প্রথমত, অনেকেই আই ই এল টি এস পরীক্ষা শুরুর ১ সপ্তাহ আগে এসে বুঝতে পারে সে রেডি না! অনেকেই মক টেস্ট দিয়ে দেখে স্কোর ভাল আসছে না, তাই পরীক্ষা পেছানোর কথা চিন্তা করে। শারীরিক অসুস্থতা ছাড়া ৫ সপ্তাহের নোটিশ দিতে হয় পরীক্ষার তারিখ পরিবর্তনের জন্য। তাই, ৫ সপ্তাহ হাতে থাকতে চিন্তা করুন আপনি পারবেন কিনা? এটা বুঝতে হলে, কেমব্রিজ থেকে লিসেনিং এবং রিডিং দিয়ে দেখুন কেমন স্কোর আসে। যদি মনে হয়, কাছাকাছি স্কোর আসছে, তাহলে আপনি পরীক্ষার জন্য প্রস্তুত। না হলে, একটু সময় নিন এবং আমার এ লেখাটি অনুসারে প্রস্তুত হন।
দ্বিতীয়ত, অনেকেই কোচিং এ ভর্তি হয়ে তারপর বলেন ভাই কিছু বুঝি না, একটু হেল্প চাই! আপনি নিজে নিজে একটু জানার চেষ্টা না করে মনে করেছেন কোচিং এ গেলে মনে হয় সব হয়ে যাবে! কিন্তু, নিজের বেসিক জানা এবং নিজে চেষ্টা করলেই আপনি নিজের টাকা নষ্ট করতে হবে না। এই লেখাটা শুধু লাইক এবং শেয়ারের জন্য না বরং একটু ভাল করে এটা ফলো করলে আপনি নিজেই পারবেন। আই ই এল টি এসে আপনার চেষ্টা ছাড়া কেউ আপনাকে হেল্প করতে পারবে না। একটু অনুশীলন এবং চেষ্টা করে এই ১০০ ঘণ্টা কাজে লাগান!
লিসেনিং দিয়ে শুরু করুনঃ শিক্ষক. কমে আমার ফ্রি ক্লাস থেকে লিসেনিং এর চারটা ক্লাস দেখতে ৪ ঘণ্টা সময় নিন। তারপর কেমব্রিজ বই থেকে ৩২ টা টেস্ট দিন মোট ১৬ ঘণ্টা সময় লাগবে। তাহলে, লিসেনিং এর জন্য মোট ২০ ঘণ্টা সময় দিলেন।
রিডিং এর জন্য ৩০ ঘণ্টাঃ শিক্ষক. কমে আমার ফ্রি ক্লাস থেকে রিডিং এর চারটা ক্লাস দেখতে ৪ ঘণ্টা সময় নিন। এরপর ১০ ঘণ্টা The Official Cambridge Guide to IELTS Student's Book with Answers with DVD-ROM থেকে ওপেন বুক রিডিং টেস্ট দিন (উত্তর আগে দেখেন এবং তারপর আপনি আবার চেষ্টা করেন) এবং এই বই থেকে রিডিং নিয়ে যত টিপস আছে সব পড়ে ফেলেন। পরের ৬ ঘণ্টা রিড থিউরি. কমে সময় দিবেন। শেষ দশ ঘণ্টা নিজেকে যাচাই করুন, দশটা রিডিং টেস্ট সল্ভ করবেন কেমব্রিজ বই থেকে।
রাইটিং এর জন্য ৩৫ ঘণ্টাঃ dcielts এর ওয়েব সাইট এ রাইটিং নিয়ে যত লেখা আছে সব পড়ে এবং নোট নিতে ১৫-২০ ঘণ্টা সময় লাগবে। আমি আমার আই ই এল টি এস পসিবল. কমে সাম্নের ২ সপ্তাহে সাজিয়ে অনেক লেসন লিখবো রাইটিং নিয়ে তাই যদি dcielts এর ওয়েব সাইট কঠিন লাগে তাহলে আমার ওয়েব সাইটে সময় টা দিবে। এখন ১০ ঘণ্টা তে ১০ টা টাস্ক ২ এবং ৫ ঘণ্টাতে ১৫ টা টাস্ক ১ লেখার চেষ্টা করবে। লেখে ফেলতে হবে! আমাদের লিখতে অনেক জড়তা তাই এটা কাটাতে হবে।
বলার জন্য ১৫ ঘণ্টাঃ ইউটিউবে গিয়ে লিখবে, " আই ই এল টি এস স্পিকিং স্যাম্পল" এবং এই রকম ১০০ ভাল ভাল স্যাম্পল শুনবে এবং তারপর নিজে নিজে বলার চেষ্টা করবে।
এই ১০০ ঘণ্টার পর তুমি নিজে বুঝবে কি করা দরকার? যদি দেখো রিডিং এ সমস্যা তাহলে বেশী বেশী টেস্ট পেপার অনুশীলন করতে হবে এবং ভুল হলে ভেঙে না পড়ে সেটা নিয়ে কাজ করতে হবে। নিজের এই চেষ্টা না থাকলে কেউ তোমাকে হেল্প করতে পারবে না।
উপরের ১০০ ঘণ্টার পর যদি মনে হয় বেসিক ভালো করা দরকার তাহলে কিনতে পারো আই ই এল টি এসের ৪ মডিউল নিয়ে আমার বানানো ১০০ ভিডিও যেখানে একেবারে বেসিক থেকে ভালো স্কোর পাবার সব বলা আছে। সব ভিডিও ভালো করে দেখতে ৫০-১০০ ঘণ্টা সময় লাগবে।
কি কি কিনবেনঃ The Official Cambridge Guide to IELTS for Academic & General Training with Answers with DVD-ROM (Cambridge English)
কেম্ব্রিজ 6-12 সিরিজ
The Official Cambridge Guide to IELTS
IELTS TRAINER
MY PREMIUM COURSE VIDEOS (Sales line 01672093064)
কেম্ব্রিজ 6-12 সিরিজ
The Official Cambridge Guide to IELTS
IELTS TRAINER
MY PREMIUM COURSE VIDEOS (Sales line 01672093064)
Tags:
IELTS