মানুষের জীবনের তিনভাগের এক ভাগ ঘুমে কাটে । তবে প্রাণীদের মধ্যে বিড়াল এবং বাদুড় সবচেয়ে বেশি ঘুমায় । ষোলো থেকে আঠারো ঘন্টা ।
কিন্তু প্রতিদিন হিসেবে করে দেখেন যে - ঠিকই তো আট-নয় ঘন্টা ঘুমিয়েছেন, কিন্তু ঘুম থেকে উঠে মনে হতে থাকে পর্যাপ্ত ঘুমাননি । দিনভর ক্লান্ত লাগছে, শরীর অযথা অলস লাগছে, মাথা ভার ভার হয়ে আছে, কোথাও মনোসংযোগ দিতে পারছেন না । হরহামেশাই এসব সমস্যা দিনের বেলা মোকাবেলা করছেন ।
আধুনিক নগর জীবনে ঘুম একটি প্রধান সমস্যা । বিশ্ব জুড়েই এই সমস্যা । উন্নত দেশগুলোতে প্রতি তিনজনের একজন ঘুম জনিত সমস্যায় ভুগছে । কম ঘুম এবং অতিরিক্ত ভুল খাওয়া এখন কোনো কোনো জাতির জাতীয় সমস্যা । ঘুমের সমস্যা এবং মোটা হয়ে যাওয়ার সমস্যা এখন অনেক রোগের চেয়েও বেশি বড় সমস্যা ।
বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে আধুনিক জীবনে ঘুমের সমস্যার অন্যতম একটি কারণ - আলো । আলো দূষণ । দিনের বেলা শব্দ দূষণ এবং রাতের বেলা আলোর দূষণ । রাতের বেলা অতিরিক্ত আলোর প্রভাব । এখন বলা হয় শারীরিক সমস্যার চেয়ে আলোর দূষণ এখন ঘুমের অনেক সমস্যার কারণ ।
আধুনিক বিশ্বে সত্তর ভাগ মানুষ জীবনের কোনো না কোনো সময়ে ঘুম জনিত কোনো একটি সমস্যায় ভুগছে ।
শুরুতে বলে নেই - কি করে বুঝবেন আপনার ঘুমটি ভালো হয় । ঘুমোতে যাওয়ার সাত থেকে দশ মিনিটের মধ্যে ঘুম এলে বুঝবেন আপনার ঘুমটি ভালো হয় এবং আপনার ঘুমের স্বাস্থ ভালো ।
কিন্তু কি করে বুঝবেন আপনার ঘুমের স্বাস্থ রীতিমতো অসুস্থ ! কি করে বুঝবেন আপনি কম ঘুমাচ্ছেন ?
➼ দিনভর হাই তুলবেন ।
➼ কোনো কাজ শুরু করার একটু পরেই ঝিমুনি পেয়ে বসবে ।
➼ অনেক ছোট বিষয়ে অযথা বিরক্ত হবেন ।
➼ ঘুম আসবে না, কিন্তু থেকে থেকে ঘুম ঘুম ভাব আসবে ।
➼ একটা কাজে বেশিক্ষন মনোসংযোগ দিতে পারবেন না ।
➼ কোনো কারণ ছাড়াই দুর্বল অনুভব করবেন ।
➼ দুশ্চিন্তার কোনো বিষয় না থাকলেও ছোটোখাটো বিষয়েও দুশ্চিন্তা পেয়ে বসবে ।
➼ পার্টনার কাছে এসে আদর করলেও আদর করতে ইচ্ছে করবে না ।
➼ ডায়াবেটিস থাকলে অযথা সুগার বেড়ে যাবে ।
➼ ঘুমের ক্রনিক ব্যাঘাতে শরীরের ইমিউনিটি কমে যাওয়ায় ঘন ঘন গলা ব্যথা, সর্দি, কাশি, এমনকি পেটের পীড়াতে আক্রান্ত হবেন সহজে ।
➼ দিনের বেলা ব্লাড প্রেসার বেড়ে যাবে ।
➼ কম খাচ্ছেন, তারপরেও দেখছেন ওজন বেড়ে যাচ্ছে শরীরের ।
➼ দৈনন্দিন অনেক কিছু অল্প সময়ের ব্যবধানে বার বার ভুলে যাবেন ।
➼ সহজে হাত থেকে এটা সেটা পড়ে যাবে, হাঁটতে গেলে হঠাৎ করে টলবেন, ব্যালেন্স হারাবেন সহজে ।
➼ দিনের বেলা শরীরে অযথা ব্যথা অনুভব করবেন ।
➼. দিনে অযথা মনে হবে পেট খালি এবং ঘন ঘন ক্ষুধা লাগবে ।
লিখাঃ অপূর্ব চৌধুরী
চিকিৎসক এবং লেখক ।
জন্ম বাংলাদেশ, বসবাস ইংল্যান্ড।
উল্লেখযোগ্য বই : অনুকথা, জীবন গদ্য, বৃত্ত ।