বি স্মার্ট উইথ মুহাম্মদ (সঃ)

"বি স্মার্ট উইথ মুহাম্মদ (সঃ)"
মূলঃ "Muhammad: How He Can Make You Extra-Ordinary"
লেখকঃ Dr. Hisham Al Awadi
অনুবাদঃ মাসুদ শরীফ



নিঃসন্দেহে সেরা বই। One Of The Greatest Book Ever. এই বইটা প্রত্যেকেরই পড়া উচিত।

জীবনে যারা বিশেষ কিছু হতে চান, এই বইটি তাদের জন্য। বইটির পরতে পরতে রাসূল (সঃ) এর জীবনের এমন সব ঘটনা থাকবে, যেগুলো মানুষকে অনুপ্রেরণা দেবে দারুণভাবে। অবলীলায় তারা তাঁকে গ্রহণ করবেন অনুকরণীয় আদর্শ হিসেবে।
বইটিতে তাঁর নবি হওয়ার আগের জীবন বেশি গুরুত্ব পেয়েছে। এখানে বর্ণনা করা হয়েছে, শিশুকাল থেকে কীভাবে তিনি নিজের ব্যক্তিত্বকে গড়ে তুলেছেন। টিনএজ বয়সের চ্যালেন্জগুলো কীভাবে মোকাবিলা করেছেন। তরুণ বয়সেই কীভাবে সমাজে নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন।
সাধারণত জীবনীগ্রন্থগুলোতে যেভাবে বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়, এখানে ইচ্ছে করেই সেগুলো সেভাবে বর্ণনা করা হয় নি। এই বইয়ে ভাষা অনেকটা ঘরোয়া। অনেকটা সাদাসিধে।
ইসলামি দৃষ্টিকোণ থেকে রাসূল (সঃ) ব্যাপারে যেসব জীবনী লেখা হয়, সেগুলোর বেশিরভাগে দুটো জিনিস হামেশা পাওয়া যায়৷ রাসূল (সঃ) এর ৪০ বছরের পরের জীবন, আর পাঠকদের মধ্যে তাঁর ব্যাপারে সম্ভ্রম জাগানো।
কিন্তু এ ধরনের লেখনীতে তরুণ পাঠকরা নিজেদের কমই খুঁজে পায়। বইগুলোতে তাঁকে এতটাই নিখুঁত পুরুষ হিসেবে তুলে ধরা হয় যে, অনুকরণীয় আদর্শ হিসেবে তাঁকে গ্রহণ করতে বেগ পেতে হয়। তরুণরা অনেক সময়ই তাদের জীবন-ঘনিষ্ঠ সংকটের সাথে রাসূল (সঃ) এর জীবনী মিলিয়ে নিতে পারে না।
অথচ আল্লাহ রাব্বুল আলামিন খুব স্পষ্ট করে বলেন, "আল্লাহর রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে ভালো ভালো উদাহরণ।" [সূরা আহজাব, আয়াত ০২]
কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, রাসূল (সঃ) এর সাথে মুসলিমদের সম্পর্ক যতটা কাছের হওয়া উচিত, ততটা হয় না।
শিশুরা কখনো কল্পনাও করতে পারে না, তাদের প্রিয় রাসূল (সঃ) একসময় তাদের মতোই শিশু ছিলেন। তিনি খেলেছেন, দৌড়াদৌড়ি করছেন। টিনএজাররা কখনো ভাবেই না যে, তারা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দিন পার করছে, রাসূল (সঃ) কে ঠিক এমনই কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে। আমাদের তরুণরা জানে না, কীভাবে তিনি পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিয়েছেন, কীভাবে তিনি অচলাবস্থার নিরসন করেছেন।
এই বইয়ে শিশু মুহাম্মদ (সঃ), কৈশোরের মুহাম্মদ (সঃ) এবং নবুয়তের আগের যুবক মুহাম্মদ (সঃ) কে দেখানো হয়েছে।
নিঃসন্দেহে তিনি আমাদের ভালোবাসা আর শ্রদ্ধার পাত্র। আমরা প্রিয় নেতাকে জীবনের চেয়েও ভালোবাসি। কিন্তু আমরা তাঁকে এমন সম্ভ্রম জাগানিয়া নিখুঁত মানুষ হিসেবে তুলে ধরি যে, আমাদের সময়ে তাঁকে অনুসরণ করা বেশ কঠিন হয়ে পড়ে। আমরা কেন যেন রাসূল (সঃ) কে কঠিন করে উপস্থাপন করতে চাই।
এই বইতে তাঁর সম্পর্কে এক নতুন চিত্র দেখানো হয়েছে। কীভাবে তিনি আমাদের মতোই আমরা যেসব চ্যালেন্জের মুখোমুখি হচ্ছি, সেগুলোর মোকাবিলা করেছেন। সেগুলোর মোকাবিলায় তিনি আমাদের অনুপ্রাণিত করবেন।
আরও খেয়াল করলে দেখবেন যে, এখানে নিজের জীবন উন্নয়নের ধাপগুলোর বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। চিরাচরিত বইগুলোর বর্ণনা ভঙ্গিতে অনেক সময় মনে হয়, আমরা কি আর তাঁর মতো হতে পারব? এ ধরনের হীনমন্যতা দূর করে বাস্তব পদক্ষেপগুলো দেখিয়ে দেওয়া হয়েছে বইটিতে।
পৃথিবীতে মানুষ যতটা নিখুঁত হতে পারে, নিঃসন্দেহে রাসূল (সঃ) তা-ই ছিলেন। কিন্তু এটা সত্য যে, তিনি ছিলেন মানুষ। মানুষ হিসেবে অনেক সংকট ও চ্যালেন্জের মুখোমুখি হয়েছেন। এসব ইস্যুতে প্রিয় নবিজি আর আমাদের মাঝে দারুণ কিছু মিল আছে। আমরা সহজাত উপায়েই নিবিজিকে অনুসরণ করতে পারি।
আত্মোউন্নয়নমূলক বিভিন্ন বইয়ের অনেক বিষয় এখানে আনা হয়েছে। বিশেষ করে যেগুলো ইসলামের সাথে খাপ খায়, যেগুলো রাসূল (সঃ) এর জীবনে পাওয়া যায়। এগুলোর মধ্যে আছে সামাজিক বিচারবুদ্ধি, সৃষ্টিশীলতা, পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া, নেতৃত্ব বিকাশের মতো বিষয়গুলো।
চিরাচরিত জীবনীগ্রন্থের দৃষ্টিকোণ থেকে এই বইকে দেখাটা ঠিক হবে না। এটা সত্যিকারার্থে ওই শ্রেণিতে পড়ে না। আবার ঠিক আত্মোন্নয়নমূলক বইও না। এখানে লেখক এই দুই ধরন মিলিয়ে এক অনন্য মিশেল সৃষ্টির চেষ্টা করেছেন।

এখানে আপনি পাবেন ব্যবহারিক কিছু জ্ঞান। হাতে-কলমে শিখবেন নিজের বাচ্চাকে নবিজি (সঃ) এর মতো করে বড় করার উপায়। টিনএজ বয়সি হলে জানতে পারবেন, এই উড়ুউড়ু সময়টাতে নিজেকে বাগে রাখার কৌশল। বিবাহিত হলে- আছে দুজনে মিলে জীবনটাকে আরও মধুর করার টোটকা। সর্বোপরি নবিজি (সঃ) এর মতো জীবনের প্রতিটি ক্ষেত্রে 'স্মার্ট' হওয়ার তরিকা।

[ বইয়ের সম্পর্কেঃ মোট অধ্যায় রয়েছে সাতটি। মুহাম্মদ (সঃ) এর শিশুকাল, মুহাম্মদ (সঃ) এর পরিবার, মুহাম্মদ (সঃ) এর চারপাশ, মুহাম্মদ (সঃ) এর কৈশোর, তরুণ মুহাম্মদ (সঃ), চল্লিশের কোঠায় মুহাম্মদ (সঃ) এবং পঞ্চাশের কোঠায় রাসূল (সঃ)। এই সাতটা বিষয় আলোচনা করা হয়েছে এবং এগুলো থেকে আমাদের কী লাভ, আমরা কি শিখতে পারি সমাজে টিকে থাকার জন্য ও জীবনের অন্যান্য ক্ষেত্রে এবং কীভাবে জীবন পরিচালনা করতে পারি তা খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। এই সাতটি অধ্যায়ের ভিতরেও অনেকগুলো টপিক আছে। বেশকিছু টপিকের নাম উল্লেখ করা হলো-

টিনএজ টা কিভাবে কাটাবেন, বিবাহিত জীবন কিভাবে সুখের হবে, কিভাবে কাটাবেন, সন্তানের ভালোবাসার চাহিদা কিভাবে পূরণ করবেন, সন্তানের ওপর আপনার ভালোবাসার প্রভাব, কীভাবে শিশুর মানসিক চাহিদা পূরণ করবেন, সন্তানের জন্য বাঁচা, কীভাবে নিজের সন্তানকে অগ্রাধিকার দেবেন, বাচ্চার সাথে সময় কাটানোর মানে কী, আত্মশৃঙ্খলার মূল্য, বাচ্চাকাচ্চাদের শৃঙ্খলা শেখাবেন কীভাবে, সামাজিক দক্ষতা শেখা, খেলাধুলার গুরুত্ব, ভাষা দক্ষতা, শিশুর ভাষা দক্ষতা কীভাবে বাড়াবেন, বাচ্চাদের আত্মবিশ্বাস কীভাবে বাড়াবেন, নবি মুহাম্মদ (সঃ) এর শৈশব থেকে পাওয়া শিক্ষা, পরিবার, সন্তান লালনপালনে পরিবারের গুরুত্ব, বর্ধিত পরিবার, সন্তান লালনপালনে বর্ধিত পরিবারের গুরুত্ব, মা-বাবা ছাড়াও সন্তান লালন পালনে দাদা,দাদি, নানা, নানি, মামা, মামি, চাচা, চাচি, ফুফা, ফুফি এনাদের গুরুত্ব, বউ-শ্বাশুড়ির সুন্দর সম্পর্ক, পরিবারের সুব্যবহার, সন্তানকে বর্ধিত পরিবারের সাথে জুড়বেন কিভাবে, রাসূল (সঃ) এর পরিবারের সদস্যগণদের থেকে শিক্ষা, নিজের পরিবেশকে ছাঁচ দেওয়া, মক্কা, সমাজ, নারী, বিদেশিরা, অর্থনীতি, বাজার, বাজারে রসূল (সঃ), আল্লাহর উপাসনাকারীরা, রাসূল (সঃ) এর পরিবেশ থেকে আমাদের কী লাভ, টিনএজ, ঘরে ভালোবাসা ও সম্মান, আপনি কীভাবে টিনএজদের ভালোবাসবেন, সম্মান, কিশোর রসূল (সঃ) এর সাথে আবু তালিব, আপনার টিনএজের সাথে আপনার ব্যবহার, টিনএজ বয়সিদের কীভাবে সম্মান দেখাবেন, ঘরের বাইরে, পিয়ার প্রেশার, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, কাজ, সফর, রাসূল (সঃ) এর কিশোর বয়স থেকে ফয়দা, তরুণ বয়সে সৃষ্টিশীল হোন, রাসূল (সঃ) এর ব্যক্তিত্ব, সৃজনশীলতা, কীভাবে সৃজনশীল হবেন, কীভাবে সংঘাত নিরস করবেন, নিজের সমাজের সাথে মিশুন, বন্ধু নির্বাচনের সময় যা খেয়াল রাখবেন, বিয়ে ও পরিবার, নিজের জন্য সময় বের করুন, যুবক-তরুণ বয়সে রাসূল (সঃ) এর জীবন থেকে শিক্ষা, পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া, ৪০ বছরে পরিবর্তন, পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া, কুরআনে পরিবর্তন, মক্কার সংখ্যাগরিষ্ঠরা এই পরিবর্তনকে কীভাবে দেখেছে, প্রশিক্ষণের গুরুত্ব, নিরাপদ পরিবেশ, নিজের পরিস্থিতি বদলান, দৃষ্টিভঙ্গি বদলান, রাসূল (সঃ) এর জীবনের মুল ঘটনা, নবিজির চল্লিশের কোঠার জীবন থেকে আমাদের শিক্ষা, নেতৃত্ব গুণ, মদিনা, যোগ্য নেতৃত্ব, বাস্তব নেতৃত্বের ভিত্তি, কীভাবে পরিবর্তনে সামনে থেকে নেতৃত্ব দেবেন, নেতৃত্বের চ্যালেন্জ, বাগড়া-বাধানো দল, দ্বন্দ্ব নিরসন, বাদরের যুদ্ধ, উহুদ পাহাড়, পরিখার যুদ্ধ, নেতৃত্ব শিক্ষা, শান্তি, কীভাবে অন্যদের রাজি করাবেন, প্রতিপক্ষকে কীভাবে বোঝাবেন নিজের প্রভাব বাড়ান, রাসূল (সঃ) এর নেতৃত্বগুণ থেকে আমাদের শিক্ষা। এছাড়া অনেক অজানা ইতিহাস ও তথ্য এবং কিছু বিষয়ের সাইন্টিফিক ব্যাখ্যা পাওয়া যাবে এখানে।]

এই বইয়ে এমন সব বিষয় পাবেন যা আপনার মনকে ভরিয়ে দিবে। Really It’s an extraordinary book that will change your life.


Review Writer: Naiem Hasan Sojib

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম