উদাহরণ দেয়া যায় আমাদের চারপাশ থেকে।
“ছেলে মেয়ে একসাথে পড়ালেখা করলে স্ক্যান্ডালস হবেই। তাই কোএডুকেশন বন্ধ করে দেয়া উচিত।
“মাদ্রাসায় পড়ালেখা করলে মানুষ রিয়েল লাইফ এডুকেশন পাবেনা। তাই মাদ্রাসা শিক্ষা তুলে দেয়া উচিত। সব শিক্ষা হবে আধুনিক শিক্ষা “
“বাচ্চাকে বেশি করলে বাচ্চা নষ্ট হবে। তাই বেশি আদর করা বন্ধ করা উচিত। “
৪। Ad Hominem: Attaching personally to undermine their opinion & argument:
প্রবাব্লি এটা সবচেয়ে কমনঃ
“ওই মিয়া তুমি নামাজ পড় না তুমি ইসলামের কি বুঝ। তোমার কথা শোনা যাবেনা এখানে”
“ আগে নিজের বাচ্চা হোক তারপরে প্যারেন্টিং বুঝাইতে আইসো”
৫। Loaded Question Fallacy: Asking a question in such a way (to attack the guy) that the reply would make the person look like guilty even though he is not in making the current statement:
এটাও আমাদের বেশ কমন। ধরেন একজন ধর্ষণের বিরুদ্ধে অনেক লিখছে বা বলছে। আপন তাকে এটাক করলেন এভাবেঃ আপনি এখন এত কিছু বলতেসেন কই গত মাসে যে “অমুক” হত্যাকাণ্ড হইলো সেটা নিয়ে তো আপনি কিছু বলেন নাই? বলেছেন?
এভাবে ওনার আগের ইস্যুতে চুপ থাকা টাকে দোষ হিসাবে এপিয়ার করিয়ে ওনার বর্তমান ইস্যুতে মতামত কে আন্ডারমাইন করাঃ বেশ কমন শোনাচ্ছেনা? ২-১ জনের নাম বলতে পারেন কমেন্ট বক্সে যারা এই ধরণের এটাকের শিকার হয়েছেন আমাদের দেশে
৬। Black or White Fallacy: When there are actually more possibilities or alternatives but you narrow it down to only 2:
এটাও বেশ কমন আমাদের মধ্যে। উদাহরণ দেই কিছু রিয়েল লাইফ, দেখেন রিলেট করতে পারেন কিনাঃ
“ মেয়ের বয়স ৩০! এখনো বিয়ে হয় নাই?! নিশ্চয়ই চেহারা খারাপ অথবা কোন স্ক্যান্ডাল আছে”
“ রেপ কেস? নিশ্চয়ই কাপড়ে সমস্যা বা মিউচুয়াল ছিল”
“ হয় ইন্ডিয়া আমাদের বন্ধু অথবা পাকিস্তান।“
৭। Burden of Proof Fallacy: এটা খুব জঘণ্য এবং নিন্দনীয় একটা ফ্যালাসি। কেউ কিছু ক্লেইম করলে সেটার প্রমাণ নিজে না দিয়ে অন্যদের সেটার এগেইন্সটে প্রমাণ দিতে বলাঃ If you cannot disprove it, it is true then.
বাংলাদেশি Example:
“-হাদিসে এইটা বলা আছে।
-ভাই কই বলা আছে রেফারেন্স দেন
- আরে কি রেফারেন্স দিবো, আপনি আগে খুজে দেখান যে এইটা ঠিক না সেটা বলা আছে “
৮। Anecdotal Fallacy: Stereotyping or using personal 1-2 examples to judge & evaluate a whole class.
যেমনঃ “আমি দেখসি যে নোয়াখালির মানুষ এমন করে, তার মানে ওরা এমন…”
৯। Middle Ground Fallacy: ২ এক্সট্রিমের বা বিপরীত কিছুর মাঝের কিছু একটাকে সত্য সমাধান বেস্ট সমাধান হিসেবে ধরে নেয়া সবসময়।
উদাহরণঃ একজন বললো ধর্ষণের জন্য নারীর পোশাক দায়ী না, আরেকজন বললো যে দায়ী।
আপনি বললেন যে, আচ্ছা ঠিক আছে, ধর্ষণের জন্য নারীর পোশাক পার্শিয়ালি দায়ী।
১০। Bandwagon Fallacy: Trying to validate something as many people do it:
“ বাপ দাদারা এত বছর ধরে করে আসছে, অবশ্যই ঠিক আছে এইটা, উনারা তো না বুঝে শুনে করেন নাই”
১১। Circular Argument Fallacy: এমনভাবে কোন প্রশ্ন করা যে প্রশ্নের মধ্যেই সমাধান বা উত্তর এমবেড হয়ে যায় যেটা থেকে বের হওয়া যায় না।
বাংলাদেশি উদাহরণ বলা যায়ঃ
“ মেয়েদের পর্দা না করায় কি আপনি কোন্দিন ধর্ষণ বন্ধ করতে পারবেন?”
“ ঘুষ না খেয়ে থাকলে এত টাকা কি আর কোনভাবে করা সম্ভব”
১২। Appeal to Authority & Appeal to Nature: নিজের কোন মতামত কে এটা অনেক বিজ্ঞ লোকজনও বলে, বা রিসার্চেও দেখা গেছে এরকম হিসাবে বা এটাই ন্যাচারাল এভাবে চালায় দেয়া। উদাহরণ দেয়ার দরকার নাই মনে করছি কারণ বেশ সেলফ এক্সপ্ল্যানাটরি
১৩। Appeal to Emotion Fallacy: এটাও বেশ কমন। মেইন আরগুমেন্ট বা স্টেটমেন্ট কে ইমোশনালি ডাইভার্ট করা।
বাংলাদেশি উদাহরণঃ
“-আব্বু আমি কলা খেতে পছন্দ করিনা, খাবোনা
- খাবিনা মানে? লাখ লাখ বাচ্চা না খেয়ে আছে একটা কলার জন্য আর তুই এত কিছু পেয়েও খাবিনা?! “
এইটা তো মেবি আমরা সবাই কম্বেশি ফেস করেছি , রাইট?
..............................
এছাড়াও No True Scotsman, Texas Sharpshooter এরকম আরো অনেক fallacies/judgmental error types আছে। আমি জাস্ট বাংলাদেশের প্রেক্ষিতে সবচেয়ে কমন গুলি যেগুলি রিলেটেবল সেগুলি আলোচনার চেষ্টা করলাম।
সামারি হচ্ছেঃ Let us not become a hypocrite nation. Before pushing our opinion, let’s think critically and make a valid one. যদি ভ্যালিড না করতে পারি, তাহলে চুপ থাকি বাট Fallacious না হই।

Ahnaf Tahmid
BBA 21ST (IBA), MBA 59E (IBA)
Secured 1st position at IBA MBA 59E Admission test (2018)

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম