ধরে নিচ্ছি যে IBA Admission exam নিয়ে আপনার ধারণা বেশ কম বা কী কী পড়তে হবে জানেন না ভালভাবে। কীভাবে এবং কোথা থেকে শুরু করবেন সেটা নিয়ে যদি ভাবনায় থাকেন তাহলে এই পোস্ট আশা করি আপনাকে হেল্প করবে।
Math, English, Analytical Ability এই ৩ টা টপিকে ৩০, ৩০ এবং ১৫ মোট ৭৫ মার্কের MCQ এবং MCQ part ৯০ মিনিটে শেষ করার পর ২৫ মার্কের একটি writing part (যেখানে আপনাকে ২-৩ টি composition, paragraph, argumentative writing etc.) এটাই IBA Admission Test er Written phase..
MCQ এর ৩ টা সেকশনেই আপনাকে আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে। নেগেটিভ মার্কিং এর পর পাশ মার্ক সাধারণত ৫০-৬০% হয়ে থাকে যেটা আইবিএ কখনো ডিক্লেয়ার করেনা। Math যা আসে সব কন্সেপ্ট ক্লাস ৯-১০ এর সিলেবাস হায়েস্ট এর উপরে তেমন কিছু নেই। English মেইনলি ভোকাবুলারি, গ্রামার আর রিডিং প্যাসেজেস। Analytical Ability হচ্ছে যুক্তিবিদ্যা গোছের যেখানে আসবে পাজল, ক্রিটিকাল রিজনিং ইত্যাদি প্রশ্ন। খুব সংক্ষেপে এটাই IBA এর সিলেবাস এবং ফরম্যাট।
............... ............... ............
What to read কী কী পড়বেনঃ অনেকে দেখি ১৫-২০ টা বই কিনে ফেলে এবং ভাবে যে প্রচুর পড়তে হবে অনেক বই লাগবে। ভুল একটা ধারণা। IBA is all about your basics.. আপনার বেসিক কতটা স্ট্রং সেটা আইবিএ জাজ করবে। Quality over quantity always তাই আমি Always সাজেস্ট করি অল্প কিছু বই।
এই বই গুলি কেউ যদি আসলেই ভালভাবে পড়তে পারে, তাহলেই যথেষ্ট হওয়া উচিতঃ For Math: Mentor's Math Q Bank For English Grammar: Cliff's Toefl, For Vocabulary: Barron's SAT (3500 word list, preferably 23rd edition of the book), for reading comprehension/ passages: GRE books like princeton review, Mcgoosh GRE, McGraw Hill GRE can help.. (Not a must though) Analytical ability: GRE Big Book Overall: Mentor's IBA Guide
............... ............... ............
Where to start কই থেকে শুরু করবেনঃ Mentor's Math Q Bank দিয়ে শুরু করেন। খুব সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ সব কনসেপ্ট ফরমুলা আলোচনা করা আছে আর তারপরে আছে অনুশীলনী। নিজে নিজে একেবারে শুরু থেকে শুরু করে দিন। ম্যাথ প্রিপারেশন শুরু করতে পারেন এভাবে।
Cliff's Toefl কে বলা হয় গ্রামারের বাইবেল। খুব ছোট একটা বই। এই ছোট বই এর ও আবার পুরোটা লাগবেনা পড়া। পেজ ৩৯ থেকে ২৩৯ এবং সব টেস্ট গুলি দিলেই হবে বেশ। এটা পড়ুন আস্তে আস্তে। Vocabulary অনেক বড় একটা পার্ট আইবিএ এর জন্য এবং আপনি যদি চান একেবারে বেস্ট প্রিপারেশন নিতে যদি চান যে কোন ছাড় দেবেন না আপনার প্রিপারেশনে তাহলে Barron's SAT এর ৩৫০০ ভোকাব লিস্ট শুরু করে দিন একটু একটু করে। GRE Big Book থেকে পাজল সলভ করুন কিছু কিছু। এভাবেই আস্তে ধীরে শুরু করেন দিন আপুনার প্রিপারেশন। বাট এভাবে শুরু করার আগে, সবার আগে you need to do something: IBA Guide থেকে আগের বছরের প্রশ্ন ঘাটাঘাটি করুন। ক্লিয়ার একটা আইডিয়া নিন কী আসে পরীক্ষাতে এবং আপনি কতটা পারেন এইসব প্রশ্ন। নিজের strenghth & weakness analysis করুন। This is how you should start your preparation..
AHNAF TAHMID
IBA BBA & MBA
Stood 1st in 59E Intake Admission test (2018)