IUT এডমিশন সম্পর্কিত তথ্য



অনেকেই হয়ত ইঞ্জিনিয়ারিং মানে বুয়েট, কুয়েট, চুয়েট,রুয়েট,বুটেক্সকেই চিনো। অনেকে হয়ত জানো ও না যে এগুলোর বাহিরে আরো ২ টা পাবলিক ইঞ্জিনিয়ারিং ভার্সিটি রয়েছে।সেগুলো হলো IUT এবং MIST, আজ IUT ভার্সিটির এডমিশন প্রসেস নিয়ে আলোচনা করবো।

IUT হলো Islamic University of Technology

অবস্থান: বোর্ডবাজার, গাজীপুর।
আয়তন: ৩০একর
স্থপতি: তুর্কি স্থপতি মেহমেত ডোরুক পামির
এটি একটি আন্তর্জাতিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশের দুইটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এর মধ্যে এটি একটি, যা OIC (Organization of the Islamic Conference) দ্বারা পরিচালিত এবং এতে শুধু মুসলিম ছাত্র-ছাত্রীরা পড়ার সুযোগ পায়।
- এটা কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়?
- না, এটা প্রাইভেট না। আবার পাবলিক ও না। এটা একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়।
- কি জন্য ইন্টারন্যাশনাল?
- বাংলাদেশের যেকোনো ইউনিভার্সিটির Chancellor হলো আমাদের মহামান্য রাষ্ট্রপতি। আর IUT'র ক্ষেত্রে সেটা একটু আলাদা। IUT'র Chancellor হলো OIC (Organization of the Islamic Conference) এর Secretary General.
- OIC'র সাথে IUT'র কি সম্পর্ক?
- সম্পর্কটা হলো ভার্সিটির মালিকানা OIC'র হাতে আর OIC হলো মুসলিম দেশগুলোর প্রতিনিধিত্বকারী সংস্থা। যার সদস্য দেশ বর্তমানে ৫৭টি।

 পরীক্ষা দিতে কি যোগ্যতা লাগে?
-বিগত বছরগুলোতে SSC আর HSC দুটো পরীক্ষায় সব সাবজেক্টে A+ (গোল্ডেন) ছাড়া পরীক্ষা দেওয়া যেত না। কিন্তু গত বছর কর্তৃপক্ষ সকল আবেদনকারীকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে। শুধুমাত্র মুসলিম ছাত্র-ছাত্রীরাই পরীক্ষা দেওয়ার সুযোগ পায়।
সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ আছে এখানে।

- পরীক্ষায় কি কি আসে?
ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশের উপর প্রশ্ন হবে। এমসিকিউ পদ্ধতিতে। প্রশ্ন ব্যাসিক থেকে আসবে, আর প্রিপারেশন অন্যান্য ইঞ্জিনিয়ারিং ভার্সিটির মতই। কিন্তু প্রশ্ন সম্পূর্ণ ইংরেজিতে হবে।
প্রতিবছর ৩৭০ এর মত বাংলাদেশী শিক্ষার্থী ও ১০০ এর মত বিদেশী শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পায়।

আইইউটিতে বর্তমানে ডিপার্টমেন্ট রয়েছে পাঁচটি।
1. Department of Mechanical & Chemical Engineering (MCE)
2. Department of Electrical & Electronic Engineering (EEE)
3. Department of Computer Science & Engineering (CSE)
4. Department of Civil & Environmental engineering (CEE)
5. Department of Technical & Vocational Education (TVE)
২০১৭ সালে দুটি নতুন ডিপার্টমেন্ট খোলা হচ্ছে। তাই সিট সংখ্যাও কিছু বাড়বে এবার।

- খরচ কেমন হয়?
আইইউটিতে লেখাপড়ার খরচ তুলনামূলক একটু বেশী। তবে মেধাবীদের জন্য ওআইসির বৃত্তির ব্যবস্থা আছে।বৃত্তি ১০০ জনের মত পায়। তাদের খরচ হয় পাঁচ লক্ষ টাকা চার বছরে। ১-১২০ পর্যন্ত পজিশনের মধ্যেই এই বৃত্তি শেষ হয়ে যায়। বাকিদের ১২লক্ষ টাকার মত খরচ হয় চার বছরে।
এই টাকার মধ্যে ভর্তি ফি,লেখাপড়া, খাকা, খাওয়া অন্যান্য সকল সুবিধা দেয়া হয়, যা খুবই উন্নতমানের। যেহেতু বিদেশীরা থাকে তাই আন্তর্জাতিক মান ধরে রাখার চেস্টা করা হয়।

- আরো কিছু তথ্য
আগে শুধু ছেলেরা পড়তে পারত। ২০১৬ সাল থেকে মেয়েদের ভর্তি সুযোগ রয়েছে।
প্রায় ১১৬ জন ফুল-টাইম টিচার রয়েছে ও ২৫০জনের মত বিদেশী শিক্ষার্থী এখানে পড়ছে।
ওআইসি ভুক্ত ১৭টি দেশের শিক্ষার্থীরা এখানে পড়ে।
আবাসিক প্রতি শিক্ষার্থীকে প্রতি মাসে ৪৫ডলার/ প্রায় ৪০০০টাকা করে হাত খরচ দেয়া হয়।
এখানে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রীও দেওয়া হয়।


ISLAMIC UNIVERSITY OF TECHNOLOGY ( IUT)
ADMISSION 2018-19
B.Sc. Engineering and BBA :
APPLICATION OPENS : 8 AUGUST,2018
APPLICATION CLOSES : 31 AUGUST ,2018
ADMISSION TEST: 29 SEPTEMBER, 2018
TOTAL SEATS- 550
1.CIVIL ENGINEERING - 100
2. Mechanical Engineering - 100
3. Computer science and Engineering - 100
Software Engineering - 50
4. Electrical and Electronic Engineering - 150
5. BBA in Technology Management -50
ENTRY REQUIREMENTS :
SSC or Equivalent:
Minimum GPA 4.50 out of 5.00
HSC or Equivalent :
Minimum GPA 4.50 out of 5.00
Must have to pass 2017 or 2018
(That means 2nd time allowed)
Student from O/A level or Equivalent ( International or Host Country) :
O level or Equivalent :
*Mathematics, Physics and Chemistry with minimum grade B, and English with minimum grade C
A level or Equivalent :
* Mathematics, Physics and Chemistry with minimum grade B
SCHOLARSHIP INFORMATION :
Partial OIC Scholarship total seats-110
1. MCE - 31 seats
2. EEE - 48 seats
3. CSE - 31 seats
FEES AND PAYMENT :
partial OIC Scholarship - $6500 (total)
Without OIC Scholarship :
1. Residential - $20000(total) (6500+4500+4500
+4500) in 4 years
2.Non Residential - $ 14000(total)
(5000+3000+3000+3000) in 4 years
*All Residential Students are provided food free of Cost
*All Non-Res students are provided food on payment
(POCKET ALLOWANCE OF USD 45 PER MONTH WILL BE PROVIDED TO EACH STUDENT)

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম