আমরা সবাই ইউরোপিয়ানদের উন্নয়নের ঈর্ষা করি এবং তাদেরকে অনুসরণ করার চেষ্টা করি এই জন্য যে অনুসরণের মাধ্যমে হয়তো আমরাও তাদের মত উন্নত হতে পারবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা তাদের শুধু খারাপটাই অনুসরণ করছি যার সাথে উন্নয়নের কোনো সম্পর্ক নেই। কিন্তু তাদের ভালো গুনগুলোর কটুকু অনুসরণ করছি যার কারণে তারা আজ এতো উন্নত ?
উন্নত দেশ হতে হলে অন্যতম একটি উপাদান হচ্ছে জনগণের সময়সচেতনতা অর্থাৎ সময় অনুযায়ী কাজ করা এবং সঠিক সময়ে কাজটি করার সর্বোচ্চ চেষ্টা করা। বিষয়টি শুধুমাত্র কাজের ক্ষেত্রেই নয় জীবনের প্রতিটা ক্ষেত্রেই হওয়া উচিত যেমনটা ইউরোপিয়ানদের লাইফে দেখা যায়। ইউরোপিয়ান রা যদি আপনাকে এপয়েন্টমেন্ট দিয়ে থাকে সকাল ১০ টায় তাহলে তারা ১০ টা বাজার ৫ মিনিট আগেই হাজির হয়ে যায়। তার কিছু উদাহরণ দিচ্ছি আমার মালটা ভ্রমণের অভিজ্ঞতা থেকে।
আমাদের হাতে স্বল্প সময়ের কারণে সিদ্ধান্ত নেই যে একা একা ট্যুর না করে একটি গ্রূপের সাথে করবো যাতে করে অল্প সময়ে অনেক বেশি জায়গা কভার করা যায়। এই গ্রূপের মাদ্ধমেই আমরা মাল্টার দুই দ্বীপ GOZO ও COMINO ঘুরতে যাই। আমাদের গ্রূপে প্রায় ৫০/৫৫ জনের মত লোক ছিলো এবং তাদের এক একটি ফ্যামিলি এক এক দেশ থেকে আগত। ফ্রেঞ্চ, জাপানিজ, আমেরিকান , রাশিয়ান, ইতালিয়ান, স্প্যানিশ, ইংলিশ এবং আরও বিভিন্ন দেশের লোক নিয়ে ছিলো গ্রূপটি। আমাদের প্রোগ্রাম অনুযায়ী বোট ছাড়ার কথা ছিল সকাল ১০:০০ টায় এবং ঠিক ০৯:৪৫ প্রতিটা ব্যাক্তি হাজির হয়ে গিয়েছিলো। আমরাও হাজির হয়েছিলাম সকাল ০৯:৩০ মিনিটে। ঠিক ১০ টা বাজার সাথে সাথে নৌকা ছেড়ে দিলো এবং GOZO নামক দ্বীপে পৌছালো ১১:৩০ এর দিকে। সেখানে থেকে ৩\৪ টি মিনি বাসে ভাগ ভাগ করে আমাদের নিয়ে গেলো আরেকটি দর্শনীয় জায়গা ভ্রমণের জন্য। সেখানে গিয়ে আমাদের সবাইকে নিজ নিজ দায়িত্বে ছেড়ে দেয়া হলো এবং সময় বেঁধে দেয়া হলো যে ১২:৪০ টায় বাসের সামনে থাকতে হবে। এতো গুলো মানুষ নিজ নিজ মত করে ঘুরে ফিরে নির্ধারিত সময়ের ঠিক ৫ মিনিট আগেই সবাই সবার মত হাজির। আমরাও ১০ মিনিট আগেই হাজির হয়ে হাতে একটি আইসক্রিম নিয়ে খাচ্ছিলাম।
সবাইকে উপস্থিত দেখে ড্রাইভার ৫ মিনিট আগেই গাড়ি ছেড়ে দিলো এবং এর পর গেলাম GOZO এর রাজধানী রাবাত নামক জায়গায়। সেখানে গিয়ে সময় দেয়া হলো দুপুর ২ টা পর্যন্ত। জায়গাটি বেশ বড় এবং ঘুরতে গিয়ে আমাদের আর লাঞ্চের সময় রইলোনা কিন্তু ক্ষুদাও ছিলো। কিন্তু খেতে বসলে দেরি হয়ে যাবে তাই আমরা রাস্তার পাশে অবস্থিত দোকান থেকে কিছু স্ন্যাকস কিনে নিলাম পথে খাওয়ার জন্য। এবং বাকিদেরও কেউ ১ সেকেন্ডের জন্যও দেরি করেনি। আমার ধারণা ছিলো এতো বড় জায়গায় হয়তো কেউ না কেউ লেট্ করবে , কিন্তূ না শেষ প্যাসেঞ্জারটি ২ টা বাজার ঠিক ৫ সেকেন্ড আগে এসে হাজির। সুতরাং এবারও টাইম মত বাস ছেড়ে দিলো এবং সঠিক সময় অনুযায়ী ৪ টি বাস বিভিন্ন জায়গা থেকে ঠিক সময় মত একই সময়ে বোটের সামনে উপস্থিত।
পূবনির্ধারিত সময় অনুযায়ী একদম পারফেক্ট টাইমে GOZO থেকে নৌকা রওনা দিলো COMINO নামক দ্বীপে যেখানে সবাইকে ২ ঘন্টা সময় দেয়া হয়েছে কারণ এখানে অনেকে নীল সমুদ্রে নেমে সাঁতার কেটে থাকে। ৪:৩০ পর্যন্ত সময় দেয়া হয় এবং এবার প্রথমবারের মত লেট্ হয়। ৪:৩০ বাজার ১ সেকেন্ড পর শেষ লোকটি নৌকায় ওঠে। জি ভুল দেখেননি, মাত্র ১ সেকেন্ডের লেট্। এভাবেই প্রতিটা লোকের সঠিক সময়ের জ্ঞানের কারণে আমাদের কাউকে ভুক্তভোগী হতে হয়নি এবং পুরো ট্যুর টি সুন্দর ভাবে সঠিক সময়ে শেষ করতে পেরেছি।
এটি বড় ধরণের কোনো ইস্যু ছিলোনা এবং ১/২ মিনিটের লেট্ হয়তো কেউ খারাপ দৃষ্টিতেও দেখতোনা কিন্তু তারপরও সবাই নিজ নিজ দায়িত্বে তাদের সময় অনুসরণ করেছে। এটি জাতিগত একটি শিক্ষা আর এ জন্যই ইউরোপিয়ানরা উন্নয়নের শিখায় দাঁড়িয়ে রয়েছে। ইউরোপীয় দের থেকে অশ্লীলতা ও বেহায়পনা না শিখে যদি এগুলো শিখতে পারতাম কতই না সুন্দর হতো আমাদের দেশটিও।
-
(আরাফাত ইয়াসির)