![]() |
Dark Ebola |
সিআইএ প্রধান নিক স্যামুয়েলের কথায় ইথান অনেকটা হুরমুর করে শোয়া থেকে উঠল। " হোয়াট? হাউ ইট ইজ পসিবল,স্যার? ডার্ক ইবোলা ইজ ডেড। আই মাই সেলফ কিল হিম। কিন্তু তারপরেও সে কিভাবে ফিরে আসল? হাউ?"
- আই ডন্ট নো,ইথান।বাট চুরির জায়গা থেকে এই চিঠিটা পাওয়া গেছে। ফ্রান্স ভাষায় লেখা। আর সাথে আছে ডাক ইবোলার এ্যারো।
ইথান চিঠিটা হাতে নিল। চিঠি খুলতেই বুঝতে পারল চিঠির লেখক খুব তড়িঘড়ি করে চিঠিটা লিখেছে। কাঁচা হাতের লেখা। জন্ম সুত্রে ইথান ইংলিশ হলেও ফ্রান্স তার অজানা নয়। চিঠিটা পড়তে শুরু করল।
"ইথান হার্ডওয়ার্ড,
কেমন আছো? আমার বেচে থাকার কথা শুনে নিশ্চই সারপ্রাইজ হয়ে গেছো। তাহলে তোমাকে আরো একটা সারপ্রাইজ দিই।উনি আসছেন। আমার পালক,আমার ঈশ্বর আমার প্রিয় মারলিন তোমাদের পবিত্র করতে আসছেন। নিশ্চই উনার পবিত্র করার ধরন তোমার অজানা নয়? তুমি আমার সম্পূর্ন রাজত্ব ধ্বংস করে দিয়েছো। বিনিময়ে আমি তোমার সম্পূর্ন পৃথিবী ধ্বংস করে দিব। পারলে বাচাও,নইলে মরো।
ডার্ক ইবোলা Π★Π"
চিঠিটা পড়েই ইথান অবাক চোখে সিআইএ প্রধানের দিকে তাকাল। গায়ের লোম গুলো দাড়িয়ে যেতে লাগল।সমস্তু শরীরে হিম রক্তশ্রোত বয়ে যাচ্ছে ইথানের।
- স্যার এটা কিভাবে হলো? এতো সুরক্ষার পরেও ডার্ক ইবোলা এরিয়া ৫১ তে ঢুকল কিভাবে? আর ও TH-7 ফাইল আর এলিয়েনের কথা জানলই বা কিভাবে?
ইথানের কথায় নিক স্যামুয়েল অনেকটা শক্ত ভাবে বললেন, "ইথান,ও ডার্ক ইবোলা। ও নিউক্লিয়ার বিস্ফোরণের পরেও যদি বেচে থাকতে পারে তাহলে ও সব করতে পারে। তবে এবার ও নিজে করেনি, করিয়েছে।
- মানে?
ইথানের কথায় নিক স্যামুয়েল ভয়েস কমান্ডের মাধ্যমে চুরির সিসি টিভি ক্লিপ দেখার জন্য অর্ডার করতেই সাথে সাথেই ট্যারা-হাইব্রিট প্রজাতির এলিয়েন এবং TH-7 ফাইল চুরি হওয়ার সিসি টিভি ফুটেজের ত্রি-মাত্রিক ভিডিও প্লে হলো।
তিন জন ডাক্তার ল্যাবরেটরিতে কাজ করতে করতে হঠাৎ দুজন ডাক্তার ধপ করে মেঝে পড়ে গেল।তৃতীয়জন তখন হুট করে ট্যারা হাইব্রিট প্রজাতির এলিয়েনের লাইফ সাফোর্টের কাচের ফ্রেমের উপর সাদা কাপড় জড়িয়ে দিয়ে ল্যাবরেটরি থেকে বেড়িয়ে যেতে থাকল।বক্সের উপর সাদা কাপড় থাকায় কেউ সন্দেহ করতে পারে নি।কারন সাধারনত এই ল্যাবটরিতে কোন ডক্টর ইনজুর হয়ে মারা গেলে তাকে এই ভাবেই নিয়ে যাওয়া হয়। যেটা এখানকার ল্যাবটরির নিত্যদিনের হিসাব। আর সেই ফায়দায় তোলে ল্যাবরেটরি 9a400 এর এই ডক্টর।সেখান থেকে বেরিয়েই বাইরে রাখা ইমাজেন্সি a-12 বিমানে করে পালিয়ে যায়। দুজন সোলজার পিছন থেকে লেজার গান দিয়ে অ্যাটাক করে লক্ষ্যভেদ করতে পারে নি।এরপরেই ফুটেজ শেষ।
ফুটেজ শেষ হওয়ার সাথে সাথেই নিক স্যামুয়েল ইথানকে বললেন, " এসিতে উচ্চ মাত্রার বেনজিন আর ক্লোরোফর্ম ক্যাপসুল থাকায় ধীরে সেটা ঘরের বাতাসকে বিষাক্ত করে।আর কিছু বুঝে ওঠার আগেই ওরা দুজন অতিরিক্ত বিষিক্রিয়ায় মারা যায়। আর এই সুযোগেই ম্যাথিউস সব কিছু নিয়ে চম্পট দেয়। রাডারের আওতায় না থাকায় এ-১২ বিমানটির উপস্থিতি অন্য কোথাও পাওয়াও যায় নি।"
- সব তো বুঝলাম। তবে স্যার এই ম্যাথিউস কে?
ইথানের কথায় ঘরের দেয়ালে একজন হালকা-পাতলা কোরিয়ানের ছবি ভেসে উঠল।"ম্যাথিউস।বয়স ৩২।সিআইএ'র ইনফরমেশন অনুযায়ী এর নাম ক্লোনার ম্যাক্স।তবে আন্ডারগ্রাউন্ড নেইম ম্যাথিউস। টপ ওয়ান সিরিয়াল কিলার। একসময় ডার্ক ইবোলার ডান হাত ছিল। সবকিছু শেষ হওয়ার পর ক্লোনাল ম্যাক্স নামে নকুন আইডেন্টিটি তৈরি করে। এবং এক সময় কর্নেল **** এর তত্বাবধানে সিআইএ যোগ দেয়। এর বেশি ইনফরমেশন আমার কাছে নেই।"
- হু।কিন্তু গুগল ট্রাকিয়শনের মাধ্যমে এর অবস্থান কোথায়?
- ট্রাক করা যায় নি।কারন বিমানটি ইংল্যান্ডের দক্ষিনে স্ট্রোনহেনেজ ক্রাশ করছে?
- হোয়াট? বাট হাউ? ইনডিসিভাল সেফটি থাকার পরেও কিভাবে ক্রাশ হলো? আর সবচেয়ে বড় কথা গড অফ ডেভিল মারলিনের কবরও তো সেখানে।
·
ওদিকে একটা বদ্ধ কামরার মধ্যে বন্দি ইরিনা।জ্ঞান ফিরার পর নিজেকে এই বদ্ধ কামরার মধ্যে আবিষ্কার করে।কামরার ভিতর হালকা নীল আর লাল রঙের ডিমলাইট জ্বলছে।অবশ্য লাইট দুটো কোথায় ইরিনা সেটা দেখতে পাচ্ছে না।উপুর করে শুয়ে আছে সে।
হাত-পা লোহার সিকল দিয়ে বাধা।তলপেটে প্রচুর ব্যাথা করছে তার।কিন্তু তবুও চিৎকার করতে পারছে না।মুখের ভিতর কাপড় গুজে দেওয়া তার।শুধু গোঙাচ্ছে।হঠাৎ করে কারো আসার শব্দ পেল ইরিনা।ভয়টা এবার আরো বেশি হতে থাকল। গুটিশুটে মেরে দরজার দিকে মুখ ঘোরার চেস্টা করল সে।আর সেদিকে ফিরেই তার রক্তে যেন হিমস্রোত বয়ে গেল।মুখের অর্ধেক অংশ বিচ্ছিরি ভাবে পোড়া।মাথার অর্ধেকটা স্টিল জাতীয় কোন ঢাকনা দিয়ে চামরার সাথে এটে দেওয়া।মনে হচ্ছে,মাথার মধ্যে কোন বড় ধরনের ক্ষতের মাধ্যমে গর্ত তৈরি এই স্টুলের টুকরো দিয়ে সেটা ঢেকে দেওয়া হয়েছে।লোকটা আর কিছুদুর এগুতেই ইরিনার প্রান আৎকে উঠল। হৃদপিণ্ড থেকে একটা প্যাচানো তারের কুন্ডলী লোকটার গলার ভিতরে ঢুকানো। কোন চামরার আবরন না থাকায় স্পষ্ট দেখা যাচ্ছে সব।লোকটার দেহের এমন একটা পরিস্থিতি দেখে ইরিনার বুঝতে বাকি রইল না যে কোন ভয়ানক বিস্ফোরনে বাজে ভাবে আহত হয়েছে এই ব্যাক্তি। মাথার মধ্যে নানা খারাপ চিন্তা আসতে থাকল। ভয়ে,চিন্তায় ইরিনা ধীরে ধীরে পিছনে সরে যাওয়ার চেস্টা করল।কিন্তু তাকে অবাক করে দিয়ে হাঠু গেরে বিনম্র শ্রদ্ধার সাথে বলল, "মাতা,আমাকে ভয় পাবেন না। আমি আপনার বংশধরেই এক দুভার্গা মানব। আমিই ডার্ক ইবোলা। আর আপনি আমার প্রভু আমার ঈশ্বর গড অফ ডেভিলস মারলিন এর নতুন মাতা। আপনার গর্ভে যিনি বেড়ে ওঠছেন উনিই মারলিন"
এটকু বলেই ডার্ক ইবোলা হনহন করে ঘর হতে বের হয়ে গেল। আর ইরিনা অবাক চোখে তাকিয়ে থাকল ডার্ক ইবোলার যাওয়ার দিকে। "কি বলে গেলো লোকটা? আমার গর্ভে সন্তান,কিন্তু সেটা কিভাবে? তবে কি গড অফ ডেভিল মারলিন ওর গর্ভের মধ্যে দিয়ে পৃথিবীতে আসছে? আর সে কারনেই পৃথিবীর কোন কিছুতেই তার প্রেগনেন্সি ধরা পরছে না?"
আর ভাবতে পারছে না ইরিনা।সব কিছু কেমন জানি উলট-পালট লাগতে থাকল তার।মাথাটা কেমন জানি ঘুরছে।
·
" স্যার,তার মানে আপনি বলতে চাইছেন ইরিনার গর্ভে মারলিনের ভ্রুন আছে!.বাট হাউ ইট ইজ পসিবল? আর এই লাশ দুটো যদি আমার বাবা-মার হয়,তাহলে আমি এতদিন যার সাথে ছিলাম ওরা করা? ",এই বলে ইথান মাথায় দু-হাত দিয়ে ধপ করে চেয়ারে বসে পড়ল।
- আমি জানি ইথান তোমার পক্ষে এটা বিশ্বাস করা খুবই কঠিন ব্যাপার।তোমার আসল বাবা-মা মারা যাওয়ার ছয় মাস হয়ে গেছে। আর এতদিন যারা ছিল তারা তোমার নকল বাবা-মা। শুধু তোমার আর তোমার স্ত্রীর উপর নজর রাখাই ছিল তাদের কাজ।কারন তোমার স্ত্রী মারলিনের সৃষ্টি অ্যানার মেয়ে। মারলিন অ্যানাকে সৃষ্টি করেছিল যেন অ্যানার গর্ভ নিজের সত্ত্বাকে ভুমিষ্ট করেছিল যেন সে নিজকে অমর করে সারা পৃথিবীতে শাসন করতে পারে। তবে সঙ্গত কারনে অ্যানার সাথে লিউ থমাস মানে ইরিনার বাবার বিয়ে হবার কারনে মারলিনের ভুমিষ্টর আগেই ইরিনার জন্ম হয়। আর ইরিনার গর্ভে বেড়ে উঠতে থাকে গড অফ ডেভিলস মারলিন।
- কিন্তু স্যার এসবের সাথে ট্যারা-হাইব্রিট প্রজাতির এলিয়েন আর TH-7 ফাইলের সম্পর্ক কি? আর ইরিনার গর্ভের মধ্যে মারলিনকে ধ্বংস করবই বা কিভাবে?
ইথানের কথায় নিক স্যামুয়েল কিছুক্ষন চুপ থাকলেন।এরপর ইথানের কাধে হাত রেখে বলল, "ইথান,মারলিনকে মারতে হলে তোমাকে আগে ইরিনাকে মেরে ফেলতে হবে"
(চলবে...)
লিখেছেন, Shohanur Rahman Sohan