![]() |
MIST Logo |
MIST মানে হচ্ছে Military Institute of Science & Technology, যা একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এখানে সেকেন্ড টাইমাররাও আবেদন করতে পারবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের যোগ্যতা-
☞ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের
৪র্থ সাবজেক্ট বাদে SSC তে জিপিএ
৪.০০ পয়েন্ট নুন্যতম থাকতে হবে আর
HSC তে ফিজিক্স, ক্যামিস্ট্রি,
ম্যাথ,ইংলিশ মিলে ২০ পয়েন্ট এর ভিতর
নুন্যতম ১৭ পয়েন্ট থাকতে হবে। তাহলেই
একমাত্র আবেদন করা যাবে।
☞ মিলিটারি ইন্সটিটিউট অফ সাইন্স
এন্ড টেকনোলজিতে ভর্তি পরীক্ষা
দেবার জন্য SSC ২০১৬/১৭ সালে পাশ আর
HSC ২০১৮/১৯ সালে যারা পাশ করেছে
তারাই ভর্তির জন্য আবেদন করতে
পারবে।
☞ মিলিটারি ইন্সটিটিউট অফ সাইন্স
এন্ড টেকনোলজিতে নির্দিষ্ট সময়
পর্যন্ত আবেদন ফর্ম জমা হবার পর
যাচাই-বাছায়ের পর সেরা ১০০০০ জন
আবেদন কারীকে ভর্তি পরীক্ষার জন্য
সিলেক্ট করা হবে। তবে আবেদনকারী
যদি অনেক বেশি হয়, তাহলে গণিত,
পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজি
তে যথাক্রমে এইচ,এস,সি এবং এস,এস,সি
তে প্রাপ্ত জিপিএ'র ভিত্তিতে ১০০০০
জন আবেদনকারীকে পরীক্ষা দেওয়ার
জন্য চূড়ান্ত করা হবে।
☞ মিলিটারি ইন্সটিটিউট অফ সাইন্স
এন্ড টেকনোলজিতে A ইউনিট
(ইঞ্জিনিয়ারিং অনুষদ) এর ফ্রম এর দাম
৮০০ টাকা আর ইউনিট B (আর্কিটেকচার)
এন্ড (A+B) এর দাম ১১০০ টাকা নির্ধারণ
করা হয়েছে।
আসন সংখ্যাঃ
.
☞ ☞ A ইউনিট :
Civil Engineering =60
Computer Science & Engineering =60
Mechanical Engineering =60
Electrical Electronic & Communication
Engineering =60
Petroleum & Mining Engineering =60
Industrial Production Engineering =60
Naval Architecture and Marine
Engineering=40
Biomedical Engineering=40
Nuclear Science & Engineering and
Environmental=40
Water Resources and Coastal Engineering=40
Aeronautical Engineering= 50
.
☞ ☞ B ইউনিট
Architecture=২৫
.
☞ মোট সিট = ৫৭০ টি ।
.
.
মানবন্টনঃ
☞ ☞ A ইউনিট
ম্যাথ = ৮০ মার্ক
ফিজিক্স = ৬০ মার্ক
ক্যামিস্ট্রি = ৪০ মার্ক
ইংলিশ = ২০ মার্ক
.
☞ মোট ২০০ মার্ক এর লিখিত পরীক্ষায়
সময় ৩ ঘন্টা দেয়া হবে ।
.
☞ ☞B ইউনিট
ম্যাথ = ৮০ মার্ক
ফিজিক্স = ৬০ মার্ক
ক্যামিস্ট্রি = ৪০ মার্ক
ইংলিশ = ২০ মার্ক
অংকন = ১০০ মার্ক
.
☞ মোট ২০০ মার্ক এর লিখিত পরীক্ষায়
সময় ৩ ঘন্টা দেয়া হবে। আর অংকন ১০০
মার্ক এর জন্য ১ ঘন্টা সময় দেয়া হবে।
.
.
.
প্রশ্ন পদ্ধতি কেমন হয় বা কি রকম প্রশ্ন
হয় এ সম্পর্কে অনেকের-ই ধারনা নেই।
কারন এমআইএসটি ভর্তি পরীক্ষার
আগের বছরের প্রশ্ন বাইরে পাওয়া
যায়না।
পরীক্ষায় প্রশ্ন যে পদ্ধতিতে হয় তা
হলো গণিত ৮০ নাম্বার, পদার্থবিজ্ঞান
৬০ নাম্বার, রসায়ন ৪০ নাম্বার,
ইংরেজি ২০ নাম্বার অর্থাৎ মোট ২০০
নাম্বারের পরীক্ষা। পরীক্ষার সময়
সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা এই তিন
ঘন্টা। এমআইএসটি ভর্তি পরীক্ষায়
কোন অবজেক্টিভ নেই। সম্পূর্ণ লিখিত
পরীক্ষা।
গণিত অংশে ৮০ নাম্বার পুরাটাই
ভালমতন করতে পারবে যদি উচ্চ
মাধ্যমিকে পড়া বই এর উদাহরণ আর
অনুশীলনী ভালমতন আয়ত্বে থাকে।
বেশিরভাগ সমস্যাই বই থেকে আসবে।
খুব বেশি ঘুরানো প্যাচানো বা বই এর
বাহিরের জটিল সমস্যা দিবেনা।
প্রত্যেক সমস্যার নাম্বার ৪ অথবা ৫
করে।
পদার্থবিজ্ঞানে থিওরিটিকাল কোন
সমস্যা থাকবেনা। বিভিন্ন গানিতিক
সমস্যা থাকবে ৪ অথবা ৫ নাম্বারের।
এগুলোও তুমি সম্পূর্ন এন্সার করতে
পারবা যদি তোমার উচ্চ মাধ্যমিকে
পড়া বইয়ের অনুশীলনি আর উদাহরণ গুলা
প্র্যাক্টিস করা থাকে।
রসায়ন থেকে ৪০ নাম্বারের প্রশ্ন
থাকবে। রসায়ন প্রথম পত্র থেকে
বিভিন্ন গানিতিক সমস্যা থাকবে আর
দ্বিতীয় পত্র থেকে বিক্রিয়া
সম্পূর্নকরন, যৌগের নামকরণ ও গাঠনিক
সঙ্কেত অঙ্কন এই জাতীয় প্রশ্ন থাকবে।
কিছু ছোটছোট ব্যাখ্যামূলক প্রশ্নও
আসতে পারে। এইখানেও প্রতিটি প্রশ্ন
৪ বা ৫ নাম্বার করে থাকবে।
ইংরেজি ২০ মার্ক এর প্রশ্নে নানা
রকম অংশ থেকে প্রশ্ন থাকতে পারে।
সাধারণত ছোট একটা প্যাসেজ থেকে
৩-৪ নাম্বারের প্রশ্ন, English to Bangla
and Bangla to English Translation,
Transformation of Sentences (Structure,
Degree , Voice etc) এগুলো থাকবে।
.
আর একটা জিনিস মাথায় রাখবে। তিন
ঘন্টা ২০০ নাম্বারের পরীক্ষার জন্য
যথেষ্ট যদি তুমি ঠিকমতন উত্তর দিতে
পারো। কাজেই সম্পূর্ণ অঙ্ক করতে
চেষ্টা করবে। গনিত আর
পদার্থবিজ্ঞানের অঙ্কগুলো শুধু সূত্র
বসিয়ে এক লাইনে না করাই ভাল।
Tags:
Education