MBA in USA

Why is it so difficult to get scholarships in MBA (USA) MBA (USA) তে স্কলারশিপ পাওয়া এত কঠিন কেন?
Why an MBA from abroad is different from Ms/PhD from abroad?
............................................................
ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে শুরু করি। ঢাকা ইউনিভার্সিটির এক ফ্রেন্ড। ভাল ছেলে। ছাত্র খারাপ না। বাট সমস্যা হচ্ছে ইংলিশে বেশ দূর্বল। একটা কথা বললে বা লিখলে ২-৩ টা গ্রামাটিকাল মিসটেক থাকবেই বড় সড়।


MBA graduation


তোহ ও বিএসসি শেষ করলো করে শুনলাম যে বাইরে যাওয়ার চেষ্টা করছে। খোজখবর রাখা হয় নাই, কয়েক মাস পর দেখলাম স্ট্যাটাস দিয়েছে যে ফুল ফান্ডিং এ পিএইচডি করতে যাচ্ছে USA.. স্ট্যাটাস যে দিয়েছে ফেসবুকে ওইটাতেও দেখলাম গ্রস গ্রামাটিকাল মিসটেকঃ... ".... Got receive full funding in the university of xxxx...." GRE score ছিল 307 মেবি। যাই হোক। ফ্রেন্ড এর জন্য ভালই লাগলো বেশ যে আমেরিকা যাচ্চছে পিএইচডি করবে ফুল ফান্ডিং এ। খুব ভাল একটা গতি হয়ে গেল।
পিএইচডি করে তোহ আর দেশে হয়তো ফিরবেনা ওইখানেই সেটল হয়ে যাবে। ভাল লাগলো। কিন্তু একই সাথে মাথায় চাপড় দিলাম মনে মনে কয়েকটা ভাবলাম যে আচ্ছা আমি যদি চাই এইরকম ইংলিশ নলেজ নিয়ে 305-10 GRE score নিয়ে USA এর ভাল একটা জায়গায় ফুল ফান্ডিং এ MBA করতে?!
...
Well, ইম্পসিবল একটা ব্যাপার হবে সেটা। আমার নিজের ক্যালিবার নিয়ে ভাল আইডিয়া ছিল। জানতাম যে বসলে মিনিমাম ৩২৫ পাবোই GRE তে। ৩২৫ অনেকের জন্যই স্বপ্নাতীত বিষয় সেটা জানি, কিন্তু আমি যদি টপ একটা MBA করতে চাই তাহলে হয়ত ৩২৫ দিয়ে আমি চান্সই পাবোনা ফুল স্কলারশিপ তোহ বহু দূরের কথা। আমার যে ফ্রেন্ডের এক্সাম্পল দিলাম, এটা জাস্ট একটা। এরকম অসংখ্য উদাহরণ দেখেছি চোখের সামনে।
....
কিছু ফ্যাক্টস বলি। আমেরিকান এম্বেসির তথ্য অনুযায়ী ২০১৯-২০ শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে আমেরিকায় শিক্ষার্থী ছিল ৮৮০০+। বাংলাদেশ এ ক্ষেত্রে বিশ্বে ১৭ তম (আমেরিকায় শিক্ষার্থীর ক্ষেত্রে). ট্রাস্ট মি, এই ৮৮০০ এক বছরে এর মধ্যে খুব ক্ষুদ্র একটা সংখ্যা হবে যারা Business related subjects এ পড়তে গেছে এবং তার চেয়েও ক্ষুদ্র একটা সংখ্যা হবে যারা MBA করতে গেছে।
....
USA তে টোটাল কলেজ/ইউনিভার্সিটি আছে প্রায় ৫,০০০, এর মধ্যে এক্রেডিটেড হিসাব করলেও সেটা কম না প্রায় ১৫০০ এর মত। science er কোন সাবজেক্ট নিয়ে আপনি যখন MS/PhD করতে যাচ্ছেন, আপনি মোটামুটি নিম্নমানের স্কোর নিয়েও মানানসই মাঝারি বা একটু নিচের দিকের র‍্যাংকিং এর ইউনিভার্সিটিতে সাদরে আমন্ত্রিত থাকবেন। কারণ একটা ইউনিভার্সিটির আসল জায়গা হচ্ছে তার MS/PhD students.. কারণ Knowledge creation টা হয় সেখানেই। এজন্য এসব জায়গায় ফান্ডিং ও থাকে অনেক বেশি।
.....
অন্যদিকে কেউ যখন MBA করতে যেতে চায় টপ একটা বিজনেস স্কুল থেকে তার মেইন উদ্দেশ্য এটাই থাকে যে সে প্রফেশনালি বা কর্পোরেট জগতে বড় কিছু করতে চায়। Knowledge creation বা research এখানে মূখ্য না। তাই এসব জায়গায় ফান্ডিং ও থাকে কম। এবং আপনি চান যে আপনি অনেক বড় কর্পোরেট হটশট হবেন আপনার MBA er পর সো বিজনেস স্কুল গুলি বলবে ওকে অনেক টাকা কামাতে চাও তাহলে আগে কিছু দাও
...
কেউ যখন Ms/PhD তে যাচ্ছে সায়ন্সের কোন কিছু নিয়ে পড়তে তখন ইউনিভার্সিটি তার উপর ইনভেস্ট করে কারণ তারা চায় নলেজ ক্রিয়েশন হোক সেই স্টুডেন্ট এর থ্রু তে। আর কেউ যখন MBA করতে যায় তখন সে একচুয়ালি নিজের উপর ইনভেস্ট করছে কারণ এই MBA এর মাধ্যমে সে নিজেকে প্রফেশনালি এনহ্যান্স করতে চায়.
....
আমার সেই ফ্রেন্ড বা এরকম কাউকেই আমি ছোট করছিনা। জাস্ট ফ্যাক্টস বলছি। সায়েন্সের সাবজেক্টস এ রিকোয়ারমেন্ট যেমন তারা সেটা ফুলফিল করেই যাচ্ছে। সেরকম MBA যদি কেউ করতে চায় তাহলে তাকে সেইরকম রিকোয়ারমেন্টস ফুলফিল করেই যেতে হবে।
........
আমি GRE তে ৩৩০ স্কোর নিয়ে Virginia Darden (ranked 18 in the world) এ চান্স পেয়েছি উইথ পারশিয়াল স্কলারশিপ। অনেকে শুনে আশ্চর্য কারণ তারা অনেক কে দেখেছে যে ৩০৫-১৫ নিয়ে ফুল ফান্ডিং নিয়ে পড়তে যেতে সেখানে আমি ৩৩০ নিয়ে পার্শিয়াল মাত্র! কিছু করার নাই ভাই এটাই কমার্স পার্শিয়াল যে দিলো এটাই অনেক বেশি।
Darden এর মত টপ ১০-২০ এর মধ্যে র‍্যাংক এ থাকা এসব বিজনেস স্কুল MBA তে খুব কমই স্কলারশিপ দেয়। IBA তে আমার পরিচিত সিনিওর বা ব্যাচমেট্ যারা এরকম খুব ভাল GRE/GMAT স্কোর নিয়ে টপ ১৫-৩০ র‍্যাংকড বিজনেস স্কুল গুলিতে চান্স পেয়েছে সবাইই হয় পারশিয়াল বা স্কলারশিপ ছাড়া চান্স পেয়েছে। চান্স পাওয়াটাই সেখানে সবচেয়ে বড় বিষয়।
Notre Dame Mendoza (ranked 49 in The Economist's global MBA rankings 2020) তে যে ফুল টিউশন ফেলোশিপ পেয়েছি সেটা আসলে আমার কাছে কল্পনাতীত ছিল। আল্লাহর অশেষ রহমতে এটা সম্ভব হয়েছে আসলে সব কিছু ব্যাটে বলে মেলায় (Essays, Sop, interview, GRE scores etc) ঠিকমত।
......
তবে কথা হচ্ছে টপ ১০০ বিজনেস স্কুল গুলিতে ১০০% না পেলেও ৭৫-৮০℅ পর্যন্ত পাওয়া অসম্ভব কিছুইনা। ভাল GRE/GMAT scores, ভাল essays আর ভাল একটা ইন্টারভিউ দিতে পারলে সেটা খুবি সম্ভব। আমার মত ভাগ্য ভাল থাকলে ১০০% ও পেয়ে যেতে পারেন। কিন্তু ব্যাপার হচ্ছে, হয়তো আপনি টপ ১৫ এর কোন একটা বিজনেস স্কুলে চান্স পাওয়ার যোগ্যতাসম্পন্ন কিন্তু আপনাকে এইরকম ভাল স্কলারশিপ পাওয়ার জন্য হয়তো একটু নিচে নেমে ৫০-৬০-৮০ র‍্যাংকের কোন স্কুল চুজ করতে হবে।
.....
সারা বিশ্বেই বেশির ভাগ স্টুডেন্স তাদের MBA ফাইনান্স করে প্রাইভেট লোন নিয়ে। এক হিসাব মতে USA তে একজন MBA student এর এভারেজ লোন বার্ডেন ৫২,০০০ ডলার এর মত।
আসলে USA তে MBA করাটা বড় একটা ইনভেস্টমেন্ট। এর ফল ও পাবেন। যেখানে ভাল একটা বিজনেস স্কুল থেকে MBA করা একজন ফ্রেশ গ্র‍্যাজুয়েট এর স্টার্টিং স্যালারি বছরে $১৩০-১৬০কে সেখানে উদাহরণস্বরূপ MS in Biotechnology করা একজন গ্র‍্যাজুয়েট এর ক্ষেত্রে সেটা ৮৫-৯৫কে। এটা জাস্ট একটা উদাহরণ।
......
So সায়েন্সের কিছুতে Ms/PhD এর সাথে আসলে MBA এর তুলনা করাটা অবান্তর। ২ টা দুই ধরণের খেলা। Completely different ball game. তাই ৩১০-১৫ স্কোর নিয়ে ফুল ফান্ডিং স্টিপেন্ড সহ কাউকে Ms/PhD করতে যেতে দেখলে হতাশ হওয়ার কিছু নেই। আপনি সিদ্ধান্ত নিন আপনি কি বাইরে MBA করার জন্য এবং নিজের উপর ইনভেস্ট করার জন্য প্রস্তুত কিনা। সে অনুযায়ী শুরু করে দিন আপনার GRE/GMat প্রস্তুতি আর বিজনেস স্কুল বাছাই।

AHNAF TAHMID
BBA & MBA from IBA DU
Received admission offer for full time MBA programs at Darden School of Business, University of Virginia & Mendoza School of Business, University of Notre Dame, USA

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম