[টেকনিকে টেকনিকে সাধারন জ্ঞান] টপিকঃ বিভিন্ন নদীর মিলিত স্থল




১. চাঁদে পদ্ম মেঘ জমেছে।
চাঁদ- চাঁদপুর
মিলিত হয়ে যে নদীঃ
পদ্ম - পদ্মা
মেঘ - মেঘনা

২. কুড়িগ্রামে তীব্র শীত পড়েছে।
কুড়িগ্রাম - কুড়িগ্রাম
মিলিত হয়েছে যে নদীঃ
তী - তিস্তা
ব্র - ব্রম্মপুত্র

৩. আজ খুশীর সুর বেজেছে।
আজ - আজমেরিগঞ্জ
মিলিত হয়েছে যে নদীঃ
খুশী - খুসিয়ারা
সুর - সুরমা

৪. বগুড়ায় যবা ফুল ফুটেছে।
বগুড়া - বগুড়া
মিলিত হয়েছে যে নদীঃ
য - যমুনা
বা - বাঙালী

৫. চট করে কর্ণের হাল ধরো।
চট - চট্টগ্রাম
মিলিত হয়েছে যে নদীঃ
কর্ণ - কর্ণফুলী
হাল - হালদা

৬. গোয়ালের গরুটির নাম পযু
গোয়াল - গোয়ালন্দ
মিলিত হয়েছে যে নদীঃ
প - পদ্মা
য - যমুনা

৭. ন্যাড়া শীতে ধরা খেয়েছে।
ন্যাড়া - নারায়ণগঞ্জ
মিলিত হয়েছে যে নদীঃ
শীত - শীতালক্ষ্যা
ধরা - ধলেশ্বরী

৮. জামালের যব রেডি।
জামাল - জামালপুর
মিলিত হয়েছে যে নদীঃ
য - যমুনা
ব - ব্রহ্মপুত্র

৯. তোর পশুর মতো রুপ আমি খুলে দিবো।
খুল - খুলনা
মিলিত হয়েছে যে নদীঃ
রুপ - রুপসী
পশু - পশুর নদী

১০. ভৈরবে বড় মেয়ের ভাই আছে।
ভৈরব - ভৈরব
মিলিত হয়েছে যে নদীঃ
ব - ব্রম্মপুত্র
মে - মেঘনা

সবার জন্য শুভকামনা
Md Abdullah
Bachelor of Arts in History,
University of Dhaka
Head of HRM
Secondary and Intermediate Level Students' Welfare Association - SILSWA

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম