আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন, অনেক দিন ধরেই টাটা মেমরিয়াল মোম্বাই এর ব্যপারে একটা পোস্ট দেব ভাবছিলাম। পোস্টি টিতে যা যা থাকছে:
📷♦ অনলাইনে রিপোর্ট পাঠানো
📷♦ এয়ার টিকেট সংক্রান্ত কিছু কথা
📷♦মোম্বাই পৌছে থাকার ব্যবস্থা করা
📷♦ সিম কার্ড মেনেজ করা
📷♦ হাসপাতালে রেজিস্ট্রেশন
📷♦ C ফর্ম ও FRRO বা CID রেজিস্ট্রেশন
📷♦ ডলার ভাঙ্গানো, হুন্ডি ও দোভাষি মেনেজ
📷♦ ট্রাভেল কনসেশন
📷♦ বিভিন্ন লোকেশন
📷♦ নিজস্ব মতামত ও পরামর্শ
১. অনলাইনে রিপোর্ট পাঠানো: অনলাইনে রিপোর্ট পাঠানোর জন্য ওদের নিজস্ব ইমেল আইডিতে সকল মেডিকেল রিপোর্টস স্ক্যান করে পাঠিয়ে দিন এগুলো রিভিউ করে আপনাকে জানানো হবে এবং হাসপাতাল কর্তৃপক্ষ এপোয়েন্টমেন্ট লেটার ইসু করবে।
পাঠানোর ঠিকানা internationalpatient@tmc.gov.in
২. এয়ার টিকেট নিয়ে কিছু কথা: এয়ার টিকেট কাটতে হলে কোন এজেন্সির মাধ্যমে না কেটে সরাসরি ঢাকাস্থিত সংশ্লিষ্ট এয়ালাইন্সের সেলস অফিস থেকে কেনাটাই উত্তম এতে কম করে হলেও ৩ /৪ হাজার টাকা সেভ করতে পারবেন, আমি এয়ার ইন্ডিয়া রেকোমেন্ড করব, ঢাকা কলকাতা মোম্বাই ১২২৭১ টাকা দিয়ে কেটেছিলাম, ঢাকা টু মোম্বাই ডিরেকলি যেতে হলে জেট এয়ারলাইন্সে যেতে পারেন বাট কস্টলি ১ম বার যাবার ১ দিন আগে ৩৫k দিয়ে কেটেছিলাম। স্পাইস এবং এয়ার ইন্ডিয়ার মাঝে এয়ার ইন্ডিয়ার ফেয়ার টা কম আছে। মোম্বাই এয়ারপোর্টে পৌছানোর পর পিপেইড টেক্সিতে টাটা হসপিটাল (যা পারেলে অবস্থিত) ৫০০ রুপি ভাড়া নিবে ।
৩. থাকার বন্দবস্ত: মোম্বাই তো পৌছে গেলেন এবার থাকার রুম মেনেজ করার পালা, মোম্বাইয়ে এক কামরাতেই রান্নার ব্যবস্থা ও এটাস্ট বাথ থাকে কিন্তু একোমোডেশন কস্টটা বেশি, যেমন ভাল রুম নিতে গেলে ১৭০০/ দৈনিক ভাড়া গুনতে হয়, মুটামটি রুম ৯০০- ১২০০ এর মাঝে পাবেন। এছাড়া আপনি যাবতীয় প্রশাসনিক কাজ মিটিয়ে হাসপাতাল থেকে দুরে থাকতে পারেন এতে ৫০০ করে খরচ হবে, আরেকটু দুরে যেমন নাভি মোম্বাই খাগরে ১০০ রুপিতে থাকতে পারবেন।
অবনি ট্রাভেলস ( বলতে গেলে হসপিটালের পাশে একচুটিয়া ব্যবসা করছে, তাই আচার ব্যবহার ও একটু রাফ, আর ওদের অফিস টাটার কাছেই। একটা বড় দোকান আর একটা ছোট দোকান, বড় দোকানে গিয়ে সরাসরি অবনি বাবুর সাথে কথা বলবেন আর তারা বাঙালি )
শিওড়ি ওদের অনেক গুলা রুম আছে রাজা টাওয়ারের বিপরীত মসজিদ গলিতে ৯০০ করে রুম পাবেন আমি ছিলাম ভালই।
দেবাশিষ 9867329393, অনুপ 986990536
ইসমাইল শাহ্ রেস্ট হাউজ ( পারেল সিগণালের পাশেই একটা গলিতে) আদম মেস্ত্রি লেন ইমতিয়াজ
(9769948469) সে ইংরেজি বুঝে, ওয়ালিমুহাম্মদ (7498136697) হাজি ইসমাইল হাজি এলান সেনেটারিয়াম (24124525 না ঠুকলে সামনে 91 যোগ করুন),SMD রোড, এন্টপ হিল, ওডালা ইস্ট
আলঙ্গির ( 9833811163/ 9869919441)
জাফরি, শিভাজি নগর, গোয়েন্ডি, ওনার ওখানে
৫০০ রুপি / দিন রুম পাবেন
সিম মেনেজ : আবনির বড় দোকানের সামনেই একটা মোবাইলের দোকান আছে ছেলেটার নাম নবাব ও চালু সিম দিবে ৩০০ থেকে ৩৫০ নিবে তবে আপনি চাইলে নিজের পাসপোর্ট ও ভিসার কপি দিয়েও নিতে পারেন চালু হতে দুদিন সময় নিবে, এছাড়া এই সারি বরাবরই সামনের দিকে আরো একটা দোকান আছে । সিম কেনার সময় ভাল করে দরদাম করে নিন।
হসপিটালে রেজিস্ট্রেশন : হাসপাতালে রেজিস্ট্রেশন করার জন্য মেডিকেল ভিসা ও মেডিকেল এটেনডেন্ট ভিসা, ৫০ হাজার রুপি যা রেজিস্ট্রেশনের জন্য লাগবে, ভিসা ও পাসপোর্টের কপি। ডাক্তার ভর্তি হতে বললে ২লাখ রুপি প্রয়োজন হবে। রেজিস্ট্রেশনের জন্য Homi Baba Block (HBB)1st floor রাউন্ড টেবিল থকে ফর্ম দিবে যা পুরন করে Main Building (MB) G floor সিকিউরিটি অফিস থেকে তা চেক করে সিল সিগনেচার দিবে যা নিয়ে Public relation office (PRO) যা HBB-1st floor এ অবস্থিত সেখানে জমা দিতে হবে। সবকাজ হয়ে গেলে রেজিস্টেশন কাউন্টারে টোকেন নাম্বার আনুসারে ডাকবে সেখানে সব কাগজ পত্র যাচাই করে ওরা নিজেরাই ডাক্তার ও ডিপার্টমেন্ট রেফার করবে ও স্মার্ট কার্ড দিবে যা দিয়ে সকল লেনদেন সম্পন্ন করবেন। টাটাতে হমি বাবা(HBB), মেইন বিল্ডিং(MB), সার্ভিস বিল্ডিং (SB), এনেক্স বিল্ডিং, গোল্ডেন জুবলি এ পাচটা বিল্ডিং আছে।
ডলার ভাঙ্গানো, দোভাষি, হুন্ডি: মানি এক্সচেঞ্জের জন্য অবনিতে যেতে পারেন, সরকার ট্রাভেল্স ( পারেল হাসটপাতালের নিচে), ট্রভেল হোম kem হসপিটালের সাথে, শান্তু ভুবন ( ঠিকানাটা জানা নেই) এছাড়া আরোও চাইলে HBB/1st floor PRO তে জিগেস করতে পারেন।তবে ভাল করে ডলারের রেট যাচাই করে নিবেন।
মনিরুল ইসলাম( হুন্ডি+ দোভাষী) 7906567591
আমির আঙ্কেল 8689947390 (দোভাষী)
আব্দুল আজিজ ভাই(হুন্ডি) 8268964521/9892113409
সি ফর্ম ও সিআইডি রেজিস্টেশন : আপনি ইন্ডিয়া যেখানে থাকবে সেখানে ফর্ম -সি পুরন করতে হবে যা লোকাল থানায় ইনফর্ম করে, ইন্ডিয়ায় পৌছানোর ১৪ দিনেন ভেতর FRRO বা CID রেজিস্ট্রেশন করতে হবে নয়ত প্রতি দিনের জন্য মাথাপিছু ৬০ ডলার করে জরিমানা দিতে হবে। CID রেজিস্ট্রেশনের জন্য আন্ডার ট্রিটমেন্ট সার্টিফিকেট ও সি ফর্ম প্রয়োজন ট্রিটমেন্ট সার্টিফিকেট এর জন্য ডাক্তারকে বললেই ফাইলে লিখে দিবে এবং তা pod কাউন্টারে দেখালেই ইসু করে দিবে। একবার হয়েগেলে ৬ মাসের জন্য স্টে করার জন্য পারমিট পাবেন, এ ৬মাসের মাঝে দেশে এসে আবার ইন্ডিয়া পৌছালে রেজিস্টেশনের প্রয়োজন নেই।
ট্রাভেল কনসেশন : ট্রাভেল কনসেশনের জন্য HBB রাউন্ড টেবিলে যোগাযোগ করবেন এটার জন্য পরবর্তী ফলো আপের এপোয়েন্টমেন্ট লেটার লাগবে।
অন্যান্য বিষয় : ব্লাড কালেকশন/স্লাইড/ ব্লক ইত্যাদি HBB/1st floor/101 প্রয়োজন হলে রুগিকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাবেন গার্ড থেকে টোকেন নিবেন এবং রুগিকে বাইরে রেখে টোকেন ও টেস্টের বিল দেখিয়ে কাউন্টারে বলবেন যে রুগি হুইল চেয়ারে নয়ত ব্লাড সেম্পল কালেক্ট এর জন্য অনেক সময় ধরে অপেক্ষা করতে হবে।
রেজিস্ট্রশন কাউন্টার ১২৫-১২৭ HBB/st, ইমারজেন্সি ৭৭ Main building /G floor
অফিস আওয়ার ৮-৫ টা এর পর ৭৭ MB এ কার্ড রিচার্জ করবেন, এবং ব্লাড ৭৯ MB এ কালেক্ট করবে, প্রাইভেট ডেকেয়ার (PDC) HBB/5th floor, পেলিয়েটিভ কেয়ারMB/G 75, পেইন ক্লিনিক HBB/G71
pdc তে মুলত কেমোথেরাপি বা ব্লাড ট্রান্সফিউশন করে কিন্তু ইনজেকশন দিতে হলে MB/G77 এ দিতে হয়।
PDC তে কেমো দিতে হলে কেমো দেয়ার ডেট হতে মিনিমাম ২ দিন পূর্বে এপোয়েন্টমেন্ট নিয়ে রাখবেন এবং কেমো দেয়ার ১দিন পূর্বে মেডিসিন অনলাইন করিয়ে নিবেন। মেডিসিন অনলাইন করানোর জন্য ৫ তলায় ডাক্তারের রুমে ফাইল জমা করবেন। বাংলাদেশে কোন বায়োপসি করে থাকলে ওটার স্লাইড / ব্লক নিয়ে যাবেন তা নাহলে ডাক্তার পুনরায় বায়োপসি/ এফ এন এসি করতে বলতে পারে, কোন সিটিস্কেন / MRI/ PET CT করে থাকলে ওটার সিডি দেশথেকে নিয়ে যাবেন। এবং তা মেইন বিল্ডিং ৯৬ সম্ভবত MB/G তে আপনার অনলাইন একাউন্টে আপলোড করতে পারবেন। ভেলিড মেডিকেল ও মেডিকেল এটেনডেন্ট ভিসা ছাড়া ওরা কোনমতেই রেজিস্ট্রশন করবেনা। বাকি কেমো দেশে নিতে চাইলে রেফার লেটার নিতে হবে যা দেখে দেশের ডাক্তার কেমো দিবে। আর আসা বা যাওয়ার সময় প্লেনে জার্নির জন্য ফিট টু ফ্লাই সার্টিফিকেট চাইতে পারে এয়ার লাইন কম্পানি তাই ডাক্তারের কাছ থেকে ইসু করে নিয়েন।
ব্যক্তিগত পরামর্শ : ধৈর্য ধরে অপেক্ষা করুন কারন দেখা গেল আপনি ১০ টায় ফাইল সাবমিট করলেন কিন্তু বিকাল ৪টা এখনও ডাকছে না, মনে রাখবেন ফাইল যখন জমা নিয়েছে ৭ টা বাজলেও opd. এর সকল রোগী শেষ করেই ছাড়বে।
উবার বা ওলা কেব ব্যবহার করুন। যথাসম্ভব হাসপাতালের কাছে থাকার চেস্টা করুন কার ৮ টা বাজার আগেই দেখবেন টেবিলে অনেক ফাইল জমা পরে গেছে তাই যত দ্রুত সম্ভব ফাইল জমা করুন, ব্লাড টেস্টের আগের দিনই OPD কাউন্টার থেকে বিলিং করিয়ে রাখেন কারন ব্লাড টেস্ট শুরু হয় সকাল ৭ টায় আর opd খুলবে ৯ টায় তাই সময় অপচয় ও ঝামেলা এড়াতে আগেই করে রাখুন। সবার জন্য শুভকামনা আর আমার আম্মুর জন্য দোয়া করবেন সবাই।