সিআইএ প্রধানের কথায় ইথানের যেন মাটি থেকে পা সরে গেল। হৃৎপিণ্ডের কম্পন ধীরে ধীরে বাড়তে থাকল।নিজের কানকে যেন বিশ্বাস করতে পরছেনা ইথান।
- স্যার,এটা কি বলছেন? ইরিনাকে নো নো নেভার...
চেয়ারের হাতলে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে থাকল। যেই মেয়েটা নিজের চেয়েও যাকে ভালবাসে নিজের থেকেও যাকে বিশ্বাস করে সেই তাকে মারবে।প্রচন্ড কাপতে কাপতে ইথান বলল, "নো স্যার,ইটস নট পসিবল ফর মি।আই ক্যান্ট ডু দিস? নেভার"
- দেখো ইথান,আমি জানি তোমার মধ্যে কতটা ঝড় বইছে। কিন্তু দেখো,পৃথিবীতে কিছু পেতে হলে কিছু দিতে হয়।তাই তোমাকে এই পৃথিবীকে বাচাতে হলে ইরিনাকে..."
এই বলে করুন দৃষ্টিতে ইথানের দিকে তাকালেন নিক স্যামুয়েল।ইথান কখনো ভাবে নি জীবনে কোন দিন এমন পরিস্থিতির শিকার হবে। বুকের ভিতরটা চুরমার হয়ে যাচ্ছে।চোখ দিয়ে টোপায় টোপায় পানি পড়ছে দুর্ধর্ষ সিআইএ এজেন্ট ইথান হার্ডওয়াডের।
" আই থিংক ইউ নিড টাইম।থিংক ইথান।আমি আপাতত যাচ্ছি।তবে একটা কথা ইথান,সমস্ত পৃথিবী ধ্বংসের মুখে। ",এই বলে সিআইএ হেড নিক স্যামুয়েল প্রস্থান করলেন।
·
ইরিইইইনা
আমি আসছি। তোমাকে পরিশুদ্ধ করে পবিত্র করে মুক্তি দিতে আসছিইইই.....
ধরফর করে ঘুম থেকে উঠল ইরিনা।- " থেক্স গড।ইট ওয়াজ জাস্ট এ ড্রিম। কি ভয়ঙ্কর দুঃসপ্নই না ছি.."
আর কিছু বলার আগে ইরিনা চারপাশটা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকল।আমি কোথায়? নিজের শরীরের দিকে তাকাতেই ইরিনা আর চমকে উঠল।তার গায়ে কোন কাপড় নেই।নিজেকে এমন অবস্থায় তার প্রচন্ড অসস্তি হচ্ছে। লজ্জায়-ঘৃনায় ইরিনা তাড়াতাড়ি আবার ল্যাপের তলে ঢুকে পড়ল। " আমি এখানে কি করে এলাম? আর আমার জামা-কাপড়ই কোথায়? আমার সাথে কোন খারাপ...। ওহ নো"
আর ভাবতে পারছে না ইরিনা।তখনি হঠাত করে কেউ ঘরে ঢুকল।ইরিনা তার দিকে তাকাতেই প্রচন্ড অবাক না হয়ে পারল না।পৃথিবীতে কোন নারী এতটা সুন্দর হতে পারে সেটা ইরিনার জানা ছিল না।ইরিনার এমন অসস্থিকর পরিস্থিতিতেও প্রচুর হিংসা হতে থাকল।
- কি দেখছো অমন করে? আমাকে চিনতে পারছো না? আমি তোমার মা অ্যানা।
·
- স্যার,আই এম রেডি? তবে স্যার,আমি ইরিনাকে মারতে পারব না। তবে আমি প্রমিস করছি স্যার,আমি তো মারলিনকে মারবই।
নিজের রুমেই ইন্টারপোল এজেন্টের সাথে কথা বলছিলেন সিআইএ প্রধান।হটাৎ করেই এজেন্ট ইথান রুমে ঢুকে কথাটি বলল। নিক স্যামুয়েল চমকে উঠলেন।
- ইথান,তুমি? কি ডিসিশন নিলে?
ইথান নাম শুনে ইন্টারপোল অফিসার আফাফ পিছন ঘুরে তাকাল।ইথানকে দেখে অবাক না হয়ে পারল না। - "ইথান হার্ডওয়ার্ড। তুমি এখানে?"
এদিকে আফাফকে দেখে ইথানেরও বিস্ময় যেন কাটছেই না। - "আফাফ।তুমি?"
- হ্যা,আমারও তো সেম প্রশ্ন। তুমি তো ইউ.এস পুলিশে কাজ করো।তুমি এখানে কি করছ?
- ওয়েট,আমি বলছি। ইথান,আফাফকে আমিই ওকে ডেকেছি। আর আফাফ,সিআইএ এজেন্ট ইথান। গত মিশনে ও তোমাকে ভুল বলেছিল।অবশ্য আমিই বলতে বলেছি। বাই দ্যা ওয়ে। গতবার তোমরা দুজন একসাথে কাজ করে ইলিয়ানেকে আটকিয়ে পুরো পুথিবীকে ডার্ক ইবোলার হাত থেকে বাচিয়েছিলে। আমি চাই এবারও তোমরা সেম কাজ করো।
নিক স্যামুয়েলের কথায় ইথান আর আফাফ কিছুক্ষন চুপ করে থাকল। এরপর দুজনেই এগিয়ে এসে হাত বারিয়ে মাথা ঝাকিয়ে বলল, "ওকে,লেট'স ডু ইট"
এতক্ষনে যেন সিআইএ হেড নিক স্যামুয়েলের মাথা থেকে যেন আস্ত একটা বোঝা নেমে গেল।" ওকে,বয়েজ।তাহলে শুরু করা যাক। "
·
"গড অফ ডেভিলসের পূর্নজন্ম সম্পর্কে জানতে হলো আমাদের প্রথমেই জানতে হবে ট্যারা-হাইব্রিট প্রজাতির এলিয়েন সম্পর্কে।আসলে ও কোন এলিয়েন নয়। ও হলো মারলিনের দ্বিতীয় জন্মের জন্য ওর সত্ত্বাকে প্রতিস্থাপনের জন্য একটা শরীর। যেটাতে ইরিনার পেটে মারলিনের যে সত্ত্বা আছে সেটা স্থানান্তর করা হবে। আর এটা করার জন্য সবচেয়ে যে জিনিসটা বেশি দরকার পরবে সেটা হলো TH-7 ফাইল। এই ফাইলের মধ্যেই আছে মৃত দেহকে পুনরায় জীবত করার উপায়।একটি চাকতি ও বলের সংমিশ্রণে বানানো একধরণের যন্ত্রের সাহায্যে বলের চিপে রাখা একটি মৌল এন্টিম্যাটার রিএক্টর বলয় তৈরী করে যা সময়কে স্থির করতে সক্ষম এবং বিপুল শক্তির সঞ্চয় করে। যাকে সাইন্সের ভাষায় বলে কনসারভেষন এন্ড ট্রান্সফরমেশন অফ ইনার্জী। এই প্রসেসের মাধ্যমে তৈরী ধনাত্মক শক্তি আর মৃত দেহের ঋনাত্মক শক্তি মৃতকোষের নিউক্লিয়াসকে আবার সজীব করে। ফলে মৃত দেহে আবার কোষ বিভাজন শুরু হয় এবং মৃত দেহে আবার প্রান ফিরে আসে। তবে এই প্রসেসটা সম্পর্ন হতে সময় লাগে ৪০-৫০ দিন।", এই বলেই গোয়েন্দা প্রধান নিক স্যামুয়েল থামলেন।
"তার মানে স্যার,বাচ্ছার জন্ম হওয়ার পর কনসারভেষন এন্ড ট্রান্সফরমেশন অফ এনার্জী প্রসেস ছাড়া মারলিনকে পূর্ন শয়তানে পরিনিত করা যাবে না?"
"আসলে ঠিক সেটা নয়। মৃতদেহকে জীবত করার জন্য এ প্রসেসের মাধ্যমে মারলিন কেবল চিরস্থায়ী একটা শরীর পাবে। আর এর প্রসেস না ঘটলে ও সত্ত্বাকে প্রতিস্থাপনের জন্য নিত্যনতুন শরীর খুজে নিবে।যেটা আরও বেশি ভয়ঙ্কর। গড অফ ডেভিলসকে মারার একমাত্র উপায় হলো ইরিনাকে মেরে ফেলা।"
নিক স্যামুয়েলের কথায় ইথান আর কিছু বলল না।নিজের প্রতি প্রচুর রাগ হচ্ছে ইথানের। মনে মনে, নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করছে। ইথানের মনের অবস্থা বুঝতে পেরে ইন্টারপোল অফিসার আফাফ বলল "প্লিজ,কন্ট্রোল ইউরসেলফ ইথান। পুরো মহাবিশ্বকে বাচাতে হলো তোমাকে ইরিনাকে সেকরিফাইস করতেই হবে"
·
এদিকে সম্পূর্ন অপরিচিত একজন মহিলা ইরিনাকে নিজের মেয়ে বলে দাবি করছে।ইরিনা এটা কিছুতেই মেনে নিতে পারছে না। সে এতদিন থেকে জেনে এসেছে তার বাবা-মা উভই রোড এক্সডিন্টে মারা গেছে।
(চলবে...)
Written by:- Sohanur Rahman Sohan