Adjective এর প্রকারভেদ

Adjective rules



Adjective এর ক্লাসিফিকেশন দিয়ে যদিও প্রশ্ন ঢাবিতে আসেনা তারপরও দেখে রাখো অন্যান্য ভার্সিটির জন্য।
আর ক্লাসিফিকেশনের পরে যে রুলসগুলো দিয়েছি ওগুলো একটু সিরিয়াসলি দেখবা কারন ওগুলো থেকে ঢাবিতে প্রশ্ন আসার সমূহ সম্ভবনা আছে।
আজকে আমাদের টপিক হচ্ছে adjective.

Generally word এর শেষে ic/ble/able/gal/ous/inc/cy/nt/ed/v+ing/tive/sive যুক্ত হয়ে Adjective হয়।
আমরা সাধারনত জানি, Adjective কে চার ভাগে ভাগ করা যায়।যথা:

1.Quality: এরা noun/pronoun এর দোষ/গুন/অবস্থা প্রকাশ করে।যেমন:
Bangladesh is a (plain) land.
2.Quantity: কোনো নির্দিষ্ট পরিমান না বুঝিয়ে স্বাভাবিকভাবে পরিমান বুঝায়।যেমন:
much/more/many/few/a few/little /a little /whole /some/no/none/enough /sufficient /all/half etc.
3.Number :একটি নির্দিষ্ট সংখ্যাবাচক শব্দ Adjective এর কাজ করে।
a.cardinal :one/two/three
b.ordinal:first /second /third
c.multiplicative:single /double etc.
4.Pronominal: যে কোনো pronoun+noun হলে pronoun টি adjective এর কাজ করে।যেমন:
I know (this) man.

Adjective সংক্রান্ত কতিপয় গুরুত্বপূর্ণ Hints:
সবসময় এই sequence টা মনে রাখবা:
অর্থাৎ কার পরে কে বসে। এতে করে তোমার find out করতে আরো বেশি সহজ হবে।
★Adverb +adjective --very good.
★Verb+adverb--works silently.
★স্বাভাবিকভাবে little /few negative meaning express করে।তবে a few,a little এভাবে article যুক্ত বসলে হ্যাঁ বাচক অর্থ প্রকাশ করে।

মনে রাখবে:
1.few এর পরবর্তী noun টি countable & plural form & verb টিও plural form এ হবে।যেমন:
A few students were present.
2.little এর পরবর্তী noun টি uncountable & verb টি singular হবে।যেমন:
A little information was needed to reach a decision.
3. মনে রাখবে কখনো only few/only little, expression দুটি ঠিক নয়।কারন এ দুটির মাঝে একটি a না বসালে এটি ভুল হবে।
অর্থাৎ এভাবে হবে only a few/only a little.
4. Enough এ অবশ্যই নিচের sequence বজায় রাখতে হবে।
a.Enough +noun...(enough money)
b.adjective /adverb+enough +noun
Rich enough person.
5.Adjective এর পূর্বে the বসলে তা plural noun হিসেবে কাজ করে & plural noun মানে অবশ্যই plural verb হবে।(মনে রাখবে present tense এ verb এর সাথে s/es না দেখলেই বুঝবা plural verb).
The elite are not always anxious of near future.

Noun functioning as adjective:
যখন কতগুলো noun একই জায়গায় দেখা যাবে তখন শেষের noun টি শুধু noun এর
করবে বাকিগুলো adjective এর কাজ করবে।আর একেই বলা হয় noun functioning as adjective.
যেমন:
I saw some Indian cottage girls. এখানে Indian cottage girls তিনটি ই noun bt শুধু girls noun এর কাজ করছে আর বাকি Indian cottage, adjective এর কাজ করছে।

Hyphenated adjectives:
(eighteen -years -old) এভাবে কতগুলো word হাইফেন যোগে noun এর পূর্বে বসলে তারা adjective এর কাজ করে।আর এটাকেই বলে hyphenated adjective.
মনে রাখবে, (-) হাইফেন থাকলে এর পরে সব singular হবে অর্থাৎ প্রথম হাইফেনের পরে যে noun গুলো ওই hyphenated adjective টির অন্তর্গত সেগুলো সব singular হবে।
মনে রাখবে (-) হাইফেনের পরে noun থাকবে।
যেমন: Seeing such a (five -century -old) temple.
এখানে দেখো ব্রাকেটের ভেতরে hyphenated adjective টি এবং প্রথম হাইফেনের পরের word দুটো singular.

শুভকামনায়,

HM Mahiuddin
IER,DU
English instructor, SILSWA.

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম