আজকে আমরা আলোচনা করব গ্রামারের 'Pronoun' টপিকের অধীনে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, যেটা নিয়ে বেশিরভাগ শিক্ষার্থীই কনফিউজড হয়। মূলত এ পর্বে শর্টকাট টেকনিকের সাহায্যে কিভাবে কম সময়ে দ্রুত এ ধরনের প্রবলেম সলভ করা যায় সেটাই আলোচনা করা হবে।
অনেক সময় প্রোনাউন সংক্রান্ত প্রশ্নে who বসবে নাকি whoever, নাকি whom বা whoever- এটি নিয়ে এক প্রকার দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়। এক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হল, অই বাক্যে কয়টি সাবজেক্ট আছে এবং কয়টি Finite Verb আছে তা কাউন্ট করা।
যদি সাবজেক্ট এবং Finite Verb এর সংখ্যা সমান হয়, তাহলে whom বা whomever এর মধ্যে যেকোন একটা বসবে, এতটুকু শিউর থাকতে পারো।
যদি সাবজেক্ট এবং Finite Verb এর সংখ্যা সমান না হয়, তাহলে who অথবা whoever এর মধ্যে যেকোন একটা বসবে, এতটুকু শিউর থাকো।
এখন প্রশ্ন হল, কখন কোনটা বসবে। আমাদের পরবর্তী দেখার বিষয় হল, গ্যাপ এর ঠিক আগে কি আছে। যদি গ্যাপ এর ঠিক আগে কোনো noun/pronoun থাকে, তাহলে 'ever' যুক্ত কিছুই বসবে না। উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করে দিচ্ছি।
• I called the man _______ I knew well was my friend.
ব্যাখাঃ এখনে Subject দুইটা আছে। I এবং I. কিন্তু Finite Verb তিনটা (called, knew, was). অর্থাৎ এখানে who অথবা whoever এর মধ্যে যেকোন একটি বসবে, যা আমরা ইতোমধ্যেই বলেছি। এইবার গ্যাপ এর আগে খেয়াল করো। The man একটি নাউন। গ্যাপ এর ইমিডিয়েট আগে কোনো নাউন বা প্রোনাউন থাকলে 'ever' যুক্ত কিছু আসবে না। অর্থাৎ এখানে উত্তর হবে who.
• I called _______ I knew well was my friend.
ব্যাখাঃ এখনে Subject দুইটা আছে। I এবং I. কিন্তু Finite Verb তিনটা (called, knew, was). অর্থাৎ এখানে who অথবা whoever এর মধ্যে যেকোন একটি বসবে, যা আমরা ইতোমধ্যেই বলেছি। এইবার গ্যাপ এর আগে খেয়াল করো। গ্যাপ এর ইমিডিয়েট আগে কোনো নাউন বা প্রোনাউন নেই। অর্থাৎ এখানে উত্তর হবে whoever.
• I called the man ____ I knew well.
ব্যাখাঃ এখনে Subject দুইটা আছে। I এবং I. Finite Verb দুইটা (called, knew). অর্থাৎ এখানে whom অথবা whomever এর মধ্যে যেকোন একটি বসবে, যা আমরা ইতোমধ্যেই বলেছি। এইবার গ্যাপ এর আগে খেয়াল করো। গ্যাপ এর ইমিডিয়েট আগে আছে the man, যা একটি নাউন। অর্থাৎ এখানে উত্তর হবে whom.
• I called _____ I knew well.
ব্যাখাঃ এখনে Subject দুইটা আছে। I এবং I. Finite Verb দুইটা (called, knew). অর্থাৎ এখানে whom অথবা whomever এর মধ্যে যেকোন একটি বসবে, যা আমরা ইতোমধ্যেই বলেছি। এইবার গ্যাপ এর আগে খেয়াল করো। গ্যাপ এর ইমিডিয়েট আগে কোনো নাউন বা প্রোনাউন নেই। অর্থাৎ এখানে উত্তর হবে whomever.
• Nayem _____ knows me well is my best friend.
ব্যাখাঃ এখানে সাবজেক্ট একটাই (Nayem) কিন্তু ফাইনিট ভার্ব দুইটা (knows, is). অর্থাৎ এখানে who অথবা whoever কিছু একটা বসবে। এইবার লক্ষ করি গ্যাপ এর আগে। গ্যাপ এর আগে Nayem একটি নাউন। সো 'ever' যুক্ত কিছুকে আনা যাবে না। অর্থাৎ এখানে উত্তর হবে who.
• Nayem _____ I know well is my friend.
ব্যাখাঃ এখানে সাবজেক্ট দুইটা (Nayem, I) আবার, ফাইনিট ভার্ব দুইটা (know, is). অর্থাৎ এখানে whom অথবা whomever কিছু একটা বসবে। এইবার লক্ষ করি গ্যাপ এর আগে। গ্যাপ এর আগে Nayem একটি নাউন। সো 'ever' যুক্ত কিছুকে আনা যাবে না। অর্থাৎ এখানে উত্তর হবে whom.
• _______ knows me well is my best friend.
ব্যাখাঃ এ ধরনের প্রশ্নে শুরুতেই যদি গ্যাপ থাকে, তাহলে অই গ্যাপ টাকে একটা সাবজেক্ট ধরেই আমরা কাউন্ট করব (এইটা শুধুই দ্রুত সলভ করার সুবিধার্থে বলা)।
এই সেনটেন্সে সাবজেক্ট একটাই (গ্যাপ টা) কিন্তু ফাইনিট ভার্ব দুইটা (knows, is). অর্থাৎ এখানে হয় who বসবে অথবা whoever. এইবার লক্ষ করি গ্যাপ এর আগে। গ্যাপ এর ঠিক আগে কোনো নাউন বা প্রোনাউন নেই, সো উত্তর হবে whoever.
• _________ I know well is my friend.
ব্যাখাঃ এ ধরনের প্রশ্নে শুরুতেই যদি গ্যাপ থাকে, তাহলে অই গ্যাপ টাকে একটা সাবজেক্ট ধরেই আমরা কাউন্ট করব (এইটা শুধুই দ্রুত সলভ করার সুবিধার্থে বলা)।
এই সেনটেন্সে সাবজেক্ট দুইটা (গ্যাপ টা, এবং I) আবার ফাইনিট ভার্ব দুইটা (knows, is). অর্থাৎ এখানে হয় whom বসবে অথবা whomever. এইবার লক্ষ করি গ্যাপ এর আগে। গ্যাপ এর ঠিক আগে কোনো নাউন বা প্রোনাউন নেই, সো উত্তর হবে whomever.
আশা করছি খুব সহজেই তোমাদের এই টপিক সংক্রান্ত কনফিউশন দূর করতে পেরেছি।
Sajeeb D Bijoy
Tags:
Education