A complete solution for Article

Learn Articles


The uses of A,An,The &(X)


(For both Intermediate and Admission Test)

The Uses of A & An


১)আমরা প্রায় সবাই Article শিখেছি এভাবে যে- "Vowel এর আগে An বসে, আর Consonant এর আগে a বসে।। আসলে এ ধারণাটি সঠিক নয়।। মূলত Vowel Sound এর আগে An বসে এবং Consonant Sound এর আগে A বসে। Vowel Sound গুলো দেওয়া হলো→ এ(Elephant), এ্যা(Aeronautics,), ই(ink), অ(orange), আ(Umbrella)

২)কোনো word এর শুরুতে O থাকলে এবং O এর উচ্চারণ যদি "ওয়া" হয় তাহলে ঐ Word এর আগে article 'an' না বসে 'a' বসবে।
যেমনঃ I have a # one taka note. এখানে 'O' এর উচ্চারণ 'ওয়া' তাই one এর আগে সবসময় article 'a' হয়।
O এর উচ্চারণ 'ওয়া' বাদে
বাকি সব ক্ষেত্রে 'an' বসবে।। যেমনঃ Rehena is eating an orange .

৩)কোনো Word এর শুরুতে Eu/Ew/U থাকলে এবং EU/Ew/U এদের উচ্চারণ যদি 'ইউ' এর মতো হয় তাহলে তার আগে article 'a' বসবে।
উদাহরণঃ
Jacob is a # european boy.
Rahim is a # university student.
The students of class twelve formed a
union.
This is a # unique idea.
I saw a # ewe.
কিন্তু, U এর উচ্চারণ যদি 'ইউ' এর মতো না হয় তাহলে বাকি সব ক্ষেত্রে article 'an' বসবে।

৪) H দিয়ে কোনো Word শুরু হলে তার উচ্চারণ যদি (হ,হা,হি,হো,হে) অর্থাৎ H এর উচ্চারণ যদি 'হ' দিয়ে শুরু হয় তাহলে তার আগে article 'a' বসবে।
উদাহরণঃ Horse, house,home,heavy ইত্যাদি।

কিন্তু H এর উচ্চারণ যদি (হ,হা,হিহো,হে) অর্থাৎ 'হ' দিয়ে শুরু না হয় তাহলে article "an" বসবে।
উদাহরণঃ hour, heir,herbal, honor ইত্যাদি।

৫)কোনো Abbreviated word এর শুরুতে যদি Consonant থাকে কিন্তু উচ্চারণ যদি Vowel Sound হয় তাহলে word গুলোর আগে article 'an' বসবে।।
যেমনঃ
My father is an # MBBS doctor.
এরকম,
LLB(এল এল বি),M.B.A(এম.বি.এ), MA(এম এ), MBBS(এম বি বি এস), FCPS(এফ সি পি এস) ইত্যাদি।। Abbreviated word গুলোর প্রত্যেকটির উচ্চারণ vowel sound(এ) দিয়ে শুরু হয়েছে।

৬)আমরা জানি, Proper Noun এর পূর্বে কোনো article বসে না।। কিন্তু কোনো Proper Noun দ্বারা যদি তুলনা বোঝায় বা Proper Noun টি যদি Common Noun রূপে ব্যবহৃত হয় তাহলে সে Proper Noun এর পূর্বে a/an বসবে।
উদাহরণঃ
You are #a Shakespeare.
A Nazrul will not come again and again.

৭)অনেকের মধ্যে একটি বুঝাতে a/an বসে।।
উদাহরণঃ I am a student.

The Uses of ''The''


1)কোনো Noun দ্বারা যদি কোনো ভাষার নাম বুঝানো হয় তাহলে তার পূর্বে সাধারণত কোনো article ব্যবহৃত হবেনা। কিন্তু যদি কোনো জাতিকে নির্দেশ করা হয় তাহলে তার পূর্বে
the বসবে।
যেমনঃ
Meherun speaks English like the English.
উদাহরণটিতে প্রথম # English দ্বারা ইংরেজি ভাষাকে বুঝানো হয়েছে।।কিন্তু পরের #English দ্বারা ইংরেজ জাতি কে বুঝানো হয়েছে যার কারণে পরের English এর আগে the বসেছে।

2)Superlative Degree এর পূর্বে সবসময় the বসবে।
যেমনঃ
Karim is #the tallest boy in class 12.

3)যত-তত বুঝাতে Comparative Degree এর আগে the বসে।
যেমনঃ
The more you read, the more you learn.
The sooner......, the better.........

কোনো Sentence এ যদি of the two, of the pair, of the twin এগুলো থাকে তাহলে সে sentence এ Comparative Degree এর আগে the বসে।
যেমনঃ
He is the better of the two boys.

4)Cardinal Number(First, Second,Third...
..) এর পূর্বে the বসে।।
যেমনঃ
The fifth chapter of ICT isn't very easy to understand.

5)কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝালে তার পূর্বে the বসে।
যেমনঃ
Air is important for human being.
The air of Chattogram is very fresh.
উপরের উদাহরণ দুটি ভালভাবে লক্ষ্য করো। প্রথম উদাহরণটিতে Air এর আগে the বসেনি। কিন্তু পরের উদাহরণটিতে air এর আগে the বসেছে।। এর কারণ হলো- প্রথম উদাহরণে air কে কোনোভাবে নির্দিষ্ট করা হয়নি।কীসের air বা কীরকম air এভাবে নির্দিষ্ট করা হয়নি।। শুধুমাত্র পরিবেশের উপাদান হিসেবে air মানুষের জন্য গুরুত্বপূর্ণ এটি বুঝানো হয়েছে।।
কিন্তু দ্বিতীয় উদাহরণটি লক্ষ্য করলে বুঝতে পারবে এই উদাহরণে air কে নির্দিষ্ট করা হয়েছে। এ উদাহরণে শুধুমাত্র Chittagong এর air এর ব্যাপারে উল্লেখ করা হয়েছে। যেহেতু শুধুমাত্র Chittagong এর air এর ব্যাপারে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে তাই এই উদাহরণে air এর আগে The বসেছে।

6)সাধারণত Proper Noun এর পূর্বে কোনো article বসেনা।।কিন্তু তুলনা বুঝাতে proper noun এর পূর্বে the বসে।। এক্ষেত্রে Proper Noun টি Common Noun হিসেবে ব্যবহৃত হয়।।
যেমনঃ
Kazi Nazrul Islam is called the Shelly of bengali literature.

7)সাধারণত Adjective এর পূর্বে কোনো article বসেনা।। কিন্তু Adjective যখন Subject হিসেবে ব্যবহৃত হয় তার পূর্বে the বসে এবং এটি তখন plural common noun এ রূপান্তর হয়।। এ Plural Common Noun টি দ্বারা বিশেষ জাতি/শ্রেণিকে বুঝানো হয়।।
যেমনঃ
The poor are not always unhappy.

8)কোনো word দ্বারা সমষ্টিবাচক দেশের নাম বুঝালে তার পূর্বে the বসে।।
যেমনঃ The USA, The UK.

9)কোনো Sentence দ্বারা ''কেউ বাদ্যযন্ত্র বাজায় বা বাজাতে পারে'' অর্থাৎ ''বাদ্যযন্ত্র বাজানো'' বুঝালে ঐ Sentence এ বাদ্যযন্ত্রের নামের আগে the বসবে।
যেমনঃ
He can play the piano.
He plays the flute.
তবে মনে রাখতে হবে, ''বাদ্যযন্ত্র বাজায় বা বাজাতে পারে'' এমন উল্লেখ করা হলেই the বসবে। অন্যতায় the বসবে না। নিচের Sentence টি লক্ষ্য করুন,
He has a flute.
এ sentence দ্বারা বাদ্যযন্ত্র বাজানো বুঝায় না, তাই the বসে নি।

10)কোনো Road এর নামের পূর্বে the বসে। কিন্তু Street, park,building, Avenue এর নামের পূর্বে the বসেনা।
যেমনঃ
I saw him walking on the Sheikh Mujib Road.
The gift is bought from Rail Crossing Street.

11)কোনো অনির্দিষ্ট প্রাণিবাচক বা অপ্রাণিবাচক Noun সম্পর্কে দ্বিতীয়বার কোনো তথ্য দেওয়া হলে তখন সেটি নির্দিষ্ট হয়ে যায় এবং তার নামের পূর্বে the বসে।।
যেমনঃ
I saw a girl. The girl was quarrelsome.
I saw a bird. The bird was singing.

12)সাধারণত Proper Noun এর পূর্বে কোনো article বসে না। তবে ব্যতিক্রমধর্মী কিছু Proper Noun এর আগে the বসে।
যেমনঃ
দিকের নামঃ The North, The South, The East, The West.
ধর্মগ্রন্থের নামঃ The Quran, The Ramayan etc.
নদীর নামঃ The Padma, The Jamuna,The Karnafuly etc.
জাহাজের নামঃ The Titanic, The M.V. Surat etc.
সংবাদপত্রের নামঃ The Daily Star, The Bangladesh Observer, The Azadi etc.
মরুভূমির নামঃ The Gobi, The Sahara etc. ইত্যাদি।

এরকম আরও কিছু উদাহরণ আছে। উদাহরণগুলো কোনো একটি ভাল মানের গ্রামার বই থেকে দেখে নিলে হবে।।


Omissionof Articles

1)Adjective এবং Noun এর মাঝে কোনো article বসে না।
যেমনঃ Bangladesh is an agricultural(Adj) (X) country(Noun).
Saima is a pretty(adj) (X) girl(noun).

2)শুধুমাত্র Adjective&Verb&Adverb এর আগে কোনো Article বসেনা।
অর্থাৎ,
No article(X) + Adjective & Adverb.
যেমনঃ He is (X) intelligent(Adj
ective).
I (X) am a student.
She Walks (X) slowly(Adverb).

কিন্তু Adjective এর পরে যদি Noun থাকে তাহলে adjective এর আগে article বসবে।।
অর্থাৎ,
Article+(Adjective +Noun)
যেমনঃ He is an(article) intelligent boy(Adj+noun).

3)সাধারণত Uncountable Noun এর আগে কোনো Article বসে না। কিন্তু Uncountable Noun কে নির্দিষ্ট করা হলে তার আগে the বসতে পারে।।
যেমনঃ (X) Air is important for human being.
The air of Chattogram is very fresh.
[বিঃদ্রঃ ''Air'' হলো Uncountable Noun ]

4)Possessive adjective এর পরে কোনো Article বসেনা।।
যেমনঃ We must obey our(possessive adj) (X) parents.
I love my (X) County very much.
-
-
5)তুলনা না বুঝালে Proper Noun এর আগে সাধারণত article বসেনা।
যেমনঃ (X) Roman Reigns(Proper Noun) is a good wrestler.

6)Material Noun & Abstract Noun এর পূর্বেও সাধারণত article বসেনা।
যেমনঃ (X)Platinum is a precious metal.
(X)Honesty is the best policy.

7) (The rainy season) ছাড়া অন্য কোনো ঋতুর নামের আগে article বসেনা।
যেমনঃ (X)Spring comes after (X)winter.

8)ভাষার নামের আগে কোনো article বসেনা।
যেমনঃ (X)English is spoken all over the world.

★★তবে, ভাষার নামের পূর্বেও the বসতে পারে।।
তবে এক্ষেত্রে মনে রাখতে হবে উক্ত ভাষার নামের সাথে "language" word টি অবশ্যই যুক্ত থাকবে।
যেমনঃ The English language, The Mandarin language ইত্যাদি।

Article এর সাধারণ ব্যবহারগুলো তোমরা পারবে।অথবা যেকোনো গ্রামার বইয়ে পাবে।তাই সাধারণ ব্যবহারগুলো দিয়ে তোমাদের বিরক্ত করিনি।
পোস্টে যেসব ব্যবহার দেওয়া হয়েছে এগুলো হলো ব্যতিক্রমী ব্যবহার।।এখান থেকেই পরীক্ষাতে বেশি এসে থাকে।।

আশাকরি সবাই বুঝতে পেরেছো।।

লেখাটি শেয়ার করে রাখতে পারো, তথ্যগুলো নোট করে রাখতে পারো।। এমন গোছানো তথ্য আর নাও পেতে পারো।

সবার জন্য শুভকামনা। 

Writer: Md Foysal Alam
Department of Economics
Batch:54
The University of Chittagong

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম