উচ্চতর গনিত অনেকের কাছে ভয়ের নাম। কিন্তু আজ ভয়টাকে একদম জিরো করে দিচ্ছি। তুমি চাইলে ম্যাথে ২০০ থেকে ২০০ তুলতে পারো। সেটা অসম্ভবের কিছুনা। কিভাবে?
প্রথমেই কয়েকটা চাপ্টারের নাম বলি যে কোনটা হতে কিভাবে প্রশ্ন আসবে।
প্রথম পত্রে ম্যাট্রিক্স নির্নায়ক-১ টা সৃজনশীল।
বিন্যাস সমাবেশ-১ টা সৃজনশীল।
সরলরেখা+বৃত্ত+ভেক্টর-২ টা সসৃজনশীল।
ত্রিকোনমিতি-২ টা সৃজনশীল।
অন্তরীকরণ-১ টা সৃজনশীল।
যোগজীকরণ-১ টা সৃজনশীল।
এখন তোমার উত্তর করতে হবে ৫ টা সৃজনশীল।
সুতরাং তুমি ৫ টা চাপ্টার টার্গেট করো,এমনভাবে পড়ো যেনো এগুলো হতে যেভাবেই প্রশ্ন দিক উত্তর করতে পারো।
আমি বলবো তোমরা ম্যাট্রিক্স,
বিন্যাস সমাবেশ,সরলেরেখা,বৃত্ত,ত্রিকোনমিতি এ ৫ টা চাপ্টার টার্গেট করো। এগুলো পড়লে ৫ টা সিউর এমন কি ৬ টাও কমন পেতে পারো। আর এ চাপ্টারগুলো হতে ১৭-১৮ টা MCQ চোখবুজে কমন পাবে।
ধরি রিটেনে পেলা ৪৫ আর MCQ ১৫ প্রেকটিকেলে ২৫ কত হলো? ৮৫ মার্ক!!সেকেন্ড পেপারে তুমি ৭৫ পেলেও এ+!!
আমি বলবোনা তোমরা ক্যালকুলাস আর ফাংশন স্কিপ করো,কেননা ক্যালকুলাস হতে ভার্সিটিতে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন আসে।
কিন্তু ক্যালকুলাস আর ফাংশনে কারো একান্তই প্রবলেম থাকলে স্কিপ করতে পারো, এগুলো বাদ দিয়েও এ+ পাওয়া যাবে।
আর ২য় পত্রে-
বাস্তব সংখ্যা+যোগাশ্রয়ী প্রোগ্রাম-১ টা।
কনিক-১ টা।
দ্বিপদী বিস্ততি-১ টা।
সম্ভাবনা-১ টা।
ত্রিকোনমিতি-২ টা।
স্থিতিবিদ্যা-১ টা।
জটিল সংখ্যা/বহুপদী-১ টা।
আমি বলবো তোমরা কনিক,সম্ভাবনা,দ্বিপদী,ত্রিকোনমিতি,বাস্তব সংখ্যা এ চাপ্টারগুলো ভালো করেকরে পড়ো।আর তোমরা চাইলে স্থিতিবিদ্যা গতিবিদ্যা স্কিপ করতে পারো।
কথা হলো ভাইয়া কি পড়বো?
প্রথমেই বিগত কয়েকবছরের বোর্ডপ্রশ্নগুলো একবার দেখো যে কোন টপিকস হতে কিভাবে প্রশ্ন আসে।তারপর মেইন বই হাতে নাও।
মনে করো তুমি এখন ম্যাট্রিক্স করবা,প্রথমে চাপ্টারটাতে কয় টাইপের ম্যাথ আছে সেটা ভাগ করে নাও। যেমন ধরো ম্যাট্রিক্সে আছে যোগ,বিয়োগ,গুন,বিপরীত ম্যাট্রিক্স,এবং নির্নায়ক এ পাঁচ ছয় টাইপের ম্যাথ।
এবার তুমি টাইপ ওয়াইজ বুঝে বুঝে একটা করে ম্যাথ করো,তারপর টেক্সট বুক হতে জাস্ট বোর্ডে আসা ম্যাথগুলো একবার করো।তারপর টেষ্ট পেপার্স হতে প্রত্যেক টপিকস হতে একটা করে সৃজনশীল সোলভ করো,দেখবা নিজেই পারতেছো।
প্রত্যেকটা চাপ্টারে জাস্ট ২ তিন করে টাইম দাও দেখবা পড়া খুজে পাচ্ছোনা।
সবার জন্য শুভকামনা
এইচ এম মহসিন