যেসকল শব্দ Adjective/Verb/Adverb/Prepositional phrase কে modify করে তাদেরকে Adverb বলে।
সাধারনত adjective এর শেষে ly যুক্ত করে adverb হয়। যেমন:
sharply, quickly...
তবে শুধু ly যুক্ত দেখলেই adverb মনে করা যাবেনা।কারন
noun+ly--adjective
যেমন:
friend +ly--friendly
তবে মনে রাখবে in a +ly যুক্ত adjective +manner /way থাকলে সেটা adverb.যেমন:
in a friendly way.
অর্থাৎ মনে রাখবে যেসব adjective ly যুক্ত দেখবা তা adverb করতে হলে তার আগে in a & পরে way যোগ করতে হবে।
বেশিরভাগ জায়গায় ই দেখবে verb এর পরে adverb বসে।
Usage of Adverb:
Adverb of manner, place, time এরা object এর পর অথবা sentence এর শেষে বসে।তবে এরা একই sentence এ বসলে এই formation মানতে হবে :
Manner+Place +Time যেমন:
He looked at a lady driver motionlessly on the way to New market yesterday.
Standard English অনুযায়ী একসাথে double negative meaning সম্পন্ন দুটো word বসানো ভুল।এমন বেশ কিছু adverb আছে যার meaning negative.. hardly, barely , rarely, never, seldom, scarcely এগুলো
sentence এ থাকলে ওই sentence এ আবার কোনো not/no use করা যাবেনা। যেমন:
I have hardly ever gone to sleep.
এখানে যদি এভাবে থাকতো তাহলে ভুল হতো
I have not hardly ever gone to sleep.
কিছু adverb যেমন always, never, often, rarely, usually, generally, almost, already, hardly, nearly, just,quite এগুলো sentence এ এই formation এ বসবে।
Subject+এগুলোর যেকোনো একটি+verb+extention
I already heard this news.
কিন্তু subject এর পরে যদি auxiliary থাকে তাহলে এভাবে বসবে।
subject +auxiliary +এগুলোর যেকোনো একটি+verb+বাকি অংশ।
Akhi was almost selected as an ambassador.
HM Mahiuddin
IER, DU
English instructor, SILSWA.
Tags:
HSC