হ্যালো ভাইয়া-আপু গেমারস আসসালামু-আলাইকুম, আজকে আমি আপনাদের সাথে একটা খুব সেনসিটিভ বিষয় নিয়ে কথা বলব (সেনসিটিভ কেন তা আগেই বলে নিচ্ছি , অনেকের এই পোস্ট দেখলেই গায়ে সুড়সুড়ি লাগবে , প্লিজ তারা এটা ইগনোর করতে পারেন, না হলে পুরা লেখাটা মনোযোগ দিয়ে পড়বেন)
আমার আজকের টপিক হচ্ছে কিভাবে আপনি ৬০০০--৮০০০ টাকার মধ্যে ভালো ভাবে গেমিং করতে পারবেন । আজকাল বিভিন্ন গেমিং গ্রুপে প্রতিনিয়ত দেখা যায় একদল প্রচুর টাকা খরচা করে অনেক হাই এন্ড পিসি বিল্ড করতেছে আর সেটায় ধুমায় গেমিং করতেছে, আরেক দল আছে এরা শুধু এসব চেয়ে চেয়ে দেখতেছে আর নীরবে চোখের পানি ফেলতেছে আর আফসোস করে ইশ আমার যদি একটা মোটামুটি কিছু থাকতো আর আমি সেটায় গেমিং করতে পারতাম , আমার এই পোস্ট সেসব গরীব গেমার আর স্টুডেন্টদের জন্যে যারা চাইলেই দুমদাম করে পিসি আপ করতে পারে নাহ , কিংবা অনেক দিন ধরে গেমিং থেকে বিচ্ছিন্ন, কিংবা প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও গেমিং থেকে বেশ দূরে, কারণ ওই একটাই পটেটো মেশিন , ইভেন তাদের কাছে সিস্টেম আপগ্রেড করার মতও টাকা পয়সা নেই ।
সেইসব ভাই এবং গেমারদের প্রতি আমার একটাই সাজেশান আপনি চোখ বন্ধ করে xbox 360 কিনে ফেলেন । জ্বী আমি বেশ ঠান্ডা মাথায় বলছি আপনি একটা xbox 360 ( 7th gen console) কিনে ফেলেন । এখন আমি আপনাদের মোটামুটি চেষ্টা করব , এটার pros & cons তুলে ধরার জন্যে। আর আমি আমার নিজের ইউজার এক্সপেরিয়েন্স শেয়ার করব ।
Xbox 360 কিনলে ২০১৯ তে এসে অনেকে আপনাকে পাগলও বলতে পারে (স্বাভাবিক) কিন্তু আপনি চাইলেই এটা দিয়ে বেশ ভালোভাবেই আরামে ধুমায় গেমিং করতে পারবেন ।
কিভাবে গেমিং করবেন সেই ব্যাপারগুলা আমি পয়েন্ট আকারে দেওয়ার চেষ্টা করতেছি ।
(১) প্রথমত আসি xbox 360 এর বিভিন্ন ভার্শন এবং তার মড( হ্যাক আর কি ) নিয়ে ----
মার্কেটে xbox 360 এর যে ভার্শন গুলা পাওয়া যায় তার মধ্যে সবথেকে ভালো হচ্ছে xbox 360 E … এটা দেখতে অনেকটা xbox one এর মত , এছাড়া Fat xbox 360 মডেলও আছে , বর্তমানে বাংলাদেশে যত xbox 360 এর মডেল পাবেন সেগুলা হয় 120GB নাহয় 250GB, এখন আপনার যেকোন একটা হলেই হল, এখন এগুলা আবার দুই টাইপের মড ভার্শন আছে , একটা হচ্ছে Jtag Mod(fully offline , no need disc to play games ) আরেকটা হচ্ছে LT3 mod (এটায় অনলাইন এক্সেস পাওয়া যায়, তবে এটায় নরমাল ডিস্কে গেমের iso ফাইল বার্ন করে গেম প্লে করতে হয় , তার মানে প্রতিবার গেম খেলার সময়ে ডিস্ক ইনসার্ট করা লাগবে আর অনলাইন খেলার সময়ে অবশ্যই xbox gold সাবস্ক্রিপশান কেনা লাগবে , সো এখানে আপনার যেটা বেনিফিট তা হচ্ছে , গেম কিনতে হবে নাহ জাস্ট iso ফাইল সাইট থেকে নামিয়ে ডিভিডিতে বার্ন করে নিলেই হবে )
এখানে আমার মতামত হচ্ছে আপনার যেহেতু বাজেট একদম কম তাই আপনি jtag mod xbox 360 নেবেন ,অফলাইনে আরামে গেমস খেলবেন ।
(২) এবার আসি হচ্ছে কি কি আছে xbox 360 তে, আর কোথায় কোথায় কিনতে পাওয়া যাবে ?
কেনার সময়ে কি কি বিষয় খেয়াল রাখবেন ?
Xbox 360 এর সাথে আপনি পাবেন একটা কন্ট্রোলার, একটা পাওয়ার ব্রীক , আর ভিডিও আউটপুট ক্যাবল । এখন আপনার টিভি অথবা মনিটর যাই হোক , সেটা মান্ধাতার আমলের CRT monitor( 320p-480p-720-1080p ) হোক আর এই আমলের 4k TV হোক না কেন ?? সব ধরনের অডিও ভিডিও আউটপুট ইজিলি আমাদের xbox 360 ভাই সাপোর্ট করবে ইন-শা-আল্লাহ । সো এইদিকে কোন টেনশান নাই । জাস্ট প্লাগ & প্লে । এখন কথা হচ্ছে এই পুরাতন xbox 360 গুলান কই পাবেন ??? আপনি চাইলে বসুন্ধরা সিটি , রাইফেলস স্কয়ার কিংবা স্টেডিয়াম মার্কেট থেকে কিনতে পারেন তবে সেখানে দাম বেশিই লাগতে পারে । স্টেডিয়ামে কম করে হলেও ৩০টার মত শপ আছে যেখানে আপনি কনসোল পাবেন , বসুন্ধরাতেও পাবেন , ওহো একটা কথা বলতে ভুলে গেছি বর্তমানে আপনি কোথায় ফার্স্ট হ্যান্ড xbox 360 পাবেন নাহ , যেটাই পাবেন সব সেকেন্ড হ্যান্ড , তাতে কোন সমস্যা নাই , মাইক্রোসফটের মেশিনের বিল্ড কোয়ালিটি অনেক অনেক ভালো ইভেন সব ধরনের কনসোলের বিল্ড কোয়ালিটি অনেক ভালো , এটা এমন নাহ দুম করে নষ্ট হয়ে যাবে (পিসিতে প্রায়ই এই ওই কম্পোনেন্ট পরকালে চলে যায় ওয়ারেন্টির শেষ হওয়ার পরপরেই) সো আপনি নিশ্চিন্তে সেকেন্ড হ্যান্ড xbox 360 কিনে নিতে পারেন একেকটা কনসোলের লাইফ টাইম ৮-১০ বছরের মত হয় এখন আপনি আছাড় মারলে অন্য কথা । আমি ব্যক্তিগতভাবে ৪৫০০ দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড jtag মডেড xbox 360E ভার্শন কিনেছিলাম , সেটায় ৫ মাসের মত গেমিং করে , ভালো করে মেশিন ওয়াশ করে ১১৭০০ টাকায় সেল করে দিয়েছিলাম ( THUG LIFE FACT ) ,সো কে কিভাবে বিজনেস করবেন এটা সম্পূর্ণ নিজের ব্যাপার ।
(৩) এই অংশটা সবথেকে গুরুত্বপূর্ণ , এটা হচ্ছে কি কি গেম খেলতে পারবেন ????? আর কিভাবে গেমগুলা ইনস্টল করবেন ??? কোথায় থেকে ডাউনলোড করবেন , কিংবা কোথায় থেকে কিনে আনবেন ????
2006-2013 পর্যন্ত যত গেম রিলিজ পেয়েছে ( playstation exclusive বাদে ) সব গেম আপনি আরামসে xbox 360 তে চালাইতে পারবেন (কোন Lag ছাড়াইইইইইই!!!!! )
xbox 360 তে টোটাল রিলিজ পেয়েছে ১২৩২ টার মত গেম (সিরিয়াসলি ?????ভাই এতো গেম সব খেলতে গেলে তো আমার জীবন শেষ হয়ে যাবে কিন্তু গেমস শেষ হবেই নাহ )
আমার পক্ষে এতো গেমস শেষ করা সম্ভব নাহ তাও আমি প্রায় ৯০+ গেমস খেলেছি , আপনি কি কি টপ চার্ট গেম এই ভাঙা চুরা xbox 360 তে কোন রকম LAG ছাড়াই খেলতে পারবেন তার একটা ছোট খাটো লিস্ট দিচ্ছি ----
Ace combat series
Alan wake
Alpha protocol
Amazing spiderman 1-2
Assassins creed 1-2-3-brotherhood,
revelations , rogue , black flag
Battlefield 2-3-4
Batman arkham asylum , arkham city , arkham origins
BIONIC COMMANDO (আমার ফেভারিট-অবশ্যই খেলবেন)
Bioshock 1-2-infinite
BOrdelands 1-2
Bulletstrom (পুরাইই তামিল সিনেমা, দুমদাম একশান)
Call of duty modern warfare 1-2,3, black ops 1-2-3 . advanced warfare
Crysis 1-2-3 ( ভাই মাথা নষ্ট করা গেম , অনেকের পিসিতে টাইনা টাইনা চলে , আপনার ভাঙারিতে কিন্ত স্মুথ চলবে কোন ল্যাগ নাইইই )
Damnation ( জোস আরেক গেম)
Dark soul 1-2
Dark void( পুরাইই মাখন একটা)
Darksiders 1-2 ( আরেক চীজ )
Dead Rising 1-2
Dead Space 1-2-3
Deadpool
Devil May Cry Series ( উড়াধুরা কোপাকুপি)
Far Cry 2-3-4
FIFA 06-19
Final Fantasy series ( EXCLUDE XV version)
FORZA HORIZON series
Ghost recon Future Soldier
GEARS OF WAR 1-2-3-judgement DAY
TOMB_RAIDER_series
GTA- সব গুলান
HALO series
Hitman 1-2-3—blood money –absolution
Just cause 1-2
Red Dead Redemption
Splinter Cell Series
Max payne series
Mass effect 1-2-3
Witcher_2
ভাই আর বলে শেষ করা যাবেও নাহ । আরও অনেক হিট লিস্টেড গেম বাকি আছে । তবে ভাই যাই বলেন আমি red dead redemption খেলে সেইইই লেভেলের ফিলিংস আর মজা পাইছি ।
আপনি একবার চিন্তা করে দেখেন এই গেম গুলার অনেক গুলাই পিসিতে ভালো ভাবে রান করাতে হলেও মিনিমাম ৩০ হাজার টাকার পিসি তো লাগবেই , সেখানে আপনি মাত্র দশ হাজারের কমে এইসব গেম গুলা আরামসে খেলতে পারতেছেন । মেইন কথা আপনি যদি বেশ কয়েক বছর ধরে গেমিং থেকে ইরেগুলার থাকেন , কিংবা প্রচন্ড অর্থ সমস্যায় থাকেন তাহলে আপনার জন্যে xbox 360 হতে পারে বেশ ভালো একটা অপশান ।
এবার আসি গেমগুলা কিভাবে লোড করবেন ।
একদম সহজ , বাসায় যদি ব্রড ব্যান্ড থাকে তাহলে TorrentBD নাহলে CrazyHD নাহলে rarbgto, 1337x , auctor Tv এসব সাইট থেকে ইজিলি Xbox 360 এর ফাইল গুলান নামিয়ে পেন ড্রাইভে কিংবা পোর্টেবল হার্ড ডিস্কে কপি করে সেখান থেকে কনসোলে যেয়ে কপি প্যাস্ট করে অন করলেই হবে , আর যদি সেটা না পারেন তাহলে বিভিন্ন শপ গুলাতে যেগুলায় কনসোল সেল করে সেগুলায় 500 টাকায় হার্ড ডিস্ক ফুল করে দেয়। তবে আমি ডাউনলোড করেই গেমগুলা খেলেছি । কোন ঝামেলা নাই একদম সহজ ,আপনি যদি দুধের শিশুও হন তাহলেও নিজে নিজে পারবেন ঠিক বাটন ফোন গুলার মত ইউজার ইন্টারফেস ।
সবথেকে বড় কথা বাংলাদেশের জাতীয় গেম GTA-V আপনি খেলতে পারবেন কোন রকম ল্যাগ ছাড়া Smoothly, আর rockstar এর আরেক মাস্টারপিস red dead redemption তো আমার কাছে GTA থেকেও অনেক অনেক ভালো লাগছে পুরাইই cowboy bounty hunter feelings চলে আসে, যাই হোক তাহলে আর দেরী কেন?? টাকা পয়সা কম ?? পিসি আপগ্রেডের টাকা নাই ??? গেম খেলার উত্তাল নেশা , লিস্টের অনেক গেম খেলা হয় নাই ??? কিনে ফেলেন xbox 360 , কপি করেন গেম , স্টার্ট করে ফেলেন , কে কি বলছে , কে কনসোল পিজেন্ট বলতেছে সেটা মাথায় রাখবেন নাহ , গেম আপনি খেলতেছেন আপনি এনজয় করেন , সাধ্যের মধ্যে সবটুকু উজাড় করে এনজয় করেন ।
Zayer Rashid Missal
Member, Gamers Of Bangladesh: গেমার্স অব বাংলাদেশ
Tags:
Technology