অনেকেই ২য় পত্র নিয়ে অনেক ভয়ে থাকে এই অল্প সময়ে এত পড়া পড়ব কিভাবে, কতটুকু পড়ব, কোন টপিক বেশি প্রয়োজনীয়। সেই ভয় যাদের আছে আজকেই দূর করে দিচ্ছি।
সময়টা অল্প, তাই আমাদের এই অল্প সময়ের আঙ্গিকেই প্রস্তুতি নিতে হবে। আগেই বলছিলাম গাধার মত সারা দিন-রাত পড়লেই ভাল করা যায়না। পড়লে পড়ার শেষ নেই। কিন্ত আমাদের এখানে এই অল্প সময়ে টেকনিকেলি পড়তে হবে। তাইলেই পড়া কাজে দিবে।
অনেকেই দেখা যায় পুরো বই সমান গুরুত্ব দিয়ে মুখস্ত করে কিন্ত দেখা যায় কিছুই মনে থাকেনা। একটার সাথে আরেকটি মিলিয়ে কনফিশন তৈরি করে ফেলে। তাতে কি লাভ এই পড়া পড়ে। তাই সময়টা যেমন অল্প তেমন ই আমার জানতে হবে অল্প সময়ে দরকারি পড়া কোনগুলো। কোন পড়াগুলো পড়ব আর কোনগুলো বাদ দিব।
আজকে ২য় পত্রের গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা :
★বইঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।
★১ম ধাপ : সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক্স।
১/ সন্ধি
২/ উপসর্গ
৩/ সমাস
৪/ প্রত্যয়
৫/ পদ প্রকরণ
৬/ শব্দের উৎপত্তি
৭/ ণ-ত্ব ও ষ-ত্ব বিধান
৮/ যতি বা ছেদ চিহ্ন
৯/ বানানশুদ্ধি
এখানে নয়টি টপিক্স দেওয়া আছে, এগুলো ই ব্যাকরণের প্রাণ। যেখান থেকে ৫-৬টি প্রশ্ন থাকবেই মাস্ট। এর বেশিও থাকিতে পারে। এগুলোতে কোন দুর্বলতা রাখা যাবেনা কিছুতেই। অনেকে যদি অল্প পড়ে ভাল করতে চান তাইলে শুধু এই টপিকগুলো ই পড়েন। উল্লেখ্য সি/ডি ইউনিটের ক্ষেত্রে এই লিস্টে 'কারক' নিয়ে নিবে। বি ইউনিটে কারক থেকে সবসময় প্রশ্ন আসেনা। কিন্ত সি/ডি ইউনিটে প্রায় সবসময় ই থাকে। এখান থেকে কোন দুর্বলতা না রাখতে চায়লে প্রথম নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা পড়ার পর সৌমিত্র শেখর স্যারের 'ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা' বই থেকে শুধু মাত্র সমাস, শব্দের উৎপত্তি ও বানানশুদ্ধিগুলো পড়লেই আর সমস্যা হবেনা।। এই বই থেকে কারকও পড়ে নিবে তাইলেই কমন পাবার সম্ভাবনা থাকবে।
★২য় ধাপ :
১০/ ধ্বনি পরিবর্তন
১১/ কারক
১২/ বাক্য প্রকরণ
১৩/ ক্রিয়ার কাল
১৪/ ধ্বনিতত্ত্ব
১৫/ যুক্ত ব্যঞ্জন।
এখানে ছয়টি টপিক্স দেওয়া যা একটু কম গুরুত্বপূর্ণ এখান থেকে ১-২টি প্রশ্ন থাকবে বলা যায়।
***এরপরে ব্যাকরণের বাকি যত টপিক আছে তা থেকে ১-২টা প্রশ্ন থাকতে পারে। যারা অনেক ভাল করার প্রিপারেশন নিবে তারা পুরো বই পড়বে। যাদের উদ্দেশ্য যেকোন উপায়ে চান্স পায়লেই চলবে তারা এই টপিকগুলো না পড়লেও চলবে।
★৩য় ধাপ :
★বইঃ সাহিত্য জিজ্ঞাসা-সৌমিত্র শেখর।
* এক কথায় প্রকাশ
*পারিভাষিক শব্দ
*প্রবাদ-প্রবচন
*সমার্থক শব্দ
*বিপরীত শব্দ
*বাগধারা
শব্দভিত্তিক এই অংশের গুরুত্ব সবচেয়ে বেশি। এখান থেকে ৬-৮টি প্রশ্ন থাকবেই। আর এগুলো পুরোপুরি কমন পাবার সম্ভাবনা নেই। তবে সাহিত্য জিজ্ঞাসা বই থেকে ৫-৬টাও কমন পেতে পারো। যেখান থেকেই পড়োনা কেন ভাল করে পড়বে এই টপিকগুলো। আমার সাজেশন থাকবে সাহিত্য জিজ্ঞাসা বই থেকে পড়ো। বাকি ১-২টা প্রশ্ন আনকমন ই আসবে। পারলে আন্সার করবে না পারলে দরকার নেই। তবে উল্লেখ্য যে শুধু মাত্র সি ইউনিটের যারা তাদের জন্য নবম দশম শ্রেণির বই থেকেই এগুলো কমন পাওয়ার সম্ভাবনা বেশি। অন্য বই না পড়লেও শুধু নবম দশম শ্রেণির ব্যাকরণ বই থেকে ভাল করে পড়লেই চলবে।
ধন্যবাদ সবাইকে।
মো: মহিউদ্দিন
আইন, ঢাবি।
সময়টা অল্প, তাই আমাদের এই অল্প সময়ের আঙ্গিকেই প্রস্তুতি নিতে হবে। আগেই বলছিলাম গাধার মত সারা দিন-রাত পড়লেই ভাল করা যায়না। পড়লে পড়ার শেষ নেই। কিন্ত আমাদের এখানে এই অল্প সময়ে টেকনিকেলি পড়তে হবে। তাইলেই পড়া কাজে দিবে।
অনেকেই দেখা যায় পুরো বই সমান গুরুত্ব দিয়ে মুখস্ত করে কিন্ত দেখা যায় কিছুই মনে থাকেনা। একটার সাথে আরেকটি মিলিয়ে কনফিশন তৈরি করে ফেলে। তাতে কি লাভ এই পড়া পড়ে। তাই সময়টা যেমন অল্প তেমন ই আমার জানতে হবে অল্প সময়ে দরকারি পড়া কোনগুলো। কোন পড়াগুলো পড়ব আর কোনগুলো বাদ দিব।
আজকে ২য় পত্রের গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা :
★বইঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।
★১ম ধাপ : সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক্স।
১/ সন্ধি
২/ উপসর্গ
৩/ সমাস
৪/ প্রত্যয়
৫/ পদ প্রকরণ
৬/ শব্দের উৎপত্তি
৭/ ণ-ত্ব ও ষ-ত্ব বিধান
৮/ যতি বা ছেদ চিহ্ন
৯/ বানানশুদ্ধি
এখানে নয়টি টপিক্স দেওয়া আছে, এগুলো ই ব্যাকরণের প্রাণ। যেখান থেকে ৫-৬টি প্রশ্ন থাকবেই মাস্ট। এর বেশিও থাকিতে পারে। এগুলোতে কোন দুর্বলতা রাখা যাবেনা কিছুতেই। অনেকে যদি অল্প পড়ে ভাল করতে চান তাইলে শুধু এই টপিকগুলো ই পড়েন। উল্লেখ্য সি/ডি ইউনিটের ক্ষেত্রে এই লিস্টে 'কারক' নিয়ে নিবে। বি ইউনিটে কারক থেকে সবসময় প্রশ্ন আসেনা। কিন্ত সি/ডি ইউনিটে প্রায় সবসময় ই থাকে। এখান থেকে কোন দুর্বলতা না রাখতে চায়লে প্রথম নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা পড়ার পর সৌমিত্র শেখর স্যারের 'ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা' বই থেকে শুধু মাত্র সমাস, শব্দের উৎপত্তি ও বানানশুদ্ধিগুলো পড়লেই আর সমস্যা হবেনা।। এই বই থেকে কারকও পড়ে নিবে তাইলেই কমন পাবার সম্ভাবনা থাকবে।
★২য় ধাপ :
১০/ ধ্বনি পরিবর্তন
১১/ কারক
১২/ বাক্য প্রকরণ
১৩/ ক্রিয়ার কাল
১৪/ ধ্বনিতত্ত্ব
১৫/ যুক্ত ব্যঞ্জন।
এখানে ছয়টি টপিক্স দেওয়া যা একটু কম গুরুত্বপূর্ণ এখান থেকে ১-২টি প্রশ্ন থাকবে বলা যায়।
***এরপরে ব্যাকরণের বাকি যত টপিক আছে তা থেকে ১-২টা প্রশ্ন থাকতে পারে। যারা অনেক ভাল করার প্রিপারেশন নিবে তারা পুরো বই পড়বে। যাদের উদ্দেশ্য যেকোন উপায়ে চান্স পায়লেই চলবে তারা এই টপিকগুলো না পড়লেও চলবে।
★৩য় ধাপ :
★বইঃ সাহিত্য জিজ্ঞাসা-সৌমিত্র শেখর।
* এক কথায় প্রকাশ
*পারিভাষিক শব্দ
*প্রবাদ-প্রবচন
*সমার্থক শব্দ
*বিপরীত শব্দ
*বাগধারা
শব্দভিত্তিক এই অংশের গুরুত্ব সবচেয়ে বেশি। এখান থেকে ৬-৮টি প্রশ্ন থাকবেই। আর এগুলো পুরোপুরি কমন পাবার সম্ভাবনা নেই। তবে সাহিত্য জিজ্ঞাসা বই থেকে ৫-৬টাও কমন পেতে পারো। যেখান থেকেই পড়োনা কেন ভাল করে পড়বে এই টপিকগুলো। আমার সাজেশন থাকবে সাহিত্য জিজ্ঞাসা বই থেকে পড়ো। বাকি ১-২টা প্রশ্ন আনকমন ই আসবে। পারলে আন্সার করবে না পারলে দরকার নেই। তবে উল্লেখ্য যে শুধু মাত্র সি ইউনিটের যারা তাদের জন্য নবম দশম শ্রেণির বই থেকেই এগুলো কমন পাওয়ার সম্ভাবনা বেশি। অন্য বই না পড়লেও শুধু নবম দশম শ্রেণির ব্যাকরণ বই থেকে ভাল করে পড়লেই চলবে।
ধন্যবাদ সবাইকে।
মো: মহিউদ্দিন
আইন, ঢাবি।