সাইকোলজিক্যাল কৌশল যা আপনার জানা দরকার



১)আপনার বন্ধু কি আপনাকে বিশেষ নামে ডেকে জ্বালাতন করছে? পরের বার থেকে আপনাকে ক্ষ্যাপালে রাগ হবেন না৷ একটা নকল হাসি দিন। কয়েকদিন পরেই ও আপনাকে আর জ্বালাতন করবে না৷

২)গ্রুপ ডিসকাসনের সময় কথা বলার সুযোগ পেতে চান? নিজের কলমটা মাটিতে ফেলে দিন। এবার আপনার কথা বলার পালা।

৩)প্রতিদিন অন্তত একজন অপরিচিত মানুষের সাথে কথা বলুন৷ হোক সে ছেলে কিংবা মেয়ে। এতে আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে।

৪)কথা বলছেন কিন্তু শ্রোতার মনোযোগ আকর্ষণ করতে পারছেন না? একটা গল্প দিয়ে কথা শুরু করুন৷ শতভাগ এটেনশন পাবেন৷ কারণ মানুষ গল্প শুনতে ভালোবাসে।

৫)কারো ভালো বন্ধু হতে চান? তার কাছে ছোট ছোট সাহায্য চান। যেমন: একটা বই একদিনের জন্য ধার, কলম ধার ইত্যাদি।

৬)অন্যকে কলম ধার দিতে চান? কিন্তু ভয় পাচ্ছেন সে যদি ফিরিয়ে না দেয়? সমস্যা নেই। কলম ধার দেওয়ার সময় কলমের টোপটি খুলে নিজের কাছে রাখুন। কারণ বেশিরভাগ লোক টোপ ছাড়া কলম রাখতে ইতস্তত বোধ করে। তাই নিশ্চিত থাকুন কলম ফিরে পাবেন৷

৭)একটা গান মাথার মধ্যে বার বার আসছে। সব সময় গুন গুন করছেন৷ ইউটিউবে সম্পুর্ন গানটি দুই তিনবার শুনুন। মাথা থেকে গানটা চলে যাবে।

৮)সারদিন কি করে কাটাবেন ভেবে পাচ্ছেন না? দিনের শুরুতে একটা টু-ডু লিস্ট বানিয়ে ফেলুন। দিনটি আরো কর্মক্ষম যাবে।

৯)কারো সাথে কথা বলার সময় তার চোখের দিকে তাকান৷ সে মনোযোগ দিয়ে শুনতে বাধ্য।

১০)হঠাৎ একটা গুরুত্বপূর্ণ তথ্য চোখে পড়লো, একটা প্রশ্ন মাথায় এলো? নোটপ্যাডে লিখে রাখুন। আপনার ব্রেইন আপনাকে ধোকা দিতে পারে কিন্তু নোটপ্যাড আপনাকে ধোকা দেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম