"Tarot" শব্দটার উৎপত্তি হয় ল্যাটিন শব্দ Thora আর Rota থেকে।Thora আর Rota এর অর্থ হল পূর্ব আর পশ্চিম। আসলে টেরট শব্দটা দ্বারা পূর্ব ও পশ্চিমের গোপন জ্ঞানের মিলনকে বুঝায়। যারা টেরট কার্ড রিড করে তাদেরকে একটা কাল্পনিক ট্রাইএংগেল তৈরি করতে হয়। আর এই ট্রাইএংগেল তৈরি তিনটা সিক্রেট জ্ঞান নিয়ে। এইগুলা হল Master, Rosicrucian or Knight Kadosh. টেরট কার্ড মূলত ৭৮ টা থাকে। এই ৭৮ টা কার্ডের তিন নম্বর কার্ডটা হল মাস্টার, ১৮ নাম্বার রুসিক্রুসিয়ান এবং ৩০ নম্বরটা নাইট কাডোস।
মাস্টার রিপ্রেজেন্ট করে 'হিরাম' কে। আসলে হিরাম কে এটা আজও জানতে পারলাম না। কিন্তু ব্যক্তিগত মতামতে আমার হাইপোথিসিস হল। হিরাম হল কিং সলোমনের একজন বিশ্বস্ত কেউ যে সলোমনের থেকে অনেক গোপন জ্ঞান চুরি করে নিয়ে গেছে।
Rosicrucian হল সেই পবিত্র শব্দ যেটা খুঁজা হচ্ছে শতাব্দীর পর শতাব্দী ধরে। একমাত্র একজন ট্রু রিডার এই শব্দটা খুঁজে পাই এবং তার ট্রাইএংগেলটা তৈরি করতে পারে।
Kadosh হল সেই শব্দটা যেটা ট্রাইএংগেল এর শেষ পাজল। এটা জানতে পারলেই কেউ টেরট কার্ড এর হার্ট জানতে পারে। আসলে যারা টেরট কার্ড রিড করে তারা শব্দগুলা এই ধাপে ধাপে জানতে হয়। আর ট্রাইএংগেল দিয়ে শব্দগুলার শেষ পাজল মিলাতে হয়।
টেরট কার্ড শেখাটা পুরা নির্ভর করে একটা সিক্রেট কাবালির উপর। YOD--HE--VAU--HE. আর এই চারটি শব্দ এসেছে হিব্রু থেকে। আসলে এই চারটি শব্দ হল সংখ্যা যেমন,
YOD= 10
HE= 5
VAU=6
Total 26.
যারা টেরট কার্ড থিওরেটিকালি শিখতে চান, তাদেরকে গণিতের অনেক লজিক সলভ করতে হবে।টেরট মূলত কোন ম্যাজিক না এটা একটা সাইন্স। আর এই সাইন্স এসেছে এডামের বাইবেল থেকে যেটাকে জিপসিরা বলে লর্ড হার্মিস ত্রিমিস্টিগাসে বাইবেল। এটা থেকে জিপসিরা তাদের জীবিকা অর্জনের উপায় বের করে, তাদের আনন্দ করার উপায় বের করে। আসলে, টেরট কার্ড মূলত পবিত্র একটা জিনিষ। আমার মতে এটা জিপসিদের একমাত্র পৈত্রিক সম্পদ। "Curse of tarot " সবচেয়ে ভয়ংকর একটা জিনিস। টেরট কার্ড নিজেই এটাকে রিড করার জন্য রিডার খুঁজে নেই। সেই জন্য আপনাদের উদ্দেশ্যে বলছি যারা ভাগ্য গণনা করবেন তার কোন আনাড়ি রিডারের কাছে যাবেন না। যদি যান, রিড করান তাহলে আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। মানুষ ১৫ থেকে ২০ বছর পর একজন ভাল রিডার হতে পারে। আর আজকাল এমন লোককেও পাবেন যারা বছর কয়েক পর টেরট কার্ড রিড করা স্টার্ট করা শুরু করে। আপনার ভবিষ্যৎ বলে দিবে বাট কনসিকুয়েন্সটা খুবি খারাপ হবে।
Even death can cause for this....
এম ডি বাবু