সবচেয়ে ভয়ংকর এসিড



ফ্লোরোএন্টিমনিক এসিড হলো এখন পর্যন্ত জানা গ্রহের সবচেয়ে ভয়ংকর ও শক্তিশালী এসিড। 

যার PH মান -31.3 (মাইনাস ৩১.৩

এর সংকেত SbHF6

এটা ১০০% বিশুদ্ধ সালফিউরিক এসিডের তুলনায় 2×10^19 বা ২০ কুইন্টিলিয়ন গুণ বেশি শক্তিশালী । (যদিও এই সংখ্যা নানা জায়গায় নানা রকম উল্লেখ আছে)

এই এসিড মূলত হাইড্রোজেন ফ্লোরাইড এবং এন্টিমনি পেন্টাফ্লোরাইডের মিশ্রন।  এই এসিড এতোই শক্তিশালী যে এটা নিয়ে এখনও বিজ্ঞানীরা তেমন কোন গবেষণাই করতে পারেননি এটা কাঁচকে হাওয়াই মিঠাইয়ের মতো গলিয়ে দেয়, এটাকে কোন রাসায়নিক ইকুইপমেন্টের মধ্যেই নেওয়া যায় না গবেষণার জন্য।

তবে একমাত্র "টেফলন" বা PTFE (polytetrafluoroethylene) নামক পদার্থের তৈরী পাত্রে এটা রাখা যায়। কারণ টেফলনের নিজের আছে এখন পর্যন্ত জানা সবচেয়ে শক্তিশালী জৈব রাসায়নিক বন্ধন। এই ফ্লোরো এন্টিমনিক এসিডে হাইড্রোজেন ছাড়াও আছে ফ্লোরিন ও এন্টিমনির মতো প্রচন্ড বিক্রিয়ক পদার্থ; যা সামনে যা পাবে সব কিছুই জ্বলিয়ে গলিয়ে দিবে- শুধু টেফলন ছাড়া!

এই এসিড এতো ভয়ংকর হওয়া সত্ত্বেও ক্যামিকেল ইন্জিনিয়ারিং এবং জৈব রসায়নে এর ব্যবহারে অনেক গুরুত্বপূর্ণ কাজ করা হয়। যেমন আইসোবিউটেন থেকে হাইড্রোজেন অণু (H2) রিমোভ করা এবং নিওপেন্টেন থেকে মিথেনকে রিমোভ করার কাজে এই এসিড ব্যবহার করা হয় এছাড়াও আরো নানা ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে। 


সোর্স: উইকিপিডিয়া, Thought Co.,  এবং কিছু পোস্ট।

Post a Comment

Previous Post Next Post

Contact Form