🔴 কবি পরিচিতি
নাম: সুকান্ত ভট্টাচার্য
উপাধি: কিশোর কবি
জীবনকাল: (১৯২৬ সালের ১৫ আগস্ট- ১৩ মে ১৯৪৭)
পিতা: নিবারণচন্দ্র ভট্টাচার্য
মাতা: সুনীতি দেবী
পৈতৃক নিবাস: গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায়
জীবনকাল: ২১ বছর
কাব্যগ্রন্থ: ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস,মিঠেকড়া, অভিযান, হরতাল
সম্পাদিত কাব্যগ্রন্থ: আকাল
★ ছোটবেলা থেকেই রাজনীতি সচেতন। "দৈনিক স্বাধীনতা" কিশোরসভা অংশের প্রতিষ্ঠাতা।
🔴 গুরুত্বপূর্ণ তথ্যঃ
🔹আঠারো বছর বয়স তুফান ছুটায়- পথে প্রান্তরে।
🔹আঠারো বছর বয়সে কানে আসে- কত মন্ত্রণা।
🔹আঠারো বছর বয়স আত্মাকে সঁপে- শপথের কোলাহলে।
🔹এ বয়স জানে- রক্তদানের পুণ্য।
🔹আঠারো বছর বয়স পদাঘাতে ভাঙতে চায়- পাথর বাধা।
🔹আঠারো বছর বয়সে অহরহ উঁকি দেয়- বিরাট। দুঃসাহস।
🔹আঠারো বছর লক্ষ দীর্ঘ শ্বাসে হয় - কালো।
🔹আঠারো বছর বয়স থরথর কাঁপে- বেদনায়।
🔹আঠারো বছর বয়স বিপদের মুখে- অগ্রণী।
🔹কবির প্রত্যাশা- এ দেশের বুকে আঠারো নেমে আসুক।
🔹আঠারো বছর বয়স- বাষ্পের বেগে স্টিমারের মতো চলে।
🔹কখন হাল ঠিক মতো রাখা ভার?- দুর্যোগে।
🔹আঠারো বছর বয়সে নেই কোন - সংশয়।
🔴 গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক লাইনঃ
📖 "স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি"– বয়স যখন আঠারো ছোয়, তখন অন্যের উপর নির্ভরশীলতা ত্যাগের চেতনাটা যেন আপনা আপনিই জেগে উঠে সবার মাঝে। দৃঢ় প্রতিজ্ঞ হয় আত্মনির্ভরশীল হওয়ার।
📖 "এ বয়সে কেও মাথা নোয়াবার নয়-" আঠারো বছর বয়সে জীবনে নানান ধরনের সমস্যা আসলেও, সেই সমস্যাগুলোকে পিঠ দেখিয়ে পালিয়ে না গিয়ে সম্মুখ প্রতিপক্ষের ন্যায় সেই সমস্যার সাথে লড়াই করার সাহস আসে।
📖 "এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর"- সমাজের অন্যায় - অবিচার কিংবা যেকোন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়া এই বয়সের স্বভাব। অনুভূতির তীব্রতায় সংবেদনশীল হয়ে ওঠে এই বয়স।
📖 "এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে"- আঠারো বছর অগ্রগামী ও সংবেদনশীল হওয়ায়, এই বয়স নানান সমস্যার সম্মুখীন। এই দুর্যোগকালে নিজেকে সঠিকভাবে পরিচালনা করতে না পারলে হাজারো প্রাণ বিপথে যায় এবং ব্যর্থতার অতল তলে হারিয়ে যায়।
📖 "এদেশের বুকে আঠারো আসুক নেমে"- আঠারো বছর বয়সের কিছু নেতিবাচক দিক থাকলেও, ইতিবাচক দিকগুলোই কবির কাছে প্রাধান্য পায়। তাই দেশ ও জাতির অগ্রগতির জন্য কবি এদেশে আঠারো বছর বয়সের আগমণ কামনা করেন।
🔴 শব্দার্থঃ
পাথরবাধা - সহনীয় নয় এমন।
অহরহ - সর্বদা, সতত।
বিক্ষত - বেশি পরিমাণে কর্তিত যা।
দুর্বার - দুর্দমনীয়, নিবারণ করা কঠিন এমন।
ভীরু - ভয়শীল, সহজে ভয় পায় এমন।
দুঃসহ - সহনীয় নয় এমন, যা সহজে সহ্য করা যায় না।
জয়ধ্বনি - জয়সূচক শব্দ, জয়ের আনন্দে উচ্চারিত ধ্বনি।
দীর্ঘশ্বাস -প্রসারিত নিঃশ্বাস, কষ্টের সময়ে যে নিঃশ্বাস।
🔴 কবিতার উৎস ও ছন্দঃ
কবিতাটি কবির "ছাড়পত্র (১৯৪৮)" কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত। এটি মাত্রাবৃত ছন্দে রচিত।
🔴 মুলভাবঃ
আঠারো বছর বয়সে একজন কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে। এই বয়সে একজনের জীবন প্রাণের উচ্ছ্বাস, আবেগ, সংবেদনশীলতা দ্বারা তাড়িত হয়। অদম্য দুঃসাহস ও অসীম উচ্ছ্বাসে সে যেকোন ঝুঁকি নিতেও পিছপা হয় না। সমাজের অন্যায়, অনিয়ম ভেঙে দিয়ে একটি সুন্দর ও সুশীল সমাজ গঠনের প্রত্যয় সে গ্রহণ করে। এ পথে অনেক বাধার সম্মুখীন হয়ে অনেকে ব্যর্থতার অতল তলে হারিয়ে গেলেও মাথা নোয়ায় না কেও। তাই তো কবি দেশের বুকে এই আঠারোর আগমণ কামনা করেন। কবি তার অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন আলোচ্য কবিতায়।
সবার জন্য শুভকামনা ❤️
মোহাম্মদ আতিকুর রহমান
রাষ্ট্রবিজ্ঞান বিভাগঢাকা বিশ্ববিদ্যালয়