[টেকনিকে টেকনিকে সাধারন জ্ঞান] টপিকঃ বিভিন্ন অঞ্চল পরিচিতি (আন্তর্জাতিক)


GCC- Gulf Cooperation Council
★ পারস্য উপসাগরীয় ৬ টি দেশ।
★ আরবি ভাষাভাষী রাষ্ট্র।
শর্টকাটঃ কাকুও আসবা
কা - কাতার
কু - কুয়েত
ও - ওমান
আ - আরব আমিরাত ( সংযুক্ত আরব আমিরাত)
স - সৌদি আরব
বা - বাহরাইন

Seven Sisters
★ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ৭ টি রাজ্য।
★ স্বাধীনতাকামী রাজ্য
★ ৪ টি রাজ্য (আসাম,মিজোরাম,মেঘালয়,ত্রিপুরা)
এর সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে
শর্টকাটঃ আমি ও(অ) মেত্রিমনা
আ - আসাম
মি - মিজোরাম
অ - অরুণাচল
মে - মেঘালয়
ত্রি - ত্রিপুরা
ম - মনিপুর
ন - নাগাল্যান্ড

Golden Triangle
★ আফিম উৎপাদনকারী ৩ টি দেশ।
শর্টকাটঃ মাথালা
মা - মায়ানমার
থা - থাইল্যান্ড
লা - লাওস

Golden Wage
★ মাদক চোরাচালানকারী ৩ টি রাষ্ট্র
শর্টকাটঃ বাভা নে
বা - বাংলাদেশ
ভা - ভারত
নে - নেপাল

Four Tiger's
★ দ্রুত অর্থনৈতিক উন্নতি ঘটানো রাষ্ট্র।
★ দ্বীপ রাষ্ট্র।
শর্টকাটঃ সিতাদহ
সি - সিঙ্গাপুর
তা - তাইওয়ান
দ - দক্ষিন কোরিয়া
হ - হংকং

Super Seven
★ অর্থনৈতিকভাবে উন্নত এশিয়ার সাতটি দেশ।
★ সেভেন টাইগার্স ও বলা হয়।
শর্টকাটঃ সিতাদহ থামাই
সি – সিঙ্গাপুর
তা – তাইওয়ান
দ – দক্ষিন কোরিয়া
হ – হংকং
থা – থাইল্যান্ড
মা – মালয়েশিয়া
ই – ইন্দোনেশিয়া

OPEC - The Organization Of the Petroleum Exporting Countries
★ তৈল রপ্তানিকারক ১৪ টি দেশ।
শর্টকাটঃ সই ভেনাইগ এর ইকাকুলি এ আইস।
স - সংযুক্ত আরব আমিরাত
ই - ইন্দোনেশিয়া
ভে - ভেনিজুয়েলা
না - নাইজেরিয়া
ই - ইকুয়েডর
গ - গ্যাবন
ই - ইরাক
কা - কাতার
কু - কুয়েত
লি - লিবিয়া
এ - এঙ্গোলা
আ - আলজেরিয়া
ই - ইরান
স - সৌদি আরব

ইন্দোচীন
★ দক্ষিন পূর্ব এশীয় ৩ টি রাষ্ট্র।
★ ফ্রান্সের কলোনি ছিলো।
শর্টকাটঃ লাকভি
লা - লাওস
ক - কম্বোডিয়া
ভি - ভিয়েতনাম

বাল্টিক রাষ্ট্র
★ সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা প্রাপ্ত।
★ বাল্টিক সাগরের তীরবর্তী।
শর্টকাটঃ All
A - এস্তোনিয়া
L - লিথুনিয়া
L - লাটভিয়া

স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল
★ ৯ মাস দেশগুলো বরফাচ্ছন্ন থাকে।
★ আদিবাসীদের নাম " এস্কিমো "
★ জাতীয় খেলা স্ক্যাটিং
শর্টকাটঃ ফিডে আসুন
ফি - ফিনল্যান্ড
ডে - ডেনমার্ক
আ - আইসল্যান্ড
সু - সুইডেন
ন - নরওয়ে

মধ্য এশিয়া
★ ১৯৯১ সালের সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে জন্ম ও স্বাধীন।
★ স্থলবেষ্টিত রাষ্ট্র।
শর্টকাটঃ আ! কাকি উ তুতা
আ - আজারবাইজান
কা - কাজাখস্তান
কি - কিরগিজিস্তান
উ - উজবেকিস্তান
তু - তুর্কিমেনিস্তান
তা - তাজাকিস্তান

সাবেক সোভিয়েত ইউনিয়ন
★ ১৯৯১ সালের ডিসেম্বর মাসে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ১৫ টি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়।
শর্টকাটঃ মধ্য এশিয়া + বেলা এরাই লিয়া জম
বে - বেলারুশ
লা - লাটভিয়া
এ - এস্তোনিয়া
রা - রাশিয়া
ই - ইউক্রেন
লি - লিথুনিয়া
আ (য়া) - আর্মেনিয়া
জ - জর্জিয়া
ম - মলদাভিয়া

BRICS
★ শিল্পোন্নত ৫ টি রাষ্ট্র।
★ উদীয়মান অর্থনৈতিক পরাশক্তির দেশ।
B - Brazil
R - Russia
I - India
C - China
S - South Africa

সাবেক যুগোশ্লাভিয়া
★১৯৯২ সালে যুগোশ্লাভিয়া ভেঙ্গে ৭ টি রাষ্ট্রের জন্ম হয়।
★ সর্বশেষ স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্র কসোভো।
শর্টকাটঃ মেম সাব কোক শ্লো।
মে - মেসিডোনিয়া
ম - মন্টিনেগ্রো
সা - সার্বিয়া
ব - বসনিয়া
কো- ক্রোয়েশিয়া
ক - কসোভো।
শ্লো - শ্লোভেনিয়া

Super Economic Power
★ অর্থনৈতিক পরাশক্তির ৩ টি দেশ।
শর্টকাটঃ চীন আজা
চীন - চীন
আ - আমেরিকা
জা - জাপান

বলকান রাষ্ট্র
★ বলকান - তুর্কি শব্দ।
★ বলকান - এক সারির পর্বত।
★ বলকান পর্বতের পার্শ্ববর্তী দেশ।
★ পূর্ব ইউরোপে অবস্থিত।
শর্টকাটঃ আবু স্লোহা রুমে বসা, মেক্রো গ্রিক
আ - আলবেনিয়া
বু - বুলগেরিয়া
স্লো - স্লোভেনিয়া
হা - হার্জেগোভিনিয়া
রু - রুমানিয়া
ব - বসনিয়া
সা - সার্বিয়া
মে - মেসিডোনিয়া
ক্রো - ক্রোয়েশিয়া
গ্রি - গ্রিস
ক - কসোভো।

ছিদ্রায়িত রাষ্ট্র
★ স্বাধীন ২ টি দেশের মধ্যে অন্য দেশ থাকায় এদের ছিদায়িত রাষ্ট্র বলা হয়।
শর্টকাটঃ ইদ
ই - ইতালি (ভ্যাটিকান ও স্যানমেরিনো)
দ - দক্ষিন আফ্রিকা (ল্যাসেথো)

Three Tigers
★ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তির ৩ টি দেশ।
শর্টকাটঃ ইজাজা
ই - ইতালি
জা - জাপান
জা - জার্মানি

খন্ডিত দ্বীপ রাষ্ট্র
★ অনেক গুলো দ্বীপের সমন্বয়ে গঠিত রাষ্ট।
★ ২ টি দেশ।
শর্টকাটঃ ইজা
ই - ইন্দোনেশিয়া (সুমাত্র, জাভা, সুলায়েসি, কালিমাস্তান, বালি ইত্যাদি দ্বীপ)
জা - জাপান (হোক্কাইডু, হংসু, কিউশু, শিকুকো দ্বীপ )

সাবেক চেকোস্লোভাকিয়া
★ ১৯৯৩ সালে চেকোশ্লোভাকিয়া ভেঙ্গে ২ টি রাষ্ট্রের জন্ম হয়।
শর্টকাটঃ "শ্লো চেক" কর
শ্লো - শ্লোভাকিয়া
চেক - চেক প্রজাতন্ত্র

[ ভুলত্রুটি সংশোধনযোগ্য ]
সবার জন্য শুভকামনা
Md Abdullah
Bachelor of Arts in History,
University of Dhaka
Head of HRM
Secondary and Intermediate Level Students' Welfare Association - SILSWA

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম