[টেকনিকে টেকনিকে সাধারন জ্ঞান] টপিকঃ প্রণালী


হরমুস প্রনালী
মনে রাখার উপায় - 'ওমান' 'পার' হয়ে, 'আ'ই' 'হরমুস' খাই।
যুক্ত করেছে -
ওমান - ওমান
পার - পারস্য
বিভক্ত করেছে -
আ - আরব
ই - ইরান

ইংলিশ চ্যানেল
মনে রাখার উপায় - 'উত্তর' 'আটলান্টিক' সাগরের 'ই'লিশ 'ফ্রা'ই খাই।
যুক্ত করেছে -
উত্তর - উত্তর সাগর
আটলান্টিক - আটলান্টিক মহাসাগর
বিভক্ত করেছে -
ই - ইংল্যান্ড
ফ্রা - ফ্রান্স

ডোভার প্রনালী
মনে রাখার উপায় - 'সাগরের' 'ই'লিশ না খেয়ে 'ডোভার' 'ফ্রা'ই' খা।
যুক্ত করেছে -
সাগর - উত্তর সাগর
ই - ইংলিশ চ্যানেল
বিভক্ত করেছে -
ফ্রা - ফ্রান্স
ই - ইংল্যান্ড

বেরিং প্রনালী
মনে রাখার উপায় - 'উ'ফ! কি 'বোরিং' 'এ' 'আম'।
যুক্ত করেছে -
উ - উত্তর সাগর
বোরিং - বেরিং সাগর
বিভক্ত করেছে -
এ - এশিয়া মহাদেশ (রাশিয়া)
আম - আমেরিকা মহাদেশ

বসফোরাস প্রণালী
মনে রাখার উপায় - 'বস', 'কৃষ্ণের' 'মর্ম' বুঝলো না 'এ'ই' মেয়ে।
যুক্ত করেছে -
কৃষ্ণ - কৃষ্ণসাগর
মর্ম - মর্মসাগর
বিভক্ত করেছে -
এ - এশিয়া
ই - ইউরোপ

তাতার প্রণালী
মনে রাখার উপায় - 'ও'জা' 'শাখলিন' শাপ 'রাশিয়া' থেকে 'তা'ড়িয়েছে।
যুক্ত করেছে -
ও - ওখটস্ক সাগর
জা - জাপান সাগর
বিভক্ত করেছে -
শাখালিন - শাখালিন
রাশিয়া - রাশিয়া

ফ্লোরিডা প্রণালী
মনে রাখার উপায় - 'কি'ফ্লো' 'মেক্সি' কিনতে 'আটলান্টিক' হয়ে 'ফ্লোরিডায়' যায়।
যুক্ত করেছে -
আটলান্টিক - আটলান্টিক মহাসাগর
মেক্সি - মেক্সিকো উপসাগর
বিভক্ত করেছে -
কি - কিউবা
ফ্লো - ফ্লোরিডা

কোরিয়া প্রণালী
মনে রাখার উপায় - 'জা'পূ' ও 'জা'কো' 'কোরিয়া' যায়।
যুক্ত করেছে -
জা - জাপান সাগর
পূ -- পূর্বচীন সাগর
বিভক্ত করেছে -
জা - জাপান
কো - কোরিয়া

ফরমোজা প্রণালী
মনে রাখার উপায় - 'টুকি' 'পূ'কি করে 'চী'তা' বাঘের সাথে 'মজা' করা যাবে না।
যুক্ত করেছে -
টুকি - টুকিং সাগর
পূ - পূর্ব চীন সাগর
বিভক্ত করেছে -
চী - চীন
তা - তাইওয়ান

জিব্রাল্টার প্রণালী
মনে রাখার উপায় - 'আ'ভূ' তুই 'স্পেনে' গিয়া 'মর'।
যুক্ত করেছে -
আ - আটলান্টিক মহাসাগর
ভূ - ভূমধ্যসাগর
বিভক্ত করেছে -
স্পেন - স্পেন (ইউরোপ মহাদেশ)
মর - মরক্কো (আফ্রিকা মহাদেশ)

মোজাম্বিক প্রণালী
মনে রাখার উপায় - 'ভারত মহাসাগরে' 'মা' এর সাথে 'মজা' করবো।
যুক্ত করেছে -
ভারত মহাসাগরের সাথে ভারত মহাসাগর
বিভক্ত করেছে -
মা - মাদাগাস্কার
মজা - মোজাম্বিক

মালাক্কা প্রণালী
মনে রাখার উপায় - 'ভা'জা' মাছ 'সু'মা' খায়।
যুক্ত করেছে -
ভা - ভারত মহাসাগর
জা - জাভা সাগর
বিভক্ত করেছে -
সু - সুমাত্রা
মা - মালয়েশিয়া

সুন্দা প্রণালী
মনে রাখার উপায় - 'ভা'জা' মাছ 'সু'জা' খায়।
যুক্ত করেছে -
ভা - ভারত মহাসাগর
জা - জাভা সাগর
বিভক্ত করেছে -
সু - সুমাত্রা
জা - জাভা

পক প্রণালী
মনে রাখার উপায় - 'আর'ব' 'শ্রী'ভা'কে 'পোক' করেছে।
যুক্ত করেছে -
আর - আরব সাগর
ভা - ভারত সাগর
বিভক্ত করেছে -
শ্রী - শ্রীলঙ্কা
ভা - ভারত

সবার জন্য শুভকামনা
Md Abdullah
Bachelor of Arts in History,
University of Dhaka
Head of HRM
Secondary and Intermediate Level Students' Welfare Association - SILSWA

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম