![]() |
BUP Logo |
বাংলাদেশের ২৯ তম পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ( BUP ) - এর সকল ইউনিটের বিস্তারিত তথ্য-
★ যারা ২০১৮ এবং ২০১৯ সালে এইচএসসি পাস করেছে তারা আবেদন করতে পারবে। এসএসসি পাসের ক্ষেত্রে কোন শর্ত নেই।
★ প্রার্থী আবেদনের সময় ফ্যাকাল্টি ভিত্তিক বিষয়ভিত্তিক চয়েজ দিতে হবে। শুধুমাত্র সাইন্স ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। বাকি ইউনিটে সকল বিভাগ অংশ নিতে পারবে।
★ প্রতি ভুল নম্বরের জন্য ০.২৫ করে কর্তন করা হবে।
পরীক্ষা সময় ১ ঘণ্টা
★ কোন পাশ মার্ক শর্ত নেই তবে ৪০% মিনিমাম পেতে হয়।
★ প্রশ্ন ইংরেজীতে হবে। তবে বাংলা পার্ট বাংলা তে হবে। বিজ্ঞান ইউনিটের প্রশ্নে ইংলিশের পাশাপাশি বাংলায় থাকে।
ইউনিট পরিচিতিঃ
A) FST Unit- Faculty of Science and Technology
অনুষদভুক্ত বিভাগসমূহ:
Information and Communication Technology,
Environmental Science
.
B) FASS Unit- Faculty of Arts and Social science
বিভাগসমূহ:
Development Studies,
Disaster and Human Security Management,
Economics,
English,
Public Administration,
Sociology
.
.
C) FBS Unit- Faculty of Business Studies
বিভাগসমূহ:
Accounting & Information Systems,
Finance & Banking,
BBA–General,
Management,
Marketing
.
.
D) FSSS Unit- Faculty of Security and Strategic Studies
বিভাগসমূহ:
International Relations,
Law,
Mass Communication & Journalism
আসন সংখ্যা:
A Unit- Faculty of Science and Technology- ১৫০
B Unit- Faculty of Arts and Social science- ৩৫০
C unit- Faculty of Business Studies- ৫০০
D Unit- Faculty of Security and Strategic Studies- ২৫০
কোটা বণ্টন:
সাধারণ কোটা- ৭০%
মিলিটারি কোটা- ২৭%
মুক্তিযোদ্ধা কোটা- ২%
উপজাতি - ১%
আবেদনের যোগ্যতা:
A) FST : শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
এসএসসি- ৪.৭৫
এইচএসসি- ৪.৫০
উভয় ক্ষেত্রে চতুর্থ বিষয় সহ জিপিএ গণনা হবে।
B) Faculty of Arts and Social science : সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
বিজ্ঞান বিভাগ:
এসএসসি- ৪.৫০
এইচএসসি- ৪.২৫
ব্যবসায় শিক্ষা বিভাগ:
এসএসসি- ৪.২৫
এইচএসসি- ৪.০০
মানবিক বিভাগ:
এসএসসি- ৪.০০
এইচএসসি- ৩.৭৫
উভয় ক্ষেত্রে চতুর্থ বিষয় সহ জিপিএ গণনা হবে।
C) FBS : সকল বিভাগ
বিজ্ঞান বিভাগ:
এসএসসি এবং এইচএসসি মিলিয়ে মোট জিপিএ ৮.৭৫ থাকতে হবে
.
ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগ:
এসএসসি এবং এইচএসসি মিলিয়ে মোট জিপিএ ৮.২৫ থাকতে হবে
উভয় ক্ষেত্রে চতুর্থ বিষয় সহ জিপিএ গণনা হবে।
.
D) FSSS : সকল বিভাগ
বিজ্ঞান বিভাগ:
এসএসসি- ৪.৫০
এইচএসসি- ৪.২৫
.
ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগ:
এসএসসি- ৪.২৫
এইচএসসি- ৪.০০
উভয় ক্ষেত্রে চতুর্থ বিষয় সহ জিপিএ গণনা হবে।
.
.
ভর্তি পরীক্ষার মান বণ্টন এবং কিছু শর্ত:
A) FST Unit :
গণিত- ২৫,
পদার্থ বিজ্ঞান-২০,
রসায়ন-১৫,
ইংরেজী-১০
যারা Environmental Science তাদের বিষয় চয়েজে রাখবে তাদের এইচএসসিতে বায়োলজি থাকতে হবে।
.
B) FASS Unit :
সাধারণ জ্ঞান- ৩০,
ইংরেজী-৪০,
বাংলা/সাধারন গণিত- ৩০
যারা Economics অথবা Disaster and Human Security Management প্রথম চয়েজ হিসেবে দিবে তাদের অবশ্যই সাধারণ গণিত, সাধারণ জ্ঞান এবং ইংলিশ উত্তর দিতে হবে।
যারা Department of Disaster and Human Security Management প্রথম চয়েজ হিসেবে দিবে তাদের এসএসসিতে অবশ্যই বিজ্ঞান বিভাগের হতে হবে এবং এইচএসসি তে উচ্চতর গণিত/
পরিসংখ্যান বিষয়ে A- থাকতে হবে।
যারা Development Studiers/Public Administration/Sociology প্রথম চয়েজ দিবে তাদের অবশ্যই বাংলা, সাধারণ জ্ঞান এবং ইংলিশ উত্তর দিতে হবে।
যারা English চয়েজ দিবে তাদের এসএসসি এবং এইচএসসি তে ইংলিশে A- থাকতে হবে।
.
C) FBS Unit :
সাধারণ গণিত- ৪০,
ইংরেজী-২৪,
সাধারণ জ্ঞান-১৬
.
D) FSSS Unit :
বাংলা- ৩০,
ইংরেজী-৪০,
সাধারণ জ্ঞান- ৩০
Tags:
Education