বুঝতে পারলে অনেক সহজ জিনিস।কথা না বাড়িয়ে সরাসরি বিভিন্ন আইটেম বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি।
চলতি সম্পদ : চলতি সম্পদ কমলে যোগ করা হয় আর বাড়লে বিয়োগ করা হয়।সবাই এটা মুখস্ত করে। কিন্ত কেন এটা করা হয় সেটা জানো কি? চলতি সম্পদ নিয়ে যখন কাজ করবে তখন যন্ত্রপাতির কথা চিন্তা করবে(যন্ত্রপাতি স্থায়ী সম্পদ কিন্তু বুঝানোর জন্য এখানে লিখলাম)।
যন্ত্রপাতি নগদে কিনলে কি হয়? নগদ টাকা কমে যায় আর যন্ত্রপাতি নামক সম্পদ বেড়ে যায় তাইনা? আর যন্ত্রপাতি নগদে বিক্রয় করে দিলে কি হয়? নগদ টাকা বেড়ে যায় আর যন্ত্রপাতি নামক সম্পদ কমে যায় তাইতো? তার মানে চলতি সম্পদ যখন বাড়বে তখন নগদ টাকা কমে যাবে তাই চলতি সম্পদ বৃদ্ধি নগদ প্রবাহ বিবরণীতে বিয়োগ করা হয়।আর চলতি সম্পদ যখন কমবে তখন নগদ টাকা বেড়ে যাবে।তাই চলতি সম্পদ হ্রাস যোগ করা হয়।
চলতি দায় : চলতি দায় নিয়ে কাজ করার সময় ঋণ নিয়ে চিন্তা করবে।ঋণ যখন গ্রহণ করা হয় তখন কি হয়? নগদ টাকা বেড়ে যায় আর দায়ও বেড়ে যায়।তার মানে চলতি দায় বাড়লে নগদ টাকা বাড়ে।তাই চলতি দায় বৃদ্ধি যোগ করা হয়।আবার ঋণ যখন পরিশোধ করা হয় তখন কি হয়? নগদ টাকা কমে যায় আর ঋণ বাবদ দায়ও কমে যায়।তার মানে চলতি দায় হ্রাস পেলে নগদ টাকা হ্রাস পায়।তাই চলতি দায় হ্রাস বিয়োগ করা হয়।
অবচয় : অবচয় নগদ প্রবাহ বিবরণীতে যোগ করা হয় কারণ অবচয় একটি অনগদ খরচ।আয় বিবরণীতে আমরা অবচয় বাদ দিয়ে নিট মুনাফা বের করেছিলাম।প্রকৃতপক্ষে কিন্তু অবচয়ের ফলে প্রতিস্ঠান থেকে কোন নগদ টাকা যায়নি।তাই প্রকৃত নগদের পরিমাণ বের করার জন্য নগদ প্রবাহে অবচয় যোগ করা হয়।
স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা : অনেকেই এটা নিয়ে কনফিউজড যে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা নগদ প্রবাহ বিবরণীতে যোগ করার বদলে বিয়োগ করা হয় কেন? এর কারণ আসলে কি? চিন্তা করো।সম্পত্তি বিক্রয়জনিত লাভ তুমি একবার আয় বিবরণীতে আয়ের পাশে দেখিয়েছো অর্থাৎ সেটা নিট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে।নিট আয় আমরা নগদ প্রবাহের প্রথমেই দেখাই।
একটা উদাহরণ দেই।মনে করো ২০,০০০ টাকা বইমূল্যের একটি আসবাবপত্র তুমি ২৫,০০০ টাকায় বিক্রি করেছো।তাহলে মুনাফা ৫,০০০ টাকা।এই টাকা একবার আয় বিবরণীতে দেখাবা যার ফলে নিট আয়ের মধ্যে ৫,০০০ টাকা থাকবে।আবার নগদ প্রবাহ বিবরণীতে বিনিযোগ কার্যক্রমে যন্ত্রপাতি বিক্রয় বাবদ ২৫,০০০ টাকা লিখবা(যোগ)।মানে নগদ প্রবাহ বিবরণীতে ২ বার লাভ দেখাচ্ছি আমরা তাইনা?(নিট আয়ের মধ্যে ১ বার বিনিয়োগ কার্যক্রমে ১ বার) এজন্যই সম্পত্তি বিক্রয়জনিত লাভ একবার বিয়োগ করা হয়।
*সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতির ক্ষেত্রেও সেইম নিয়ম প্রযোজ্য।আয় বিবরণীতে ক্ষতি বিয়োগ করা হয় তাই নগদ প্রবাহে যোগ করে দেখানো হয়।
*কারোর কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করো।
Mostakin Mamun Rana
BBA in Accounting & Information Systems (AIS), Faculty of Business Studies (FBS), University of Dhaka.
Senior Accounting Instructor-Dream to Dhaka University.