বাংলা ২য় পত্রে ৯০+ নম্বর পেতে চাও?
সবই সম্ভব,অসম্ভব বলে কিছু নেই।
শুধু প্রয়োজন টেকনিক আর প্রস্তুত থাকা।
চলো কথা না বাড়িয়ে সামনের দিকে এগোই।
৯০+ এর মুল মন্ত্র ব্যাকরণে ৩০ এ ৩০।
ইহা কঠিন কিছু না, কারণ বিগত সাল গুলো সলভ করলেই ১০০% কমন পাওয়া যায়। ২০০১ সালের পরে সব ব্যাকরণ সলভ করে যাও ৩০ এ ৩০ মিস হবে না ইনশাল্লাহ। দু একটা এদিক অদিক করলেও তাও পারবা।
পারিভাষিক ১০ মার্ক -
খুব খুব খুব বেশিই প্রয়োজন এই ১০ মার্ক। অনুবাদ যদি কেউ পারো কনফিডেন্স থাকে তাহলে আলহামদুলিল্লাহ। না হলে বিগত সালের সব পারিভাষিক শব্দ পড়ে যাও। ৮ টা নিশ্চিত কমন পাবা কিন্তু বাকি দুইটার নিশ্চতা নাই তবে ১০ টা কমন পাওয়ার সম্ভাবনা ৯৯% বলা যায় বিগত সাল থেকেই হুবাহু কমন আসবে।
এখন আসি এইগুলোর প্রস্তুতি কখন নিবে সেই প্রসংগে।
এখন পড়লে সর্বোচ্চ পারিভাষিক শব্দগুলো দিনে ৩/৪ সালের পড়া মুখস্থ করে নিতে পারো কিন্তু আমি মনে করি এখন না পড়ে গ্রুপ সাবজেক্ট গুলো পড়াই উত্তম । কারন কি জানো?
এখন পড়লে অনেক গুলাই মাথায় থাকবে না ভুলে যাবা আবার নতুন করে পড়া লাগবে।
তাই ২৫ তারিখে ব্যাকরণ শুরু করবে পাশাপাশি পারিভাষিক শব্দগুলো। টার্গেট রাখবে দিনে ১০+ বোর্ড সলভ করা প্রত্যেক আইটেম থেকে। তাহলে দুইদিনে ব্যাকরণ এর প্রস্তুতি কম্পিলিট। তারপর বাংলা ১ম পড়া শুরু করবে।
আর নির্মিতি অংশের জন্য?
চলো দেখে নিই..
৮ নাম্বারে আসবে
*দিনলিপি
* অভিজ্ঞতা
* ভাষন সম্ভাষণ
তুমি ভাষন লিখতেই যাবে না। দিনলিপি যা ই আসুক দিনলিপি লিখবে। এক পেজের মধ্যে তোমার দিনলিপি লেখার চেস্টা করবে।...যাদের লেখা বড় তারা দুই পেজ এ লেখা শেষ করবে কয়েকটি নমুনা দিন লিপি দেখবে আর জটিল ভাষা ব্যাবহার করবে না। স্যাররা পড়লে যেন বুঝে তুমি একটি ডায়েরী তে তোমার ভাষায় ই লিখছ সহজ সহজ শব্দ ব্যাবহার করবে।
৯ নাম্বারে,
E mail, খুদে বার্তা, আর আবেদন পত্র বা চিঠি আসবে।
যদি দেখো খুদে বার্তা আসছে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই খুদে বার্তা লিখবে। যেমন বললো তোমার প্রিয় মানুষকে একটা ভালোবাসার SMS লিখে পাঠাও (ফান)
" সকাল হয়, মিষ্টি রোদের আশায়,
আর আমি বাঁচি তোমার ভালোবাসায়।
দুপুর আসে, পুড়িয়ে দিতে এ ধারা,
আছি থাকি তোমার সঙ্গ ছায়ায়।"
ভালোবাসি তোমায় (.....)
(((ডেমো ছিলো,লেখাগুলা আবার লিখতে যাইও না ইহা যান্ত্রিকের তাৎক্ষণিক বানোটে মেসেজ! )))
লিখে সেন্ড করে দিবা. আর নিয়ম টা শিখে রাখবে। সঠিকভাবে নিয়ম ঠিক রেখে লিখলে ১০ পাবা।
এইবার আসি Email এ নিয়ম ঠিক রেখে মোটামুটি সাজিয়ে লিখতে পারলে ৯ পাবা। কিন্তু নিয়ম টা জরুরি। কিভাবে লিখতে হয়। email আর SMS এর কনটেইন বা লেখা একই হবে অল্প একটু লেখা অনেক বেশি লিখবা না। ১ পেজেই শেষ করবে। ২য় পেজে যাওয়া মানেই তোমার মার্ক একটু কমে যাওয়া।
আবেদন পত্রে বানান ভুল বা কাটাকাটি হলে নাম্বার কর্তন হবে ২ মার্কের মত।।
আর ছোট লেখার চেস্টা করবা। অল্পতে কথা শেষ আবেদন করে ফেলবে। প্রোপজ এর মত অল্পতে অধিক আবেগ দিয়া দিবা আর কি ।
১০ নাম্বারে সারমর্ম ও সারাংশ যদি কমন পাও তাহলে ত পুরাই ঝাক্কাস । হুবাহু কপি করে দিবা। যদি দিতেই পারো পুরা ১০ এ ১০। তাই কিছু পড়ে যাবা পাঞ্জেরি গাইডে অনেক গুলা গুরুত্বপূর্ণ দেওয়া আছে ওইগুলা পড়ে গেলে কমন পাবে আশা করি।
আর যদি কমন না পাও অভিজ্ঞতার উপর লিখতে চাও তাহলে অবশ্য ফুল মার্ক পাবে না। তবে সারমর্ম ত বুঝো?
একদম অল্প কথায় সম্পুর্ন ভাব বুঝানো।
অল্পতে লিখবে ২ পেজ লিখবাই না
মাত্র ১ পেজ বা হাফ পেজে বা তার একটু বেশি। কারণ সারমর্ম ছোট ই হয়।
৪/৫/৭ লাইনের মত হয় মাঝারি সাইজের অক্ষর লিখলে।
তারপর ও যদি কেউ রিস্ক না নিতে চাও সেক্ষেত্রে ভাব সম্প্রসারণ লিখবে।
মুল ভাব
সমপ্রসারিত ভাব
উপসংহার বা শেষ কথা
এই তিনটা স্টেপে লিখবে।
মুলভাবে মুলত কি নিয়া কথা বলবে তাই লিখবে। আর সম্প্রসারিত ভাবে আজাইরা আলতু ফালতু ফালতু আলাপ। মোটামুটি ৩/৪ পেজ লিখবে তাহলে ইন শা আল্লাহ ৮/৯ পাবে। হিসেব করে দেখো এইখানে কিন্তু নাম্বার কাটার অপশন আছে কিন্তু সারমর্ম এ কিন্তু ফুল মার্ক পাওয়া সম্ভব।..
বুদ্ধিমান রা ঐ ফুল মার্ক ই নিতে চায়।
১১ নাম্বারে আছে সংলাপ, খুদে গল্প
আশা করি খুদে গল্পের দিকে মনের ভুলেও তাকাবে না।
সংলাপ ই বেস্ট,
এই মনে করো তুমি আমার সাথে চ্যাটিং শুরু করেছো।
আমার নাম যান্ত্রিক আর তুমি মি. X
যেভাবে সালাম দিয়া কথা শুরু করো সেভাবেই শুরু করবে লেখা, টপিক অনুযায়ী প্রসংগ ক্রমে এগোবে,। যেমন পরিক্ষার প্রস্তুতি নিয়া অনেকে কান্নাকাটি করে বলে ভাইয়া আমি শেষ আমার কি হবে
এইটা আবার লিখবে না । একটু চিল মুডে লিখবে দুঃখ প্রকাশ করলে স্যাররা নাম্বার দিবে না। মোটামুটি খাতা ভরিয়ে দিবে।
এক্ষেত্রে ৪/৫/৬ পেজ পর্যন্ত লিখতে পারো।
চ্যাটিং ই ত তাই না?
করা যায় না?
অবশ্য ছেলে আর মেয়ে হলে মন্দ হয় না?
সমস্যা নাই চরিত্রে কোনো মেয়েকে স্থান দিও।
লিখলে নাম্বার পাবা ৮/৯। যদি বর্ণবিন্যাস ও আলোচনা + প্রসংগ ঠিক থাকে।
সর্বশেষ রচনা।
কিছুই বলার নাই ৫ টা আসবে
একটা লিখতে হবে।
টপিক্স দিয়া দিবে তোমার কাজ ১৫/২০ টা পয়েন্ট বানিয়ে ২০ পেজের উপরে লিখবে।
না হলে ১৮ পাবা না।
অনেকেই বলে এতো লেখা সম্ভব না
তাদের বলি ভাই তোমার রচনায় ১৮ পাওয়াও সম্ভব না।
১০/১২ পেজ লিখবে ১৫/সর্বোচ্চ ১৬ দেয় কিন্তু ২০+ লিখলে স্যাররা বুঝে যে তার লেখার যোগ্যতা অনেকটা বেশি তখন ১৮ দিতে বাধ্য হয়। তাই চেস্টা করবা পাতা ভর্তি করার নাম্বার নিজ দায়ীত্বে স্যার দিয়ে দিবেন ।
সময় নির্বাচন
খুব সহজ
১ম ১ ঘন্টায়
১-১১ পর্যন্ত সব শেষ করবা।
বাকি ২ ঘন্টা বসে রচনা লিখবে।
কি। গাজাখোরি তাই না?
আসলে তুমি যখন দিনলিপি, খুদে বার্তা, সারমর্ম সংলাপ নির্বাচন করবে তখন এগুলা লিখতে ৩০ মিনিট এর বেশি লাগবে না। আর বাকিগুলায় ৩০ মিনিটের মতই লাগে যদি কমন পড়ে।
আর তা যদি না পারো তাহলে at least দেড় ঘন্টার মধ্যে ১-১১ পর্যন্ত শেষ করে রচনা লেখা শুরু করবে।
হয়ে যাবে ইন শা আল্লাহ।
আশাকরি যারা পোষ্ট টি পড়েছো তারা বুঝছ এবং সবার কাছ থেকে ৯০+ আশা করছি। বাকিটা তোমাদের উপর ভরসা!
Md Shahabuddin Shihab