দেখে নিন আপনার মাঝে কী কী ফোবিয়া আছে-
ফোবিয়া:
আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা তেলাপোকা,মাকড়শা দেখে ভয়ে এক লাফ মেরে তাল গাছে উঠে পড়লে বাঁচেন।
অনেকেই রাস্তায় সাধারণ নিরীহ কুকুর দেখলেও উসাইন বোল্টের গতিতে সেটা থেকে বাঁচতে দৌড় দেন,অনেকেই টিভিতে সাপ দেখেই পারলে জামা কাপড় ভিজিয়ে ফেলেন।
রাস্তায় বা কোথাও কোনো বোনকে দেখলে ভয়ে হাত পা ঘামিয়ে ফেলেন অনেক ভাই।
আবার অনেকেই রক্ত দেখে অজ্ঞান হয়ে যান।
আবার জনসম্মুখে কথা বলতে গেলে ভয়ে অনেকেরই গলা শুকিয়ে সাহারা মরুভূমি হয়ে যায়। (যেমন আমি )
এগুলোই ফোবিয়া যাকে অস্বাভাবিক ভয়/অপছন্দতা বলা যেতে পারে।(কিছু ফোবিয়া ভয় এবং কিছু ফোবিয়া অস্বাভাবিক অপছন্দতা থেকে উৎসারিত)
সবারই কোনো না কোনো বিষয়ের প্রতি ভয়, অপছন্দ থাকেই।থাকাটাই স্বাভাবিক।
ভয় হলো মনের এক বিশেষ মানসিক অবস্থা, যার একটি নির্দিষ্টতা সীমা বা সহ্য করার ক্ষমতা রয়েছে। কিন্তু ভয় যখন নির্দিষ্ট সীমা অতিক্রম করে ফেলে , তখন তাকে ফোবিয়া বা ভীতি রোগ বলে।এটাকে একধরণের মানসিক ব্যাধি বলা যায় যা কারো স্বাভাবিক জীবনে প্রভাব ফেলে।
ফোবিয়া হচ্ছে কোনও বিশেষ বস্তু, বিষয় কিংবা কোনও ঘটনা বা অবস্থায় স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় আতঙ্কিত হওয়া, অস্বস্তিবোধ করা বা অতিরিক্ত উদ্বিগ্ন হয়ে পড়া অথবা সেই ব্যাপারটাকে এড়িয়ে চলার প্রবণতা।
কোনো বিষয়ের প্রতি অস্বাভাবিক ঘৃণা বা অপছন্দতাকেও ফোবিয়ার অন্তর্গত ধরা হয়। সেসব বিষয়ের প্রতি ঘৃণা,অপছন্দতা,ভীতি আপনার কাছে হাস্যকর,অযৌক্তিক মনে হতে পারে কিন্তু অন্যের কাছে তার যৌক্তিকতা থাকতেও পারে। আবার আপনি যেসব অস্বাভাবিকভাবে নিচ্ছেন আরেকজনের কাছে তা স্বাভাবিকও মনে হতে পারে।
ফোবিয়া সম্বন্ধে আরো প্রাথমিক ধারণা জানতে এ লিঙ্কে দেখতে পারেন।
তো,শুরু হোক।কোন ফোবিয়টা সবচেয় উদ্ভট লেগেছে জানাবেন আশা করি।
A
২০টি
১। অ্যাব্লুটোফোবিয়া (Ablutophobia) – গোসলের প্রতি, ধোয়া-মোছা অথবা পরিষ্কার করার প্রতি ভয়(পানিচোরা)।
২।Achluophobia -
অ্যাকুলোফোবিয়া-অন্ধকারের প্রতি ভয়
৩।Acousticophobia –
অ্যাকুসটিকোফোবিয়া –কোলাহলের ভয়
৪।Acrophobia –অ্যাক্রোফোবিয়া
উচ্চতার প্রতি ভয়
৫।Aerophobia – অ্যারোফোবিয়া-
বিমান/উড্ডয়নের প্রতি ভয়
৬।Agoraphobia-
অ্যাগোরাফোবিয়া-খোলা জায়গার প্রতি ভয়(ভয়ে গৃহে আবদ্ধ থাকতে চায়)
৭।Agyrophobia –অ্যাজাইরোফোবিয়া
রাস্তা পারপারের প্রতি ভয়।
৮।Aichmophobia –অ্যাকমোফোবিয়া ধারালো,তীক্ষ্ণ,সূচাগ্র বস্তুর ফোবিয়া(ছুরি,কাচি,সুই)
৯।Ailurophobia –
অ্যাইলিউরোফোবিয়া-বিড়ালের প্রতি ভয়
১০।Algophobia –
অ্যালগোফোবিয়া-ব্যথার প্রতি ভয়
১১।Ancraophobia – অ্যানক্রাউফোবিয়া-
বাতাসের প্রতি ভয়।
১২।Androphobia – fear of adult men
অ্যান্ড্রোফোবিয়া-প্রাপ্ত বয়স্কদের প্রতি ফোবিয়া
১৩।অ্যানথ্রোপোফোবিয়া (Anthropophobia) – মানুষের বা মানুষের সঙ্গী হওয়ার বা এ জাতীয় ভয় (একধরনের সামাজিক ব্যাধি)।
১৪।Aquaphobia –অ্যাকোয়াফোবিয়া-পানির প্রতি ভয়(জলাতঙ্ক নয়)
১৫।Arachnophobia(অ্যারাকনোফোবিয়া)–
মাকড়শা,বিছার প্রতি ভয়।
১৬।Astraphobia –
অ্যাস্ট্রাফোবিয়া-বজ্রপাতের প্রতি ভয়।
১৭।Atelophobia -অ্যাটেলোফোবিয়া-
অসম্পূর্ণতা,অপূর্ণাঙ্গতা/খুঁতের প্রতি ভয়।
১৮।অ্যাটিকিফোবিয়া (Atychiphobia) – অকৃতকার্য হওয়ার ভয়।
১৯।Autophobia – অটোফোবিয়া
বিচ্ছিন্ন হওয়ার ভয়।
২০।অ্যাভিয়োফোবিয়া/ এভিএটোফোবিয়া (Aviophobia/Aviatophobia) – উড়ার ভয়।
B
৫টি
২১।
Bacteriophobia - ব্যাকটেরিয়োফোবিয়া
-ব্যাকটেরিয়ার প্রতি ভয়
২২।
Basophobia, basiphobia ব্যাশোফোবিয়া,বা
শিফোবিয়া– সোজা হাটা বা দাঁড়িয়ে থাকার ভয় এবং পতিত হয়ে যাওয়ার ভয়।
২৩।
Batrachophobia -ব্যাটরাকোফোবিয়া-
উভচর প্রাণীর প্রতি ভয়।
২৪।
Belonephobia -
বেলোনেফোবিয়া-সুই,নিডলের প্রতি ভয়
২৫।Bibliophobia -
বিবলিয়োফোবিয়া-বইয়ের প্রতি ভয়।
C
১৭টি
২৬।Cacophobia, aschimophobia - ক্যাকোফোবিয়া,অ্যাশিমোফোবিয়া- কদর্যতার প্রতি ভয়
২৭।Carcinophobia –
কার্সিনোফোবিয়া - ক্যান্সারের প্রতি ভয়
২৮।Catoptrophobia –
কেটেপট্রোফোবিয়া - আয়নার প্রতি ভয়
২৯।Chemophobia –
কেমোফোবিয়া - ক্যামিকেলের প্রতি ভয়
৩০।Cherophobia –
চেরোফোবিয়া -সুখের প্রতি ভয়
৩১।Chiroptophobia –
কিরোপটোফোবিয়া -বাঁদুরের প্রতি ভয়
৩২।Chromophobia, chromatophobia-
ক্রোমোফোবিয়া, ক্রোমাটোফোবিয়া - রঙের প্রতি ভয়
৩৩।Chronophobia –
ক্রোনোফোবিয়া - সময়ের এবং সময় বয়ে যাওয়ার প্রতি ভয়
৩৪।Chronomentrophobia -
ক্রোনোমেন্ট্রোফোবিয়া - ঘড়ির প্রতি ভয়
৩৫।Cibophobia, sitophobia –
সিবোফোবিয়া,সিটোফোবিয়া -খাদ্যের প্রতি বিমুখতা,দ্বেষ,অনিচ্ছা
৩৬।Claustrophobia –
ক্ল্যাস্ট্রোফোবিয়া - সংকীর্ণ জায়গার প্রতি ভয়,আবদ্ধ থাকার প্রতি ভয়,মুক্তিহীনতার ভয়
৩৭।Coimetrophobia –
কইমেট্রোফোবিয়া - কবরস্থানের প্রতি ভয়
৩৮।Colorphobia –
কালার/ক্রোমোফোবিয়া - রঙের প্রতি ভয়
৩৯।Coprophobia –
কপ্রোফোবিয়া - বিষ্ঠা বা মলমূত্রাদির প্রতি ভয়
৪০।Coulrophobia –
কুলরোফোবিয়া - অসভ্য জাতির লোকের প্রতি ভয়
৪১।Cyberphobia -
সাইবার ফোবিয়া -কম্পিউটারের প্রতি ভয়
৪২।Cynophobia –সিনোফোবিয়া
কুকুরের প্রতি ভয়
D
৭টি
৪৩।ডেসিডোফোবিয়া (Decidophobia) – সিদ্ধান্ত নেয়ার ভয়।
৪৪।Demonophobia,daemonophobia –
ডিমনোফোবিয়া:
- ভূত/দেও-দানব/পিচাশের প্রতি ভয়
৪৫।Dendrophobia - ডেন্ড্রোফোবিয়া:
- গাছপালার প্রতি ভয়
৪৬।Dental fear, odontophobia,Dentophobia
–ডেন্টাল ফিয়ার,অডোন্টোফো
বিয়া,ডেন্টোফোবিয়া:
দন্ত চিকিৎসক ও দন্ত চিকিৎসা পদ্ধতি,প্রণালীর - প্রতি ভয়।
৪৭। Disposophobia-ডিসপোসোফোবিয়া
– কোনো কিছু হারানো বা মুক্ত হওয়ার ভয়।
৪৮।Domatophobia - ডোম্যাটোফোবিয়া:
fear of houses
ঘরবাড়ির প্রতি ভয়
৪৯।Dysmorphophobia –ডিসমরফোফোবিয়া
সত্যিকার অথবা কল্পিতভাবে দেহ হানি ঘটার প্রতি ভয়।
E
৯টি
৫০।Ecophobia -ইকোফোবিয়া:
গৃহ/বাড়ির প্রতি প্রতি ভয়
৫১।Emetophobia – এমিটোফোবিয়া:
বমি করার প্রতি ভয়
৫২।Enochlophobia – fear of crowds
এনকলোফোবিয়া - জনারণ্যের প্রতি ভয়
৫২।
Entomophobia - fear of insects
এনটোমোফোবিয়া - কীটপতঙ্গের প্রতি ভয়
৫৩।
Ephebiphobia –এফিবাইফোবিয়া :
তরুণ,যুবক ও যুবকদের উত্তেজনাপূর্ণ,স
হিংস,ক্ষতিকারক কার্যের প্রতি ভয়
৫৪।
Equinophobia - fear of horses
ইকুইনোফোবিয়া -ঘোড়ার প্রতি ভয়
৫৫।
Ergophobia, ergasiophobia – এরগোফোবিয়া/
এরগাসিয়োফোবিয়া:
কাজ/কর্তব্য সম্পাদনের প্রতি ভয় বা,সার্জনদের অপারেশন করার প্রতি ভয়।
৫৬।Erotophobia –ইরোটোফোবিয়া:
সেক্সুয়াল ভালোবাসার প্রতি ভয়
৫৭।Erythrophobia, erytophobia, ereuthophobia – ইরিথ্রোফোবিয়া/ইরিটোফোবিয়া/
ইরেউটোফোবিয়া - লাল রঙের বা, রক্তিমাভার প্রতি ভয়
৫৮।Eurotophobia –ইউরোটোফোবিয়া
স্ত্রী জননাঙ্গের প্রতি ফোবিয়া
F
২টি
৫৯।
Frigophobia –
ফ্রিগোফোবিয়া - অত্যন্ত ঠান্ডা/হীম হয়ে যাওয়ার প্রতি ভয়
৬০।Friggatriskaidekaphobia
-ফ্রিগ্যাট্রিসকেডিকাফোবিয়া
১৩ই শুক্রবারের ভয়।
G
১০টি
৬১।Gamophobia - গ্যামোফোবিয়া- বিয়ের প্রতি ভয়
৬২Gelotophobia – গেলোটোফোবিয়া-ঠাট্টা পরিহাসের পাত্র হওয়ার প্রতি ভয়
৬৩।Gephyrophobia – গেফাইরোফোবিয়া-সেতুর প্রতি ভয়
৬৪।
Genophobia, coitophobia – fear of sexual intercourse
জিনোফোবিয়া- সেক্সুয়াল ইন্টারকোর্সের প্রতি ভয়
৬৫।Genuphobia – জেনুউফোবিয়া-হাঁটুর বা হাঁটু গেড়ে বসার মত কাজের প্রতি ভয়
৬৬।Gerascophobia,Gerontophobia
– জেরাসকোফোবিয়া/গেরনটোফোবিয়া
- বুড়িয়ে যাওয়া,বার্ধক্যের প্রতি ভয়।
৬৭।
Globophobia – গ্লবোফোবিয়া - বেলুনের প্রতি ভয়
৬৮।Glossophobia – গ্লসোফোবিয়া - জনসম্মুখে কথা বলার প্রতি ভয়
৬৯।Gymnophobia – জিমনোফোবিয়া - নগ্নতার প্রতি ভয়
৭০।Gynophobia – জাইনোফোবিয়া - প্রাপ্ত বয়স্ক নারীদের প্রতি ভয়
H
১১টি
৭১।Halitophobia – হালিটোফোবিয়া -
বশ্রী, অস্বস্তিকর শ্বাসের প্রতি ভয়
৭২।Haphephobia – হেফেফোবিয়া - স্পর্শ পাওয়ার প্রতি ভয়
৭৩।Hedonophobia – হিডোনোফোবিয়া - সুখ,আয়েস, আনন্দ লাভের প্রতি ভয়
৭৪।Heliophobia –হিলিয়োফোবিয়া - সূর্য বা সূর্যের আলোর প্রতি ভয়
৭৫।Hemophobia, haemophobia – হেমোফোবিয়া - রক্তের প্রতি ভয়
৭৬।Herpetophobia - হিরপিটোফোবিয়া - সরীসৃপের প্রতি ভয়
৭৭।Hexakosioihexekontahexa
– হেক্সাকোসিয়োহেক্সাকন্টাহেক্সা ফোবিয়া - '৬৬৬' নাম্বারটির প্রতি ভয়
৭৮।Hodophobia –
হোডোফোবিয়া - ভ্রমণের প্রতি ভয়
৭৯।Hydrophobia - হাইড্রোফোবিয়া - পানির প্রতি ভয়(জলাতঙ্ক নয়)
৮০।Hypnophobia, somniphobia – হিপনো/
সমনিফোবিয়া - ঘুম বা, দুঃস্বপ্নের প্রতি ভয়
৮১।Hypochondria -
হাইপোকনড্রিয়া - অসুস্থতার প্রতি ভয়
I
২টি
৮২। Ichthyophobia – আইকথায়োফোবিয়া - মাছ,মাছ খাওয়া,মরা মাছের প্রতি ভয়
৮৩। Iatrophobia-আয়াট্রোফোবিয়া-ডাক্তারেরকাছে যাওয়ার প্রতি ভয়।
K
-১টি
৮৪।Koumpounophobia – কৌমপৌনোফোবিয়া - বাটনের প্রতি ভয়।
L
১টি
৮৫।Lilapsophobia –লিলাপসোফোবিয়া - টর্নেডো,হ্যারিকেনের প্রতি ভয়।
M
৭টি
৮৬।Mageirocophobia – মেজিইরোকোফোবিয়া - রান্নার প্রতি ভয়
৮৭।Melanophobia –মেলানোফোবিয়া - কালোর রঙের প্রতি ভয়
৮৮।Melissophobia, Apiphobia –
মেলিসো/এপিফোবিয়া - মৌমাছির প্রতি ভয়
৮৯।Monophobia – মনোফোবিয়া - একাকী/নির্জন হয়ে যাওয়ার প্রতি ভয়
৯০।Musophobia, murophobia, suriphobia – মোসো/মুরুফোবিয়া - ইঁদুরের প্রতি ভয়
৯১।Myrmecophobia – মিরমিকোফোবিয়ার - পিঁপড়ার প্রতি ভয়
৯২।Mysophobia – মাইসোফোবিয়া - জীবাণু,দূষণ,ধুলোবালির প্রতি ভয়।
N
৯টি
৯৩।Necrophobia – নেক্রোফোবিয়া - মৃত্যু বা মৃতের প্রতি ভয়
৯৪।
Neophobia, cainophobia, cainotophobia, centophobia, kainolophobia, kainophobia, metathesiophobia, prosophobia – নিউ/কেইনো/
কেইনোটো/সেন্টো/কাইনোলো/কাইনো/
মেটাথিসিও/প্রোসোফোবিয়া - নতুনত্ব,উন্নতি,পরিবর্তনের প্রতি ভয়
৯৫।Noctiphobia -
নকটিফোবিয়া - রাতের প্রতি ভয়
৯৬।Nomophobia – নোমোফোবিয়া - মোবাইল ফোন দ্বারা যোগাযোগহীনতার বাইরে চলে যাওয়ার প্রতি ভয়
৯৭।Nosocomephobia -
নসোকমিফোবিয়া - হাসপাতালের প্রতি ভয়
৯৮।Nosophobia – নোসোফোবিয়া -কোনো রোগে আক্রান্ত হওয়ার প্রতি অস্বাভাবিক ভয়
৯৯।Nostophobia, ecophobia – নস্টো/
ইকোফোবিয়া - গৃহ/গৃহে ফেরার প্রতি ভয়
১০০।Numerophobia – নিউমেরোফোবিয়া - সংখ্যার প্রতি ভয়
১০১।Nyctophobia, achluophobia, lygophobia, scotophobia – নিকটো/একুলু/লাইগো/
স্কুটুফোবিয়া - অন্ধকারের প্রতি ভয়।
O
৬টা
১০২।Obesophobia - অবিসোফোবিয়া - ওজন লাভ করার প্রতি ভয়
১০৩।Oikophobia – ওইকোফোবিয়া - ঘরের জিনিসপত্রের প্রতি ভয়
১০৪।Oneirophobia –
অনিরোফোবিয়া - স্বপ্নের প্রতি ভয়
১০৫।Ophidiophobia – অফিডাইয়োফোবিয়া - সাপের প্রতি ভয়
১০৬।Ornithophobia - অর্নিথোফোবিয়া - পাখির প্রতি ভয়
১০৭।Osmophobia, olfactophobia – অসমো/
অলফ্যাক্টোফোবিয়া - দুর্গন্ধের প্রতি ভয়।
P
১৪টি
১০৮।Panphobia – প্যানফোবিয়া - সকল কিছুর প্রতি,সদা অজানা কারণে ভয়
১০৯।Pedophobia, paedophobia, pediaphobia – পেডো/পিডায়া/পিডোফোবিয়া - বাচ্চা,শিশুর প্রতি ভয়
১১০।Phagophobia –
ফেগোফোবিয়া - গ্রাস হয়ে যাওয়ার প্রতি ভয়
১১১।Phallophobia-
ফেলোফোবিয়া - বীর্যপাতের প্রতি ভয়
১১২।Pharmacophobia – fear of medications
ফার্মাকোফোবিয়া - ঔষুধ,চিকিৎসার প্রতি ভয়
১১৩।Phasmophobia – ফেসমোফোবিয়া - ভূতের প্রতি ভয়
১১৪।
Philophobia – fear of love
ফিলোফোবিয়া - ভালোবাসার প্রতি ভয়,ভালোবাসার সম্পর্কে জড়িয়ে যাওয়ার প্রতি ভয়
১১৫।Phobophobia – ফোবোফোবিয়া - বিভিন্ন ভয়ে আক্রান্ত হওয়ার প্রতি ভয়
১১৬।Phonophobia – ফোনোফোবিয়া - উচ্চ শব্দ/ উচ্চ স্বরের প্রতি ভয়
১১৭।Pogonophobia – পোগোনোফোবিয়া - দাড়ির প্রতি ভয়
১১৮।Pornophobia –
পর্ণোফোবিয়া - পর্ণোগ্রাফির প্রতি ঘৃণা,অপছন্দ, বিরোধীতা বা,ভয়
১১৯।Porphyrophobia - পরফাইরোফোবিয়া - রক্ত বেগুনি(purple) রঙের প্রতি ভয়
১২০।Pteromerhanophobia - টেরোমেরহেনোফোবিয়া - উড়ার প্রতি ভয়
Pyrophobia – পাইরোফোবিয়া - আগুনের প্রতি ভয়।
R
২টি
১২১।Radiophobia –
রেডিওফোবিয়া - এক্সরে,তেজস্ক্রিয়তার প্রতি ভয়
১২২।Roller coaster phobia – রোলার কোস্টার ফোবিয়া - রোলার কোস্টারের প্রতি ভয়।
S
৭টি
১২৩।Scopophobia – স্কুপোফোবিয়া - কারো তাকিয়ে থাকার প্রতি ভয়
১২৪।Sexophobia – সেক্সোফোবিয়া - যৌনাঙ্গ বা যৌন কার্যের প্রতি ভয়
১২৫।Siderodromophobia – সাইডেরোড্রোমোফোবিয়া - রেলগাড়ি/
রেলওয়ের প্রতি ভয়
১২৬।Sociophobia – সোশিয়েফোবিয়া - লোকজন বা সামাজিক পরিবেশের প্রতি ভয়
১২৭।Spectrophobia – স্পেকট্রোফোবিয়া - আয়নার প্রতি ভয়
১২৮।
Stasiphobia –
স্ট্যাসিফোবিয়া - দাঁড়ানো বা হাটার প্রতি ভয়।
T
১৭টি
১২৯।Taphophobia, taphephobia – টেপো/
টেফেফোবিয়া - কবরের প্রতি ভয়
১৩০।
Technophobia –
টেকনোফোবিয়া - অগ্রসর,উন্নত প্রযুক্তির প্রতি ভয়
১৩১।Telephone phobia – টেলিফোনফোবিয়া - টেলিফোন করা,কল ধরার প্রতি অনিচ্ছা, ভয়
১৩২।Teratophobia –
টেরাটোফোবিয়া - বিকৃত গঠনের লোকদের প্রতি ভয়
১৩৩।Tetraphobia –
টেট্রাফোবিয়া -4 সংখ্যার প্রতি ভয়
১৩৪।Thalassophobia –
থ্যালাসোফোবিয়া -সাগরের প্রতি ভয়
১৩৫।Thanatophobia –
থানাটোফোবিয়া - মারা যাওয়ার প্রতি ভয়
১৩৬।Thermophobia –
থার্মোফোবিয়া - অতিরিক্ত তাপমাত্রার প্রতি অসহিষ্ণুতা,ভয়।
১৩৭।Tokophobia – টোকোফোবিয়া - বাচ্চা জন্মদান, গর্ভবতী হওয়ার প্রতি ভয়।
১৩৮।Tomophobia - টমোফোবিয়া -ভীতিকর মেডিকেল কর্ম প্রণালীর প্রতি ভয়
১৩৯।Tonitrophobia -
টনিট্রোফোবিয়া - বজ্রধ্বনির প্রতি ভয়
১৪০।Toxiphobia –
টক্সিফোবিয়া - বিষ দ্বারা বিষাক্ত হওয়ার প্রতি ভয়
১৪১।Traumatophobia –
ট্রমাটোফোবিয়া - ইঞ্জুরিফোবিয়ার সমার্থক। আঘাতপ্রাপ্ত হওয়ার প্রতি ভয়
১৪২।Trichophobia – ট্রিকোফোবিয়া -
চুল পড়ে যাওয়া/হারানোর প্রতি ভয়
১৪৩।Triskaidekaphobia, terdekaphobia –
ট্রিসকাইডেকা/টেরডেকাফোবিয়া -
১৩ সংখ্যার প্রতি ভয়
১৪৪।Trypanophobia, belonephobia, enetophobia –
ট্রাইপেনো/বেলোনে/এনেটোফোবিয়া -সূচ,ইনজেকশনের প্রতি ভয়
১৪৫।Trypophobia – ট্রাইপোফোবিয়া - গর্ত বা গর্ত আছে এমন কোনো ভূমি বা গঠনবিন্যাসের প্রতি ভয়।
V
-২টি
১৪৬।Vehophobia –ভেহোফোবিয়া>
ড্রাইভিং করার প্রতি ভয়
১৪৭।Verminophobia -ভার্মিনোফোবিয়া>
রোগ জীবাণুর প্রতি ভয়।
W
১টি
১৪৮।Workplace phobia – ওয়ার্কপ্লেইস ফোবিয়া - কর্মস্থলের প্রতি ভয়।
X
১টি
১৪৯।Xylophobia, Hylophobia- এক্সিলোফোবিয়া,হিলোফোবিয়া
-গাছ বা বন জঙ্গলের ভয়।
Animal phobias(প্রাণী সম্পর্কিত ফোবিয়া)
(Zoophobia)
[এগুলোকে ভয়ের পাশাপাশি অপছন্দতাও বলা যেতে পারে।এখানকার কিছু পূর্বে উল্লেখ করেছি]
১৫০।Ailurophobia – এলিউরোফোবিয়া - বিড়ালের প্রতি অপছন্দতা, ভয়
১৫১।Arachnophobia – এরেকনোফোবিয়া - মাকড়শার প্রতি অপছন্দতা, ভয়
১৫২।Batrachophobia,Ranidaphobia
–বেট্রাকোফোবিয়া,রেনিডাফোবিয়া - ব্যাঙ/অন্যান্য উভচরের প্রতি ভয়
১৫৩।Chiroptophobia – কিরোপটোফোবিয়া - বাঁদুরের প্রতি ভয়
১৫৪।Cynophobia – সিনোফোবিয়া - কুকুরের প্রতি ভয়
১৫৫।
Helminthophobia,Scoleciphobia,
– হেলমিনথো/স্কলিসাইফোবিয়া - কৃমির প্রতি ভয়
১৫৬।Ostraconophobia –অসট্রাকোনোফোবি
য়া - শেলফিশের প্রতি ভয়
১৫৭।Spheksophobia –
স্পেহকসোফোবিয়া - বোলতার প্রতি ভয়
১৫৮।Zoophobia –
জুফোবিয়া - পশুর প্রতি ভয়
১৫৯।Acidophobia/acidophobic – preference for non-acidic conditions
অ্যাসিডোফোবিয়া - অ্যাসিডের(অম্ল)
প্রতি ঘৃণা,অপছন্দতা বা ভয়
১৬০।Oleophobia – অলিয়োফোবিয়া - কোথাও তেল লেগে যাওয়ার প্রতি ঘৃণা,অপছন্দতা বা ভয়
১৬১।Melophobia-মেলোফোবিয়া-সংগীতের প্রতি ভয়
১৬২।Katsaridaphobia-ক্যাটসারিদাফোবিয়া-আরশোলার প্রতি ভয়
জাতিগত ফোবিয়া
১৬৩।Afrophobia - আফ্রোফোবিয়া - আফ্রিকানদের প্রতি ঘৃণা,অপছন্দতা বা ভয়
১৬৪।Anglophobia – অ্যাংলোফোবিয়া - ইংরেজদের প্রতি ঘৃণা,অপছন্দতা বা ভয়
১৬৫।Christianophobia – ক্রিশ্টিয়ানোফোব
িয়া -খ্রিস্টানদের প্রতি ঘৃণা,অপছন্দতা বা ভয়
১৬৬।Germanophobia –
জার্মানোফোবিয়া - জার্মানদের প্রতি ঘৃণা,অপছন্দতা বা ভয়
১৬৭।Hinduphobia – হিন্দুফোবিয়া - হিন্দুদের প্রতি ঘৃণা,অপছন্দতা বা ভয়
১৬৮।Hispanophobia – হিসপানোফোবিয়া - স্পেনিশদের প্রতি ঘৃণা,অপছন্দতা বা ভয়
১৬৯।Indophobia – ইন্দোফোবিয়া - ভারতীয়দের প্রতি ঘৃণা,অপছন্দতা বা ভয়
১৭০।Iranophobia - ইরানোফোবিয়া - ইরানিয়ানদের প্রতি ঘৃণা,অপছন্দতা বা ভয়
১৭১।Islamophobia – ইসলামোফোবিয়া -মুসলিমদের প্রতি ঘৃণা,অপছন্দতা বা ভয়
১৭২।Judeophobia – জুডিয়োফোবিয়া - ইহুদিদের প্রতি ঘৃণা,ভয়
১৭৩।Lusophobia – লুসোফোবিয়া -পর্তুগিজদের ভাষা ও সংস্কৃতির প্রতি ঘৃণা,অপছন্দতা বা ভয়
১৭৪।Nipponophobia – নিপ্পোনোফোবিয়া-
জাপানিদের প্রতি ঘৃণা,অপছন্দতা বা ভয়
১৭৫।Koryophobia –
কোরিয়োফোবিয়া - কোরিয়ানদের প্রতি ঘৃণা,অপছন্দতা বা ভয়
১৭৬।Latinophobia -
ল্যাটিনোফোবিয়া - ল্যাটিন জাতির লোকদের প্রতি ঘৃণা,অপছন্দতা বা ভয়
১৭৮।Negrophobia - fear/dislike of black people
নিগ্রোফোবিয়া - কালো মানুষদের প্রতি ঘৃণা,ভয়
১৭৯।Polonophobia – fear/dislike of the Polish
পোলোনোফোবিয়া - পোলিশ(পোল্যান্ড)জাতির প্রতি ঘৃণা,অপছন্দতা বা ভয়
১৮০।Russophobia – রাশোফোবিয়া - রাশিয়ানদের প্রতি ঘৃণা,অপছন্দতা বা ভয়
১৮১।Shiaphobia – শিয়াফোবিয়া -। শিয়াদের প্রতি ঘৃণা,অপছন্দতা বা ভয়
১৮২।Sinophobia – সিনোফোবিয়া - চাইনিজদের প্রতি ঘৃণা,অপছন্দতা বা ভয়
১৮৩।Sunniphobia – সুন্নিফোবিয়া - সুন্নিদের প্রতি ঘৃণা,অপছন্দতা বা ভয়
১৮৪।Turcophobia – তুর্কোফোবিয়া - তুর্কিদের প্রতি ঘৃণা,অপছন্দতা বা ভয়
১৮৫।Biphobia – বাইফোবিয়া - উভকামিদের/
উভকামিতার প্রতি ঘৃণাভয়
১৮৬।Heterophobia – হেটেরোফোবিয়া - বিপরীতকামীদের প্রতি ঘৃণা,অপছন্দতা বা ভয়
১৮৭।Homophobia(হোমোফোবিয়া) - সমকামিদের /সমকামিতা-এর প্রতি ঘৃণা,ভয়
১৮৮।Lesbophobia – fear/dislike of lesbians
লেসবোফোবিয়া - মহিলা সমকামিদের প্রতি ঘৃণা, ভয়।
আরো কিছু
A-
১৮৯।Antlophobia- অ্যান্টলোফোবিয়া-বন্যার প্রতি ভয়
১৯০।Acarophobia- অ্যাকেরোফোবিয়া-
চুলকানি বা চুলকানি উদ্রেককারী পোকার প্রতি ভয়।
১৯১।Acerophobia-অ্যাসিরোফোবিয়া- টকের প্রতি ভয়
১৯২।Aerophobia- অ্যারোফোবিয়া-বায়ুবাহিত ক্ষতিকর পদার্থের প্রতি ভয়।
১৯৩।Aeroacrophobia- অ্যারোএক্রোফোবিয়া-
উন্মুক্ত উচ্চস্থানের প্রতি ভয়
১৯৪।Agateophobia-অ্যাগেটিয়োফোবিয়া-পাগলামির প্রতি ভয়
১৯৫।Agrizoophobia- অ্যাগরিজুফোবিয়া-
বন্যপ্রাণীর প্রতি ভয়।
১৯৬।Agyrophobia-অ্যাজাইরোফোবিয়া
রাস্তা বা রাস্তা পারাপারের প্রতি ভয়।
১৯৭।Albuminurophobia- অ্যালবিউমিনুরোফোবিয়া-কিডনি রোগের প্রতি ভয়
১৯৮।Alektorophobia-অ্যালেকটরোফোবিয়া-
মুরগির প্রতি ভয়
১৯৯।Alliumphobia-অ্যালিউমফোবিয়া-
রসুনের প্রতি ভয়
২০০।Allodoxaphobia-অ্যালোডক্সাফোবিয়া- মতামতের প্রতি ভয়
২০১।Amaxophobia- অ্যামেক্সোফোবিয়া
-গাড়িতে আরোহণের প্রতি ভয়
২০২।Amnesiphobia- অ্যামনেশিফোবিয়া-
স্মৃতিবিলোপ/স্মৃতিভ্রংশ/কোনোকিছু ভুলে যাওয়ার প্রতি ভয়।
২০৩।Amychophobia- অ্যামাইকোফোবিয়া -আঁচড়ের দাগের প্রতির ভয়(যেমন ফোনের স্ক্রিনে আঁচড়ের দাগ পড়ার ভয়)
২০৪।Anablephobia-অ্যানেব্লেফোবিয়া- আবদ্ধ হয়ে যাওয়ার প্রতি ভয়
২০৫।Ancraophobia-Anemophobia,
অ্যানক্রাউফোবিয়া/অ্যানিমনোফোবিয়া
-বাতাসের প্রতি ভয়
২০৬।Androphobia-অ্যান্ড্রোফোবিয়া-
পুরুষের প্রতি ভয়
২০৭।
Angrophobia - অ্যাংরোফোবিয়া-
রাগ বা রাগী হয়ে যাওয়ার প্রতি ভয়
২০৮।Anuptaphobia- অ্যানাপটাফোবিয়া-
সিঙ্গেল,অবিবাহিত হয়ে থাকার প্রতি ভয়
২০৯।
Apeirophobia-অ্যাপিরোফোবিয়া- অসীমতার প্রতি ভয়
২১০।
Arachibutyrophobia- অ্যারাকিবিউটোরো
ফোবিয়া-চিনাবাদামের প্রতি ভয়
২১১।
Asthenophobia-অ্যাসটিনোফোবিয়া-মূর্ছা যাওয়া বা শারীরিক দূর্বলতার প্রতি ভয়।
২১২।Astrophobia-অ্যাসট্রোফোবিয়া-
মহাজাগতিক বস্তু, নক্ষত্রের প্রতি ভয়।
২১৩।
Asymmetriphobia- অ্যাসিমিট্রাইফোবিয়া-
অপ্রতিসম জিনিসের প্রতি ভয়
২১৪।Ataxophobia-অ্যাটাক্সোফোবিয়া-
গড়বড় হয়ে যাওয়া বা অপরিচ্ছন্নতার,উলটা-পালটা হয়ে যাওয়ার প্রতি ভয়
২১৫।Atelophobia-অ্যাটেলোফোবিয়া-
অসম্পূর্ণতার প্রতি ভয়
২১৬।Atephobia- অ্যাটেফোবিয়া-
ধ্বংস বা ধ্বংস হয়ে যাওয়ার প্রতি ভয়
২১৭।
Atomosophobia- অ্যাটোমোসোফোবিয়া-
পারমানবিক বিস্ফোরণের প্রতি ভয়
২১৮।
Aulophobia-অলোফোবিয়া-
বাঁশি,বীণের প্রতি ভয়
২১৯।Aurophobia-অরোফোবিয়া-
স্বর্ণের প্রতি ভয়
২২০।
Auroraphobia-অরোরাফোবিয়া-উত্তরমেরুর দিকের অরোরার প্রতি ভয়
২২১।
Autodysomophobia-অটোডাইসোমোফোবিয়া-জঘন্য দূর্গন্ধময় জিনিসের প্রতি ভয়
২২২।
Automatonophobia-অটোমেটোনোফোবিয়া- মোমের স্থাপত্য,ভেন্ট্রিকুইলিস্ট,অ্যা
নিমেটেড কোনোকিছু -যা নকলভাবে কোনো জীবিত বস্তুর প্রতিকৃতি তুলে ধরে সেসবের প্রতি ফোবিয়া
B-
২২৩।Ballistophobia-ব্যালিস্টোফোবিয়া-
ক্ষেপণাস্ত্র, বুলেটের প্রতি ভয়
২২৪।Barophobia-ব্যারোফোবিয়া-মা
ধ্যাকর্ষণের প্রতি ভয়(যেমন কিছু হয়তো পতিত হবে হব ভাব তখন)
২২৫।
Bathmophobia- বাথমোফোবিয়া-
সিঁড়ির বা প্রায় খাড়া ঢালুর প্রতি ভয়
২২৬।
Bathophobia-বাথোফোবিয়া- গভীরতার প্রতি ভয়
২২৭।Batophobia- বাটোফোবিয়া-উচ্চতা বা উচ্চ দালানের কাছাকাছি থাকার প্রতি ভয়
২২৮।Blennophobia- ব্লেনোফোবিয়া-আঠ
ালো পদার্থের প্রতি ভয়
২২৯।Bogyphobia- বগিফোবিয়া-ছায়ামূর্তির প্রতি ভয়
২৩০।
Bromidrosiphobia or Bromidrophobia- ব্রমিড্রোসিফোবিয়া- শরীরের ঘ্রাণের প্রতি ভয়
C-
২৩১।
Caligynephobia- ক্যালিগাইনেফোবিয়া- সুন্দর নারীর প্রতি ভয়
২৩২।
Cardiophobia- কার্ডিওফোবিয়া- হৃদপিন্ডের প্রতি ভয়
২৩৩।
Carnophobia- কার্নোফোবিয়া- মাংসের প্রতি ভয়
২৩৪।
Catagelophobia- ক্যাটাগেলোফোবিয়া- উপহাসিত হওয়ার প্রতি ভয়
২৩৫।
Catapedaphobia- কেটাপেডাফোবিয়া- উঁচু ও নিচু জায়গা থেকে লাফ দেওয়ার প্রতি ভয়
২৩৬।
Cenophobia or Centophobia- সিনো/
সেন্টোফোবিয়া- নতুন জিনিস/ধারণার প্রতি ভয়
২৩৭।
Chaetophobia-চেটোফোবিয়া- চুলের প্রতি ভয়
২৩৮।Cheimaphobia or Cheimatophobia,
Frigophobia, Psychophobia
- চাইমাফোবিয়া,চাইমাটোফোবিয়া,ফ্রি
জোফোবিয়া,সাইকোফোবিয়া - ঠান্ডার প্রতি ভয়
২৩৯।
Cherophobia- চেরেফোবিয়া- ফূর্তি,উল্লাসের প্রতি ভয়
২৪০।
Chionophobia- চিয়োনোফোবিয়া- তুষারের প্রতি ভয়-
২৪১।
Chirophobia- চিরোফোবিয়া- হাতের প্রতি ভয়
২৪২।
Cholerophobia- কলেরোফোবিয়া- প্রতি ভয়-কলেরার প্রতি ভয়
২৪৩।
Chorophobia- করোফোবিয়া- নৃত্যের প্রতি ভয়
২৪৪।
Chrometophobia or Chrematophobia-
ক্রোমটোফোবিয়া,ক্রেমাটোফোবিয়া- অর্থের প্রতি ভয়
২৪৫।
Chronophobia- ক্রোনোফোবিয়া- সময়ের প্রতি ভয়
২৪৬।
Chronomentrophobia- ক্রোনোমেন্ট্রোফোবিয়া- ঘড়ির প্রতি ভয়
২৪৭।Cibophobia,Sitophobia, Sitiophobia
-সিবোফোবিয়া,সিটোফোবিয়া,
সিটিয়োফোবিয়া- খাবারের প্রতি ভয়
২৪৮।Cleptophobia- ক্লেপটোফোবিয়া- চুরির প্রতি ভয়-
২৪৯।Climacophobia- ক্লিমেকোফোবিয়া- আরোহন,সিড়ি থেকে পড়ে যাওয়ার প্রতি ভয়
২৫০।
Clinophobia- ক্লাইনোফোবিয়া- বিছানায় যাওয়ার প্রতি ভয়
২৫১।Cnidophobia- নাইডোফোবিয়া- হূল,কাটার,দংশনের প্রতি ভয়
২৫২।Cometophobia- কমেটোফোবিয়া- ধূমকেতুর প্রতি ভয়
২৫৩।
Coprastasophobia- কপরেসটেসোফোবিয়া- কোষ্ঠকাঠিন্যের প্রতি ভয়
২৫৪।Coprophobia- কপরোফোবিয়া- মলের প্রতি ভয়
২৫৫।Consecotaleophobia- কনসেকোটেলিয়োফোবিয়া- চপস্টিকের(আহার কাঠি) প্রতি ভয়
২৫৬।
Cryophobia- ক্রায়োফোবিয়া- অত্যধিক ঠান্ডার প্রতি ভয়
২৫৭।
Crystallophobia- ক্রিস্টালোফোবিয়া- স্ফটিক বা কাচ জাতীয় বস্তুর প্রতি ভয়
২৫৮।
Cyberphobia- সাইবারফোবিয়া- কম্পিউটারের বা এতে কাজ করার প্রতি ভয়
২৫৯।
Cyclophobia- সাইক্লোফোবিয়া- বাইসাইকেলের প্রতি ভয়
২৬০।
Cymophobia or Kymophobia- সিমো/
কাইমোফোবিয়া- ঢেউয়ের প্রতি ভয়
২৬১।
Cypridophobia - সাইপ্রাইডোফোবিয়া- পতিতাদের প্রতি ও যৌন রোগের ভয়।
D-
২৬২।
Deipnophobia- ডিপনোফোবিয়া- রাতের খাবার,রাতের খাবারের সময় সংলাপের প্রতি ভয়
২৬৩।
Dermatophobia- ডার্মাটোফোবিয়া- ত্বকের আঘাত/ক্ষতের প্রতি ভয়
২৬৪।
Dermatosiophobia Dermatopathophobia- ডার্মাটোসিয়ো/ডার্মাটোপ্যাথোফো
বিয়া-
চর্ম রোগের প্রতি ভয়
২৬৫।
Dextrophobia- ডেক্সোট্রোফোবিয়া- শরীরের ডানপাশের বস্তুর প্রতি ভয়
২৬৬।
Diabetophobia- ডায়াবেটোফোবিয়া- ডায়াবেটিসের প্রতি ভয়
২৬৭।
Didaskaleinophobia- ডিডাসকেলাইনোফোব
িয়া- বিদ্যালয়ে যাওয়ার প্রতি ভয়
২৬৮।
Dikephobia- ডাইকফোবিয়া- বিচারের প্রতি ভয়
২৬৯।
Dinophobia- ডিনোফোবিয়া- মাথা ঘোরার প্রতি ভয়
২৭০।Dipsophobia- ডিপসোফোবিয়া- পান করার প্রতি ভয়
২৭১।
Dishabiliophobia- ডিশেবিলিয়োফোবিয়া- কারো সামনে পরিচ্ছদ খোলার প্রতি ভয়
২৭২।
Doraphobia- ডোরাফোবিয়া- পশুর পশম বা ত্বকের প্রতি ভয়
২৭৩।
Doxophobia- ডক্সোফোবিয়া- মত প্রকাশের, প্রশংসা গ্রহণের প্রতি ভয়
২৭৪।
Dutchphobia- ডাচফোবিয়া- ডাচদের (নেদারল্যান্ডবাসী)প্রতি ভয়
২৭৫।
Dystychiphobia- ডিসটাইকিফোবিয়া- দূর্ঘটনার প্রতি ভয়।
E-
২৭৮।Ecclesiophobia- একলিজিয়োফোবিয়া- গির্জার প্রতি ভয়
২৭৯।
Ecophobia- ইকোফোবিয়া- ঘরের প্রতি ভয়
২৮০।
Electrophobia- ইলেকট্রোফোবিয়া- বিদ্যুতের প্রতি ভয়
২৮১।
Eleutherophobia- এলিউথেরোফোবিয়া- স্বাধীনতার প্রতি ভয়
২৮২।
Enosiophobia or Enissophobia- এনোসিয়ো/
এনিসোফোবিয়া- ক্ষমার অযোগ্য কোনো অপরাধ ঘটানোর প্রতি ভয়
২৮৩।Eosophobia- ইয়োসোফোবিয়া- ভোরের বা দিনের আলোর প্রতি ভয়
২৮৪।
Epistaxiophobia- এপিসট্যাক্সিয়োফোবিয়া- নাক ভেঙে রক্তপড়ার প্রতি ভয়
২৮৫।
Epistemophobia- ফোবিয়া- প্রতি ভয়
Fear of knowledge.
২৮৬।
Euphobia- ইউফোবিয়া- সুসংবাদ শোনার প্রতি ভয়।
F-
২৮৭।
Febriphobia or Fibriphobia or Fibriophobia- ফেভরিয়ো/ফিভরিয়েফোবিয়া- জ্বরের প্রতি ভয়
২৮৮।Francophobia,Gallophobia, Galiophobia-
ফ্র্যাংকো/গেলো/গেলিওফোবিয়া- ফরাসিদের প্রতি ভয়।
G-
২৮৯।
Geniophobia- জেনিয়োফোবিয়া- চিবুক,থুতনির প্রতি ভয়
২৯০।
Geumaphobia or Geumophobia-জ্যুমা/
জ্যুমোফোবিয়া-স্বাদের প্রতি ভয়
২৯১।
Graphophobia- গ্রাফোফোবিয়া- লেখা বা হাতের লেখার প্রতি ভয়।
H
২৯২।
Hoplophobia-হপলোফোবিয়া-
আগ্নেয়াস্ত্রের প্রতি ভয়
২৯৩।
Homichlophobia- হমাইকোফোবিয়া-
কুয়াশার প্রতি ভয়
২৯৪।
Homilophobia- হোমিলোফোবিয়া-
উপদেশের প্রতি ভয়
২৯৫।
Harpaxophobia- হারপেক্সোফোবিয়া- ডাকাতি হয়ে যাওয়ার প্রতি ভয়
২৯৬।
Hellenologophobia- হেলেনোলোগোফোবিয়া- গ্রীক শব্দ,জটিল বৈজ্ঞানিক শব্দের প্রতি ভয়
২৯৭।Hylophobia- হাইলোফোবিয়া- জঙ্গলের প্রতি ভয়
২৯৮।
Hierophobia- হিরোফোবিয়া- ধর্মগুরু,পবিত্র
জিনিসের প্রতি ভয়
২৯৯।
Hobophobia- হবোফোবিয়া- নিষ্কর্মা, ভিখারিদের প্রতি ভয়
৩০০। Hippopotomonstrosesquipedaliophobia- হিপ্পোপটোমন্সট্রসেসকুইপেডালাইয়োফোবিয়া- লম্বা শব্দের প্রতি ভয়
ইত্যাদি... ইত্যাদি
চলবে…...
(কিছু ফোবিয়ার একাধিক সমার্থক শব্দ থাকায় কিছু ফোবিয়া একের অধিকবার উল্লেখ করা হয়েছে।
উচ্চারণগত ত্রুটি থাকা স্বাভাবিক। আশা করি শোধরে দিবেন। ধন্যবাদ।। )
------তথ্যসূত্রঃ
1. https://en.m.wikipedia.o rg/wiki/
List_of_phobias
2. http://www.phobialist.com
(অনুবাদকৃত)
Writer: Abu Rayhan
Tags:
জানা-অজানা